শুরু - শেষ || শেষ - শুরু।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? অনেকদিন পর আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে খুবই সময় স্বল্পতার কারণে আমি বিভিন্ন রকমের পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ইদানিং। আপনারা সকলে জানেন আমি অ্যাবিউজ নিয়ে বর্তমানে খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছি। এই কাজটি খুবই ডিফিকাল্ট। যার কারণে এবিবি কমিউনিটি এবং অ্যাবিউজ নিয়ে কাজ করার পর অন্যান্য দিকে কনসেনট্রেশন দেওয়া আমার জন্য একটু কঠিন হয়ে যায়। যাইহোক, শত ব্যস্ততার পর দিনশেষে আপনাদের পোস্ট এবং আপনাদের নাম গুলো যখন এবিবি কমিউনিটিতে ঢোকার পর চোখে পড়ে তখন সত্যিই খুবই ভালো লাগে।

আমি আজকে ছোট্ট একটি ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রত্যেকদিন আমরা যখন ঘুম থেকে উঠি তখন সূর্যোদয় হতে দেখি। সারাটা দিন সূর্য আমাদের আলো দেয়। এই দিনের আলোতে আমরা কত রকমের কাজ করি । কেউ ভালো কাজ, কেউ খারাপ কাজ, আবার কেউ উভয় ধরনের কাজ করে নিজের পেট চালায়। আমাদের মধ্যেই এক শ্রেণীর মানুষ আছে যারা খুব ভালো অবস্থানে থেকেও অন্যের ভালো সহ্য করতে পারে না। এদের বিশ্বাস করা খুবই কঠিন। আপনাকে ছোট করতে এরা সবকিছুই করতে পারে। এরা সত্যিই ভয়ানক। কিন্তু প্রকৃতি তার থেকেও অনেক বেশি ভয়ানক।

forest-5855196_1280.webp
image source & credit: copyright & royalty free PIXABAY

প্রকৃতি!! প্রকৃতি তার মালিকের কথামতোই আচরণ করে। যেমন একজন গোলাম তার মনিবের কথামতো চলে। মানুষ আসলে সুযোগ পায় । প্রত্যেকটা মুহূর্তে নিজের মতন করে বেঁচে থাকার একটা সুযোগ প্রত্যেকটা মানুষই পায়। কিন্তু সেই মানুষটি তার সুযোগকে কিভাবে কাজে লাগালো, সেটা দিনশেষে বড় একটি প্রশ্ন।

আমি প্রথমে একটি কথা বলেছিলাম। আমরা ঘুম থেকে যখন উঠি তখন সূর্য উদয় হতে দেখি। সেই সূর্য কখনোই স্থির থাকে না। সূর্য ওঠে আবার দিনের একটা নির্দিষ্ট সময় অস্ত চলে যায়। এখানে ব্যাপারটি অন্যভাবে চিন্তা করুন। প্রত্যেকটা মানুষের জীবনেই সূর্য উঠার মতন ভালো সময় উদিত হয় । আবার অন্ধকারও নেমে আসে, যেমনটি সূর্য অস্ত যায়। কিছু শ্রেণীর মানুষ খুবই খুশি হয়, কিন্তু তারা ভুলে যায় সূর্য কিন্তু আবারও উদয় হতেই অস্ত যায়। এটাই প্রকৃতির নিয়ম। খন্ডাতে পারবে না কেউ। খণ্ডানোর চেষ্টা করলে সে ধ্বংস হয়ে যাবে।

পৃথিবীতে বহু মানুষ আছে যারা সর্বদাই নিজেকে সৎ রাখতে চায়। কিন্তু তাদের এই সৎ থাকাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় কিছু সুন্দর দেখতে মুখোশের আড়ালে থাকা কুৎসিত মানুষ গুলোর জন্য। সৃষ্টিকর্তার কাছে একটাই জিনিস চাই, এসকল মানুষ যেন ভুল বুঝতে পারে এবং হেদায়েত প্রাপ্ত হয়। প্রত্যেকটা মানুষের জীবনই হাজারো সমস্যায় জর্জরিত। প্রত্যেকটা মানুষ তার নিজের জীবন নিয়েই যুদ্ধ করে যায় সর্বদা। মানুষকে এই অযথা পেরেশানি দেওয়াটা কখনোই কোন সহজ বিষয় নয়। এর জবাবদিহিতা বিশাল। সেটা হয়তো কোন মানুষের সামনে গিয়ে দিতে হবে না। কিন্তু দিতে হবেই।।।। হ্যাঁ দিতে হবেই।
mountains-55067_1280.png
image source & credit: copyright & royalty free PIXABAY

