৮X ডলফিন ক্লাবে পদার্পণ।
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আমি নিয়ম করে প্রত্যেক সপ্তাহতেই পাওয়ার আপ করি। সিজন থ্রি তে আমি পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করি সব সময়। সিজন ওয়ান এবং টু তে অনেক বেশিই পাওয়ার আপ করতাম। সেই সময় আমার পাওয়ার গ্রোথ অনেক বেশি ছিল। যাই হোক এখন যেটাই করি নিয়মিত করি। আমি বিশ্বাস করি অল্প অল্প পরিমাণ স্টিম দীর্ঘদিন ধরে জমাতে থাকলে বিশাল এমাউন্ট হয়ে দাঁড়াবে।
সিজন থ্রিতে আমার টার্গেট ৫০ হাজার এসপি পূরণ করা। প্রত্যেক সপ্তাহে নিয়মিত পাওয়ার আপ করে গত দুদিন আগে আমার ৪০ হাজার এসপি পূরণ হয়েছে। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। আমি যেদিন থেকে স্টিমে কাজ শুরু করেছি তখন থেকেই আমার দশ হাজার এসপির একটা স্বপ্ন ছিল। সেটা সিজন ওয়ানেই আমি পূরণ করতে পেরেছি। তবে সে সময় আমি ভাবিনি যে ৪০ হাজারে এসপি বানাতে পারবো কখনো। আজ আমার ওয়ালেট দেখে আমার নিজের কাছেই খুব ভালো লাগছে।
আমার বলতে হবে না, আপনারাই তো ভালো জানেন যে নিয়মিত পাওয়ার আপ করে কতটা পরিবর্তন হয়েছে আমাদের সকলের। আমাদেরকে কমিউনিটিতে অনেক ইউজার ডলফিন ক্লাবে আছে এখন। প্রত্যেকেই একটা আশা স্বপ্ন নিয়ে পাওয়ার বৃদ্ধি করে যাচ্ছে প্রতিনিয়ত। সিজন ৩ শেষ হতে হতে আমাদের সকল ইউজারদের ওয়ালেটে প্রচুর এসপি জমা হয়ে যাবে। সেই সময় প্রত্যেকটা ডলফিন ক্লাবের ইউজার অন্যদের পোস্টে ভালো পরিমাণে ভোটিং সাপোর্ট দিতে পারবে। আমাদের বাংলাদেশের ইউজারদের এসপির সংখ্যা ছিল খুবই কম। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে ডলফিন ক্লাবের ইউজারদের ৬ লক্ষের বেশি এসপি রয়েছে।
পূর্বে কখনো এটা আমরা কল্পনাও করতে পারিনি। ইনভেস্টমেন্ট ছাড়া এত বড় পরিমাণের এসপি বাংলাদেশী ইউজাররা জমিয়েছে। এই ছয় লক্ষের পরিমাণ ওয়ান মিলিয়নে যেতে বেশি সময় লাগবে না আশা করি। পাওয়ার বৃদ্ধিকে সবসময় সাপোর্ট করেছেন স্টিমেট টিম। প্রত্যেক সপ্তাহে আমরা যেই কনটেস্ট টি পরিচালনা করছি সেখানে ২৫ থেকে ৩৫ জন ইউজার প্রত্যেক সপ্তাহে পার্টিসিপেট করে৷ এছাড়াও Steemit Team এর উদ্যোগে সারা স্টিমেট প্ল্যাটফর্মের ইউজাররা প্রতিনিয়ত পাওয়ার আপের বিভিন্ন ইভেন্টে যুক্ত হচ্ছে। ইউজারদের নিজেদের পাওয়ার বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। স্বয়ংসম্পূর্ণ না হলে আপনি পিছিয়ে পড়বেন।
যাইহোক সিজন ৩ শেষ হতে হতে আমার ৫০ হাজার এসপির স্বপ্ন পূরণ হলে আমি মহা খুশি। আপনারা যেভাবে ধৈর্যের সহকারে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করে যাচ্ছেন এটা কখনোই থামাবেন না। আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক সেই কামনা করি। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার সঙ্গে আমিও একমত ভাইয়া অল্প অল্প করে পাওয়ার আপ করলে এক সময় অনেক বড় একটি অ্যামাউন্ট দাঁড়াবে। এই ব্লগের সকলের স্টিম পওয়ার হওয়ার পেছনের দাদার অনেক বড় একটা অবদান রয়েছে বলে আমি মনে করি। তাছাড়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি খুব দ্রুতই আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তখন মিষ্টি খাওয়াতে ভুলবেন না কিন্তু।
অনেক অনেক অভিনন্দন ভাই আপনাকে। পাওয়ার বৃদ্ধির মাধ্যমে অষ্টম ডলফিনে পৌঁছাতে পেরেছেন ।সত্যিই এই কৃতিত্ব এই পাওয়া অনেক বড়। আপনার পথ অনুসরণ করে আমরা সবাই এগিয়ে চলেছি আমাদের এই যাত্রা চলতে থাকলে একসময় অনেক বড় সফলতা অর্জন করব।
Congratulations brother, I'm glad you're making progress quickly, surely soon we will celebrate your arrival at the Orca club. Let's go for more.
কনগ্রাচুলেশন ভাইয়া। খুব অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে গেলেন। আসলে আপনাদের কে দেখেই কিন্তু আমরা অনুপ্রেরনা পেয়ে থাকি। আসলেই পাওয়ার আপ করার কিন্তু কোন বিকল্প নেই। আমি আমার নিজের কথাই বলি। কত পাওয়ার নিয়ে এসেছিলাম আর আজ কত স্টিম পাওয়ারের মালিক হলাম। আর এসব কিছু ই সম্ভব হয়েছে আপনাদের পরিশ্রমের ফলেই । শুভ কামনা আপনাদের প্রতি।
ভাইয়া, চল্লিশ হাজার এসপি পূরণ করার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আশা করি আপনি এভাবেই নিয়মিত পাওয়ার বৃদ্ধি করে আপনার কাঙ্খিত লক্ষ্যটি নির্ধারিত সময়ের মধ্যেই পূরণ করতে সক্ষম হবেন।
প্রথমেই আপনার টার্গেট অনেকখানি 8x পূরণ হয়েছে, এইজন্য আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন দাদা।আপনার ধারাবাহিকতা দেখে আমি যেমন অনুপ্রেরণা পেলাম তেমনি অবাক হলাম।অনেক ধৈর্য্যের পর এটা করতে আপনি সক্ষম হয়েছেন, শুভকামনা রইলো দাদা।