প্রথমবারের মতন বন্ধু যখন আমার এলাকায়।

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। এবার গ্রামে আসার পর গ্রামে কাটানোর সময় গুলো নিয়ে তেমন একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজ থেকে শুরু করলাম সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা।

এবার আমরা ছুটিতে প্রায় সবাই বাড়িতে। এরকমটা সাধারণত মেলে না। কোনভাবে এই টাইমটায় সবার ছুটি একসাথে মিলে গেছে। আমার বন্ধু পাপ্পু, ওকে অনেকদিন ধরে আমাদের এলাকায় আসতে বলতেছিলাম আমরা সবাই। আমাদের গ্রামের সার্কেলের প্রায় সবার সাথেই ওর ভালো সম্পর্ক রয়েছে। তাইতো আমরা বলেছিলাম এবার ছুটিতে ও যদি আসে তাহলে আমরা একসাথে খুব মজা করব। বন্ধু পাপ্পুর বাড়ি হচ্ছে মেহেরপুর। এবার ও আমাদের কথায় রাজি হয়ে আমাদের এলাকায় আসতে চেয়েছিল।

ডিসেম্বর মাসের ২৬ তারিখ সকালে ও আসবে এমনটাই ছিল প্ল্যান। যথারীতি সকালবেলা ও রওনা দেয় আমি আর রাহুল শহরের দিকে এগিয়ে গিয়েছিলাম ওকে আনতে। আমরা একটু সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম। শহরে গিয়ে ফোন দিয়ে শুনতে পেলাম ওর আসতে এখনো প্রায় দু'ঘণ্টার মত সময় লাগবে। এতক্ষণ কি করা যায়!! রাহুল আর আমি ভাবলাম আশেপাশের সুন্দর কিছু জায়গা থেকে ঘুরে আসা যাক। আমরা দুজনে চলে গেলাম নতুন হওয়া একটি ব্রীজের উপর। এটি হচ্ছে গড়াই ব্রিজ।

1703827971584-01.jpeg

1703828038020-01.jpeg

1703828020483-01.jpeg

1703827992894-01.jpeg

1703827983064-01.jpeg

1703827910145-01.jpeg

1703827878648-01.jpeg

ব্রিজের উপর গিয়ে সকালের নতুন রোদের উষ্ণ ছোঁয়া গায়ে মাখিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। নদীর পানি এখন প্রায় শুকিয়ে গিয়েছে। বালি জেগে উঠেছে বেশিরভাগ জায়গায়। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে ভরা বর্ষার মৌসুমে। নদীর সৌন্দর্য আসলে বর্ষাকালেই বেশি উপলব্ধি করা যায়। যাইহোক বেশ কিছুক্ষণ ব্রিজের উপর থাকার পর চিন্তা করলাম অন্য একটা জায়গায় যাব যেখানটায় আগে আমরা মাঝেমধ্যেই আসতাম, কিন্তু এখন এলাকায় না থাকায় আর এদিকে আসা হয় না তেমন একটা। মনে আছে শীতের সময় বিকেলবেলা আমাদের চা খেতে ইচ্ছে হলেও মাঝে মধ্যে এদিকে চলে আসতাম। এই জায়গাটায় দারুণ কিছু নামকরা চা পাওয়া যেত।

1703828072944-01.jpeg

1703828058389-01.jpeg

জায়গাটিতে গিয়ে দেখলাম দোকানপাট গুলো এখন আর নেই। পাশেই অনেক বড় একটি স্কুল। হয়তোবা ওইটার কারণে এখান থেকে দোকানগুলো উঠিয়ে দেয়া হয়েছে। অথবা অন্য কোন কারণে ও হতে পারে। অতিরিক্ত দোকানপাট থাকায় অবশ্যই এই জায়গাটার সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হচ্ছিল। জায়গাটি দেখতে আগের থেকে এখন সুন্দর লাগছে। যদিও ওখানকার ছবি আমার তোলার কথা মনে ছিল না। একটু এগিয়ে গেলাম আমরা আরো। সেখানে কিছু চটপটির দোকান বসতো। সেগুলোও আর চোখে পরলো না। বুঝতে পারলাম দোকানপাট এই এরিয়া থেকে সবই উঠিয়ে দেওয়া হয়েছে।

1703828085082-01.jpeg

অনেকক্ষণ আমরা ওইখানে থাকার পর পাপ্পু ফোন দিল যে ও প্রায় চলে এসেছে। আমরা এবার স্ট্যান্ডের দিকে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পাপ্পুর দেখা পেলাম। ও যে জায়গায় এসে নামল এখানে অবশ্য ও এর আগেও এসেছে যখন আমরা একসাথে কোচিং করতাম। কোচিং থেকেই এখানে একটা কাজে আমরা সবাই এসেছিলাম। এই প্রথম ও আমাদের এলাকায় ঢুকবে। যাইহোক ওকে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের এলাকার উদ্দেশ্যে।

