ট্রাভেল ব্যাগ ক্রয়ের অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

silhouette-3105515_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY



অভিজ্ঞতা শেয়ার


  • The 24th March , 2022
  • Thursday

হ্যালো সবাইকে। কেমন আছেন আপনারা? যা গরম পড়েছে বাহিরে, তাতে অযথা বাইরে ঘোরাঘুরির দিন শেষ। তবে সকাল টাইমে পরিবেশটা বেশ ঠান্ডা থাকে। এই সময়টা হাঁটাহাঁটি করার জন্য পারফেক্ট। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা হুহু করে বেড়ে যায়। এ যেন মরুভূমির চরিত্র। গরমের সময় টা আমার খুবই অসহ্য লাগে। শীত প্রিয় মানুষের জন্য গরমের সময় কিন্তু বেশি কষ্টদায়ক। এই গরমের মধ্যে কালকে আমি গিয়েছিলাম শহরের দিকে।আমি সেই কালকের গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।

চার থেকে পাঁচ বছর আগে আমি আমার ল্যাপটপ কিনেছিলাম। তখন ল্যাপটপের সাথে অসাধারন একটি ব্যাগ পেয়েছিলাম। সেই ব্যাগটি নিয়ে সব জায়গায় যাওয়া যায়। এটি সিম্পল ছিল আর দেখতেও সুন্দর। এই জন্য যে কোন জায়গার জন্যই মানানসই ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে বেশি কিছু বহন করা যায়না। আমি দূরে কোথাও গেলে সেক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়ায়। আবার কোথাও যেতে হলে আমার সাথে করে ল্যাপটপটি ও নিয়ে যেতেই হয়। এজন্য আমি নতুন একটি ভালো ব্যাগের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। আমার এমন একটি ব্যাগ প্রয়োজন ছিল যেখানে অনেক পোশাক-আশাক রাখা যাবে আবার ল্যাপটপ রাখার জন্য আলাদা একটি পার্ট থাকবে।

আমর কাছের এক ছোট ভাই যাবে জাপানে। এজন্য টি.টি.সিতে যেতে হচ্ছে ফরম পূরণ করার জন্য। চিন্তা করলাম যেহেতু আমারও কাজ আছে আমরা একসাথেই যেতে পারি। তখন দুপুর প্রায় এগারোটা। সূর্যি মামা ভালই তাপ ছড়াচ্ছিল। যাত্রার শুরুতেই চোখ পড়ল একটি লেবুর শরবত ওয়ালা মামার টাটকা সবুজ লেবুর ঝুরিতে।

1648098807821-01.jpeg

মেরে দিলাম নগদে পুরো এক গ্লাস। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এরপর আর কোথাও দাঁড়াইনি। সোজা টিটিসিতে। বিষয় হচ্ছে ছোট ভাইটির নিজেরই জাপান যাওয়ার তেমন ইচ্ছা নেই। তবে এক কথায় জোর করেই পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। যাহোক পেপারস গুলো জমা দিতে ওকে পাঠিয়ে দিলাম ভিতরে, আর আমরা একটু টিটিসি টা ঘুরে ঘুরে দেখলাম। বেশ কিছু ছবি তুলেছিলাম ওয়াইড অ্যাঙ্গেল মুডে। দেখুন তো কেমন লাগছে ??

1648098953768-01.jpeg

1648098871768-01.jpeg

1648098924404-01.jpeg

1648099141240-01.jpeg

ঘণ্টাখানেকের মধ্যে আমাদের কাজ মোটামুটি শেষ। টিটিসি এরিয়া থেকে বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট প্লান ছিল ব্যাগ কিনতে হবে। এরপর একটি দোকানে গেলাম। দোকান একটি মেয়ে ছিল তার ব্যবহার আমার মোটেও পছন্দ হয়নি। আমরা ঝাড়ি ঝুড়ি দিয়ে বেরিয়ে এলাম। এবার আরেকটি দোকানে গিয়ে পছন্দমত অনেকগুলো ব্যাগ পেয়ে গেলাম। কোনটা রেখে কোনটা নেই। অবশেষে একটা পছন্দ করলাম। ২২০০ টাকার মূল্য ছিল। ১৫৮০ দিয়ে নিয়ে নিলাম। মনে হয় লাভই করেছি।

এরপর ছোট ভাইকে ফোন দিলাম কারণ ও আজ ভর্তি হতে শহরে এসেছিল। ওরতো নতুন ব্যাগ প্রয়োজন। যেহেতু নতুন কলেজে ভর্তি হল। এজন্য ওকে ফোন দিয়ে দোকানের লোকেশন টা দিয়ে দিলাম। ওকে আসতে বললাম কিছুক্ষণের মধ্যে চলে আসলো। এরপর ওর জন্য আরেকটি ব্যাগ পছন্দ করলাম। ওর জন্য যে ব্যাগটি কিনেছিলাম সেটা খুবই সিম্পল আর সুন্দর ছিল। সিম্পল ব্যাগ নিলপ আমি ওর ব্যাগের মতোই একটি ব্যাগ নিতাম। কিন্তু আমারতো ট্রাভেলিং এর প্রবলেম হবে এইজন্য আমারটা বড়োসড়ো দেখেই নিয়েছিলাম।

