ছোটবেলায় হারিয়ে যাওয়া শীতের বিকেলে।

in আমার বাংলা ব্লগ2 years ago

আস্সালামুআলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ আমি একেবারেই ভিন্ন রকমের একটা পোস্ট আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি গত শীতে আপনার সাথে প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ক অনেক অনেক পোস্ট শেয়ার করেছি। আমাদের এলাকায় যেসব প্রাকৃতিক সৌন্দর্য আমার চোখে সব সময় ধরা দিত সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ।

গত শীতে আমরা চরের ওই সাইডে গিয়ে উদ্ভট একটা কান্ড করেছিলাম। সেটা ছবি ও ভিডিও আকারে ধারণ করে নিয়ে এসেছিলাম। আমি ওই সময় ভেবেছিলাম এই বিষয়ের পোস্টটি গরমের সময় গিয়ে করবো । শীতের সময় এর ব্যাপারটা যদি গরমের সময় আপনারা ফিল করার চেষ্টা করেন তাহলে আশা করি ভালো লাগবে। আজকের পোস্টের সম্পূর্ণটাই হবে ফটোগ্রাফি টাইপের।

প্রথমে আমি গল্পটা শেয়ার করি তারপর ফটোগ্রাফি আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বিষয় হচ্ছে আমরা সবাই একদিন বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম পদ্মার চরে। দিনটি ছিল ২০২২ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখ। আমরা অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করে তারপর আবার বাসার দিকে ফিরে আসতেছিলাম । তখন আমরা খেয়াল করলাম দূরে এক জায়গা থেকে ধোঁয়া উঠছে। কাছে গিয়ে দেখলাম ছোট বাচ্চারা একটা বড় খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। আমরা অবাক হয়েছিলাম। ওদের কাছে জিজ্ঞাস করলাম বিষয়টি কী? তারা বলল এসব গুলো কৃষকরা পুড়িয়ে ফেলবে। কারন এগুলো বাড়িতে নিয়ে যেতে অনেক খরচ। আমাদের মাথায় ঠিক তখনই ভুত চাপলো। আমরা চিন্তা করলাম যত দূর চোখ যায় যেগুলো খড়ের গাদা দেখতে পাবো সবগুলো তে আগুন ধরিয়ে দিব।

এই ভেবে আশেপাশে থাকা খড়ের গাদা গুলোর কাছে গিয়েছিলাম আর সবগুলোতেই আগুন ধরিয়েছিলাম। সে সময় শীত থাকায় আগুনের তাপ ভালোই লাগছিল। আর খুবই মজা করেছিলাম সেদিন। দূর থেকে ঢিল ছোড়া, আগুনের মধ্যে থেকে ফুলকি উড়ানো, সব কিছু মিলিয়ে দারুণ একটা সময় ছিল। এখন আমি ওই দিনে করা ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব।

1660092885926-01.jpeg

1660092911517-01.jpeg

1660092929739-01.jpeg

1660093011195-01.jpeg

1660093036950-01.jpeg

1660093056642-01.jpeg

প্রথমে বাচ্চারা যেখানে আগুন ধরিয়েছিল তার আশেপাশের ২-৩ টায় আমরা আগুন ধরিয়ে দিয়েছিলাম। তারপর আরো উত্তর দিকে এসে দেখলাম তিন-চারটে খড়ের গাদা রয়েছে। সেগুলোতেও আগুন ধরিয়ে দিয়েছিলাম।

1660092852433-01.jpeg

1660092834944-01.jpeg

1660092814976-01.jpeg

1660092785865-01.jpeg

1660092765438-01.jpeg

1660092748045-01.jpeg

1660092723587-01.jpeg

1660092695346-01.jpeg

1660092664758-01.jpeg

সেদিন সন্ধ্যেবেলা পর্যন্ত আমরা ঐখানে ছিলাম। বেশ মজা করেছি। ঠিক যেন ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। তবে যখন সম্পূর্ণভাবে একটা খড়ের গাদায় আগুন ধরে যাচ্ছিল, তখন আগুনের আশেপাশে থাকা যাচ্ছিল না। একটু দূরে গিয়ে অবস্থান করতে হচ্ছিল। কারণ প্রচন্ড তাপ ছিলো। ছবিতে হয়তো এর পরিসর টা বুঝা যাচ্ছে না। কিন্তু প্রত্যেকটি খড়ের গাদা অনেক জায়গা জুড়ে ছিল। ভিডিও দেখলে হয়তো একটু আন্দাজ করতে পারবেন। সেদিন একটা ভিডিও করেছিলাম। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি।

ভিডিও:

সেই সাত মাস আগের ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি প্রথমে ঐদিনেই এই পোস্টটি শেয়ার করতে চেয়েছিলাম তারপর ভাবলাম এই পোস্ট গরমের সময় করলে আরেকটু ভালো হবে। শীতের এই ব্যাপারটা গরমের সময় গিয়ে ভাবতেও ভালো লাগবে। এজন্যই গল্পটি আজ আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে ফটোগ্রাফি গুলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন৷ আমি তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।




