সুপার ফ্যামিলি - মুভি রিভিউ।
হ্যালো বন্ধুরা
কি অবস্থা সবার? প্রত্যেক সপ্তাহের শনিবারের মুভি রিভিউ এর ধারাবাহিকতা বজায় রেখে আজকেও মুভি রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। মুভি রিভিউ লিখতে পোস্ট এর সাইজ অনেক বড় হয়ে যায়, এই জন্য দুইটি পর্বে শেয়ার করব।
Poster Collected From imdb
মুভি সম্পর্কে কিছু তথ্যঃ-
নাম: সুপার ফ্যামেলি
পরিচালক: ডামিত্রি ডায়েসেন্কো
মুক্তি: ১৭ মার্চ ২০১৬ (রাসিয়া)
ভাষা: রাশিয়ান
আয়: $৪৩.৭ মিলিয়ন
তথ্যগুলো imdb থেকে সংগ্রহ করা হয়েছে
কাস্ট-
নং | বাস্তব নাম | চরিত্রে |
---|---|---|
১ | ওকসানা | নায়িকা |
২ | ডেরেভায়ানকো | নায়ক |
৩ | মাদিয়ানভ | নায়িকার পিতা |
৪ | ডানিয়েল | নায়িকার ভাই |
প্লট/ স্টোরিলাইনঃ-
প্রথমেই বলে রাখি, এটা একটি কাল্পনিক সিনেমা। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি পাথর খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে আছড়ে পড়ছে । কিন্তু এখানেই আছড়ে পড়ার দৃশ্যটি দেখানো হয় না। এরপর দৃশ্যের পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই অয়েল নামে একটি ব্যক্তি অনেক মালামাল নিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। সে কোন নৌকা পাচ্ছিল না। হঠাৎ একটি ছোট নৌকা পেয়ে যায় কিন্তু সেই ছোট নৌকাটির ক্যাপাসিটি ছিল মাত্র ৬০০ কেজি। ওজন বেশি হওয়ার কারণে নৌকার মালিক অয়েলের জিনিসপত্রগুলো নিতে প্রথমে রাজী হয়না। কিন্তু বেশি টাকা দেওয়ার লোভ দেখিয়ে অবশেষে মালামালগুলো নৌকায় তোলে। কিন্তু আমরা দেখতে পাই কিছুদূর যাওয়ার পরেই নৌকাটি ডুবে যায়। তখন তারা দুইজন কোনমতে আবার পাড়ে চলে আসে। পাড়ে আসার পর নৌকার মালিক অয়েলের পকেট চেক করে দেখে তার কাছে কোন টাকাই নেই অর্থাৎ ভাড়াও দিতে পারতো না অয়েল। এরপর নৌকার মালিক রেগে গিয়ে ওই পাড়ে রাখা অয়েলের কার টি নিয়ে চলে যায়।
এখানে আমাদের বোঝানো হয় অয়েলের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু তার ওই মালামাল গুলো আসলে কি ছিল সেটা আমরা এখনো বুঝতে পারিনা। এরপর অয়েল তার একটা বান্ধবীর কাছে যায়। তার বান্ধবী একজন ব্যাংক কর্মকর্তা ছিল। তার বান্ধবীর কাছে গিয়ে ব্যাংক লোন চায়। ১ মিলিয়ন ডলারের ব্যাংক লোন নিতে চেয়ে তার বান্ধবীর কাছে রিকোয়েস্ট করে কিন্তু তার বান্ধবী বলে তোমাকে ব্যাংক এতগুলো টাকা কখনোই ঋণ দেবে না। তখনই তুমি ঋণ পাবে যখন তুমি এই মূল্যের কোন জিনিস ব্যাংকের কাছে দেখাতে পারবে। এরপর অয়েলের বান্ধবী আরো বলে তোমাকে আমি আমার বাবার কাছে নিয়ে যাবো। হয়তো তুমি তার কাছ থেকে ভালো কোনো পরামর্শ পেতে পারবে। এবার তারা দুজনই অয়েলের বান্ধবীর বাসায় চলে যায়।
অয়েল তার বান্ধবীর বাসায় যাওয়ার পর তারা রাতে সবাই একসাথে বসে ছিল। ঠিক সেই সময় আমরা দেখতে পাই সেই প্রথমে যে পাথরটি পৃথিবীর বুকে দ্রুতগতিতে আসতে দেখেছিলাম সে পাথরটি একদম সোজা এসে অয়েলের বান্ধবীর বাসায় আছড়ে পড়ে। তারা প্রথমে সবাই খুবই ভয় পেয়ে যায়। এদিকে অয়েলের মাথায় শুধু টাকার টেনশন ছিল। সে অনেক অনেক টাকা দেনা হয়েছিল যেগুলো তাকে পরিশোধ করতে হবে। এজন্য সবাইকে সে বলে, যে পাথরটি তাদের বাড়িতে আছড়ে পড়েছে সে পাথরটি বিক্রি করে তারা অনেক টাকা কামাবে। এই জন্য সবাই মিলে পাথরটি খোঁজার কাজে লেগে পরে। কিছুক্ষণের মধ্যেই অয়েল এই পাথরটি খুঁজে পায়। সে পাথরটি একটি বালতির মধ্যে রেখে দেয়। হঠাৎ বালতিটি অয়েলের বান্ধবীর বাবার পায়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। তারা খেয়াল করে পাথরটি গলে পানিতে পরিণত হয়ে গেছে।