মাঝেমধ্যে শুধু ভাবি প্রত্যেকটা মানুষ যদি তার নিজের অবস্থানটা নিয়েই ভাবতো, অন্যের খারাপ করার চিন্তাভাবনা যদি মাথায় না এনে নিজের উন্নতি করার দিকটা নিয়েই চিন্তাভাবনা করত, তাহলে পৃথিবীটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যেত। অন্যকে ছোট করে অন্যকে অপমান করে নিজে বড় হওয়াটা কখনো স্থায়ী হয় না। আমার এক বড় আপু বলেছিল প্রত্যেকটা মানুষ তার অপকর্মের শাস্তি কোনো না কোনোভাবে পাবেই, কিন্তু সে বোঝেনা যে আমি কোন অপকর্মের শাস্তি টা পেলাম।

অযোগ্য হয়েও অনেক ভারী কথা নিজের সহজ ভাষায় বলার চেষ্টা করলাম। জানিনা কথাগুলো বলার যোগ্যতা আমার আছে কিনা, তবুও যেটা মনে আসে সেটা এখানে ভাসাই। রাত অনেক হলো, বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি। শুভ রজনী। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

সত্যিই প্রকৃতির কাছে আমরা অনেক ক্ষুদ্র।আপনি ঠিকই বলেছেন দাদা,সকলেই যদি নিজের অবস্থানটা নিয়েই ভাবতো তাহলে পৃথিবী আরো সুন্দর ও রঙিন হতো।সবকিছুর শুরু থেকে শেষ আছে তেমনি খারাপ থেকেই ভালো কিছু হয়।খারাপ মানুষের শাস্তি বেঁচে থাকতেই পেয়ে যায়।আপনার আপু একদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ দাদা।

 2 years ago 

একজন মানুষ কখনো নেগেটিভ চিন্তাধারার মাধ্যমে উন্নতি লাভ করতে পারে না। তাই উন্নতি করতে হলে অবশ্যই পজেটিভ চিন্তা করতে হবে। বর্তমানে মানুষ বারবার পিছনে তাকাতে গিয়েই পিছিয়ে পড়ছে। তাই আমাদের উচিত সামনের দিকে নজর রাখা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। জন্ম থাকলে মৃত্যু যেমন অবধারিত তাই শুরু থাকলে শেষ অবশ্যই হবে, আর শেষ হয় নতুন করে আবার শুরু হওয়ার জন্যই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মানুষ তার কৃতকর্মের ফল পাই হয়ত দুইদিন আগে কিংবা পরে।সৃষ্টিকর্তা ছার দেয় ছেড়ে দেয় না।অন্যয় করে কখনো পার পাওয়া যায় না।মানুষ তার অপর্কমের শাস্তি গুলো পায় ঠিকই,সেটা আসলেই আমরা বুঝি না।তবে কি জানেন ভাইয়া,আমার মনে হয় কি কিছু কিছু মানুষ পার পেয়ে যায়ন অপরাধ করেও।যাই হোক অন্যকে ছোট করে নিজে কখনও বড় হওয়া যায় না,বড় হলেও সেটা হয়ত সীমিত সময়ের জন্য হয়।ধন্যবাদ

 2 years ago 

ভাই একটা কথা বলে পাপ ছাড়ে না কাউকে ৷ যদি কোনো ব্যাক্তি ভাবে যে সে অপকর্ম করে বেঁচে তাহলে ভুল ৷ কারন কোনো একদিন তার জবাব দিতে হবে ৷
আবার এটা ভুলে যায় যে একদিন দিন নয় আর ও নতুন সকাল আছে ৷
তাই আমাদের সবার উচিত যেটুকু সম্ভব প্রতিনিয়ত সৎ ভাবে সততার সাথে চলা ৷
খুব চমৎকার টপিক তুলে ধরেছেন ভাই ৷অনেক অনেক ধন্যবাদ জানাই ৷

