সেই রাতটি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। হঠাৎ আমার একটা কথা আজ আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো। আমি আজকে ফুটবল বিশ্বকাপ নিয়ে কিছু কথা বলব। ফুটবল বিশ্বকাপ তো শেষ হয়ে গেছে অনেকদিন হলো। অনেক উন্মাদনা দেখেছি দীর্ঘ এক মাস যাবত। যতদিন ফুটবল বিশ্বকাপ চলেছে ততদিন মুখরিত হয়ে ছিল সোশ্যাল মিডিয়াগুলো।

ফুটবল বিশ্বকাপ ২০১৮ সালে যখন হয় তখন মেসিদের হারতে দেখেছিলাম। যে চার বছর আগে ভেবেছিলাম এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ আর শেষ ম্যাচে মেসিদের হারার দৃশ্যগুলো দেখে ভালই কষ্ট পেয়েছিলাম। অনেকদিন হয়ে গেল বিশ্বকাপ শেষ হয়ে গেছে। কিন্তু আজ এই গল্প করছি কারণ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আপনাদের সাথে এই বিশ্বকাপ নিয়ে কিছু কথা শেয়ার করব। গ্যালারিতে কিছু ছবি পরে আছে কিন্তু পোস্ট আর করা হয়নি।

তখন ছিল ২০১৮ সাল। আমাদের বাড়ির পাশে একটা তিন রাস্তার মোড় আছে। ওইখানে বিশ্বকাপ খেলার সময় বড় স্ক্রিনের একটি টিভি ডিস সংযোগ দিয়ে সেট করে রাখা হয়েছিল শুধুমাত্র ফুটবল খেলা দেখার জন্য। ফেভারিট দলগুলোর খেলা যখন হতো সবাই ওই তিন রাস্তার মোড়ে চলে যেতাম। সবাই একসাথে বসে খেলা দেখতাম। রাস্তার উপরে অনেকগুলো পাটি পেড়ে দেওয়া হতো। তিন রাস্তার মোড় থেকে অল্প একটু দূরে একটি বাড়ি আছে । সেই বাড়ির উঠানে বড় একটি প্রজেক্টর এর ব্যবস্থা করা হয়েছিল। আমরা মোড়ে খেলা দেখতাম আবার মাঝে মধ্যে ওই বাড়ির উঠানে চলে যেতাম। আমার বয়সী যারা ছিল তারা খুবই মজা করতাম। ২০১৮ বিশ্বকাপ চলে গেল, আর্জেন্টিনা হারার পর আর খেলা দেখতাম না।

1672758657471-01.jpeg

1672758642319-01.jpeg

1672758625213-01.jpeg

দীর্ঘ চার বছর পর ফিরে এল আবার দ্য গ্রেটেস্ট শো অন দা আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ। এবার উন্মাদনাটা একটু বেশিই ছিল। কারণ বিভিন্ন কারণে কাতার বিশ্বকাপ টা ছিল সবার আলোচনায়। ২০১৮ সাল থেকে এখন অনেক বেশি বুঝি খেলা সম্পর্কে। এই জন্য মজাটা এখন আগের থেকে অনেক বেশি। এবারের বিশ্বকাপ দেখেছি বড় পর্দায়। আমাদের এলাকায় একটি গার্লস স্কুল আছে। সেই স্কুলের পাশে প্রজেক্টর লাগানো হয়েছিল খেলা দেখার জন্য। ফেভারিট দলগুলোর খেলা যখন সবাই একসাথে দেখতাম খুবই মজা হতো। অনেক মানুষ খেলা দেখতে আসতো সেখানে।

এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ অর্থাৎ ফ্রান্স আর আর্জেন্টিনার যে খেলাটা হল সেদিন বিশাল এক উত্তেজনা কাজ করছিল সবার মাঝে। খেলা শেষে খাবার-দাবারের আয়োজনও করা হয়েছিল। আমরা সবাই একসাথে বসে খেলা দেখেছিলাম ঐখানে। যত মানুষের সাথে আপনি খেলা দেখেন না কেন পরিচিত মানুষ যদি এক জায়গায় বসে খেলা দেখা যায় মজাটা আরো অনেক বেশি হয়। আমার জীবনে কোন শো দেখে আর এতোটা মজা পাইনি যতটা মজা পেয়েছি সেদিনের ম্যাচ দেখে। কি ছিল না সেদিনের ম্যাচে। টানটান উত্তেজনা, কখনো চিন্তামুক্ত আবার কখনো একরাশ টেনসনে হার্টবিট বেড়ে যাওয়া। এক্কেবারে ফাইনালের মতোই হয়েছিল ম্যাচটা। আমার লাইফে কখনো এত উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখিনি।

