আন্ডাররেটেড অ্যাপ্লিকেশন।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Polish_20220412_204958321.jpg

image source & credit: copyright & royalty free PIXABAY

আসসালামুয়ালাইকুম৷ কেমন আছেন সবাই ? এই গরমে রোজা থাকা একটু কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। তবে স্রষ্টা ভক্তির কাছে এ কষ্ট আরো বেশি সুখের ও তৃপ্তির । তবে আর তিন-চার বছর পর খুবই আরামে কেটে যাবে রোজার দিনগুলো । হিসেব করলে খেয়াল করবেন আর তিন-চার বছর পর রোজা পড়বে ফেব্রুয়ারি মাসের দিকে। তখন খুব রিলাক্সেই সিয়াম পালন করা যাবে।

যাই হোক, আজকের প্রসঙ্গে আসি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি খুবই প্রয়োজনীয় সরকারি এপ্লিকেশন যেগুলো খুবই উপকারী কিন্তু আন্ডাররেটেড। শুধুমাত্র প্রচারণার ফলে অনেক বাজে কোয়ালিটি অ্যাপস ওভাররেটেড হয়ে যায়। কিন্তু যেগুলো আমাদের প্রয়োজন, সবসময় যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো আন্ডাররেটেড রয়ে গেছে। শুধুমাত্র প্রচারণার অভাবে বাংলাদেশী অ্যাপস ইন্ডাস্ট্রির এই অবস্থা। সরকার যে সকল অ্যাপ্স তৈরি করে সেগুলো সাধারনত জনগণের সুবিধার জন্যই। এখানে কোন কোম্পানি লাভ করতে আসে না। গভ. অ্যাপসের মাধ্যমে তাদের কোনো ইনকাম হয় না। এটা শুধুমাত্র জনগণের সুবিধার্থে তৈরি করা। এজন্য সরকারি এই এপ্লিকেশন গুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে এবং এগুলোর ব্যবহারে অভ্যস্ত হতে হবে। এটা আমাদের জন্যই লাভজনক।

আজ সরকারি দুটি অ্যাপ সম্পর্কে আলোচনা করব। অ্যাপস দুটি হলোঃ-

  • ১- উত্তরাধিকার।
  • ২- আমার সরকার।

অ্যাপ্লিকেশন:- উত্তরাধিকার।

IMG_20220412_165516.jpg

এই অ্যাপ্লিকেশনটি এ পর্যন্ত এক লক্ষ বার ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে। অ্যাপ্লিকেশনটির সাইজ ৩.১ এম.বি মাত্র৷ অ্যাপ্লিকেশন রাইটিং ৪.৫। এপর্যন্ত ১ হাজার জনে রিভিউ দিয়েছে।

IMG_20220412_165813.jpg

বাংলাদেশে প্রায়শই শোনা যায় জমি নিয়ে বিরোধের খবর। এটা হওয়ার কারণ যথেষ্ট ইনফরমেশন এর অভাব অথবা জ্ঞানের স্বল্পতা। আমাদের দেশের জমি ভাগাভাগি তে প্রচুর সমস্যা পরিলক্ষিত। এই সমস্যা সমাধানের জন্য খুবই সহজ পদ্ধতিতে একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে যেখানে একজন জমির মালিকের অধিনে তার পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী, সন্তানদের তথ্য দিলে সেখানে কার ভাগে কতটুকু জমি সেটা ক্যালকুলেশনে বেরিয়ে আসে।

অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে পারেন এবং আপনার পরিচিতদের শিখিয়ে দিতে পারেন। তাহলে ধীরে ধীরে এটি সম্পর্কিত ধারণার প্রসার ঘটবে এবং সবাই সঠিক ইনফরমেশন পাবে। জমির সঠিক বন্টনে সহযোগিতা করবে এই অ্যাপ্লিকেশনটি।

অ্যাপ্লিকেশন:- আমার সরকার।

IMG_20220412_170200.jpg

এই অ্যাপ্লিকেশনটি এ পর্যন্ত এক লক্ষ বার ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে। অ্যাপ্লিকেশনটির সাইজ ৭.৮ এম.বি মাত্র৷ অ্যাপ্লিকেশন রাইটিং ৪.০। এপর্যন্ত ১ হাজার জনে রিভিউ দিয়েছে।

এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুবই পছন্দের। এর কারণ হলো এখানে প্রচুর প্রচুর ইনফরমেশন পাওয়া যায়। একটি অ্যাপস এর মধ্যে এত বেশি তথ্য থাকতে পারে যেটা এই এপ্লিকেশন না দেখলে আপনি বুঝতে পারবেন না। ভূমি সম্পর্কিত বিভিন্ন তথ্য, সরকারি বিভিন্ন ভাতা সম্পর্কিত তথ্য, গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল এবং বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন এই একটিমাত্র অ্যাপ্লিকেশনের মধ্যে। এছাড়াও সরকারি প্রায় সকল সেবা সম্পর্কিত তথ্য এই অ্যাপ্লিকেশনের মধ্যেই পেয়ে যাবেন।

IMG_20220412_170337.jpg

অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে সরকারি যে কোন তথ্য জানতে পারা আপনার জন্য সহজ হয়ে যাবে৷ সরকারি সকল প্রকার সেবা সম্পর্কিত বিষয়ে আপনি খুব সহজেই এখান থেকেই ধারণা অর্জন করতে পারবেন৷ সরকারি কোন সেবা গ্রহনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো সম্পর্কেও আপনি এখান থেকেই ধারণা পেয়ে যেতে পারেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং উপভোগ করুন।

যে দুটি অ্যাপ সম্পর্কে আপনার সাথে আলোচনা করলাম এই দুটি অ্যাপসের সেবা দেখে আপনারা সত্যিই মুগ্ধ হবেন কিন্তু এই অ্যাপসের ইউজার এক্সপেরিয়েন্স একটু খারাপ হতে পারে। কারণ অ্যাপসে এখনও যথেষ্ট পরিমাণ বাগ রয়েছে। আশা করছি খুব দ্রুতই ডেভলপাররা সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করবে। আজ আমি তাহলে বিদায় নিচ্ছি। আজ দুটি অ্যাপস সম্পর্কে আলোচনা করলাম আবার অন্য কোনদিন আরো দুটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

দারুন একটা পোস্ট ছিলো। আসলে বর্তমান সময়ে জমির কারণে অনেক মারামারি হানাহানি ভাইয়ে ভাইয়ে খুনাখুনি।সত্যিই এটা খুবই মর্মান্তিক লাগে কিন্তু আসলে এগুলো যদি বোঝাতে যায় তারা কোনমতেই মানে না। জোর যার মুলুক তার। আসলে নিজের জমি না থাকলেও জোর করে দখল করে রাখে এবং এগুলো যারা আমরা শিক্ষিত মানুষ আছে তাদের জন্য খুবই সহজ হবে এবং দুটি অ্যাপ এর কথা বলেছেন এবং খুব গুরুত্বপূর্ণ ছিল ভাইয়া। আশা করি এগুলো আমাদের কাজে লাগবে এবং আমরা অন্যকে শিখাব যে খুব সহজেই কিভাবে জমিজমাসংক্রান্ত ভাগ করে দেওয়া যায় পরিবারের মধ্যে

 2 years ago 

দুইটা এপ্লিকেশনই আমাদের সকলের জন্য অত্যান্ত প্রয়োজনীয়। আমি এখনি ডাউনলোড করে ভেতর টা।ঘুরে দেখবো। খুবই ভালো লাগলো, অনেক উপকৃত হলাম আপনার পোস্ট থেকে। ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমি এখনি ডাউনলোড করে ভেতর টা ঘুরে দেখবো।

আশা করি ভালো লাগবে।

 2 years ago 

সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। আমি মনে করি দুইটা অ্যাপ্লিকেশন আমাদের জন্য খুবেই গুরুত্বপূর্ণ। আগে এই দুইটা অ্যাপ সম্পর্কে আমার জানা ছিল না। জানতে পেরে খুব ভালো লাগলো। সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।

 2 years ago 

বাংলাদেশে প্রায়শই শোনা যায় জমি নিয়ে বিরোধের খবর। এটা হওয়ার কারণ যথেষ্ট ইনফরমেশন এর অভাব অথবা জ্ঞানের স্বল্পতা। আমাদের দেশের জমি ভাগাভাগি তে প্রচুর সমস্যা পরিলক্ষিত