 2 years ago 

কথাগুলো আসলেই অনেক অর্থবহ। জানিনা কোন প্রেক্ষিতে কি কারনে আজ এই কথাগুলো বললেন। তবে বিশ্বাস রাখুন সবাই তার কৃত কর্মের ফল পাবে। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 
আমারও ধারণা মানুষ তার কৃতকর্মের ফল পেয়ে যায়। সৎ মানুষ হয়ে বাচা খুব কষ্টকর এই যুগে। আপনি সৎ থাকলে যে অন্যের আতে ঘা লাগে এবং আপনাকেও অসৎ পথে নামিয়ে আনবে। মানুষের অনিষ্ট চিন্তা না করে যদি নিজের উন্নতি নিয়ে চিন্তা করা যায় লাভ নিজেরই। ধন্যবাদ ভাইয়া ।
 2 years ago 

আমরা ঘুম থেকে যখন উঠি তখন সূর্য উদয় হতে দেখি। সেই সূর্য কখনোই স্থির থাকে না। সূর্য ওঠে আবার দিনের একটা নির্দিষ্ট সময় অস্ত চলে যায়। এখানে ব্যাপারটি অন্যভাবে চিন্তা করুন। প্রত্যেকটা মানুষের জীবনেই সূর্য উঠার মতন ভালো সময় উদিত হয় । আবার অন্ধকারও নেমে আসে, যেমনটি সূর্য অস্ত যায়। কিছু শ্রেণীর মানুষ খুবই খুশি হয়, কিন্তু তারা ভুলে যায় সূর্য কিন্তু আবারও উদয় হতেই অস্ত যায়। এটাই প্রকৃতির নিয়ম। খন্ডাতে পারবে না কেউ। খণ্ডানোর চেষ্টা করলে সে ধ্বংস হয়ে যাবে।

কিন্তু তারা ভুলে যায় সূর্য কিন্তু আবারও উদয় হতেই অস্ত যায়। আসলেই ভাই, কথাটি মন ছুয়ে গেল। অন্ধকার আছে বলেই আলোর এত গুরুত্ব।

 2 years ago 

প্রত্যেকটা মানুষ তার অপকর্মের শাস্তি কোনো না কোনোভাবে পাবেই, কিন্তু সে বোঝেনা যে আমি কোন অপকর্মের শাস্তি টা পেলাম।

সমস্যা হল আমরা প্রতিনিয়ত চলতে নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক রকমের ভুল করে থাকি বা অনেকের ক্ষতি হয়ে যায় তাতে। কিন্তু আমরা ঠিকই তা ভুলে বসে থাকি বা বুঝি না। কিন্তু প্রকৃতি তার প্রতিশোধ ঠিকই নিয়ে নেয় কিন্তু আমরা বুঝতেও পারি না। হয়তো আপনি কোন দোষ করেননি। আপাতদৃষ্টিতে আপনি যেটাকে শাস্তি মনে করছেন পরবর্তীতে দেখা গেল এটাই আপনার জন্য অনেক সাফল্যের হবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন শুধু এইটা কথাটা মনেপ্রাণে বিশ্বাস করলে আর কিছুই লাগবে না।
অন্যের ক্ষতি করে উপরে উঠে খুব বেশি দিন সেই অবস্থান ধরে রাখা সম্ভব নয়। প্রকৃতি নিজ হাতে এর বিচার করবে। শুধু সময়ের অপেক্ষা। আশা করি আমরা সবাই নিজের অবস্থান ভালোর জন্য অন্যের ক্ষতি যেন না করি।

 2 years ago 

কিছু মানুষ আছে যারা অকারনে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু তারা ভুলে যায় যে অন্যের জন্য ফাঁদ পাতলে সে ফাঁদে নিজেকেই পড়তে হয়। বেশ ভালো লিখেছেন ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81