মোবাইল ফটোগ্রাফি - D-2
ফটোগ্রাফি
- The 8th March , 2022
- Tuesday
আসসালামুআলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন ? গত দিনে পোস্ট করা আমার একটি মোবাইল ফটোগ্রাফি পোস্টের মধ্যে উল্লেখ করেছিলাম প্রত্যেক মঙ্গলবার আমি মোবাইল ফোন ফটোগ্রাফি, ডিজিটাল ক্যামেরা ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি শেয়ার করব আপনাদের সাথে। আমি আশা করি প্রত্যেক সপ্তাহের এই দিনে একটি করে ফটোগ্রাফি / ভিডিওগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারব। হোক সেটা মোবাইল ফটোগ্রাফি / ভিডিওগ্রাফি অথবা ডিজিটাল ক্যামেরার ফটোগ্রাফি / ভিডিওগ্রাফি ।
আজকে আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো প্রত্যেকটি আমার মোবাইল দিয়ে তোলা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ছবিগুলো তুলেছিলাম। আজকে যে ছবিগুলো শেয়ার করতে যাচ্ছি এরমধ্যে অনেক পুরনো ছবিও আছে আবার রিসেন্টলি তোলা এমন ছবিও আছে। তাহলে চলুন দেখে নেয়া যাক আজকের ১১ টি ফটোগ্রাফি।
রাখাল তার গরু গুলোকে বেলা ফুরাবার আগেই মাঠ থেকে বাথানে নিয়ে যাচ্ছে। এই এলাকায় বিকাল টাইমে হরহামেশাই এমন দৃশ্য দেখা যায়।
Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

দুই টুকরো খরকুটো ত্রিভুজ আকারে ঘাসের উপর রেখে তার মাঝখান দিয়ে গোধুলীর সুর্য মামাকে ক্যামেরাবন্দি করলাম।
Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

এখন আর সরষে ফুলের দেখা নেই। এখন মাঠে মাঠে ধানের সমারোহ। ছবিটি তুলে রেখেছিলাম কোনো এক শীতের বিকেলে।
Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

গতবছরে হয়তো ব্যবহার করা হয়নি। এ বছরে কি আর ফেলে রাখা যায়? এইজন্য গুড়ের কুলা গুলো রোদে শুকোতে দেওয়া হয়েছে। যেন ব্যবহারের উপযুক্ত হয়।
Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

এই শীতে ব্যাডমিন্টন মাঠ থেকে তোলা ছবি এটি । এক ছোট ভাই ইলেকট্রিক বাল্ব লাগাচ্ছে খেলা শুরু করার পূর্বে। এই শীতে আমরা এই মাঠেই ব্যাডমিন্টন খেলেছিলাম ।
Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

![]() | ![]() |
---|
বহুল পরিচিত বাঙ্গালীদের প্রিয় খাবার কুমড়ো বড়ি। কলকাতা এবং বাংলাদেশের মানুষের কাছে অনেক অনেক আগে থেকেই একটি প্রিয় খাবার এটি। ছবিটা তুলেছিলাম যখন আমার আম্মু আমাকে এগুলো পাহারা দিতে বসিয়ে রেখেছিল।
Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

বিশাল বালুচর।। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে সূর্য অস্ত যাওয়ার মতো অপূর্ব দৃশ্যটা এই বালুচরে দাঁড়িয়েই দেখা যায়। যেন বালুচরের অপর পাশেই সূর্য অস্ত যাবে।
Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

সে এক বিশাল মাঠ। মাঠের মাঝখানে বেড়ে উঠেছে একটি বড়ই গাছ। যার যখন ইচ্ছা হয় তখন পাশ দিয়ে গেলেই বড়ই পেরে খাচ্ছে। কোন বাধা নেই।
Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

ছবিটিকে কিভাবে ব্যাখ্যা করবো জানিনা৷। ইচ্ছে হলো তাই ছবিটি তুলে ফেললাম। হঠাৎ করেই মাথায় এমন একটা ছবি তোলার আইডিয়া আসলো আর হঠাৎ করেই তুলে ফেললাম। ধূলিকণার ফাঁক গলে সূর্যটা দেখতে আমার খুবই ভালো লাগছিল।
তো বন্ধুরা এটাই ছিল আজকের ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে ফটোগ্রাফি গুলোতে টাইম উল্লেখ করিনি। বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো গ্যালারি থেকে সংগ্রহ করে আপলোড দিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন । আবার দেখা হবে পরবর্তী কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ্ হাফেজ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফির চমৎকার হয়েছে। কোনটা রেখে কোনটার কথা বলব। খড়কুটো ত্রিভুজ আঁকার করে তার ভিতরে যে সূর্যমামার ছবিটি তুলেছে ছবিটা অসাধারণ হয়েছে। তাছাড়া আপনার ছবিগুলো দেখে আমার মনে হল যে ছবির বিষয়বস্তু থেকে আপনার ফটোগ্রাফির কারণে ছবিগুলো দেখতে আরো বেশি চমৎকার লাগছে।
