হার্ট এন্ড ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং। [ DIY ]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

1640611076401.png

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সিম্পল একটি ডাই পোস্ট। আজকে যে ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করব এটির নাম হচ্ছে হার্ট এন্ড ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং। এটি আমার মৌলিক চিন্তা থেকে আসেনি। এটা ইউটিউব ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। আমি চেষ্টা করেছি step-by-step একদম সহজ ভাবে বোঝানোর। এমন সিম্পল ওয়াল হ্যাংগিং বানিয়ে বাসাবাড়ির দেয়ালে টানিয়ে রাখতে পারেন আপনারাও। ঠিক আছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের হার্ট এন্ড ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং তৈরীর স্টেপ গুলো ।

1640605963632-01.jpeg
প্রথমেই অনেকগুলো সাদা পেপার নিতে হবে। আমি A-4 সাইজের পেপার গুলো নিয়েছি।

1640605988030-01.jpeg1640606009812-01.jpeg

সাদা পেপারগুলো রোল আকারে ভাজ করে নিলাম। আমার প্রয়োজন ছিল ১০ টি। এজন্য আমি দশটি বানিয়ে নিয়েছিলাম।

1640606219832-01.jpeg
এরপর আরো কিছু সাদা পেপার নিলাম। যেগুলো ফুল আকৃতিতে কেটে নিতে হবে।

1640606931828-01.jpeg1640606971249-01.jpeg
1640607028100-01.jpeg1640607062363-01.jpeg

1640607093322-01.jpeg
পেপারগুলো সিস্টেম মত ভাঁজ করে নিলাম যাতে কাটলে
একবারে ফুল আকৃতিতে কেটে যায়। কাটার আগে সেপ ঠিক রাখার জন্য কলম দিয়ে এঁকে নিলাম।

1640607147231-01.jpeg1640607168132-01.jpeg

1640607205189-01.jpeg
পেপারগুলো কাটার পর এরকম আকৃতি ধারণ করল।এরপর ফুলগুলোর মাঝখানে একটা জিনিস লাগিয়ে দিলাম। জানিনা এটার নাম কি।




1640606237224-01.jpeg
অনেকগুলো সাদা আর কমলা কালারের পেপার নিলাম । এগুলো লাভ আকৃতিতে কেটে নিতে হবে।

1640606255621-01.jpeg1640606274844-01.jpeg

1640606303502-01.jpeg
সাদা পেপার গুলো দিয়ে একটু বড় আকৃতির লাভ এবং কমলা কালারের পেপারগুলো দিয়ে তুলনামূলক ছোট আকৃতির লাভ বানিয়ে নিলাম।

1640607307833-01.jpeg

1640607349273-01.jpeg

1640607380983-01.jpeg

এরপর আগে যে ফুলগুলো বানিয়েছিলাম সেইগুলো আর লাভ গুলো সব এক জায়গায় জড়ো করলাম। আর কাটাছেঁড়া যে পেপার গুলো ছিল সেগুলো সব সরিয়ে রাখলাম। এখন সময় এসেছে পরবর্তী ধাপে যাওয়ার।



1640607459167-01.jpeg

এবার সরু ভাবে কেটে নেওয়ার পেপার গুলোর একপ্রান্তে সাদা আর কমলা কালারের লাভ গুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

1640607511701-01.jpeg

সরু করে ভাজ করে নেওয়া পেপার গুলো একসাথে জড়ো করে আঠা দিয়ে ফ্রেম বানিয়ে নিলাম।

1640607632039-01.jpeg1640607653968-01.jpeg

ফ্রেমের বিভিন্ন জায়গায় আঠা দিয়ে লাভ আর ফুল গুলো আটকিয়ে নিলাম। ঝুলন্ত লাভ গুলো ফ্রেমের একদম নিচে লাগাইলাম ৩ টি আর মাঝখানে লাগাইলাম একটি।

1640607597262-01.jpeg

অবশেষে তৈরি হয়ে গেল হার্ট এন্ড ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং। এটি বানানোর ভিডিও ইউটিউবে ও আছে । বেশি একটা কঠিন নয় তবে বানাতে বেশ ভালই সময় লাগে। যাদের অভ্যাস আছে তারা খুব অল্পসময়ের মধ্যেই বানিয়ে ফেলে। এটি আমার দুই নাম্বার ডাই পোস্ট ছিল। এখন থেকে মাঝেমধ্যেই ডাই পোস্ট শেয়ার করব আপনাদের সাথে ইনশাহ আল্লাহ্। তাহলে আজকে আমি যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোন পোস্টে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি অতি চমৎকার হার্ট এন্ড ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করেছেন। এ ধরনের হার্ট এন্ড ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং তৈরি করতে বেশ সময় এবং ধৈর্য লাগে।
হার্ট এন্ড ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং তৈরীর প্রতিটি ধাপের বর্ণনাগুলো অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বুঝিয়ে উপস্থাপন করেছেন এবং প্রতিটি ধাপের ফটোগ্রাফি গুলা অনেক চমৎকার হয়েছে। ভাইয়া আমিও রঙ্গিন কাগজ দিয়ে এধরনের ওয়ালমেট তৈরি করতে অনেক পছন্দ করি। রঙিন কাগজ দিয়ে তৈরি হার্ট এন্ড ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।

