একজন প্রকৃত বন্ধু।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আজ গরমটা একটু বেশি তীব্র মনে হচ্ছে। সারাদিনে বিদ্যুৎ ও গেছে তিনবার। অন্যান্য দিন সর্বোচ্চ দুই বার যায় আজকে তিনবার বিদ্যুৎ গেল এখন পর্যন্ত। অপেক্ষায় আছি শীত কবে আসবে। এইতো আর কিছুদিন পর শীত আসলে তবেই শান্তি। যাই হোক আমি আজকে অনেক দামী একটা বিষয় নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করি।
bike-1534902_1280.webp

image source & credit: copyright & royalty free PIXABAY

মানবজাতির এমন একটা স্বভাব যে একাকীত্বে বসবাস করা প্রায় অসম্ভব। আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি। এখানে বিভিন্ন মানুষের সাথে আমাদের পরিচয় হয়, সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্ব হয় মনের মিল আছে এমন মানুষের সাথে । লাইফে বন্ধুর প্রয়োজন আছে। প্রচুর গুরুত্ব রয়েছে বন্ধুত্বের। বন্ধুত্ব জিনিসটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে অনেক মানুষ নিজের কষ্ট নিজের মধ্যে রেখে ডিপ্রেশনে চলে যেত। আর তারপরেই অনেক ভুল ডিসিশন নিয়ে লাইফটাকে হয়তো শেষ করে ফেলত৷ দুঃখ কষ্টের সময় একজন প্রকৃত বন্ধুকেই পাশে পাওয়া যায়। আর এটাই অনেক বড় একটি পাওয়া।

বন্ধুর প্রয়োজনীয়তা তো বলে শেষ করা যাবে না, কিন্তু একজন প্রকৃত বন্ধু পাওয়া সত্যিই দুরূহ । বন্ধুত্ব পাওয়া যায় দুই রকমের। এক হচ্ছে মনের সাথে তার মনের অনেক মিল, আরেক হচ্ছে আপনার চিন্তাধারার সাথে তার চিন্তাধারা সম্পূর্ণ উল্টো হবে। এই দুই টাইপের মানুষের সাথে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে। জীবনে একজন প্রকৃত বন্ধু থাকলে লাইফে অনেক ভুল ডিসিশন থেকে মুক্ত থাকা যায়। বন্ধুত্ব গড়ে ওঠার সময় লক্ষ্য করবেন জাত ধর্ম বর্ণ ইত্যাদি বিষয়ের উপর ডিপেন্ড করে না। কিভাবে যে আপনার জানের জিগার বন্ধু হয়ে উঠবে একজন আপনি সেটা প্রথমে ঠাওর ও করতে পারবেন না।

friends-4293090_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY

একজন প্রকৃত বন্ধু জীবনে খুবই জরুরী , ঠিক তেমনি একজন টক্সিক বন্ধু জীবনে অভিশাপ বয়ে আনতে পারে। এইজন্য বন্ধু নির্বাচনে খুবই সতর্ক হওয়া উচিত। বন্ধুত্ব গড়ে ওঠার পর আপনি কিছু বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। তাহলে প্রকৃত বন্ধু কিনা সেটা অনায়াসেই বুঝতে পারবেন। টক্সিক বন্ধু গুলো খেয়াল করবেন আপনার দুঃখের সময় আপনাকে এড়িয়ে চলবে, আপনার কষ্টের কথা গুলোয় তেমন অ্যাটেনশন দিবেনা। আপনার বিপদ আপদের মুহূর্তে বিভিন্ন অজুহাত দেখাবে। কিন্তু বন্ধু তো সে, যে সকল বিপদ-আপদ উপেক্ষা করে আপনাকে মন থেকে হেল্প করার চেষ্টা করবে। পারুক আর না পারুক চেষ্টা করবে অন্তত।