ঠিক বলেছেন আপু। ওই ছবিটা উপর থেকে তুললে এরকম দেখাচ্ছিল।
আসলেই ভাইয়া ফটোগ্রাফি করার জন্য বিষয়বস্তু জরুরী না। একটি বিষয়কে কিভাবে ফুটিয়ে তোলা যায় ফটোগ্রাফির মাধ্যমে সেটি আসল। আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেন দেখেই বোঝা যাচ্ছে। এর আগেও দেখেছি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি।
ভাই আপনার ফটোগ্রাফি সম্পর্কে যতোই প্রশংসা করি কম হয়ে যাবে। এই কমিউনিটিতে কিছু কিছু মানুষের ফটোগ্রাফি আমার ভালো লাগে। এর মধ্যে আপনার ফটোগ্রাফি বেস্ট।
আজকের ফটোগ্রাফির মধ্যে লাস্টের ছবিটা দেখে মনে হচ্ছে তামিল মুভির শুটিং হচ্ছে। এক কথায় অসাধারণ ছিলো কনসেপ্টটি৷ ভাই মাঝে মাঝেই ফটোগ্রাফি শেয়ার করবেন। অনেক ভালো লাগে। 💞💞💞
ইউনিক উপমায় প্রশংসিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। ধন্যবাদ ভাই আপনাকে।
প্রিয় ভাইয়া♥
আমি বরাবরই আপনার ফটোগ্রাফির ভক্ত তাই এবারও আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে তার মধ্য থেকে বরইগাছের ফটোগ্রাফি এবং সবশেষে ফটোগ্রাফি সত্যিই এটা ব্যাখ্যা করা যাবে না♥♥
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনার এই মন্তব্যের কারণেই তো আরো বেশি উৎসাহ পাচ্ছি।
♥♥
প্রত্যেক মঙ্গলবার তাহলে আমরা সুমন ভাইয়ের স্পেশাল ফটোগ্রাফি পোস্ট কিংবা ভিডিওগ্রাফি দেখতে পাবো। চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। সেইসঙ্গে আপনার ফটোগ্রাফি গুলোর নিচে লেখা গুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
জি ভাই ঠিক বলেছেন। প্রত্যেক মঙ্গলবার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি আসবে ইনশাল্লাহ্। আমি এই দিনটি ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির জন্য নির্ধারণ করে রেখেছি ।।
ভাই আপনার ফটোগ্রাফিক সেন্স যে মারাত্মক লেভেলের তাতে কোন সন্দেহ নেই। কিছু সাধারন গ্রামীণ জন জীবনের নিত্য দিনের ঘটনা গুলোকে খুব সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। আর হ্যাঁ শেষের ছবিটি নিয়ে তেমন কিছু বলার নেই কিন্তু অনেক কিছুই বলা যায়, ছবিটি দেখে শুধু একটা কথাই বলবো রক্তিম সূর্য থেকে ধূসর কিছু বালুকণা খসে পড়ছে। এছাড়াও খুবই ভালো লাগছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আর এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বাহ্ আপনি তো খুব সুন্দর বললেন। আর আমি কি লিখবো খুজেই পাচ্ছিলাম না। ধন্যবাদ ভাই আপনাকে।
গ্রামবাংলার ফটোগ্রাফি দেখতে আসলেই খুবই ভালো লাগে। ফটোগ্রাফি দেখলে মনের ভিতর শান্তি অনুভূতি হয় আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শেষের ফটোগ্রাফি টার কথা আর না বললাম ভাই। সত্যি অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য
গ্রাম বাংলার দৃশ্যের ফটোগ্রাফি গুলো সব সময় একটু বেশি সুন্দর হয় কারণ গ্রাম বাংলার দৃশ্য গুলো এক একটা ছবির মত।
ভাই ছবিটা দেখে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর একটি ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এটা সত্যি অনেক চমৎকার একটা বিষয়। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই স্পষ্ট ছিল এবং একদম প্রফেশনাল ভাবে আপনি আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি যে ছবিটা শেয়ার করেছেন এখানে আমার নিজের কাছেই ছবিটা অনেক প্রিয়।
