৫ পর্বের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম । তৃতীয় পর্ব ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)



ফটোগ্রাফি


  • The 17th September , 2021
  • Friday

প্রথমেই জানাই সবাইকে জুম্মা মোবারক এবং শুভ দুপুর। আশা করি সবাই অনেক ভাল আছেন। দেখতে দেখতে দ্বিতীয় পর্বের পর তৃতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দ্বিতীয়পর্বে একটা ক্যামেরার ছবি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। ক্যামেরাটি শূন্যে ভেসে আসে এমন দেখাচ্ছিলো ছবিতে। ওই ছবিটার আসল রহস্য হলো ক্যামেরার ফিতা উপরে একজন ধরে রেখেছিল। আর আমি ছবিটা তুলেছিলাম। পরে ইডিট করে ওই ফিতাটা কেটে দেয়া হইছে।

যাই হোক, আজকে আবার নতুন দশটা ছবি দিয়ে নতুন একটা অ্যালবাম সাজাইলাম। আজকের এই অ্যালবামটিতে সবচেয়ে বেশি যে বিষয়টা প্রাধান্য পাবে সেটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের তীরবর্তী কর্মজীবী মানুষদের কর্মের দৃশ্য। এখানে শিশুরাও বসে নেই। পরিবারের জন্য আহার যোগাতে তারাও নেমে পড়েছে অর্থ উপার্জন করতে।

প্রতিটি ফটোগ্রাফি আমার নিজের। আপনাদের যদি ফটোগ্রাফি গুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোন ত্রুটি আছে বলে মনে হয়, তাহলে অবশ্যই সাজেশন দিবেন।




1631711966586-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/5.6-155.00mm
What's 3 Word Location :https://w3w.co/hillsides.best..

1631712301276-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 26-08-21 || f/4.0-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/lounges.eyegla.

1631712261732-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/7.1-155.00mm
What's 3 Word Location :https://w3w.co/poetry.snipe..

1631712217694-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/8.0-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/tuing.must.

1631711840707-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/5.6-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/valued.comm.

1631711701007-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/8.0-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/mistaking.for.

1631711628374-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/5.0-150.00mm
What's 3 Word Location :https://w3w.co/repayment.r.

1631711581047-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/5.0-130.00mm
What's 3 Word Location :https://w3w.co/repayment.rec.

1631712326024-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 29-08-21 || f/5.6-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/iterative.spun..

1631711744496-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 29-08-21 || f/5.0-205.00mm
What's 3 Word Location :https://w3w.co/iterative.spun..


JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Sort:  
 3 years ago 

প্রতিটি ফোটোগ্রাফি খুবই আকর্ষণীয় ও অসম্ভব সুন্দর দাদা।আর প্রত্যেকটি ছবির মধ্যে স্পষ্ট একটি বিশেষত্ব ও তাৎপর্য লুকিয়ে রয়েছে।যা নতুন কিছু শিখতে সাহায্য করে।কর্মসংস্থানে বাচ্চাদের অবদান, সমুদ্রের মাঝে ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাওয়া, বাচ্চারা আনন্দে বল নিয়ে কাড়াকাড়ি ও ছোড়াছুড়ি করছে এটি দেখেই মন ভরে যায়।তাছাড়া ঘোড়ার দৃশ্যটিও মনমুগ্ধকরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার ক্যামেরায়।আপনি যে ফোটোগ্রাফিতে অসম্ভব পারদর্শী তা বলার অপেক্ষা রাখে না।দাদা ওখানে কি কাঁধে ঝুলিয়ে কলা বিক্রি হয়? আর 4 নং ছবিতে লোকগুলো কি করছিল জানতে ইচ্ছে করছে।অনেক ধন্যবাদ দাদা ভীষন ভালো লাগা ফোটোগ্রাফিগুলি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসাধারণ মন্তব্য। উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি হচ্ছেন আমাদের এই কমিউনিটির সেরা ফটোগ্রাফার। আপনার ছবির ভুল ধরে এমন লোক আমাদের এই কমিউনিটিতে সম্ভবত নেই। আপনার সাথে দেখা হলে আপনার কাছ থেকে অবশ্যই ছবি তোলার কিছু টেকনিক শিখে নেব। ছবিগুলি খুবই চমৎকার হয়েছে ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি ফটোগ্রাফির তেমন কিছু বুঝি না ভাই। এমনিতেই ভালো লাগে তাই ফটোগ্রাফি করি।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি ভাষা হারিয়ে ফেলি ভাইয়া।অসাধারন হয়েছে এক একটা ছবি। কক্সবাজার যেতে আমার খুব যেতে ইচ্ছা করে। আমার নদী ,পাহাড়,পর্বত, সমুদ্র খুব ভালো লাগে। আমার কাছে ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। এত সুন্দর ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

