সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - ডিসেম্বর তৃতীয় সপ্তাহ (Weekly Plagiarism Report -December -3rd week)
19-12-2021
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @ayanmaj | পেট্রল.. | 100% | উৎস |
২ | @rumman58 | ঐতিহ্য.. | 100% | AC: Unknown |
৩ | @abdulguffer | পেঁপে.. | 100% | উৎস |
৪ | @mahadihasanhomo | গেম.. | 100% | উৎস |
৫ | @prantoroy | সৌন্দর্য.. | 100% | AC: Unknown |
৬ | @cryptoboyy | নেতাজী. | 100% | উৎস |
৭ | @mashuk089 | ডিসেম্বর. | 100% | উৎস |
৮ | @cryptoboyy | নেতাজী. | 100% | উৎস |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @prantoroy | লিংক | উৎস |
২ | @ayanmaj | লিংক | উৎস |
৩ | @rumman58 | লিংক | উৎস |
৪ | @digitalfiber | লিংক | উৎস |
৫ | @mashuk089 | লিংক | উৎস |
যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।
সত্যি বলতে এটা খুবই দুঃখজনক। আপনি সবসময় কমিউনিটিকে পরিষ্কার রাখার চেষ্টা করেন। এটা খুবই ভালো লাগে। যারা দোষ করে সে কোনমতেই ছাড় পায় না কারণ একদিন দুইদিন তিনদিন চারদিনের বেলায় ঠিকই সে ধরা পড়ে। এটা আপনি যথেষ্ট ভাল কাজ করেন এবং পরিশ্রম করে যান কমিউনিটির জন্য এবং আশা করব সামনের সপ্তাহে সকলে ভুলগুলো শুধরে। ভালোভাবে কাজ করবে
লিষ্ট টা দেখে খারাপ লাগছে।কমিউনিটি তে নতুন মেম্বার অনেক তাই এই চুরির লিষ্ট টাও বড়।এটা ব্যাপার না আমাদের সুমন ভাইয়া এই আগাছা গুলো একদম উপরে দিবে।খুব সুন্দর গুছিয়ে করেছেন।
এই সপ্তাহের লিস্টটা দেখছি অনেক বড়। আসলে দিন দিন আমার বাংলা ব্লগ কমিউনিটি বড় হচ্ছে এজন্য এইরকম কিছু মেম্বারের পোস্ট পাওয়া স্বাভাবিক। কারণ ভালোর মধ্যে খারাপ না থাকলে ভালোর মূল্য কেউ দেবে না। তবে এটা খুবই ভালো লাগল যে পুরাতন কোনো মেম্বার এই লিস্টে নেই। যারা আছে সবাই নতুন। ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দরভাবে লিস্টটা দেওয়ার ছ
জন্য।
তারা জানা সত্ত্বেও কেন এমন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়! তারা আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবেশ নষ্ট করে। অন্যদেরকে খারাপ পথে আসার আহবান করে।
সব নামই আমার কাছে নতুন মনে হচ্ছে। অসুবিধা নসই।এরা টিকতে পার পারবে না। সুমন ভাইয়ের খড়গে ধার ঠিকই আছে।
এবারের চৌর্যবৃত্তি প্রতিবেদনের লিস্ট অনেক বড়। এখানে যাদের নাম রয়েছে তারা বেশিরভাগই নতুন সদস্য। আশা করছি সবাই অনেক সচেতনতার সাথে কাজ করবে এখন। এই কমিউনিটি থেকে চৌর্যবৃত্তি একেবারে শেষ হয়ে যাক এই কামনাই করি। আপনি অনেক দক্ষতার সাথে এই প্রতিবেদনটি তৈরি করেছেন। বোঝাই যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করে এই প্রতিবেদন প্রকাশ করেছেন। ভাইয়া আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পুরা মাথাই নষ্ট। এগুলো কি দেখলাম সকাল সকাল??
এতগুলো নিয়ম ভঙ্গ কারি। যেগুলো সত্যি আমাদের জন্য চরম খারাপ লাগার ব্যথার একটি বিষয়।
তার পরেও একটা বিষয় ভালো লাগছে যে, সবগুলোই নতুন ব্যবহারকারী। অনেক অনেক ধন্যবাদ সুমন ভাইকে। সুন্দর এই চৌর্যবৃত্তি রিপোর্ট আমাদের সামনে তুলে ধরার জন্য।
যেগুলো কমিউনিটিকে হান্ডেট পার্সেন্ট ইউনিক করতে সাহায্য করবে।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে চৌর্যবৃত্তি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এটা দেখে খুবই খারাপ লাগলো। তবে যারা চৌর্যবৃত্তির মত অপরাধমূলক কাজ করেছে তারা মূলত আমার বাংলা ব্লগের নতুন সদস্য। আমি আশা করছি সময়ের সাথে সাথে আমার বাংলা ব্লগ থেকে চৌর্যবৃত্তি ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে এই প্রত্যাশাই করছি। অনেক দক্ষতার সাথে এ প্রতিবেদনটি তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
হায় হায় একি অবস্থা। 8 ও 5 মিলে 13
যত দিন যাচ্ছে তত আরো যেখানে সচেতন হওয়ার কথা সেখানে উল্টো চৌর্যবৃত্তি বেড়ে যাচ্ছে। চিন্তার বিষয়।
ভাই আপনি খুবই গুরুত্ব পূর্ণ কাজ সম্পন্ন করে থাকে।চৌর্যবৃত্তি একটি সুন্দর কমিউনিটি গঠনের ক্ষেত্রে প্রধান বাধা।আর এটি দূর করতে আপনি প্রধান ভূমিকা পালন করে থাকেন।আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল ভাই।