বিবেকের দুর্দিন!steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)


image source & credit: copyright & royalty free PIXABAY

আসসালামু আলাইকুম।
আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করছি সবাই ভালো আছেন। আজকের সকালটা আমার একটু এলোমেলো কেটেছে। বলা যায় মোটামুটি অভ্যাস করেই ফেলেছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ সেরে আবার ঘুম। যতদিন ভার্সিটি আবার ওপেন না হচ্ছে ততদিন এরকম চলতে থাকবে। সকালবেলা যত কাজ আছে সবকিছু সেরে শান্তিতে ঘুম দেওয়ার মজাটাই আলাদা।

যথারীতি আজকে সকালে কাজ সেরে বিছানায় শুয়েছি কিন্তু ঘুম আর আসলো না। সকাল আটটা নয়টা দশটা বেজে গেল তারপরও ঘুম নাই। কি আর করার সকালবেলা ঘুমানোর চিন্তা বাদ দিলাম। সকালের ঘুমের বাকি অংশ দুপুরে সেরে নিয়েছি। আমার যতটুকু ঘুমের ঘাটতি থাকে ততটুকু পূরণ না করা পর্যন্ত ক্লান্তি ভাব যায় না শরীর থেকে। যা হোক আজকে রুটিনের বাইরে চলে গেলো সারাটা দিন।

মানুষের বেঁচে থাকতে হলে যা কিছু প্রয়োজন তার মধ্যে দামি একটা জিনিস হলো ঘুম৷ আর সমাজের সুস্থ পরিবেশ বেঁচে থাকার জন্য দরকার মানুষের বিবেক। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন বিবেক দিয়ে। পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে কিন্তু একমাত্র মানুষই আছে যাদেরকে সৃষ্টিকর্তা বিবেক দিয়ে পাঠিয়েছেন। মানুষের প্রত্যেকটি স্টেপ চিন্তা করে বুদ্ধি দিয়ে আগানো উচিত। একটা বিবেকহীন মানুষ পশুর মতো চিন্তা করে। তার যখন যেটা মনে হয় সেটা তখন করে ফেলে। আসলে ইচ্ছে হলে যা কিছু করতে হবে এমনটা অনেকেই ভাবে।

সমাজের সুশৃংখল পরিবেশ, একটা দেশের শান্তিপূর্ণ অবস্থা সবকিছুই প্রতিষ্ঠা করা সম্ভব কারণ মানুষের সুস্থ বিবেক বিবেচনা আছে বলো। কিন্তু কিছু সংখ্যক অমানুষের কারণে সবসময়ই সর্বস্তরে কিছু না কিছু সমস্যা সৃষ্টি হয়ে থাকে। মানুষ চাইলেই সুস্থ বিবেক দিয়ে সুন্দরভাবে চিন্তা করতে পারে। নিজের একটু স্বার্থের জন্য বা নিজের একটু খুশির জন্য মানুষ পশুর ন্যায় আচরণ করে এটা খুবই দুঃখজনক মানবজাতির জন্য।

মানুষ যতই আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা করবে ততই মানুষ স্বার্থপর হয়ে উঠবে। প্রত্যেকটা জায়গায় অসুস্থ প্রতিযোগিতা। যার অবস্থান ভালো সে বাকি সবাইকে নিচে ফেলে আরো উপরে ওঠার চেষ্টা করে। আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় এমন দু-একজন আছে। বর্তমান যুগে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা ঊর্ধ্বতন পর্যায়ে আছে তাদের মধ্যে সুস্থ মস্তিষ্কের সুস্থ চিন্তাভাবনার মানুষের খুবই প্রয়োজন। জন্মগতভাবে মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না।

অসুস্থ মস্তিষ্কের মানুষদের জন্য খুব সাধারণ ভালো মানুষগুলো প্রায় প্রত্যেকটি জায়গায় ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়। ব্যক্তিগত অবস্থান থেকে আমাদের প্রত্যেকের উচিত সবসময় ভালো মানুষদের সাপোর্ট করা। আমরা নিজেরা পরিবর্তন হলে একসময় সমাজ পরিবর্তন হবে। আমাদের যতটা সচেতন হওয়া উচিত তার থেকে এখন আরো অনেক বেশি সচেতন হতে হবে কারণ অনেক দেরি হয়ে গেছে।।।।। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 last year 

ভাইয়া আজকে কিন্তু অনেক দামি দামি কিছু কথা বলেছেন। আপনার বলা প্রতিটি কথাই সঠিক। বিবেকহীন মানুষ পশুর সমান। আর সমাজে এখন ভালো মানুষগুলোকে, সৎ মানুষগুলোকে এবং যোগ্য মানুষগুলোকে দাবিয়ে রাখার প্রতিযোগিতা চলছে। তাই আমাদের প্রতি মানুষেরই তাদের পাশে দাঁড়ানো উচিত।

Posted using SteemPro Mobile

 last year 

মানুষ দিনদিন অতিরিক্ত স্বার্থপর হয়ে যাচ্ছে। আর সেজন্যই মানুষ আরো বিবেকহীন হয়ে গিয়েছে। সব জায়গায় প্রায় একই চিত্র। কারো উন্নতি দেখলে সাপোর্ট দেওয়া তো দূরে থাক, কিভাবে তাকে নিচে নামানো যাবে সেই চিন্তা করতে থাকে। এককথায় বেশিরভাগ মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছে। যাইহোক চমৎকার লিখেছেন ভাই। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48