টার্গেট ডিসেম্বর - ২৩০ স্টিম পাওয়ার বৃদ্ধি || Target December - 230 STEEM power up || Club5050-70% power up
গত ২ সপ্তাহ আগে ১০,০০০ পাওয়ারের টার্গেট পূরণ করেছি। টার্গেট পূরণ করার সাথে সাথে নতুন একটা টার্গেটেও নির্ধারণ করেছিলাম । নতুন টার্গেট সামনে রেখে আজকে ২য় পাওয়া বৃদ্ধি করছি । আমার নতুন টার্গেট হলো ১৫,০০০ স্টিম পাওয়ার বানানো ডিসেম্বর মাসের পূর্বেই।
গত ৭ দিন আগে আমি ২০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছিলাম। এ সপ্তাহে আমার ওয়ালেটে ২৫২ স্টিম ছিল।২৫২ স্টিম থেকে ২৩০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। অনেকেই ডিসেম্বরের টার্গেট নির্ধারণ করে পাওয়ার বৃদ্ধি করতেছেন ।আমিও আপনাদের সাথে সেই প্রথম থেকেই আছি এবং থাকব ইন শাহ্ আল্লাহ্।
গত সপ্তাহে আমার টোটাল আর্ন করা SBD থেকে ৭০% পাওয়ার বৃদ্ধিতে ব্যবহার করলাম ।
আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ
আমার ওয়ালেট থেকে নেওয়া : পাওয়ার বৃদ্ধি করার পূর্বে আমার ওয়ালেটে ১০,৪০১ স্টিম-পাওয়ার ছিল।
এরপর ২০০ স্টিম, পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করলাম।
অবশেষে আমার ওয়ালেটে ১০,৬৩১ স্টিম-পাওয়ার পূর্ণ হল।
আপনারা সবাই দোয়া করবেন । আর সেই সাথে আপনাদের চেষ্টাও অব্যাহত রাখবেন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দিয়েই সফলতা সহজেই ধরা দিবে। ধৈর্য ধরুন এবং চেষ্টা করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।
Cc:- @steemcurator01
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার পোস্ট থেকে অনুপ্রেরণা পেয়ে আমি টার্গেট নিয়েছি ডিসেম্বরের ভিতর আমি ২০০০ পাওয়ার আপ করবো ইনশাল্লাহ। ।আপনার প্রতি শ্রদ্ধাশীল
ঘুম থেকে উঠেই আপনার এই পাওয়ার আপ এর কার্যকলাপ দেখে মনটা ভালো হয়ে গেলো।কারণ আপনি খুব আস্তে আস্তে আপনার টার্গেট এর দিকে এগিয়ে যাচ্ছেন। অলরেডি একটা টার্গেট পূরণ করে ফেলে আরেকটি টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া আর আমি একদম আপনাকে ফলো করছি কিন্তু। আমিও অনেক বেশি পাওয়ার আপ করার চেষ্টা করছি। হয়তো সময়ের কারণে পোস্ট করা হয় না। তবে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছি।
আপনার অগ্রগতি খুবই ভালো। আমি আশাকরি ডিসেম্বর মাসে আমরা সবাই একসাথে টার্গেট ডিসেম্বর কমপ্লিট করে সেলিব্রেট করতে পারব।
অনেক ভালো লাগলো দেখে আপনি পাওয়ার আপ করে এমন একটি পোস্ট করেছেন। আসলে লিডার হলে এমনি হতে হয়। আমিও টার্গেট ডিসেম্বরের ১২টি সপ্তাহ পার করেছি।
আমরা সবাই একসাথে সাকসেসফুল টার্গেট ডিসেম্বরে উদযাপন করব। 🥳
ইন শাহ আল্লাহ ভাই।
