মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #০৬steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

Cover_20230704_085111_0000.png

হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: সাদাকালো প্রকৃতির ছবি । এ সপ্তাহে অনেক ইউজার পার্টিসিপেট করেছে।

কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।

এ সপ্তাহের মোট ৭ জন পার্টিসিপেট করেছে । ৭ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।

By: @monira999

বিবরণ: প্রকৃতি সবসময় সুন্দর। আর প্রকৃতির সৌন্দর্য হয়তো সেভাবে উপস্থাপন করা যায় না। তবুও নদীর পাড়ের প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন করার চেষ্টা করেছি। নদীর পাড়ের সৌন্দর্য আর ঘাটে বাঁধা নৌকা দেখতে অনেক সুন্দর লাগছিল। বৃষ্টির পর আকাশটা বেশ মেঘলা ছিল। আর যখন ছোট্ট একটি নৌকা ঘাটে বাঁধা ছিল। তখন নদীর পাড়ের সৌন্দর্য যেন আরো বেড়ে গিয়েছিল। তাইতো আমি নদীর পাড়ের প্রকৃতির অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দি করেছিলাম।

By: @mohinahmed

প্রকৃতির অপরুপ সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে। তাইতো সময় ও সুযোগ পেলেই প্রকৃতির কাছে ছুটে যেতে ইচ্ছে করে এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ইচ্ছে করে। এই ফটোগ্রাফিটা আমি করেছিলাম গত মাসে সন্ধ্যার পর রমনা পার্ক থেকে। একসাথে অনেকগুলো গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। এমন চমৎকার দৃশ্যটি সামনাসামনি দেখতে দারুণ লাগছিল।

By: @mohamad786

আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ।বিশেষ করে সবুজ প্রকৃতির মধ্যে থাকতে আমার অনেক ভালো লাগে।নিজেকে আমি প্রকৃতির মধ্যে বিলীন করে দিতে চাই।বারবার প্রকৃতির প্রেমে পড়ি দেখেই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।আমি যে ফটোগ্রাফিটি শেয়ার করলাম এটি গতবার শীতে কালের শেষের দিকে তোলা।তখন গাছের সব পাতা ঝরে পড়ে যায়।ঐ সময় প্রকৃতি অন্য একটি রূপ ধারণ করে।অন্যরকম এক সুন্দর যে প্রকৃতির আগমন ঘটে।পাতাবিহীন গাছের ডাল পালার ফটোগ্রাফিটি শেয়ার করার মাধ্যমে আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম।

By: @joniprins

বিবরণ: এই প্রাকৃতিক ফটোগ্রাফিটা নিয়েছি রমনটা পার্ক থেকে। পার্কে প্রবেশ করেই ফটোগ্রাফিটা করেছি। আমার কাছে মনে হয়েছে রমনা পার্ক ঢাকা শহরের সব থেকে সুন্দর পার্ক। লেক,পাছ পালা,রাস্তা সব কিছু গোছানো ছিল। সেখানে প্রকৃতিকে নতুন ভাবে বাঁচার অনুপ্রেরনা দেওয়া হয়। গাছপালার পরেই রয়েছে রমনার বিখ্যাত লেক। যা সবার নজর আকর্ষন করে।



By: @maksudakawsar

বিবরণ: এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নেওয়া হয়েছে তুরাগ নদী হতে। নদীর বুকে এক ঘন্টা নৌকা ভাড়া করে চলতে গিয়ে দৃশ্যটি করা হয়। আমার কাছে দৃশ্যটি অনেক ভালো লাগায় শেয়ার করলাম।

By: @ah-agim

বিবরণ: গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। রাস্তার দুই পাশে নানা রকম গাছ গাছালি, মাঠে বিস্তৃত জুড়ে ধানের সোনালী ফসল, মাঝে মাঝে বাড়ির চারপাশে দেখা যায় নারিকেল সুপারি আম জাম কদম এবং ঝাউ গাছের সবুজের সমাহার । দূর থেকে মনে হয় উঁচু উঁচু যেন সবুজের পাহাড়। নীল আকাশে সাদা মেঘের ভেলা সব মিলিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়।

By: @naimuu

প্রাকৃতিক দৃশ্য সকলের পছন্দ। আর তা যদি গ্রামীন দৃশ্য হয় তাহলে তো কোন কথাই নেই। এটি আমার বাড়ির সামনে খালপাড়ের দৃশ্য। খালের উপরে একটি সাঁকো লক্ষ্য করা যায়। একদিন খুব ভোরে প্রাকৃতিক দৃশ্যটি ক্যামেরা বন্দি করেছি। আজ আপনাদের সাথে শেয়ার করার মত সুযোগ পেলাম।





উক্ত ৭ টি এন্ট্রি থেকে ৫ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ৫ জন পাচ্ছে নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ভাইয়া আপনার আয়োজন করা ফটোগ্রাফি প্রতিযোগিতা আমার ভীষণ ভালো লাগে। তাইতো আমি সব সময় চেষ্টা করি অংশগ্রহণ করার। আমাকে বিজয় করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আশা করছি খুব শীঘ্রই নতুন একটি টপিক নিয়ে আবারও নতুন একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করবেন।

 11 months ago 

বাহ্ দারুন তো। এভাবে বিজয়ী হতে কিন্তু খারাপ লাগে না। জয় পরাজয়ও কোন বিষয় নয়। সবচেয়ে বড় কথা হলো এমন একটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা। দারুন ছিল এবারের প্রতিযোগিতার বিষয়টি। ধন্যবাদ ভাইয়া আমাকে বিজয়ী করার জন্য।

 11 months ago 

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বিজয়ীদেরকে। সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। আপনার এমন চমৎকার উদ্যোগের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি আবারো ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হবেন আমাদের মাঝে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এ হে ভাই এই প্রতিযোগিতা টাও মিস করে গেলাম। আপনার পোস্ট টা কোনোভাবে মিস করে গেছি আফসোস। তবে যারা অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে সবাইকে অভিনন্দন। সবচাইতে বড় কথা ফটোগ্রাফি গুলো সত্যি একটু আলাদা ছিল। একেবারে মনে হচ্ছে আশির দশকের ক‍্যামেরা দিয়ে ক‍্যাপচার করা। অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

যাক এক দুই তিন না হতে পারি চার নাম্বার তো হয়েছি। পরিক্ষার পাস করলেই খুশি আবার এ+,হা হা হ। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

পরীক্ষায় পাশ করলেই হলো সহমত ভাই এ+ দরকার নেই 😁😆।

 11 months ago 

যারা বিজয় হয়েছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম বেশি ভালো লাগলো। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45