করোনা পরিস্থিতি সম্পূর্ণ ভাবে ঠিক হয়ে গেলে দাদার সাথে অবশ্যই বাংলাদেশে এসে ঘুরে যাবেন। তখন সব কিছুই দেখতে পাবেন।
আমার পূর্বের পোস্ট করা আরো দুটি পর্ব অবশ্যই ভিজিট করে আসবেন 😊

 3 years ago 

ভাইয়া আপনি অসাধারণ ফটোগ্রাফি করেন এবং এর পিছনে একটা করে গল্প থাকে।
ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি এতো সুন্দর ভাবে কি করে ছবি তুলেন ওইটা রপ্ত করার ইচ্ছা আমার খুব।আচ্ছা ভাইয়া কাল কিন্তু আপনাকে হ্যাংগ আউটে অনেক মিস করলাম।দাদা থেকে শুনলাম আপনি নাকি ছুটিতে। সে যাই হোক,আপনি একদম প্রফেশনাল ফটোগ্রাফার এর মতো ছবি তুলেন।না কি ভাইয়া আপনি প্রফেশনাল ফটোগ্রাফার ই?
জানাবেন কিন্তু।
শেষ ছবিটা আমার বেশি ভালো লাগছে। বাচ্চাটার হাসিটা কি নিষ্পাপ! আর একদম সঠিক মূহুর্তে ক্যাপচার করছেন ছবিটা। পানির বিন্দু গুলা পর্যন্ত বুঝা যাচ্ছে। জাস্ট ওয়াও হইছে ভাইয়া মাশাল্লাহ।

 3 years ago 

গত হ্যাংআউটে উপস্থিত থাকতে পারলে আমার কাছে অনেক ভাল লাগত। আর ফটোগ্রাফি সম্পর্কে আমি তেমন কিছুই বুঝি না। শুধুমাত্র নিজের শখ থেকেই ফটোগ্রাফি করা হয়। 😊

 3 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে, বিশেষ করে ক্যান্ডিড ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয়। মানুষের ন্যাচারাল যেগুলো দৃশ্য, সেগুলো ফুটে ওঠে। বিশেষ করে বল হাতে সেই বাচ্চাটির ছবিটি আমার অনেক ভালো লেগেছে। ঘোরার সাথে একটি ছেলে হাটছে, সত্যি অনেক নিখুঁত ভাবে ছবি গুলো তুলেছেন।

 3 years ago 

বাচ্চাদের ছবিগুলোও আমার কাছে অসাধারণ লাগছিল ছবি তোলার পর।

 3 years ago (edited)

অসংখ্য নদী খাল বিল সমুদ্র বাংলা প্রকৃতির অন্যতম আকর্ষণ। আপনার সেই আকর্ষণ প্রকৃতির ছবি গুলোর মধ্যে ফুটে উঠেছে। ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ।আমার কাছে খুবই ভালো লেগেছে ।প্রতিটি ছবিই প্রাণবন্ত ।শেষের ছবি দুটি অনেক বেশি সুন্দর হয়েছে ।মনে হচ্ছে একদম বাস্তব চিত্র ।এক কথায় অসাধারণ ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ এক একটা ছবি। কক্সবাজারের গল্প শুনেছি অনেক। যাওয়ার ইচ্ছে খুবই। ঈশ্বর চাইলে একদিন অবশ্যই যাব, মন ভরে উপভোগ করবো প্রকিতর অপার সৌন্দর্য। 😊

 3 years ago 

সময় করে একদিন চলে আসেন। অবশ্য আপনাকে তো ভবিষ্যতে আসতেই হবে 😁

 3 years ago 

আরে দাদা আমি 2019 e বাংলাদেশ গিয়েছিলাম। কিন্তু ঘোরার মত জায়গায় যাওয়া হয়নি। হ্যাঁ। ভবিষ্যতে অবশ্যই যাবো। 😇

ছবি গুলো যতই দেখছি ততই যেন জায়গাটিতে ভ্রমণ করার প্রবল আগ্রহ বেড়ে যাচ্ছে।খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই।

image.png

ছবিটি জীবন ও জীবিকার কথা বলে।😒

অনেক ধন্যবাদ ভাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে রইলাম।

 3 years ago 

পরবর্তী পর্ব দেখো আপলোড হয়ে গেছে।

😍😍😍

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57382.38
ETH 3075.07
USDT 1.00
SBD 2.39