সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - নভেম্বর তৃতীয় সপ্তাহ (Weekly Plagiarism Report -November -3rd week)
23-11-2021
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @sadia-afrin | বিড়াল.. | 100% | উৎস |
ডুবলিকেট পোস্ট:
ক্রমিক নং | নাম | ডুবলিকেট পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @mahmud552 | পোস্ট লিংক | পোস্ট লিংক |
গত সপ্তাহের মতো এ সপ্তাহতেও অ্যাবিউজ এর সংখ্যা খুবই কম ছিল। যারা সঠিক এবং পরিছন্নতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।
দিন দিন চৌর্যবৃত্তির লিস্ট ছোট হচ্ছে। এটি দেখি বেশ ভালই লাগলো আমার। সবকিছু সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগের স্কুলিং পদ্ধতির কারণে। আমার বাংলা ব্লগের সকল প্রফেসর খুব সুন্দর ভাবে নতুন ও পুরাতন ইউজার দের কে গাইড করতেছে। যেটা সত্যি প্রশংসনীয় কাজ।
আসলেই আমিও লক্ষ্য করলাম যে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে এবিয়ুজ অনেকটাই কম। এটি সবসময়ই আমাদের কমিউনিটির জন্য এবং আমাদের সকলের জন্য অনেক বেশি সুসংবাদ বলে আমি মনে করি। কারণ যত বেশি অপরাধ কমবে ততোই কমিউনিটি সামনের দিকে এগিয়ে যাবে। আপনার এই কাজগুলো সত্যিই প্রশংসনীয়।
চৌর্যবৃত্তি আমাদের কমিউনিটি তে আর নেই বললেই চলে। আর চৌর্যবৃত্তি দূরীকরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন আপনি। আমাদের জন্য সারাদিন কষ্ট করে "চোর ধরার" কাজটি করেন।... হা হা। ভালো থাকবেন সবসময়।
আসলে চৌর্যবৃত্তি করে কয়দিন লুকিয়ে থাকা যায়। একদিন না একদিন তো ধরা পড়তেই হবে। তার পরও কেন যে মানুষ এরকম কাজ করে। চৌর্যবৃত্তির এই রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ কমিউনিটির জন্য। এটি দেখে অনেকেই এই কাজ থেকে বিরত থাকবে। তাছাড়া ভাইয়া আপনি খুব সুন্দর করে চৌর্যবৃত্তির পোস্টগুলি করেন।
রিপোর্ট টি দেখে খুবই ভালো লাগলে আগের থেকে অনেকটা কুমে গিয়েছে।একদম।কোখুনো শেষ হবে না এটা কারন নতুন নতুন মুখ আসছে আর নতুন মুখ মানেই ভুল থাকবেই সেখানে।তবে আপনি থাকলে সেই ভুল এবং চুরি করা লকদের অবস্তজা খারাপ।খুব দারুন রিপোর্ট হয়েছে লিডার।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য । আসলে আমি মনে করছিলাম ওটা তো আমারই পোস্ট দিলে মনে হয় সমস্যা হবে না, এই জন্য দিয়েছিলাম, আর দিবো না । ধন্যবাদ
এই সপ্তাহে আবার একজন বেড়ে গিয়েছে। তবে যারা এগুলো করছে তারা নতুন। আমাদের পুরাতনদের মাঝে চৌর্যবৃওির প্রবণতা টা অনেক কমে গেছে। অনেক সুন্দর একটি রিপোর্ট ছিল ভাই। আশাকরি এরা দ্রুত সংশোধন হয়ে যাবে।।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদন। কমিউনিটির পরিবেশ স্বচ্ছ এবং দূষণমুক্ত রাখতে সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই প্রতিবেদনের মাধ্যমে সকলের নিজের ভুলগুলোকে শুধরাতে সুযোগ পায়। আশা করি তারা আর পরবর্তীতে এসব ভুল গুলো করবে না। অবশ্যই সকলকে চৌর্যবৃত্তি থেকে দূরে থাকা উচিত।
সত্যিই খুব ভালো লাগলো চৌর্যবৃত্তি একদমই কমে গেছে। আশাকরি খুব তাড়াতাড়ি এটি শূন্যের কোঠায় নেমে আসবে।
সত্যি কথা বলতে ভালই লাগছে।আপনি আমাদের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং আপনার জন্য এখানে সত্যিই নাম্বারি করতে পারে না এবং দুইনাম্বারি করলেও ছাড় পায়না । টপ কোয়ালিটি পোস্ট ছাড়া একটাও নাই।