Bandarban Diary - ক্যাম্পফায়ারিং

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বান্দরবান ডাইরির গত পর্বে শেয়ার করেছিলাম পাহাড়িদের বাড়িতে খাবার-দাবারের গল্প। আজকে শেয়ার করব রেমাক্রি জলপ্রপাতে পাঠানো সুন্দর আরো একটি মুহূর্তের গল্প।

রাতের খাবার শেষ করে আমাদের ইচ্ছে ছিল জলপ্রপাতের সাইডের নির্জনতার মাঝে নিজেদেরকে মেলে ধরতে। তখন অনেক রাত। ওইখানে মানুষজনের কোন চলাফেরা নেই এই রাতে। গাইড আমাদের বলেছিল এখন জায়গাটা সম্পূর্ণ নির্জন আর ফাঁকা, কেউ নেই। প্রথমে গাইড আমাদেরকে যেতে মানা করলো কারণ এত রাতে যে কোন বিপদ হতে পারে। আরেকটা ভয় ছিলো পাহাড় থেকে সাপ পোঁকা যদি চলে আসে তাহলেও সমস্যা।

IMG_20240303_143036.jpg

আমরা ক্যাম্প ফায়ার করার প্ল্যান করেছিলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে নেমে পানির মধ্য দিয়ে হেঁটে অপর প্রান্তে গিয়ে একটা সুন্দর ফাঁকা জায়গা দেখে আসন গেড়ে বসলাম। বহমান পানির এক্কেবারে নিকটে ছিলাম আমরা আর জায়গাটা ছোট ছোট পাথরে ভরা। আসার সময় কয়েকটা কাঠ এনেছিলাম আগুন ধরাবো বলে। জায়গাটি শুকনো থাকায় সহজেই আগুন ধরাতে পেরেছিলাম আমরা।

1709454680196-01.jpeg

1709454711760-01.jpeg

1709454731988-01.jpeg

সাথে করে নিয়ে আসা কাটগুলোতে যখন দাউদাউ করে আগুন জ্বলছে তখন আগুন পোহাচ্ছি আর নির্জনতা অনুভব করছি। পাশ দিয়ে বয়ে যাওয়া পানির শব্দ আর আকাশের তারা দুটোই ভিন্ন মাত্রা যোগ করতেছিল। আমরা বসে পড়েছিলাম আগুনের চারপাশে। রাতের শীতের আবহাওয়া টা নিমিষেই উষ্ণতায় রূপ নিল।

1709454842619-01.jpeg

1709454863553-01.jpeg

আমাদের মধ্যে সেরা কন্ঠ অঙ্কনের। ও গান শুরু করলো সাথে আমরাও তাল মিলাইলাম। গানে গানে জমে উঠলো আসরটা। এভাবে আমরা প্রায় ঘন্টাখানেক সেখানে ছিলাম। আগুন যখন নিভু নিভু অবস্থা তখন ইচ্ছে হচ্ছিল আরো কয়েকটা কাঠ ধরিয়ে দেই। সেটা না করে আমরা সেখান থেকে প্রস্থান করলাম। পরের দিন সকালে আমাদের বেরোতে হবে নাফাখুমের উদ্দেশ্যে।

1709454956497-01.jpeg

নাফাখুম খুব ভোরে বেরোবো বলে প্ল্যান করেছিলাম, কারণ সকাল বেলা জলপ্রপাতের সাইড টা দেখতে অসম্ভব সুন্দর লাগে। ধোঁয়াটে কুয়াশা, মেঘের আনাগোনা দারুন একটা দৃশ্য থাকে ওই সময়। সকালের সেই গল্পটা শেয়ার করব আগামী পর্ব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @upex with a 1.13% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

 4 months ago 

বাহ্! অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। আসলে ভয় পেলে জীবনটা উপভোগ করা যায় না। গাইডের কথা অনুযায়ী আপনারা যদি সাপ এবং পোকার ভয় পেতেন, তাহলে এই চমৎকার মুহূর্তটা উপভোগ করতে পারতেন না। এতো চমৎকার একটি জায়গায় ক্যাম্পফায়ারিং করার পাশাপাশি, সবাই তাল মিলিয়ে গান গাওয়া, এককথায় অসাধারণ অনুভূতির সৃষ্টি হয়েছিল আপনাদের মনে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ক্যাম্প ফায়ার জিনিসটার প্রতি আমার অনেক আগ্রহ। কারণ এটার স্বাদ এখনো নেয়া হয় নি কখনো। তাই বুঝি আলাদা ভালো লাগা কাজ করে। প্রবাহমান জলধারার পাশেই এমন ক্যাম্প ফায়ার আর সাথে গলা মিলিয়ে গান! আর কী লাগে সুন্দর একটি রাত উপোভোগ করতে। এমন রাত নিঃসন্দেহে জীবনটা যে আসলেই মন্দ না, সেটাও নিশ্চয় উপলব্ধি করার মতোন একটি রাত!

Posted using SteemPro Mobile

 4 months ago 

কোন কিছু করতে আর বাকি রাখেননি,অবশেষে জলপ্রপাতের সাইডে নির্জনতার দাড়িয়ে ক্যাম্পফায়ারিং টাও করে ফেললেন। বন্ধুরা এক সাথে থাকলে কিসের ভয়,সেটা জঙ্গল হোক আর পাহাড়। দারুন এনজয় করেছেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43