হঠাৎই অবাক করা একটি ঘটনা তারা উপলব্ধি করতে পারে। ওই বাড়িতে থাকা প্রত্যেকটি মেম্বার কোনো-না-কোনো সুপার শক্তি অনুভব করতে পারে তাদের নিজেদের শরিলে। ওই বাড়ির ছোট মেয়েটি এতই শক্তিশালী হয়ে যায় যে অনেক শক্ত জিনিস ও দুমড়ে-মুচড়ে ফেলতে পারছিল। অয়েল এর বান্ধবী অর্থাৎ এই সিনেমার নায়িকা অদৃশ্য হবার শক্তি পায়, নায়িকার ভাই কুকুরদের কথা বুঝতে পারার ক্ষমতা পায়, নায়িকার বাবা নিমিষেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার ক্ষমতা পায়। কিন্তু তারা কিছুক্ষণ পরেই বুঝতে পারে তাদের এই ক্ষমতাগুলো শুধুমাত্র পরিবারের সব সদস্য যখন এক জায়গায় থাকবে তখনই কাজ করবে। ২০ মিটার দূরে গেলেই আর এই শক্তিগুলো কাজ করবেনা। কিন্তু তাদের এই ক্ষমতা পেয়ে তারা সবাই অনেক অনেক খুশি হয়ে যায়।
এদিকে অয়েলের মনে শুধু টাকার টেনশন ঘুর পাক খাচ্ছিল । তখন অয়েল একটা বুদ্ধি বের করে। তখন সে সবাইকে বলে আমরা আমাদের এই শক্তিগুলো কাজে লাগিয়ে অনেক অনেক টাকা উপার্জন করতে পারব। অয়েল নায়িকার কাছে গিয়ে বলে আমরা ব্যাংক ডাকাতি করবো। যেহেতু নায়িকার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে সেহেতু সহজেই ব্যাংক ডাকাতি করা যাবে। কিন্তু নায়িকা এতে রাজি হয় না। এরপর তারা দুজন গাড়িতে চড়ে বাড়ি ফিরছিল হঠাৎ পথে তাদের গাড়ি আটকে দাঁড়ায় একদল মাফিয়া । তারা অয়েলের কাছে এসে এক মিলিয়ন ডলার দাবি করে। তারা বলে তুমি আমাদের মাল গুলো নষ্ট করে ফেলেছো এখন আমাদের টাকা বুঝিয়ে দেবে। আর এটি না করলে তোমাকে আমরা খুন করে ফেলবো। তখন নায়িকা বুঝতে পারে অয়েল বিপদে আছে। এটা বুঝতে পেরে নায়িকা ব্যাংক ডাকাতি করতে রাজি হয়ে যায়। এই মুহূর্তে এসে আমরা বুঝতে পারি অয়েলের সেই মালামালগুলো ছিল আসলে কোকেন। যেগুলোর মূল্য ১ মিলিয়ন ডলার।
এখন যেহেতু নায়িকা রাজি হয়েছে নায়িকার কাজ হলো তার পরিবারকে রাজি করানো। যেহেতু অয়েল নায়িকার খুব ভালো বন্ধু এবং তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে তাই অয়েলের প্রতি নায়িকা খুবই দুর্বল। নায়িকা আপ্রাণ চেষ্টা করছে তার পরিবারকে রাজি করানোর। কিন্তু নায়িকার বাবা রাজি হচ্ছিল না। নায়িকা অনেক ইমোশনাল কথাবার্তা বলে শেষমেশ নায়িকার বাবাকে রাজি করিয়ে ফেলে। এরপর তারা সবাই মিলে একটা রুমে বসে প্ল্যান করে যে কিভাবে তারা ব্যাংক ডাকাতি করবে।
তারা কি আসলেই পারবে ব্যাংক ডাকাতি করতে? তারা কি সফল হতে পারবে? তাদের ক্ষমতা গুলো কি তারা যথাযথভাবে ব্যবহার করে অনেক অনেক টাকা-পয়সা লুট করতে পারবে ? জানতে হলে চোখ রাখুন আমার প্রোফাইলে। পরবর্তী পোস্টে বাকি অংশ শেয়ার করব। আর যদি আপনারা ধৈর্য্য না ধরে এখনই এই মুভিটি দেখতে চান তাহলে দেখে আসতে পারেন। আমি নিচে মুভির ট্রেইলার শেয়ার করছি।
মুভি ট্রেইলারঃ-
https://www.movie-trailer.co.uk/trailers/2016/super-family/
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