ফটোগ্রাফি করা কিন্তু অতটা সহজ কাজ নয়। ফটোগ্রাফিক করাটাও একটা আর্ট। আপনার কাছ থেকে ফটোগ্রাফি করা শিখতে হবে দেখছি। মোবাইল দিয়ে এত অসাধারণ ফটোগ্রাফি করেছেন কি বলবো। কোনটা ছেড়ে কোনটা কে ভালো বলব তা বুঝতে পারছি না। প্রত্যেকটা ফটোগ্রাফি যেন চমৎকার লেগেছে। কুমড়োর বড়ি ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি কুমড়োর বড়ি পাহারা দিচ্ছেন শুনে খুবই ভালো লাগলো। তাছাড়া সবার শেষের ধূলিকণার ফাঁকে সূর্যের ফটোগ্রাফি আসলে এরকম কখনো চিন্তাও করি নাই। অনেক ভালো লেগেছে। আমাদের মাঝে এত অসাধারণ ফটোগ্রাফি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্যটা দারুন ছিল আপু। আর কুমড়ো বড়ি যারা খেতে পছন্দ করে তাদের এই ছবিটা একটু বেশী ভালো লাগবে। 🥰🥳
কোনটা ছেড়ে কোন ছবিটা ভালো বলবো তাই বুঝতে পারছি না 😍
প্রতিটি ছবি থেকে আমি কিছু না কিছু শিখলাম।
ছবি তোলার জন্য প্রথমত ভালো পরিবেশ এবং দক্ষতা প্রয়োজন যা আপনি চমৎকার ফুটিয়ে তুলেছেন 💖
শিখলাম অনেক কিছু ❣️
জানি এটাই আপনার স্বার্থকতা 😍
দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে 🤗
ঠিক বলেছেন ভাই। এটাই আমার সার্থকতা। পোস্ট করার পর আমি সবসময়ই আপনাদের মন্তব্য গুলো পড়তে খুব বেশি পছন্দ করি।
অনেক সুন্দর সুন্দর ফটো গুলো নিয়ে আপনি আপনার ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছেন। প্রতিটা ছবি এতটাই ভালো লেগেছে আমার কাছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আর ছবিগুলো কোনটা থেকে কোনটা বেশি সুন্দর সেটা যাচাই করার জন্য অসম্ভব। আপনার জাদুকরী হাতে ক্লিক করা ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনি কত বড় একজন ফটোগ্রাফার তা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটি ছবি এত সুন্দর হয়েছে তা বলার বাইরে। আর সূর্য ডোবার দৃশ্য টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তবে সেখানকার কুমড়ো বড়ি এটা আমার অজানা ছিল। জেনে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে অসাধারণ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
কি যে বলেন ভাই।। আমি মোটেও অতো বড় ফটোগ্রাফার না। সিম্পল একটা ফোন নিয়ে যা ভাললাগে তাই ছবি তুলে বেড়াই। 😌
ওয়াও অসাধারণ ফটোগ্রাফি ভাইয়া।
প্রত্যেকটি ফটোই অনেক জোস লাগতাছে সত্যি অসাধারণ। আপনার ফটো গুলো যতোই দেখতাছি ততোই অবাক হয়ে যাচ্ছি। কারণ প্রত্যেকটি ফটো আপনি এতো সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেন যে পুরাই জোস। আমার কাছে একান্ত আপনার প্রত্যেকটি ফটোই অনেক সুন্দর লেগেছে। আমার পক্ষ থেকে আপনার প্রতি লাল গোলাপের ভালোবাসা রইল ভাইয়া
জেনে ভাল লাগলো । ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার ফটোগ্রাফির কোন তুলনাই হয়না। যে কোন ফটোগ্রাফির প্রশংসা করবো সেটাই ভাবো মুসলিম। তবুও মাটি হাতে ঝরে পড়ছে এবং সূর্য দেখা যাচ্ছে বিষয়টি আমার কাছে অসাধারণ লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দারুণ প্রশংসনীয়। আর আমাদেরকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম।
আমার নিজের কাছেও ঐ ছবিটি সবচেয়ে দুর্দান্ত লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে।
ভাইয়া আমি সব সময়েই আপনার ফটোগ্রাফির অপেক্ষায় থাকি। আজকে আপনি চমৎকার ভাবে। মোবাইল ফটোগ্রাফি করেছেন। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। উপরের এই ছবিটি আমার মন কেরে নিয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভাবেই এগিয়ে যান। পাশে আছি সব সময়ই। আবারও অপেক্ষায় রইলাম আপনার ফটোগ্রাফি পোস্টের। শুভ কামনা রইলো
অনেকগুলো ক্লিক করার পর এই ফটোটা নিতে পেরেছিলাম। যাইহোক, আমার কাছেও এটাই সবচেয়ে ভালো লাগছে সব ফটোগুলোর মধ্যে। ধন্যবাদ আপনাকে।
আপনি বরাবরই অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আপনার আজকের ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে। ধন্যবাদ যে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।,
