উপহারের সৌন্দর্য।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সুন্দর একটা টপিক্স নিয়ে আলোচনা করব। এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষই পছন্দ করে। সব জিনিসের মধ্যেই মানুষের ভালো লাগা খারাপ লাগা থাকে। কারো কাছে কোন জিনিস খুবই ভালো লাগে আবার সেই একই জিনিস অন্য কারো কাছে খারাপ লাগার কারণ হতে পারে। প্রত্যেকটা মানুষেরই রুচির ভিন্নতা রয়েছে। কিন্তু একটা অবস্থায় গিয়ে প্রত্যেকটা মানুষই একটা জিনিসকে পছন্দ করে। আর সেটা হচ্ছে উপহার।

আমি আমার জীবনে এমন কোন মানুষকে দেখিনি যে উপহার নিতে পছন্দ করে না। উপহার এমন একটি জিনিস যা খুবই সুন্দর। বাজার থেকে একটি পারফিউম কিনে নিয়ে আসলে যতটা আবেগ কাজ করে তার থেকে হাজার গুন বেশি আবেগ কাজ করে সেম পারফিউম যদি কারো থেকে উপহার পাওয়া যায়। যারা আমার এই পোস্টটি পড়ছেন জীবনের কোনো মুহূর্তে ছোট হোক বড় হোক যে কোন উপহার নিশ্চয়ই পেয়েছেন? সেটার অভিজ্ঞতা কেমন ছিল? অনুভূতিটা কেমন ছিল জানাবেন কমেন্ট বক্সে। অথবা পোস্টের মাধ্যমে অনুভূতিগুলো শেয়ার করতে পারেন সবার সাথে।

উপহার দিলে যে মানুষ খুশি হয় এর কারণ হলো উপহারে মিশে থাকে আবেগ ভালোবাসা সম্মান ইত্যাদি। উপহার পেলে এমন একটা অনুভূতির জন্ম নেই যে তার কাছে আমার গুরুত্বটা একটু বেশি। প্রত্যেকটা মানুষই এই অনুভূতিটা পেতে পছন্দ করে। আর যে গিফট দেয় সে এমন জনকেই গিফট দেয় যার মূল্য তার কাছে অনেক বেশি। উপহার পাওয়া মধ্যে যেমন আনন্দ আছে উপহার দেওয়ার মাঝেও কিন্তু আনন্দ আছে। যে উপহার দেয় সে অন্যজনকে খুশি করার জন্যই উপহার দিয়ে থাকে। আর উপহার প্রত্যেকটা মানুষই খুশি হয়। আর যখন প্রিয়জন খুশি হয় তখন যে উপহার দেয় তার তো অবশ্যই আনন্দ লাগবে তাইনা??

নবাগত কোনো সম্পর্ককে উন্নত করার জন্য উপহার কিন্তু বড় ভূমিকা রাখে। নতুন কারো সাথে যখন সম্পর্ক তৈরি হয় তখন উপহার দিলে অপর ব্যক্তিটি এটি মনে করে যে তার কাছে হয়তো আমার গুরুত্বটা অনেক বেশি বা সে আমাকে পছন্দ করে ফেলেছে যার কারণে আমাকেই নির্বাচন করেছে উপহার দেয়ার জন্য। আর একটা কথা উপহার পেতে টাকা লাগে না, ফ্রি একটা জিনিস পাওয়া যায়। আর টাকা না খরচ করে একটা জিনিস পাওয়ার মধ্যেও তো একটা আনন্দ থাকবেই তাই না!! হাহাহা।

তবে উপহার কিন্তু কখনোই অল্প দামি হয় না। উপহার মানেই একটি দামি জিনিস। আপনি উপহারের বস্তুটি বাজার থেকে কিনে আনতে পারবেন কিন্তু যে উপহারটা দিল সে যে আবেগটা মিশিয়ে উপহারটা দিল সে আবেগটা আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। এই আবেগ তৈরি হয় শুধুমাত্র ন্যাচারাল ভাবে, মনের সাথে মনের। পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ রয়েছে। এমন একটা অনুভূতি পাওয়া যায় উপহারের সাথে যেটা পৃথিবীর জনসংখ্যার বিষয়টি ও মনে করিয়ে দেয়। যদিও বিষয়টি সরাসরি কেউ ভাবেনা তবুও এটার উপর তৈরি হওয়া অনুভূতিটা কিন্তু ঠিকই মস্তিষ্কে কাজ করে। যেমন পৃথিবীতে যত মানুষ হয়েছে তার মধ্যে থেকে সে উপহার দেয়ার জন্য আপনাকে বাছাই করেছে। তার মানে পৃথিবীতে যত বিলিয়ন বিলিয়ন মানুষের আছে তাদের মধ্যে আপনার গুরুত্ব তার কাছে সবচেয়ে বেশি।

