Tip.cc - ডিপোজিট-টিপ্স -উইথড্র

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Polish_20210701_144409075.jpg


tip.cc একটি বট যা আপনাকে আপনার প্রিয় ক্রিপ্টোকারেন্সি দিয়ে যে কোনও ডিসকার্ড ব্যবহারকারীর কাছে টিপ দিতে এবং অর্থ প্রদান করতে দেয়।
এটি 280 টি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে। tip.cc আপনি বিনামূল্যে ব্যবহারের করতে পারবেন । এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি আপনার ডিসকর্ড একাউন্ট থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। tip.cc সম্পর্কে অনেকেই জানে আবার অনেকেই এ বিষয়ে অজ্ঞ। এ বিষয়ে যে সকল ইউজার জানেন না তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল পোস্ট। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্রো দিতে হয় এবং কাউকে টিপস প্রদান করতে হয়।

ডিপোজিট ঃ
280 টি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে tip.cc বট। আমি প্রত্যেকটি প্রসেস steem টোকেন দিয়ে দেখাবো। সর্বপ্রথম আপনাকে tip.cc বটকে কোন একটি ডিসকর্ড সার্ভার থেকে খুঁজে বের করতে হবে । এরপর tip.cc বট এর আইকনের উপর দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর নতুন একটি ইন্টারফেস আসবে। সেখানে পাবেন মেসেজ অপশন।

মেসেজ অপশন এ ক্লিক করুন। এরপর আপনি অটোমেটিক tip.cc বটের DM (direct message) এ প্রবেশ করবেন । এরপর টাইপ করুন Deposit steem.
এরপর সেন্ড করে দিন। tip.cc বট ফিরতি মেসেজে আপনাকে একটি steemit আইডি এবং মেমো কোড দিবে, নিম্নের ছবির মত।

IMG_20210701_134617.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন tipcc নামের একটি আইডি এবং একটি কোড দিয়েছে । এরপর আপনি আপনার স্টিমের ওয়ালেট এ প্রবেশ করুন। ওয়ালেট এ প্রবেশ করার পর ট্রানস্ফার অপশনে গিয়ে tipcc একাউন্টে steem ট্রানস্ফার করুন যতটা আপনার ইচ্ছা এবং মেমতে 73 লিখুন লেখুন। (প্রত্যেকের জন্য আলাদা আলাদা মিমো কোড থাকবে)

IMG_20210701_135535.jpg

কিছু সময়ের মধ্যে আপনার ডিপোজিট কনফার্ম হবে। তখন আপনি আপনার ডিসকর্ড একাউন্টে steem কয়েন পেয়ে যাবেন । এরপর আপনি ইচ্ছা মত কোন ডিসকর্ড ব্যবহারকারীর কাছে টিপ দিতে পারবেন। এর জন্য আপনাকে কিছু কমান্ড অনুসরণ করতে হবে । যেমন নিচের ইন্সট্রাকশন অনুযায়ী , আপনি যদি কাওকে ০.১ steem টিপস দিতে চান, তবে লিখুন $tip @যাকে-দিবেন-তার-নাম ০.১ steem ।
IMG_20210701_140504.jpg

এই প্রক্রিয়াটি শুধুমাত্র কোন ডিসকর্ড সার্ভার থেকেই করা সম্ভব এবং সেই ডিসকর্ড সার্ভারে অবশ্যই tip.cc বট থাকতে হবে এবং যাকে আপনি টিপস প্রদান করবেন তাকেও সেই সার্ভারে জয়েন থাকতে হবে।

এর পরে বিষয়টি হলো আপনি কিভাবে উইথড্র দিবেন। মনে করুন আপনি কোন বন্ধুর কাছ থেকে অনেকগুলো কয়েন টিপস পেয়েছেন। অবশ্যই আপনার ইচ্ছে হবে সেগুলো আপনার ওয়ালেট নিতে। সেক্ষেত্রে আপনাকে কিছু সহজ পদ্ধতি ফলো করতে হবে । সেগুলো আমি নিম্নের ভিডিওতে বিস্তারিত দেখিয়াছি। ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং প্রক্রিয়াগুলো অনুসরন করবেন।

VIDEO ↓↓↓

আমার ভিডিওটি বর্তমানে প্রাইভেট করা হয়েছে। নিচের ভিডিওটি দেখুন, সব বুঝতে পারবেন। মনে রাখবেন, যা কিছু কমান্ড দিবেন সব tipcc এর DM এ গিয়ে দিতে হবে।


অ্যাটেনশন প্লিজ

সম্মানিত মেম্বার‘স। আপনারা আপনাদের সকল পোস্টের মাঝে ADMIN OR MODERATOR দের মেনশন দিয়েন না। এতে প্রচুর অপ্রয়োজনীয় মেনশন নটিফিকেশন ADMIN OR MODERATOR দের কাছে যায়। যার কারণে অনেক সময় তারা ইম্পর্টেন্ট মেনশন নটিফিকেশন মিস করে যেতে পারে। এজন্য যেই পোস্টের জন্য প্রকৃতপক্ষেই এটেনশন প্রয়োজন, শুধুমাত্র সেই ক্ষেত্রই মেনশন করুন। এতে আপনার মেনশন নটিফিকেশন গুরুত্ব পাবে। বুঝতে পারার জন্য ধন্যবাদ।

JOIN WITH US ON DISCORD SERVER:

Support @amarbanglablog by delegating STEEM POWER.

__

100 SP250 SP500 SP1000 SP2000 SP

_

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Sort:  
 3 years ago 

ধন্যবাদ বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ডেলিগেশন লিংকগুলো সবাইকে দারুনভাবে সহায়তা করবে নিঃসন্দেহে।

 3 years ago 

জি ভাই। ধন্যবাদ।

টিপস ডিপোজিট এবং টিপস প্রদান ও উইথড্র এর সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটি আমাদের জন্য খুবই উপকারে আসবে। কিন্তু টিপস উইথড্র এর যে ভিডিওটি দিয়েছেন তা খুবই লো কোয়ালিটির কারণে এটি থেকে কিছুই বুঝতে পারিনি। এটা যদি লিখিতভাবে একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হয়। ধন্যবাদ আপনার পোষ্টের জন্য।

 2 years ago 

IMG_20220831_142133.jpg
ভিডিও টা ইউটিউবে গিয়ে 480p তে স্লোডাউনে দেখেন। তবুও না বুঝলে টিকিট ক্রিয়েট করে আমাকে মেনশন দিন। বুঝিয়ে দিবো৷

ঠিক আছে ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ @rex-sumon ভাই। এই পোস্টটি বেশিরভাগ সদস্যেরই অনেক উপকারে আসবে।

 3 years ago 

💝💝

অনেক অনেক ধন্যবাদ @rex-sumon ভাই এত সুন্দর একটি টিউটোরিয়াল আমাদের উপহার দেয়ার জন্য। এই টিউটোরিয়াল টি নতুনদের জন্য অনেক কাজের। আশা করি এরকম আরো নতুন কিছু আপনার কাছ থেকে পাবো।

 3 years ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম।
@rex-sumon ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

💝💝

 3 years ago 

তথ্যবহুল পোষ্ট ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তথ্যবহুল পোষ্ট ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ধন্যবাদ ভাই

এটি দুর্দান্ত তথ্য

 3 years ago 

যদিও বা আগে থেকেই জানতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুনদেরকে সাহায্য করার জন্যে।

 3 years ago 

জি ভাই,, এটি নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64303.16
ETH 3137.29
USDT 1.00
SBD 3.97