ছবিগুলো তোলা হয়েছে :- Xiaomi Redmi Note 9 Pro Max
ভিডিও ধারণ করা হয়েছে :-Xiaomi Redmi Note 9 Pro Max
লোকেশন:- Google Plus code: X622+VV5 Ghoshpur





JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভাই আপনার পোস্টটি দেখে পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল। শীতের ভিতর ঘুরতে গিয়ে আমরা মাঝেমধ্যে এমন ফাজলামো করতাম। দিনগুলো খুব মিস করি।

 2 years ago 

আসলেই ভাই,দুর্দান্ত মুহূর্ত ছিল।শীতের সময় এই ধরনের কাজগুলো আমার কাছেও খুব ভালো লাগে।
ভিডিওর শুরুতে যে গান লাগিয়েছিলেন, বাবারে বাবা😁।সুন্দর ছিল ভাই ফটোগ্রাফিগুলো।ভালোবাসা নিয়েন🌸

 2 years ago 

দেখা গেল আপনারা ওই বাচ্চা ছেলেদের কথা বিশ্বাস করে অন্য আরেকটি খড়ের গাদায় আগুন দিচ্ছেন ঠিক এই সময় ওই খড়ের মালিক এলো এবং বলল সে তার খড় গুলো পোড়াতে চাইনা। এখন নিয়ে যেতে এসেছে আপনারা কেন পুড়িয়ে ফেললেন। তখন কেমন অনুভব হতো। 😀

ধ্বংসের মাঝে নাকি আলাদা একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। তার খানিকটা উপভোগ করলাম। ধন্যবাদ ভাইয়া এতদিন ধরে ছবি এবং ভিডিও সংরক্ষণ করে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই পোস্ট শীতের দিনে না করে গরমের দিনে করেছেন বেশ ভালোই হয়েছে। অন্যরকম একটা অভিজ্ঞতা। এতগুলো খড় একসাথে আগুন ধরিয়ে দিয়েছে বিষয়টা বেশি ভালো অনুভূতি হল। আপনি একদম আনসৃজন ভিত্তিক পোস্ট দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আসলে ভাই আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার বন্ধুরা মিলে পদ্মার চরে খড় পুড়িয়ে অনেক আনন্দময় মুহূর্ত পার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। ভিডিওটা দেখে আরো বেশি ভালো লেগেছে। আপনারা যে আনন্দ মুহূর্ত কাটিয়েছেন শীতের দিনে ছোটবেলা আমরাও এরকম খড় পুরে আনন্দ মুহূর্ত কাটাতাম। খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 2 years ago 

শীতের সময় এর ব্যাপারটা যদি গরমের সময় আপনারা ফিল করার চেষ্টা করেন তাহলে আশা করি ভালো লাগবে। আজকের পোস্টের সম্পূর্ণটাই হবে ফটোগ্রাফি টাইপের।

ঠিক বলেছেন ভাইয়া শীতের সময়ের ব্যাপারটা যদি গরমের সময় আমরা ফিল করি তাহলে খুবই ভালো লাগবে। আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি টাইপের একটি পোস্ট শেয়ার করেছেন। ছোটবেলার স্মৃতির কথা ভাবতে আসলেই সবার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোটবেলায় হারিয়ে যাওয়ার শীতের বিকাল কতই না দুষ্টামিতে মেতে উঠতাম। প্রচন্ড শীতের মুহূর্তেও সকল বাধা অতিক্রম করে ছুটে চলতাম ।অনেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম সেটা দেখে অতীতের স্মৃতি বিজড়িত কথাগুলো মনে পড়ে গেল।

 2 years ago 

শীতের ধারণ করা সেই ফটোগ্রাফি এখন পোস্ট করছেন ভাই কিন্তু এই আগুন দেখে এখন আরো বেশি গরম লাগতেছে। তবে শীতের দিনে হলে ভালই লাগছে বোঝাই যাচ্ছে। আর এরকম অনেকগুলো খড়ে আগুন লাগিয়ে দিয়েছেন বোঝা যাচ্ছে যে হয়তো কোন কারনে আগুন লেগে গেছে। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করেছেন অনেক ধন্যবাদ আপনাকে ভাই এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন।

 2 years ago 

ছোট সময়ে এরকম খড়ের গাদায় আগুন ধরিয়েছি অনেক। আপনি খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছিলেন ।সুন্দর মুহূর্ত আমাদের সাথে অনেক দেরিতে হলেও শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।।

 2 years ago 

আপনার সাথে আমার ছোটবেলার কিছুটা মিল আছে ভাই।
গ্রামে বাস করলে এমন দুষ্টামি আনকমন কিছু না সবাই কম বেশি করে।
তবে আগুনের শিখা গুলোর ছবি অনেক সুন্দর লাগছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42