সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ - [Weekly Plagiarism Report -February -2nd week]
07-02-2022
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @burhanspc | বিরিয়ানি.. | 100% | উৎস |
২ | @rakibmitul | গল্প.. | 100% | উৎস |
১ | @rakibmitul | এসইও.. | 100% | উৎস |
২ | @rakibmitul | ওয়েব.. | 100% | উৎস |
১ | @rakibmitul | ডেসক্রিপশন.. | 100% | উৎস |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @emran14 | লিংক | উৎস |
যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।
@rakibmitul ভাই মনে হয় এবিবি স্কুলের ক্লাশ কখনো করে নাই। ক্লাশ করলে একভুল ক্রমান্বয়ে চারবার করতো না। এটা খুবই দুঃখক জনক ব্যাপার।
কমিউনিটিকে সুন্দর এবং পরিষ্কার রাখতে প্রতিবেদনটা
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে সর্ব মোট 5 জন
অপরাধীকে পাওয়া গেছে। তার মধ্যে একই কাজ ঘুরিয়ে-ফিরিয়ে একই ব্যক্তি করছে।
বাকি দুইজন খুবই সামান্য।
অর্থাৎ এখান থেকে আমি মনে করি শুধুমাত্র তিনজন ব্যক্তি সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদন লিস্টে আসে। তবে যারা এমন প্লেগারিজম করছে তাদের অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত। আমরা চাই আমাদের কমিউনিটি হান্ডেট পার্সেন্ট পরিষ্কার থাকুক।
আপনার অক্লান্ত পরিশ্রমের জন্য সত্যিই আপনি প্রশংসার দাবিদার। কমিউনিটিকে সুন্দর এবং পরিষ্কার রাখতে আপনার এই অসামান্য পরিশ্রম কে স্যালুট জানাই
সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন দেখে আমি হতাশ হয়ে গেলাম। একজন ব্যক্তি কি করে বার বার চৌর্যবৃত্তির মত অপরাধমূলক কাজ করে এটাই ভেবে পাচ্ছিনা। চৌর্যবৃত্তি কমিউনিটির পরিবেশ নষ্ট করে দেয়। কমিউনিটিকে চৌর্যবৃত্তি মুক্ত রাখতে এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রতিবেদনের মাধ্যমে সকলে সচেতন হবে। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক পরিশ্রম করে চৌর্যবৃত্তির প্রতিবেদন প্রকাশ করার জন্য।
খুবই দুঃখজনক একটি ব্যাপার তবে শাস্তির ব্যাপারে একটি আছে আমাদের কমিউনিটির পুরাতন সদস্য বা abb-school যারা ক্লাস করেছি তাদের মধ্যে এই ব্যপারগুলো প্রবণতা অনেকাংশেই কমে গেছে। তবে আমাদের সকলের উচিত এই ধরনের ব্যাপার গুলো থেকে দূরে থাকা।
আমি জানতাম যে পোস্ট এ নেট থেকে নেওয়া কোনো পিক ইউজ করলে সেটার সোর্স উল্লেখ করে দিতে হয়। 🙄
এটা সত্যি হতাশাজনক একজন ব্যক্তির টানা চারটি পোস্ট চৌর্যবৃত্তি করেছে। আপনার নজরদারিতে আমাদের কমিউনিটি খুব সুন্দর ভাবে এগিয়ে চলছে। চৌর্যবৃত্তি একটি কমিউনিটির সৌন্দর্য নষ্ট করে। তবে আশার আলো হচ্ছে আমাদের এই পরিবারে এই সংখ্যা খুবই কম। আপনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চৌর্যবৃত্তি নির্মল হয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে।
ভাইয়া ভেবেছিলাম এইবার আর একটাও পাবেন না।তবে দেখি কমছেই না।তব্ব আশা করি একদিন আর থাকবে না একজন ও।
চারটি পোষ্ট একজন ব্যক্তি চৌর্যবৃত্তি করেছে।এটি দেখে কিছুটা অবাক হলাম।মনে হচ্ছে একদম নতুন ইউজার।যাইহোক দাদা আপনার চোখ ফাঁকি দেওয়ার সাধ্য নেই কারো।অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার চোখ ফাঁকি দিয়ে কোন চোরের পক্ষেই সম্ভব নয় এই কমিউনিটিতে টিকে থাকা। বুঝতে না পারার কারণে আপনার এই তালিকায় একবার আমার নামও স্থান পেয়েছিল। অনিচ্ছাকৃত ঐ ভুলটি করার ফলে আপনার এই রিপোর্টে আমার নাম উঠে গিয়েছিলো। ভাগ্যিস এই তালিকায় আমার নামটি আর দ্বিতীয়বার স্থান পায়নি। আপনার মত একজন কোয়ালিটি কন্ট্রোলার এই কমিউনিটির জন্য ভিশন দরকার। শুভকামনা রইল আপনার জন্য
আপনি খুবই দক্ষতার সাথে চৌর্যবৃত্ত প্রতিবেদনটি উপস্থাপন করলেন। আসলে আপনার চোখে ফাঁকি দেওয়া খুবই কঠিন। প্রতিনিয়ত চৌর্যবৃত্তি প্রতিবেদন আপনি করে যাচ্ছেন। কমিউনিটি সৌন্দর্য রক্ষার্থে এই চৌর্যবৃত্তি প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। এত সতর্কতার পরেও চৌর্যবৃত্তি প্রতিবেদনটি দেখে খারাপ লাগলো।আসলে এটা দুঃখজনক।