Weekly Plagiarism Report -January -2nd week - সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ ।

in আমার বাংলা ব্লগ3 years ago

jpg_20220103_080147_0000.jpg

09-01-2022

চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@sonu777সম্পর্ক..
100%
উৎস
@subhadipসারদা দেবী..
100%
উৎস


যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png


Sort:  

দেখে অনেক ভালো লাগল যে কমিউনিটিতপ চৌর্যবৃত্তির সংখ্যা দিন দিন কমতেছে।আশা করি অল্প কিছু দিনের আমরা সম্পূর্ণ সংখ্যা চৌর্যবৃত্তি মুক্তি পাব।আর অনেক ধন্যবাদ জানাই সুমন ভাইকে যিনি অনেক পরিশ্রম করছেন এর উপর।

 3 years ago 

বাহ!! খুবই ভালো লাগলো আজকে মাত্র দুইজনের নাম আসছে। আমি আশা করি সামনের সপ্তাহে এটাও থাকবে না।বাংলা ব্লগের কোন খারাপদের স্থান নাই এখনেই নিজে টিকিয়ে রাখতে হলে নিজের কিছু করতে হবে।

 3 years ago 

সময়ের সাথে সাথে চৌর্যবৃত্তি অনেকটা কমে এসেছে এটা দেখে অনেক ভালো লাগলো। চৌর্যবৃত্তি কমিউনিটির পরিবেশ নষ্ট করে। ভাইয়া আপনি দক্ষতার সাথে এই চৌর্যবৃত্তি প্রতিবেদন তৈরি করেছেন। আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে সকলে সচেতন হবে এবং চৌর্যবৃত্তির মতো অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবে।

 3 years ago 

এটি খুব ভালো ব্যাপার যে চৌর্যবৃত্তি কমেছে।
ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এটি শূন্যের কোঠায় নেমে আসবে আশাকরি।
সবার জন্য শুভকামনা রইল 🥀

 3 years ago 

আমাদের প্রত্যেকেরই উচিত চৌর্যবৃত্তি কে পরিত্যাগ করা এবং নিজের মেধাকে কাজে লাগানো। চৌর্যবৃত্তি আমাদের কমিউনিটির পরিবেশকে সম্পূর্ণরূপে নষ্ট করে। তাই এরকম বাজে কাজ থেকে বিরত থাকুন এবং সুস্থ্য ধারায় কাজ করুন। এ সপ্তাহে মাত্র দুজন চৌর্যবৃত্তির সাথে জড়িত, আমরা অবশ্যই আশা করব আগামী সপ্তাহে চৌর্যবৃত্তি আর কেউ করবে না। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুবই চমৎকার একটা প্রতিবেদন দিয়েছেন। আমাদের সবারই উচিত এইসব কাজ থেকে বিরত থাকা এবং কমিউনিটির সৌন্দর্য বজায় রাখা।

 3 years ago 

আজকে মাত্র দুইজন। খুবই ভালো লাগলো ভাই আশা করি সামনে এটা আর থাকবে না। যত দিন যাচ্ছে ততই চৌর্যবৃত্তি অনেকটা কমে এসেছে। আসলে চৌর্যবৃত্তি কমিউনিটির পরিবেশ নষ্ট করে। কিন্তু আপনি প্রতি সপ্তাহে দক্ষতার সাথে এই চৌর্যবৃত্তি প্রতিবেদন তৈরি করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করছি আমরা সবাই এরকম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবো।

 3 years ago 

রিপোর্ট কি দেখে খুব ভালো লাগলো। আমার বাংলা ব্লগ পরিবার দিনদিন বিশুদ্ধতা চর্চা করছে তা বোঝা যাচ্ছে। এখানে আর চৌর্যবৃত্তি চর্চা করা লোক সংখ্যা খুবই কমে গেছে কেউ নাই বললেই চলে। এভাবেই আপনার দক্ষ নেতৃত্বে আমাদের এই প্ল্যাটফর্ম চৌর্যবৃত্তি মুক্ত হোক। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

কপি পেস্টের যুগে এক সপ্তাহে মাত্র ২টি এমন পোস্ট পাওয়া গিয়েছে দেখে খুশি হলাম। যাদের নাম পোস্টে উল্লেখ আছে আশা করি তারা আমার বাংলা ব্লগ কমিউনিটির সব নিয়ম কানুন মেনে পোস্ট করবেন এবং চৌর্যবৃত্তির হার শূন্যে নেমে আসবে।

 3 years ago 

আজকের রিপোর্টটি দেখে মনে হচ্ছে যে আমার বাংলা ব্লগে চৌর্যবৃত্তি দিন দিন কমে যাচ্ছে। কারণ আগে বেশ কয়েকজনের নাম থাকত লিস্টে, আজকে মাত্র দুজনের নাম দেখলাম যা দেখে খুবই ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে এই লিস্ট শূন্য হয়ে যাবে। সবই সুমন ভাই এর কৃতিত্ব। শুভকামনা রইল ভাইয়ের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50