হাজারটা বন্ধুর দরকার নেই, দরকার একজন প্রকৃত বন্ধু। কলেজ লাইফে আমার একটা বন্ধু আমাকে প্রায়ই বলতো " বন্ধুর বিপদে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে পারে এরকম দুইটা বন্ধু থাকলে কেউ পৃথিবী জয় করে ফেলতে পারবে "। ওর কথাটা কিন্তু সত্যি। বন্ধুত্বের গুরুত্ব আসলে সবাই বোঝে না। মানুষ জীবন চলার পথে বিভিন্ন প্রয়োজনে বন্ধু বানায়। শুধু প্রয়োজনে বানানো বন্ধুত্ব গুলো দেখবেন বেশিদিন টিকবে না। প্রয়োজন ফুরোলেই বন্ধুত্ব শেষ। আর একজন খাঁটি বন্ধু যত দূরত্বেই অবস্থান করুক দেখবেন তার প্রতি একটা আস্থা রাখার মতন ফিল আসে।

hand-782688_1280.webp
image source & credit: copyright & royalty free PIXABAY

বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। একজন মানুষ বন্ধুকে তার সকল গোপনীয় বিষয়গুলো শেয়ার করে। সেই বন্ধু যদি ভবিষ্যতে শত্রু হয়ে যায়, তবে কী অবস্থা হবে বুঝতে পারছেন?? শত্রু যদি সকল দুর্বলতা গুলো যানে, তাহলে বিপদের শেষ নেই। এজন্য বন্ধু নির্বাচনে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আর নিজের সবচেয়ে দূর্বল পয়েন্ট গুলো কখনোই কাউকে শেয়ার করা উচিৎ নয়।

নিজ নিজ অবস্থান থেকে সবাইকে একটু কেয়ারফুল হতে হবে। ভাবতে হবে যে আমার এই গোপনীয় বিষয়টা যদি কেও যেনে যায়, তবে আমার কতটুকু ক্ষতি হবে।।। যদি সমস্যা মনে হয়, তাহলে কখনোই নিজের একান্ত গোপনীয় বিষয় গুলো কাউকেই শেয়ার করা যাবে না। বিষয়গুলো মাথা রাখলে আমরা নিজেরাই অনেক ক্ষতি থেকে বেঁচে থাকতে পারব। যাই হোক ভাল থাকবেন সবাই। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোন পোস্টে। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

শুধুমাত্র এ জন্যেই আসলে এখন বন্ধু বানাতে ভয় করে খুব।

 2 years ago 

আসলে ভাই আপনি ঠিকই বলেছেন বন্ধু যত আপন হয়, ঠিক যখন শত্রু হয়ে যায় তখন তার থেকে ভয়াবহ রূপ নেয়। তাই বন্ধুদের কাছে সকল কিছু শেয়ার করা ঠিক না। নিজের গোপনীয়তা কখনোই বন্ধুদের কাছে বলা ঠিক না। কারণ এই বন্ধু যখন শত্রু হয়ে যাবে তখন নিজের দুর্বল বিষয়গুলো জানতে পারবে। তখন আরো বিপদ নেমে আসবে। আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আসলে বন্ধু ছাড়া জীবনটা রসহীন। একটা বিষয় কি ভেবে দেখেছেন আমরা আমাদের জীবনের ম্যাক্সিমাম সময়টাই বন্ধুদের সাথে কাটাই। সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। সেই তো প্রকৃত বন্ধু যে অন্যের বিপদে জড়িয়ে পড়ে।

 2 years ago 

প্রচুর গুরুত্ব রয়েছে বন্ধুত্বের

ঠিক বলেছেন ভাইয়া আপনি একজন বন্ধুর প্রচুর গুরুত্ব রয়েছে আমি মনে করি। আমার জীবনে যদি কখনো আপাদ-বিপদ এসে থাকে তাহলে যেই আমার প্রকৃত বন্ধু হবে না কেন সেই এসে আমার পাশে এসে দাঁড়াবে। আবার আমরা যদি কখনো আমাদের জীবনের প্রতি ভুল ডিসিশন নিয়ে তাহলে সে ভুল ডিসিশনটাকে সংশোধন করার জন্য সেই বন্ধু এসে পাশে দাঁড়াবে। ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