ভালোবাসা ভাই জান। আপনার পোস্ট থেকে অনুপ্রেরণা পেয়ে বলেছিলাম আমি টার্গেট নিয়েছি ডিসেম্বরের ভিতর আমি ৫০০ পাওয়ার আপ করবো ইনশাল্লাহ। ১০৬ করেছি। পে আউট হয়ে গেলে কয়েক দিনের ভিতর আরো ১০০ করবো ইনশাল্লাহ। আপনার এমন পোস্ট সত্যি অনুপ্রেরণা দেয় ভাইয়া।🥰🥰🥰🥰🥰
আপনি অনেক সুন্দর ভাবে আগাচ্ছেন। আমি আশাকরি ডিসেম্বরের মধ্যে আপনার টার্গেট থেকে অনেক উপরে চলে যাবেন। কারণ আপনার প্রতিনিয়তই উন্নতি ঘটছে।
আমি সত্যি আপনাকে আইডল হিসেবে নিয়েছি। আমি এটা চাই আপনার আন্ডারের কেউ খুব ভালো করছে এটা আপনি বলতে পারেন ভাইয়া।
টার্গেট ডিসেম্বর এই উদ্যোগটি অবশ্যই আমাদের জন্য অসাধারন কিছু বয়ে আনবে বলে আমি আশা করি ।বিশেষ করে টার্গেট ডিসেম্বর এই উদ্যোগটি ছিল অসাধারণ কেননা এর ফলে প্রত্যেকটি ইউজার এর পাওয়ার বৃদ্ধি পাবে এবং সে এই পাওয়ার থেকে যখন আমরা যখন আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ডেলিগিশন করবে তখন কমিউনিটি এর পাওয়ার বৃদ্ধি পাবে এবং সেই সাথে ওই ব্যক্তি অনেক সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে। অনেক অসাধারণ একটি উদ্যোগ। ধন্যবাদ ভাই আপনার টার্গেট ডিসেম্বর পোস্টটি শেয়ার করার জন্য।
পাওয়ার বৃদ্ধি করার পর গুলো প্রজেক্ট হিরোইজমে ডেলিগেশন করলে প্রতিনিয়ত ভোটিং সাপোর্ট পাওয়ার একটা সুযোগ থাকবে।
জি ভাইয়া বুঝেছি, আমি গত দুই দিন আগে থেকে উদ্যোগ নিয়েছি আমার লিকুইড মানির ফিফটি পার্সেন্ট করে পাওয়ার আপ করব,
আমার গত অ্যান্ড্রয়েড ফোনটিতে অনেক টেকনিক্যাল প্রবলেম ছিল, তাই একটা তারগেট নিয়ে স্টিম সেল করে নতুন একটা এন্ড্রয়েড ফোন কিনেছে , এখন পুরো প্রবলেম সলভ ।এই সপ্তাহ থেকে ভালো কাজ করার চেষ্টা করছি ধন্যবাদ
ভাইজান আপনার দ্বিতীয় পাওয়ার আপ টার্গেট টাও পুরন হোক। আপনার এমন পাওয়ার আপ দেখে অনেকেই উৎসাহ পাবে।
হুম সঠিক বলেছো।
এডমিন ভাইজান আমাকে একটু সাহায্য করবেন দয়া করে এডমিন ভাইজান,,আমি কিছু ডলার বিক্রি করবো স্টিম টাকা দরকার তো আপনারা নাম্বার টা দেন।
প্রথমেই শুভ সকাল
আপনি প্রথম স্তরে টার্গেট পূরণ করেছেন এবং আপনার দ্বিতীয় স্তরের টার্গেট পূরণের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার দ্বিতীয় টার্গেট ডিসেম্বরের আগেই পূর্ণ হবে সেই কামনা করি।
#welovepowerups
পরবর্তী টার্গেট ডিসেম্বরের আগে কমপ্লিট হয়ে গেলে আবার নতুন টার্গেট সেট করব।
এইতো এগিয়ে যাওয়ার সুযোগ। লক্ষ না থাকলে কখনোই কোন কাজে সফলতা অর্জন করা যায়। আমি মনে করি আপনার লক্ষ্য একদম স্থির। যেখান থেকে নিশ্চিত সফলতা পেতে পারেন আপনি।।
আবারো শুভকামনা
বিজয়ী হওয়ার দৌড়ে অনেক অনেক অগ্রগামী। আপনাকে সবসময় স্বাগতম।
আসলে,
মানুষ চাইলে কি না পারে!
আপনার কাছ থেকে একটা ব্যাপার শিখার আছে।তা হচ্ছে লেগে থাকতে হবে,যা ই হোক লেগে থাকা লাগবেই।
আমিও পাওয়ার আপ করবো। আশা করি পাশে থাকবেন।