ভাইয়া আজকে আপনার পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ পোষ্ট। এই পোষ্টের মাধ্যমে যে দুটি অ্যাপস সম্পর্কে আমরা জানতে পারলাম। এই অ্যাপ সম্পর্কে আমার আগে কোন ধারণা ছিল না। আসলে জমি নিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মাঝেমধ্যেই নানা ধরনের মারামারি এবং এমনকি হত্যা পর্যন্ত হয়ে থাকে। তবে উত্তরাধিকার অ্যাপ্লিকেশনটি আমার খুবই ভালো লেগেছে। কারণ এই অ্যাপ্লিকেশনটি আমার জানা খুবই দরকার। আমাদের খুবই উপকারে আসবে এবং দ্বিতীয় অ্যাপ আমার সরকার এই অ্যাপটি আরও গুরুত্বপূর্ণ কারণ এই অ্যাপের মাধ্যমে অসংখ্য তথ্য আমরা জানতে পারব। আমাদের প্রত্যেকেরই এই অ্যাপস গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের দুটি অ্যাপস সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

ভাই আপনার এই পোস্টটা খুবই কাজের একটি পোস্ট। কমিউনিটির সবার উচিত এই পোস্টটা পড়া। কারণ এই অ্যাপস দুটি ব্যবহার করে সবাই উপকৃত হতে পারবে। এমনি আমাদের দেশের সরকারি অফিসগুলোতে গেলে বেশিরভাগ তথ্য সঠিকভাবে জানা যায় না। তথ্য জানাতে তাদের ব্যাপক অনীহা। কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে সহজেই আমরা অনেক তথ্য পেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। আজকেই অ্যাপস দুটো ডাউনলোড করবো।

 2 years ago 

তথ্য জানাতে তাদের ব্যাপক অনীহা।

এটাই তো সমস্যা ভাই।

 2 years ago 

সরকার যে সকল অ্যাপ্স তৈরি করে সেগুলো সাধারনত জনগণের সুবিধার জন্যই।

ঠিক বলেছেন দাদা,কিন্তু কিছু মানুষ এটিকে অপব্যবহারও করে থাকেন।আপনি খুবই সহজ ও সুন্দর ভাষায় অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে বুঝিয়েছেন।অনেক কিছু শিখতে পারলাম।ধন্যবাদ দাদা।

 2 years ago 

অনেক কিছু শিখতে পারলাম।

খুশি হলাম আপু৷

 2 years ago 

🥰🥰

 2 years ago 

এজন্য সরকারি এই এপ্লিকেশন গুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে এবং এগুলোর ব্যবহারে অভ্যস্ত হতে হবে।

আসলেই তাই,আমাদের সরকারি এপস গুলোর প্রতি একটা অনাগ্রহ কাজ করে আমাদের।আমাদের এই ব্যাপারটি থেকে বের হওয়া উচিত।

 2 years ago 

ভাই এত কাজ করার পর এ সমস্ত অ্যাপ দেখার সময় কিভাবে বের করেন সেটা ভাবতেই অবাক লাগে। অ্যাপ গুলোর কথা আপনার মাধ্যমেই প্রথম শুনলাম। মনে হয় তেমন কোন কাজের জিনিস না। তাহলে এতদিনে হয়তো চোখে পড়তো। ধন্যবাদ সরকারি অ্যাপ দুটির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য

 2 years ago 

মনে হয় তেমন কোন কাজের জিনিস না।

অনেক ইনফরমেটিভ। ইউজ করলে বুঝতে পারবেন।

 2 years ago 

আপনি যে অ্যাপ্লিকেশনগুলো দেখিয়েছেন এগুলো আমাদের জন্য অনেক উপকারী। এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারের মাধ্যমে একটি ছাতার নিচে আমরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পায়। যা আমাদের ভোগান্তিতে কমিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটি ছাতার নিচে আমরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পায়।

জী, ঠিক বলেছেন।

লেখনীর মাধ্যমে জনহিতকর প্রচারণা, দেশ সেবার শামিল। আপনার লেখা জনমনে স্বস্তির ছাপ ফেলুক, এই কামনা।

 2 years ago 

আপনার লেখা জনমনে স্বস্তির ছাপ ফেলুক, এই কামনা।

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67388.31
ETH 3311.98
USDT 1.00
SBD 2.74