বাংলাদেশের মৌসুমি ফল//


আসসালামু আলাইকুম "আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভাল আছি, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আমাদের গ্রামের কিছু মৌসুমী ফলের ছবি তূলেছি। আশা করি আপনি পছন্দ করবেন। চলুন শুরু করা যাক।



কাঁঠাল

IMG_20210626_185033.jpg

কাঁঠাল আমাদের জাতীয় ফল তা খেতে খুব সুস্বাদু। আমাদের দেশের সব জেলায় কাঁঠাল পাওয়া যায়। কাঁঠালের পুষ্টির গুনাগুন প্রচুর। যা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমি কাঁঠাল ফল প্রচুর পছন্দ করি।



আম

IMG_20210626_185005.jpg

উপরের চিত্রে আমের ছবি দেখতে পাচ্ছে যা একটি সুন্দর ফল। আম সবাই অনেক পছন্দ করে। আমি একটি মৌসুমী ফল। আমি একটি পুষ্টি সমৃদ্ধ ফল। এসময়ের কমবেশি সবার বাড়িতে আম পাওয়া যায়। আমাদের সবার আম খাওয়া উচিত এতে আমাদের শরীর সুস্থ থাকবে।



জাম

IMG20210608110600.jpg

জাম খুব একটা ভালো ফল। জাম ছোট ফল হলেও খেতে খুব মজাদার। জাম পাকা অবস্থায় খেতে ভালোবাসে। জাম একটি মৌসুমী ফল। জাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।



কলা

IMG_20210605_080355.jpg

কলাতে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে। যা খেতে খুব পুষ্টিকর। কলা একটি মৌসুমী ফল হলেও আমাদের দেশে সারা বছর পাওয়া যায়।



পেঁপে

IMG_20210626_185019.jpg

পেঁপে একটি সবজি জাতীয় ফল। যা পাকা ও কাঁচা অবস্থায় খাওয়া যায়। অনেকেই সবজি হিসেবে ব্যবহার করে। তবে পাকা পেঁপে খুব সুস্বাদু হয়। যা আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে।



পেঁয়ারা

IMG_20210622_083759.jpg

পেয়ারা একটি পুষ্টিকর ফল। এর পুষ্টি গুনাগুন ভরপুর। তবে ফল বাংলাদেশের সারা বছর পাওয়া যায়।


IMG_20210523_144343_553.jpg

ধন্যবাদ সবাইকে

IMG_20210523_144343_553.jpg

Sort:  
 3 years ago 

সবগুলোই খেতে ভালো লাগে। তবে আমার পেয়ারা ও জামের প্রতি একটা আলাদা আগ্রহ আছে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23