IMG_20220324_113625.jpgIMG_20220324_113612.jpgIMG_20220324_113248.jpg

ব্যাগ কেনার পর্ব শেষ। এখন প্রয়োজন দুপুরের আহার গ্রহণ। চলে গেলাম একটা ছোটখাটো রেস্টুরেন্টে সেরা নিলাম মধ্যাহ্নের আহার। আহ্ কি শান্তি। সাথে ছিল ঠান্ডা ঠান্ডা, কুল কুল এক বোতল কোক। পেট ঠান্ডায়, দুনিয়া শীতল। খাওয়া-দাওয়া শেষে ১০-১৫ মিনিট রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম বনফুডে। বনফুডে খুবই সুন্দর সুন্দর কেক পাওয়া যায়। আমি কিনেছিলাম ৪ টে চকলেট।

1648099103539-01.jpeg

1648099077926-01.jpeg

1648099058442-01.jpeg

আমার দয়িতা চকলেট খেতে মোটামুটি পছন্দ করে এই জন্য বাইরে গেলে ওর জন্য চকলেট নিয়ে যেতে পছন্দ করি। দেখতে সুন্দর, জীবনেও খাইনি এমন চারটি চকলেট নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম বাড়ির দিকে। তখন ভর দুপুরের প্রখর রোদে চারদিকে প্রচণ্ড গরম। বাইকে বসে প্রচন্ড গরম হাওয়া গায়ে লাগছিল। ওভাবেই যত দ্রুত সম্ভব বাড়িতে চলে এলাম। আর এটাই ছিল আমার কালকের কাহিনী। যেটা আমি কালকেই ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো আর আজকেই নিয়ে চলে এলাম। তো যাইহোক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামী কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।

প্রত্যেকটি ফটো রেডমি নোট 9 প্রো ফোনের দ্বারা তোলা
তারিখঃ- ২৩ মার্চ, ২০২২



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার ট্রাভেল ব্যাগ কেনার অভিজ্ঞতা ও ঘুরাঘুরির অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আবার শেষের দিকে এত সুন্দর ভাবে কেকের ফটোগ্রাফি গুলো করেছেন দেখে লোভনীয় লাগছে। বোঝা যাচ্ছে আপনি আপনার এই পুরো দিনটিতে অনেক আনন্দ করেছেন এবং অনেক সুন্দর সময় কাটিয়েছেন। যদিওবা গরম একটু বেশি পড়েছে। গরমের সময় বাহিরে গেলে খুবই অস্বস্তিকর লাগে। তবে যাই হোক প্রয়োজনে তো বাহিরে যেতে হবেই। অনেক সুন্দর ভাবে আপনার এই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

কেক গুলো আপনাদের লোভ লাগানোর জন্য আপলোড দিয়েছি। হাহাহাহা।।।

 3 years ago 

সত্যিই গরমটা বেশিই পড়ছে ইদানিং, গ্রামের দিকে ও সহ্য করা মুশকিল হয়ে পড়ছে।যাইহোক দাদা টিটিসিটার ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর, তবে ছবি দেখে যতটা বুঝলাম বেশ পুরোনো মানে পুরোনো দিনের তৈরি।চকলেট কেকগুলি খুবই লোভনীয় দেখতে, এই কেকগুলি আমার কাছেও খুব ভালো লাগে।দাদা ট্রাভেল ব্যাগটি সুন্দর হয়েছে,এই ব্যাগগুলি বইতে বেশ আরাম ও পাওয়া যায়।।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে দূরে কোথাও গেলে অনেক কিছু বহন করতে হয় তো এজন্য বড়োসড়ো একটা ব্যাগ নিয়ে নিলাম।

 3 years ago 

ভাইয়া আপনার এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপনি আপনার পুরো দিনের কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনি আপনার পছন্দের ব্যাগ কিনেছেন দেখে ভালো লাগলো। এছাড়াও আপনি টিটিসিতে গিয়ে অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। আমার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে লোভনীয় সব কেকের ফটোগ্রাফি গুলো। আপনি কেক খেতে পছন্দ করেন এটা আমরা সকলেই জানি। তবে যাইহোক ভাইয়া আপনি আপনার সুন্দর মুহূর্ত গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ❣️❣️❣️❣️