ভাই আমি এই মুভিটি দেখেছি। হাহাহা, সবার পাওয়ার দেখে হাসতে হাসতে শেষ আমি। তবে সবাইকে ২০ মিটার দূরত্বে থাকতে হবে না হলে আবার জাদু কাজ করবে না। এটা আরো বেশি ইন্টারেস্টিং ছিলো। ভাই নায়কার ক্ষেত্রে একটা বিপত্তিকর ঘটনা ঘটে। ২০ মিটারের কানেকশন লস্ট এর জন্য। 😁😁
যাইহোক, আশা করি দ্রুত পার্ট২ পেয়ে যাবো। আমি যদিও দেখছি তাও আপনার পোস্ট পড়ার অপেক্ষায় থাকলাম। সুন্দর মুভি রিভিউ করার জন্য অনেক ধন্যবাদ ভাই। ❤️❤️🤟
বাস্তবে মুভিটি দেখলে রিভিউ পড়ার আর ইন্টারেস্ট পাবেন না ভাই। 🤭
ভাইয়া আমি ছোটবেলা থেকেই মুভি দেখার অভ্যাস অনেক কম তাই এখন আপনাদের মুভি রিভিউ গুলো দেখে অনেক মজা পাই।আপনার সুপার ফ্যামিলি - মুভি রিভিউ দেখে অন্তত প্রাণ খুলে হাসতে পেরেছি।তবে দ্বিতীয় পার্টটি দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবসময়।
♥♥
ভাইয়া আপনার মুভি রিভিউটি অসাধারণ হয়েছে। তবে আমি এই মুভিটি দেখিনি কিন্তু আপনার প্লট থেকে মুভি সম্পর্কে পড়ে অনেক কিছু জানতে পারলাম। মনে হচ্ছে মুভিটির কাহিনী অনেক সুন্দর ছিল। আমি অবশ্যই এই মুভিটি দেখব। আপনি খুব সুন্দর ভাবে মুভিটির প্লট বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল।
ওয়াও অসাধারন, সুপার ফ্যামিলি মুভি রিভিউ খুবই সুন্দর অসাধারণ হয়েছে, আপনি খুবই সুন্দর ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে মুভি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা সম্পূর্ণ সহজ-সরল ভাষায় ছিল। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।
আসলে হলিউডের ছবি দেখতাম না কিন্তু ধীরে ধীরে হলিউডের প্রতি আকর্ষন বেড়েই চলছে। অনেক সুন্দর লাগে এদের উপস্থাপনা সবকিছু।সবথেকে ভালো লাগে কোরিয়ান মুভি গুলো অনেক।আসলেই ভাইয়া তারা কি পারবে ব্যাংক ডাকাতি করতে? এগুলো জানার জন্য আপনার প্রোফাইলে চোখ রাখলাম 😀।অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন
ধন্যবাদ ভাই আপনাকে। চোখ রাখতে থাকুন। 🥰 খুব শিগগিরই পেয়ে যাবেন 🥳
দুটি পর্বে মুভি রিভিউ করা হবে ,খুবই ভালো হবে দাদা।কারণ একবারে পড়তে পড়তে সব ঘুলিয়ে যায়,শেষে গিয়ে ধৈর্য্য থাকে না।আমি এইসব মুভি মাঝে মাঝেই দেখার চেষ্টা করি যেগুলো হিন্দি ভাষায় ডাবিং করা থাকে সেইগুলো।ভালোই লাগে এইসমস্ত মুভি,অনেক কিছু দেখার ও জানার আছে মুভিগুলোতে।তাছাড়া আপনার লেখা পড়ে ভালো লাগলো, পরের পর্বের অপেক্ষায় রইলাম।ধন্যবাদ দাদা।
আসলে মুভি রিভিউ লিখতেও অনেক বড় হয়ে যায়। এজন্য ২ পর্ব করেছি।
"সুপার ফ্যামিলি" মুভি রিভিউ এর যে অংশটুকু আপনি শেয়ার করেছেন সেই অংশটুকু পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। আসলে কাল্পনিক মুভিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। এই মুভির রিভিউ পোস্ট পড়ে আমার ইচ্ছে করছে এখনই সম্পূর্ণ মুভিটি দেখার জন্য। আপনার লেখাগুলো পড়ে এই মুভি দেখার প্রতি আগ্রহ তৈরি হলো ভাইয়া। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
পরবর্তী পর্ব খুব শীঘ্রই পেয়ে যাবেন। ধন্যবাদ আপু আপনাকে।
ভাই ছবির কাহিনীটি কাল্পনিক হলেও বেশ আকর্ষণীয়। হলিউড মুভি গুলোর একটা বিষয়ে আমার কাছে খুবই ভালো লাগে আর তা হচ্ছে কাহিনীর বৈচিত্র্যতা। কতশত বিষয় নিয়ে যে তারা মুভি তৈরি করে ভাবতে অবাক লাগে। যখন আমাদের দেশের ছবিগুলো সঙ্গে তুলনা করতে চাই রীতিমতো কান্না চলে আসে। যাই হোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।