" বন্ধুর বিপদে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে পারে এরকম দুইটা বন্ধু থাকলে কেউ পৃথিবী জয় করে ফেলতে পারবে "।

আমাদের এই ক্ষুদ্র জীবনে একজন ভালো বন্ধু সত্যি অনেক গুরুত্বপূর্ণ। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে প্রকৃত বন্ধু খোঁজা বুদ্ধিমানের কাজ। যারা স্বার্থের লোভে কিংবা অন্য কোন স্বার্থে বন্ধুত্ব গড়ে তোলে তাদের থেকে দূরে থাকাই ভালো। কারণ তারা বিপদে আরও বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করে। আর যারা প্রকৃত বন্ধু তারা নিঃস্বার্থভাবে বন্ধুর উপকারে আসে।

 2 years ago 

আমাদের জীবনে এখন অনেক বন্ধুর আনাগোনা চলে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের তথাকথিত বন্ধুবান্ধব। আর তাদের ভিড়ে আমরা আজ ভুলতে বসেছি কে বন্ধু, কে সহপাঠী আর কে সহকর্মী। বন্ধু নির্বাচন তো বটেই বন্ধু বিবেচনায়ও আমাদের অনেক ঘাটতি রয়ে গিয়েছে। আর আপনার বন্ধুর কথাটা কিন্তু দারুণ সত্যি-

বন্ধুর বিপদে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে পারে এরকম দুইটা বন্ধু থাকলে কেউ পৃথিবী জয় করে ফেলতে পারবে

 2 years ago 

কথা গুলো একদম যথার্থ ছিল। তবে একটা মানুষকে তো সহজে চেনা যায় না ভাই। যে কোন মুহুর্তে রং বদলে ফেলে। আর ঠিক তখনই আমরা ধরা খাই। তবে বিপদের সময় প্রকৃত বন্ধু চেনা যায়। তার প্রমাণ অনেক বার পেয়েছি জীবনে।

 2 years ago 

সত্যিই একজন মনের মত বন্ধু থাকলে হাজারটা বন্ধুর দরকার পড়ে না। আপনার বক্তব্যের সাথে আমি একমত । ভালো লিখেছেন।

 2 years ago 

ভাইয়া আপনার এ পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। বন্ধু যতই আপন হোক না কেন আমাদের সকলের উচিত নিজেদের দুর্বলতার কথাগুলো এবং গোপনীয় কথাগুলো বন্ধুর কাছে শেয়ার করা থেকে বিরত থাকা। কারণ নিজেদের দুর্বলতা অথবা গোপন কথা জানতে পেরে অনেক আপন বন্ধুও সুযোগ সন্ধানী হয়ে ওঠে। যেটার ফলাফল পরবর্তীতে মারাত্মক রূপ ধারণ করে। আমাদের সকলের জন্য অনেক সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট উপহার দেওয়ার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমরা সামাজিক জীব কখনোই একা বাস করতে পারবো না। আমাদের পরিবার, সমাজ ও ভালো বন্ধু একান্ত প্রয়োজন। বন্ধু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি যদি সে বন্ধু প্রকৃত বন্ধু না হয় তাহলে তার জন্য বিপদের সম্মুখীন হতে হয়। অনেক সময় একাকীত্ব ঘোচানোর জন্য মনের খোরাক হিসাবে বন্ধুর প্রয়োজন অনেক বেশি। কিন্তু প্রকৃত বন্ধু নির্ধারণ করাই হলো মুখ্য বিষয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68974.42
ETH 2745.11
USDT 1.00
SBD 2.73