1672758609322-01.jpeg

1672758590104-01.jpeg

ম্যাচ যখন শেষ হলো আর্জেন্টিনা যখন কাপটা জিতেই নিল তখন আমাদের আনন্দ দেখে কে। বিশাল এক হইচই সেই এক কান্ড। খেলা ১২০ মিনিটের পর যখন ট্রাইবেকারে আলো গড়ালো তখন তো এই হইচই আবার এই নিস্তব্ধতা। এবং সবশেষে বিজয়ের উল্লাস। দারুন একটা অনুভূতি। আমার জীবনে দেখা সেরা ম্যাচ এবং সেরা বিশ্বকাপ। এতটা উত্তেজনা পূর্ণ বিশ্বকাপ আগে কখনো দেখিনি। যাইহোক ওই দিনটা স্মৃতি হয়ে থাকবে। সবাই একসাথে যে আনন্দটা করেছি সেটিই আমাদের জন্য বড় প্রাপ্তি। মনে থাকবে আজীবন।

খেলা শেষ হওয়ার পর ছিল আরো একটা বড় আকর্ষণ। সেলিব্রেশন দেখার জন্য সবাই বসেই ছিল। মেসির হাতে বিশ্বকাপ আর বিভিন্ন পাগলামি সেলিব্রেশন দেখে ভালই মজা পেয়েছি। যাইহোক খেলা শেষে ছিল খাওয়া দরকার আয়োজন। খাওয়া-দাওয়া শেষ করে সবাই বিশ্বকাপের এই শেষ ম্যাচ নিয়ে বিশেষ গবেষণা করতে কিন্তু ভুলিনি। আবার চার বছর পর হয়তো বেঁচে থাকলে দেখতে পারবো ২৬ বিশ্বকাপ। পোস্টটা লিখে রাখলাম, স্মৃতি হিসেবে থেকে যাবে। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আমি আজই জানলাম আপনি আমার প্রিয় দল আর্জেন্টিনার এত বড় একজন সাপোর্টার। আসলে ফাইনাল খেলার কথা আর কি বলবো। আমার হার্টবিট মাপা হলে সেদিন ২০০ পাওয়া যেত। যাক আপনারা অনেক মজা করে খেলা দেখেছিলেন। আমরাও অনেক মজা করে খেলা দেখেছি ভাইয়া।

 2 years ago 

২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ দেখা হয়নি। কিন্তু এবারের পুরো বিশ্বকাপ প্রায় দেখা হয়েছে বলা যায়। কিছু কিছু ম্যাচ ছাড়া। আপনাদের মত রাস্তার মোড়ে বা বড় পর্দায় দেখা হয়নি ‌‌। সে সুযোগ নেই বললেই চলে। যাইহোক এবারের ফাইনাল ম্যাচে আসলেই হার্টবিট বেড়ে গিয়েছিল। যারা হার্টের রোগী তাদের জানি কি হয়েছিল। যাই হোক সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমার প্রিয় দল জিতেছিল।

 2 years ago 

আসলেই ভাইয়া , স্মরণে রাখার মত একটা রাত ছিল। দীর্ঘ ৩৬ বছর প্রতীক্ষার অবসান হয়েছে সেই রাত্রিতে। আমার কাছে মনে হয় এটাই বিশ্বকাপের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফাইনাল খেলা। এত উৎসাহ উদ্দীপনা এবং জমজমাট খেলা এর আগে কেউ কোনদিন দেখেছে বলে আমার কাছে মনে হয় না।

 2 years ago 

বড় স্ক্রিনে পছন্দের দলের খেলা দেখা সত্যিই অনেক আনন্দের। আর যদি অনেক মানুষ একসাথে খেলা দেখা হয় তাহলে খেলার আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। আসলে সময় যেমন বদলে যায় তেমনি সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। ছোটবেলার থেকে এখন হয়তো সেজন্যই খেলা দেখতে আরো বেশি ভালো লাগে। তবে খেলার আনন্দ কাউকে বলে বোঝানো যায় না। ফাইনাল ম্যাচ সত্যিই অনেক উত্তেজনা পূর্ণ ছিল। একেবারে বোঝাই যাচ্ছিল না কি হতে চলেছে। শেষমেষ আর্জেন্টিনা জয়লাভ করেছে দেখে সত্যি সবাই অনেক খুশি। ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে।

 2 years ago 

আবারো যেন ফিরে গেলাম সেদিনের ফাইনাল খেলায়।আসলে এবারের বিশ্বকাপ খেলা দেখে আমার বেশ ভালোই লেগেছে।আর ব্যস্ততার মাঝে এতদিন পোস্ট করতে পারেন নি। কিন্তু তখন অনেকেই পোস্ট করেছিল।আর আজকে আবারও আপনার পোস্ট দেখে মনে পড়ে গেল সেদিনের ফাইনাল ম্যাচের মুহূর্তটা।বেশ দারুণ করে লিখেছেন আজকের ব্লগ।

Hi, @rex-sumon,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @strawberrry.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

ভাইয়া সেই রাতের খেলাটা অনেক মজা হয়েছিল। যদি আর্জেন্টিনা প্রথম দুই গোলে জিতে যেত তাহলে এত মজা হতো না। আপনি তো ২০১৮ সালের রেফারেন্স টেনে অনেক কিছু বণর্না করেছেন। আমার আবার এত কিছু মনে নেই। কারন ২০১৮ সালে তেমন বেশি খেলা দেখি নাই। আপনার পোষ্টি পড়ে কিছু তথ্য জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40