যাত্রা শুরু।

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। প্রথমে প্ল্যান ছিল আমাদের এলাকা থেকে একটা ট্রেনে উঠে ঢাকায় আসবো। বাড়িতে ছিলাম আমরা পাঁচজন। এদিকে ঢাকায় ছিল আরো চারজন। আমাদের এলাকা থেকে যে ট্রেনে আসার কথা ছিল সেটা ছিল বিকেল পাঁচটা বিশ মিনিটে।

1705580185263-01.jpeg

IMG_20240118_181439.jpg

IMG_20240118_181856.jpg

গতবার আমরা যখন সবাই একসাথে ট্যুরে গিয়েছিলাম বেশ মজা করেছিলাম কিন্তু এবার একজন মিসিং থাকায় কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছিল। যাইহোক কি আর করার আমরা পাঁচজন বিকাশ পাঁচটা বিশ মিনিটের ট্রেনে চড়ে ঢাকায় এসেছিলাম। পদ্মা সেঁতু হয়ে এই প্রথম ট্রেনে চড়ে ঢাকায় এসেছি। যদিও রাত হওয়ার কারণে তেমন একটা কিছু দেখতে পারিনি।

আমরা রাত ৮ টা ৪৪ মিনিটের দিকে পৌঁছলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে নেমেই আমরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আগে। এরপর রেলওয়ে স্টেশনের মেইন প্লাটফর্মে গিয়ে বসলাম। ওদিকে রাহুলরা আসতেছিল। ওদের আসতে একটু দেরি হচ্ছিল। আমাদের ট্রেন পাঁচ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলো। আমরা সেখানে গিয়ে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যে রাহুলরাও এসে পৌঁছালো। অসাধারণ একটি মোমেন্ট ফিল করছিলাম আমরা তখন সবাই।

IMG_20240118_204239.jpg

IMG_20240118_220422.jpg

আমাদের ট্রেনের সিডিউল ছিল রাত ১১ টা বেজে ১৫ মিনিটে। ১১ টার দিকেই আমরা ট্রেনে উঠে বসলাম। আমাদের নয়টি টিকিট কাটা ছিল একই জায়গায়। সবাই যার যার জায়গায় বসে পড়লাম। কিছুক্ষণ পরেই ট্রেন ছুটতে শুরু করল চট্টগ্রামের উদ্দেশ্যে।

ট্রেন যখন তোর গন্তব্যের উদ্দেশ্যে দুর্বার গতিতে ছুটে চলছে তখনই আমরা ৯ জন নিজের গলায় একসাথে গান ধরলাম। এই মুহুর্তটা অসাধারণ ছিলো। তবে প্রত্যেকটা মুহূর্তেই বন্ধু সোহাগের কথা খুব মনে পড়ছিল। যতবার আমরা অনেক আনন্দ করতে করতে গিয়েছিলাম সারারাত। সেবার সাথে সোহাগ ছিল, কিন্তু এবার ও মিসিং।
IMG_20240118_221932.jpg

বেশ কয়েকটি গান গাওয়ার পর আমরা রাতে হালকা নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে কিছুক্ষণ আড্ডা চললো। ততক্ষণে রাত বেজে গেছে প্রায় ১ টা বা তার-ও বেশি। সবার চোখে ঘুম ঘুম ভাব আসতে শুরু করেছে। আমার আবার জার্নির সময় বেশিক্ষণ ঘুম হয়না। দু-এক ঘন্টা সর্বোচ্চ। এবারো তার ব্যতিক্রম হলো না৷ এক দেড় ঘন্টা ঘুমিয়ে রাত ২ টা ৪৭ এর দিকে ঘুম ভেঙে গেলো। ঘুম ভাঙতেই দেখি কুমিল্লা স্টেশনে চলে এসেছি। জানিনা আর ঘুমাতে পারবো কিনা। এখন ও জেগে আছি আর পোস্ট লিখছি। সবাই ঘুমাচ্ছে আর আমি জেগে পোস্ট লিখছি৷

সকাল সাড়ে ৫ টার দিকে আমরা চট্রগ্রামে পৌঁছে যাব ইনশাআল্লাহ। চট্রগ্রামে পৌঁছে এই পোস্টটি প্রকাশ করবো। পরবর্তী কাটানো সময়গুলো ইনশা আল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো খুব শিগগিরই। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 6 months ago 

বাহ ট্রেনে করে সবাই ঘুরতে আসলেন শুনে অনেক ভালো লাগলো। আশা করি আপনারা খুব সুন্দর একটি মুহূর্ত কাটাবেন। চট্টগ্রাম পর্যন্ত আসলেন এর পরের খবরটা জানিনা। আশা করি প্রতিটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো।

 6 months ago 

একসাথে সবাই মিলে এভাবে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে কেউ মিসিং থাকলে আসলেই খুব খারাপ লাগে। জার্নি করার সময় আপনার মতো আমারও ঘুম হয় না তেমন। ২/১ ঘন্টা ঘুমালেই শব্দে ঘুম ভেঙে যায়। যাইহোক আপনারা ঠিকমতো আপনাদের গন্তব্যে পৌঁছাবেন এবং অনেক মজা করবেন, এমনটাই প্রত্যাশা করি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।বন্ধুরা মিলে কোথাও গেলে ভীষন আনন্দ হয়।আপনারা সবাই ঘুমিয়ে গেলেন।কিন্তু হঠাৎ রাতে ঘুম ভেঙ্গে গেলে আপনি পোস্ট লিখলেন।অনেক সুন্দর সময় কাটাবেন সবার সাথে এমনটাই আশাকরি। পরবর্তী ঘোরাঘুরি করার অনুভূতি গুলো জানার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনাদের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44