ও আসার আগে থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম কোন দিন কোন জায়গায় আমরা ঘুরবো। সুন্দর সুন্দর জায়গাগুলো ভিজিট করতে প্রায় দু-তিন দিন তো লাগবেই। কিন্তু দুঃখের বিষয় ও একদিন থেকেই চলে যাবে, আর এটা আগে থেকে প্ল্যানে ছিল না। হঠাৎ ওর কাজ পড়ে গেছে যার কারণে একদিন থেকেই চলে যেতে হবে। যাহোক কি আর করার।

আজ এ পর্যন্তই বন্ধুরা। সেদিন সারাদিন আমরা অনেক মজা করেছি। চরে গিয়েছি, চরে গিয়ে হাঁস কিনেছি, পিকনিক করেছি। সবই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী পোস্টগুলোতে ইনশা আল্লাহ। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 6 months ago 

আপনার বন্ধু পাপ্পু কে রিসিভ করতে আপনি আর রাহুল ভাই গিয়েছিলেন।তারপর সেখানে নতুন হওয়া গড়াই ব্রিজটা তে বেশ সুন্দর সময় কাটালেন।আগে মাঝে মধ্যে যাওয়া স্থানটি তে গেলেন,আগের দোকানপাট সব উঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে।আপনার বন্ধুর সাথে অনেক জায়গায় ঘুরার প্ল্যান করেছিলেন কিন্তু একদিন থাকার জন্য আর সম্ভব হলোনা।তারপর সেদিন চরে গিয়ে হাঁস কিনে পিকনিক করেছিলেন।যেটা পরবর্তী পর্বগুলোতে শেয়ার করবেন।অপেক্ষায় রইলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

এই দিনটি অনেক সুন্দর ছিল। ভাইয়ের সাথে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরেছি। আমরা যারা একসাথে বেড়াই সবাই উপস্থিত ছিলাম। এরকম দিন আবার ফিরে আসুক সেটাই প্রত্যাশা করি। তার আসার গল্প এবং গড়াই নদীর দৃশ্য দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 6 months ago 

বন্ধুকে রিসিভ করে আনতে যাওয়ার মজাটাই আলাদা।আর যেহেতু উনি প্রথমবারের মত আসছে সেই হিসেবে তো আরো বেশি আনন্দ হয়েছে।তবে তার আসার প্রায় ২ঘন্টা আগে পৌঁছে ভালোই হয়েছে।পুরোনো স্মৃতিময় জায়গায় যেতে পেরেছেন।ছবিগুলো দেখে খুব ভালো লাগলো ভাইয়া।

 6 months ago 

জী ভাই প্রায় মাস চারেক আগেই দোকানগুলো ভেঙে ফেলেছে। আমাদের এম এন স্কুলের পেছনের জায়গাটা আপনার পোস্টে দেখে ভালো লাগল। তবে হ‍্যা বর্ষার সময়ে জায়গাটা বেশি ভালো লাগে কথাটা সত‍্য। আপনার বন্ধু পাপ্পুর কথা এর আগেও আপনার কাছে শুনেছি। আপনার বন্ধু প্রথমবার আপনার এলাকায় ব‍্যাপার টা বেশ দারুণ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে প্রকৃত বন্ধু বান্ধবদের সাথে আমাদের একেবারে আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। আর আমি মনে করি বর্তমানে আত্মার সম্পর্ক হচ্ছে, রক্তের সম্পর্কের চেয়েও গভীর। যাইহোক আপনার বন্ধু প্রথম বারের মতো আপনাদের এলাকায় যাবে বলে,তাকে রিসিভ করতে গিয়েছেন আপনারা দু'জন, এটা জেনে ভীষণ ভালো লাগলো ভাই। আপনার বন্ধুর আসতে দুই ঘন্টা দেরী হবে বলে, সেই সুযোগে আপনারা বেশ ভালোই ঘুরাঘুরি করলেন। ব্রিজটা দেখতে খুব সুন্দর। এটা ঠিক বর্ষাকালে নদীর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 6 months ago 

কাছের বন্ধু বান্ধব কে কাছে পেলে আসলেই সময়টা বেশ ভালো কাটে। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম সামনে দারুন কিছু পোস্ট আসতে চলেছে। সেই পোস্টগুলো দেখার অপেক্ষায় রইলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44