যাদের প্রতিভা আছে তারা সব কিছুতে নিজের দক্ষতা দেখিয়ে দেয়। সেটা হোক ভালো লেন্সের ক্যামেরা অথবা মোবাইল। তোমার তোলা ফটোগ্রাফি সব সময় আমার ভালো লাগে দাদা। সব গুলো ছবি ভালো লেগেছে। ত্রিভুজের মাঝে সূর্যি মামা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু আজ বেশি লোভ লেগে গেছে কুমড়ো বড়ি দেখে। দীদা বাংলাদেশ আটকে আছে। তাই এবছর কেউ আর বানিয়ে খাওয়ায় নি ☹️। আমার জন্য পারলে এক ব্যাগ পাঠিয়ে দিও।
ঠিক আছে তোমার এড্রেস গুলো তাহলে পাঠিয়ে দাও আমিও প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি। 😋😋
ভাইয়া আপনার ফটোগ্রাফি মানেই হচ্ছে নতুন কিছু। আপনি সব সময় আপনার ক্রিয়েটিভ আইডিয়ার মাঝে আপনার ফটোগ্রাফি গুলো ফুটিয়ে তোলেন। সত্যি ভাইয়া দুই টুকরো খরকুটোকে আপনি এত সুন্দর ভাবে গোধুলিবেলায় উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। দারুন ফটোগ্রাফ শেয়ার করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
জি আপু।। ওইটা অনেক সিম্পল একটা জিনিস ছিল। কিন্তু ক্যামেরার মাধ্যমে অসাধারণ করে তুলে ধরা হয়েছে।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম । মোবাইল ফোন দিয়ে তোলা ফটোগ্রাফি যে এত সুন্দর হয় সেটা আগে কখনো দেখিনি । আপনি অনেক সুন্দর ভাবে পড়তে একটি ছবি আপনার মুঠোফোনে মধ্যে আবদ্ধ করেছেন । তার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া ।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া
আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করার জন্য।
ভাই অসাধারণ কিছু মোবাইলের ফটোগ্রাফি দেখলাম। ভাই আপনি অনেক ভালো ফটোগ্রাফি করতে পারেন। আপনার হাত যে কত দক্ষ আপনি ছবির মাধ্যমে প্রকাশ করেছেন। প্রতিটা ছবি আমার কাছে অসাধারণ লেগেছে। শেষ বিকেলের তিনটা ছবি এক কথায় অসাধারণ। আর বাকি ছবিগুলো অনেক ভালো ছিল। আপনি খুব সুন্দর করে প্রতিটা ছবির নিচে বর্ণনা করেছেন। এইরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আসলেই ভাই,, শেষ বিকেলের ছবি গুলো সব সময়ই একটু বেশি সুন্দর লাগে। ধন্যবাদ ভাই আপনাকে।
এই ক্যাপশনের ছবিটি দেখে জাস্ট কি যে বলবো ভাষা হারিয়ে ফেলেছি।এতোটা দারুণ ভাবে কি করে যে ছবি তুলেন আপনি।
আমার মোবাইল দিয়ে।। হাহাহা 😄😄
সুমন ভাই ছবি তোলায় যে আপনার বেশ ভালো দক্ষতা আছে এটা অনেক আগে থেকেই জানি। সাধারণ একটি ছবিকে কিভাবে অসাধারণ করে উপস্থাপন করতে হয় এই কৌশল আপনার বেশ ভালোভাবেই জানা। তাই আপনার ছবিগুলো এত ভালো লাগে। ছবিগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাদের উৎসাহ পেয়েই আরো বেশি বেশি ফটোগ্রাফি করার এনার্জি পাই। ধন্যবাদ ভাই আপনাকে।
ভাইয়া প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি সত্যি আপনার ফটোগ্রাফির ক্যাপসার দেখে আমরা সবাই মুগ্ধ। প্রত্যেকটা ফটোগ্রাফিতে আপনার হাতের ছোঁয়া লেগেই আছে। সুন্দর বর্ণনা করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য অবিরাম।
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।
ওয়াও ভাইয়া আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। আপনি নিয়মিত অনেক ভালো ফটোগ্রাফি করেন এটা আমরা সবাই জানি। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক ভাল হয়েছে। আর ফটোগ্রাফি এর পেছনের গল্প দারুন। বিশেষ করে শেষের ছবিটি মারাত্মক হয়েছে।
ওই সূর্যের আর ধুলোর যে ছবিটা সেই ছবির মাঝে যে হাত দেখা যাচ্ছে ওটা যে তোমার সেটা বলোনা কেন?? 😄
🙄🙄 তাইতো
ফটোগ্রাফি হচ্ছে এক ধরনের ছবি তোলার কৌশল । যে যত বেশী কৌশল জানে তার ফটোগ্রাফি তত সুন্দর হয়। বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলে ছবির সৌন্দর্য্য বৃদ্ধি করা যায়।তাছাড়া কিছু মূহুর্ত আছে যার জন্য অপেক্ষাও করতে হয়। মূলত ফটোগ্রাফি একটা শিল্প আমি মনে করি। সুন্দর ছিল ছবি গুলো। ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সময় যদি পাই তাহলে আপনার কাছে যাবো ফটোগ্রাফি শেখার জন্য। দয়া করে অবশ্যই আমাকে আপনি ফটোগ্রাফি শেখাবেন আশা করি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফির অ্যাঙ্গেল গুলো আমি প্রতিনিয়ত আশিকি।