 3 years ago 

অসাধারন হয়েছে ভাই। সিম্পল এর ভিতর সুন্দর একটি ডাই হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছি।

 3 years ago 
কি বলব ভাইয়া মুগ্ধ হয়ে গেলাম। আপনি বরাবরই খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন এবং ওয়ালমেট টি বাসাবাড়িতে সৌন্দর্য জন্য একদম পারফেক্ট। খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন কিন্তু আপনার জীবনের প্রথম ডাই পোস্টটা আমি মনে হয় দেখছিলাম না। এটি ভাবলাম প্রথমে তারপর আপনার পোস্টের ভিতরে দেখলাম এর আগেও করেছেন। হয়তো ওটা মিস করছি। সমস্যা নাই দেখে নেব ইনশাল্লাহ কিন্তু আজকে তো অনেক সুন্দর ছিল এবং খুব ভালো লাগছে আপনি আমাদের মাঝে ওয়ালমেট নিয়ে হাজির হবেন পরবর্তী সময়ে।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া
 3 years ago 

ওয়ালমেটটি আসলেই অনেক সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে রঙিন কাগজের কালার কম্বিনেশন অর্থাৎ সাদার উপর লাল দেয়ার কারণে এটি আরো ভালো করে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আমি প্রথমে দেখে মনে করেছিলাম আর্ট করেছেন। এরপর পুরো টা পোস্ট পড়ে দেখলাম এটা তো দারুণ একটি ওয়ালমেট।প্রতিটি ধাপ দারুণ হয়েছে ভাইয়া।

পেপারগুলো কাটার পর এরকম আকৃতি ধারণ করল।এরপর ফুলগুলোর মাঝখানে একটা জিনিস লাগিয়ে দিলাম। জানিনা এটার নাম কি।

ভাইয়া এটার নাম হলো পাথর কানের দোলে অথবা অন্য কিছুতে লাগানো থাকে।

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ভাইয়া ডাই পোস্ট অবশ্যই মাঝেমধ্যে শেয়ার করবেন।
দেখতে কিন্তু ভালোই লাগে।আর সুন্দর ও হয়েছে খুব।

 3 years ago 

এখন থেকে মাঝেমধ্যেই শেয়ার করার চেষ্টা করবো 😌

 3 years ago 

দাদা দেখি সব কিছুতে বেশ পটু। যে কাজই করেন একদম নিজের শতভাগ দিয়ে সেটা শেষ করেন। আর তার জন্যই হয়ত এত সুন্দর সুন্দর কাজ আমরা উপহার পাই। সত্যি কালার কম্বিনেশন টা খুব মানিয়েছে। ফুটে উঠেছে পুরো কাজ টা দারুন 👌👌👌

 3 years ago 

ধন্যবাদ দিদি তোমাকে।

 3 years ago 

আচ্ছা তাহলে বাড়ীতে বসে আজ এগুলো করছেন, হে হে হে। কিন্তু কথা হলে ভিতরে লাভ একটা আর বাহিরে তিনটা, এটা কি আপনার বাস্তব জীবন হতে নেয়া, হি হি হি। তবে যাইহোক, কিছুটা হয়তো আমরা আন্দাজ করতে পারছি। এমনিতে সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

হি হি হি টু 😁😁😁

 3 years ago 

আপনার হার্টের শেপ গুলো অনেক সুন্দর হয়েছে। যদিও দেখে মনে হচ্ছে অনেক সহজেই তৈরি করা সম্ভব কিন্তু অভিজ্ঞতা থেকে আমি জানি কাজগুলো মোটেই সহজ নয়। কাঁচি দিয়ে কাটতে গেলে আঁকা বাঁকা হয়ে যায়। সুন্দর একটি ওয়ালমেট এর জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

হার্ট এন্ড ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিংটি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের ব্যবহার করে এই ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। দেখতে অনেক ভালো লাগছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করে সুন্দরভাবে এই ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং বানাতে সত্যিই অনেক সময় লাগে। তবে যাই হোক দেখতে কিন্তু দারুন হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51