আসলে মোট কথা উপহার দেয়া কিন্তু একটা ভালো জিনিস। যেটা ধর্মীয়ভাবে সামাজিকভাবে সব ভাবেই পছন্দস্বই একটা জিনিস হিসেবে ধরা হয়। উপহার দিলে সম্পর্কের উন্নতি ঘটে। তাই প্রত্যেকেরই উচিত মাঝেমধ্যেই নিজের প্রিয়জনকে ছোটখাটো উপহার দিয়ে খুশি কর। রেগুলার বন্ধুদেরকেউ উপহার দেয়া যেতে পারে। আচ্ছা বেশি বেশি উপহার দিন, সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করুন। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।

valentines-day-2057745_1280.jpg

image source & credit: copyright & royalty free PIXABAY



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

বাহ চমৎকার লেখা ছিল আপনার উপহার সম্পর্কে অনেক ভালো লেগেছে। আমি মনে করি উপহার কত দামের সেটা বড় বিষয় নয়। উপহারের সাথে যে ভালোবাসাটুকু জমিয়ে থাকে সেটা হচ্ছে বড় কথা। আমি তো খুব পছন্দ করি উপহার পেতে। তাছাড়া আমি বেশ কয়েকবার উপহার পাওয়ার অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজকে আপনার অনুভূতি থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বেশ ভালোই লেগেছে আপনার উপহার পাওয়ার অনুভূতি পড়ে। অনেক ধন্যবাদ খুব সুন্দর অনুভূতি মূলক কথা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনি উপহারের বস্তুটি বাজার থেকে কিনে আনতে পারবেন কিন্তু যে উপহারটা দিল সে যে আবেগটা মিশিয়ে উপহারটা দিল সে আবেগটা আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না।

আসলেই ভাই 💞

Posted using SteemPro Mobile

 11 months ago 

কি আর বলবো ভাইয়া। জীবনের প্রথম পুরস্কার তো পেয়েছিলাম বয় ফ্রেন্ডের কাছে। তাও আবার এবং হিমু। বেশ ভালোই লেগেছিল। সেই প্রথম উপহার ছিল জীবনে। কি যে এক অনুভূতি কাজ করেছিল তা আর বলে শেষ করা যাবে না। আজও সেই প্রথম উপহারটি রেখে দিয়েছি যত সহকারে। তবে আপনি কিন্তুু লিখেছেন বেশ।

 11 months ago 

তা সেই বয়ফ্রেন্ড কি এখনের ভাই?

 11 months ago 

সে কি আর হয়?

 11 months ago 

তাহলে ভাই জানলে মাইন্ড করবে তো

 11 months ago 

করবে না করবে না ছেলে ভালো। হি হি হি

 11 months ago 

!ask Who is @rex-sumon on steem blockchain?



@rex-sumon is a content creator and curator on the Steem blockchain. He is a full-time witness, active in the community, and produces daily content about cryptocurrency news, blockchain technology, and digital assets.


command: !ask is powered by witness @justyy and his contributions are: SteemYY.com
More Commands are coming!. !ask is currently based on ChatGPT-3.5
 11 months ago 

Not really 😅

 11 months ago 

ভাইয়া আমার ম্যাসেজের রিপলাই তো দিচ্ছে না।

 11 months ago 

খুব সুন্দর লিখেছেন ভাইয়া।এটা ঠিক বলেছেন উপহারের কারনে মানুষটির গুরুত্ব বোঝা যায়। আর উপহার যে কোন সম্পর্কের ভিতকে শক্ত করে।উপহার আদান-প্রদানের মাধ্যমে ভালোবাসা আরো সুদৃঢ় হয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

!ask Who is @rex-sumon on steem blockchain?

 11 months ago 

কখনোই উপহারের জিনিস মূল্য দিয়ে বিচার করতে হয় না। কারণ উপহারের জিনিস সবসময় দামী হয়। উপহার দিতে এবং পেতে খুব ভালো লাগে। এটা ঠিক নবাগত সম্পর্ক উন্নতি করতে উপহারের ভূমিকা অনেক। কয়েকমাস আগে আমাদের কমিউনিটির নিভলু ভাইয়ের কাছ থেকে একটি পারফিউম গিফট পেয়েছিলাম। সেই উপহারটি পেয়ে খুবই ভালো লেগেছিল। এখনো সেই পারফিউমটা আমি ব্যবহার করছি। যাইহোক চমৎকার লিখেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45