কি যে বলেন ভাই,,, ফটোগ্রাফির দিক থেকে আসলে যেমনটা বলতেছেন অতটা না। আমি শুধুমাত্র ফটোগ্রাফি করতে পছন্দ করি। তাছাড়া তেমন কোনো নলেজ নেই আমার। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। 🥰
খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। মোবাইল দিয়েও আপনি এত সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া যা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার ফটোগ্রাফির হাত অনেক ভালো সেটা আমি আগেই জানতাম। গরুর মুখে এই ধরনের জিনিস দেয়া বর্তমানে তেমন আর দেখতে পাওয়া যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি ঠিক বলেছেন ভাই। গরুর মুখে যে জিনিসটা লাগানো রয়েছে ছবিতে দেখা যাচ্ছে এরকম আগে অহর অহই দেখা যেত। কিন্তু এখন দেখতে পাওয়া যায় না।
ভাইয়া আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি একজন দক্ষ ফটোগ্রাফার এটা আমরা সবাই জানি। কারণ আপনি সবসময় দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেন। ভাইয়া ধূলিকণার ফাঁকে সূর্য অস্ত যাওয়ার সেই মুহূর্ত আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফির দক্ষতা দেখলেই বোঝা যায় আপনি কতটা দক্ষ। অসাধারণ হয়েছে প্রত্যেকটি ফটোগ্রাফি। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুন সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
আপনাদের এমন মন্তব্যে আমি সত্যিই অনেক উৎসাহিত হই। ধন্যবাদ ভাই আপনাকে।
ওয়াও অসাধারণ হয়েছে ভাইয়া আপনার তোলা ফটোগ্রাফি গুলো। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। একেবারে নিখুঁত ভাবে ফটোগ্রাফি গুলো করছেন। সত্যি অনেক সুন্দর। প্রতিটি ফটোগ্রাফি সম্পর্কে অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন যা আমার কাছে খুবই ভালো লাগছে। এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনাদের ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আপনার করা ফটোগ্রাফি গুলো কথা বলে। আসলে আপনি যে ফটোগ্রাফি গুলো করে থাকেন সেটা নিয়ে আমি অনেকক্ষণ যাবৎ ভাবি কেমনে চিন্তাভাবনা করে এত সুন্দর করে প্রকৃতির সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেন ।যা দেখে মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ভাই।
প্রত্যেকটা ফটোগ্রাফি অবশ্য ভিন্ন ভিন্ন দিনের করা। গ্যালারি থেকে খুঁজে বের করে পোস্ট করে দিলাম।
ভাইয়া বরাবরের মত আপনার আজকের ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে ভালো আছেরে ভিন্ন রকম কিছু সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। আমাদের প্রকৃত অনেক সুন্দর প্রকৃতির সৌন্দর্যগুলো আমরা ক'জনইবা খুঁজে বের করতে পারি। আপনি অনেক সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো করেছেন দেখে খুব ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে রাখাল বালকের গরু নিয়ে বাড়ি ফেরার দৃশ্য আর সরিষা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
অসাধারণ একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভাইয়া,আপনার সবগুলো ফটোগ্রাফিই অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে।বিশেষ করে টুকরো খরকুটো ত্রিভুজ আকারে ঘাসের উপর রেখে মাঝখান দিয়ে গোধুলীর সুর্যের ছবিটা এবং শেষের ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে
এই দুটি ছবিই তুলতে আমাকে অনেকগুলো ক্লিক করতে হয়েছিল। তারপরে এমন ছবি পেয়েছি। ধন্যবাদ আপু আপনাকে।