 3 years ago 

আসলে কিনেছিলাম চকলেট, আর কেক গুলো দেখে অনেক ভালো লাগলো তাই ছবিগুলো উঠিয়ে নিলাম।

 3 years ago 

এক ডিলে দুই পাখি মেরে দিলেন অর্থাৎ কথাটা যতই সহজ কিন্তু কথাটার উত্তর অনেক জটিল। আপনার ভাই কে টিটিসির কাজ সম্পন্ন করার সাথে সাথে আপনার ব্যাগ কেনার কাজটা সম্পন্ন করে ফেল্লেন এবং খুব সুন্দর করে আমাদের সাথে গুছিয়ে লিখেছেন। সবচাইতে আকর্ষণীয় ছিল আপনার ফটোগ্রাফি গুলো। আর আপনিতো ফটোগ্রাফার মাস্টার বলা যেতে পারে এতে ভুল হবেনা। তবে এটাও ঠিক বলেছেন পেট শান্তি তো দুনিয়া শান্তি। এই প্রখর তাপ এর মধ্যে জার্নি করাটা খুব টাপ। তবে আমার একদম সহ্য হয় না, আমার তো এই গরমে শুধু একটাই কাজ অফিস এবং বাসা। যেহেতু আমার বাসা থেকে অফিসে যেতে দুই তিন মিনিট লাগে আমার তেমন একটা প্রবলেম হয় না। আর এই খরতাপে ঘুরে বেড়ানো আমার পক্ষে অসম্ভব, আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না। তবে আপনার সময়টা খুব ভালো কেটেছে এবং অনেক ভালমানের একটা ব্যাগ নিয়েছেন এবং অনেক সুন্দর করে গুছিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম ভাইয়া।

 3 years ago 

তোলা ফটোগ্রাফি গুলোর মধ্যে যেগুলো লম্বা ফটো দেখতে পারতেছেন, এগুলো প্রনোমা এবং ওয়াইড অ্যাঙ্গেল দুটি মুডে তোলা।

 3 years ago 

আমি বাড়িতে থাকলে হয়তো এই সফর সঙ্গী আমি হতে পারতাম। ব্যাগটা কিন্তু সুন্দর হয়েছে।

 3 years ago 

তুই সাথে থাকলে আরো বিরিয়ানি খেতে পারতি। 😂😂

 3 years ago 

বাহ এক সাথে দুই কাজ। ভাই এর কাজ ও শেষ হলো সাথে ব্যাগ কেনার কাজ ও। ভালোই মজা করেছেন দেখা যায়। কেকের ছবি গুলো সুন্দর ছিলো অনেক। ব্যাগ টা ভালোই মজবুত দেখা যায়। অনেক ভালো একটি দিন কাটালেন।

 3 years ago 

জ্বি ভাই। ব্যাগটা অনেক ভাল ছিল । আমি ঠকিনি আর যাই হোক। 😎

 3 years ago 

সব ভালো লাগলেও শেষের ওই ছবিগুলো বড়ই বেদনাদায়ক। নিষ্ঠুর এ পৃথিবীতে আপনি আরো বেশি নিষ্ঠুর।🤪🤪

যাই হোক ছবিগুলো সত্যিই দারুণ হয়েছে ভাইয়া।

 3 years ago 

আপনিও তো মাঝেমধ্যে লোভ দেখান। এখন থেকে আমিও মাঝেমধ্যে লোভ দেখাবো। প্রতিশোধ!! প্রতিশোধ!! 😀😁

 3 years ago 

ছোট বোনকে উপহার দিতে হয়,প্রতিশোধ নয়।সব খারাপ দেখছি।😪

 3 years ago 

ভাই আপনার ব্যাগ কেনার গল্প পড়তে পড়তে আমার নিজেরও ব্যাগ কেনার কথা মনে পড়ে গেল। অনেকদিন যাবত ভাবছি নতুন একটা ব্যাগ কিনব কিন্তু পছন্দমত পাচ্ছিনা বলে কেনা হচ্ছে না। আপনার ব্যাগগুলো বেশ ভালোই মনে হচ্ছে। টাকার সর্বোচ্চ ব্যবহার করতে পেরেছেন। ভালো থাকবেন।

 3 years ago 

জি ভাই। আমারও মনে হচ্ছে একদম পারফেক্ট দামে কিনতে পেরেছি।

 3 years ago 

আপনার লেখাটা পড়ে বুঝতে পারলাম , ব্যাগ কেনার জার্নিটা আপনার অনেক রোমাঞ্চকর ছিল। ফটোগ্রাফ গুলো ছিল চমৎকার। সারিবদ্ধ ভাবে সাজানো খাবার গুলো দেখলে যেকারো জিভে পানি এসে যাবে যেমনটি এসেছিল আমার। যাহোক ভাই আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

সবাইকে লোভ দেখানোর জন্য ছবিগুলো দিয়েছি ।হাহাহা

 3 years ago 

ভাই আপনার ট্রাভেল ব্যাগ কেনার অভিজ্ঞতা খুব সুন্দর ভাবে আমাদের সাথে ভাগ করে নিলেন। এর সাথে সাথে আমরা অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। ঘুরতে যাওয়ার জন্য ট্রাভেল ব্যাগ আমাদের সবারই প্রয়োজন হয়। খুব সুন্দর একটি ব্যাগ কিনেছেন এর সাথে সুন্দর একটি দিন কাটিয়েছেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74785.74
ETH 2843.82
USDT 1.00
SBD 2.49