Bandarban Diary - সকালের অপূর্ব রেমাক্রি।

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

হ্যালো বন্ধুরা।
আসসালামুআলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা বান্দরবান ভ্রমণে সবচেয়ে সুন্দরতম সকাল কাটিয়েছি রেমাক্রি থেকে নাফাখুম যাওয়ার সকালে। আমরা একদম ভোরে ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সকালের নাস্তা ও করিনি। ফ্রেশ হয়ে দ্রুত সবাই বেরিয়ে পড়েছিলাম।

আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গা থেকে যখন নিচে নামছিলাম তখন সেই সেখানকার দৃশ্য দেখে জাস্ট থমকে গিয়েছিলাম। ছোট্ট সাঙ্গু নদী দিয়ে পানি বয়ে যাচ্ছে আর তার উপর থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে। ঘন কুয়াশা আর মেঘের কমল শীতল স্পর্শ মাখিয়ে সাঙ্গু নদী হেঁটেই পার দিলাম।

IMG_20240121_070321.jpg

IMG_20240121_065726.jpg

রেমাক্রি জলপ্রপাতের প্রান্তে গিয়ে আমরা অপরপ্রান্তে গেলাম খুব সাবধানতার সাথে কারণ পানির শ্রোত অনেক বেশি ছিলো। এই জায়গাটা থেকে আমি খুব বেশি একটা ফটোগ্রাফি করতে পারিনি কারণ এতটাই মুগ্ধ হয়েছিলাম যে নিজেই শুধু উপভোগ করে গেছি।
IMG_20240121_065022.jpg

IMG_20240121_065019.jpg

জায়গাটার দৃশ্য এতটা সুন্দর মনোমুগ্ধকর ছিলো যে এখানে শুধুমাত্র একটা সকাল কাটিয়ে পরিপূর্ণ ফিল নেওয়া সম্ভব নয়। যাইহোক জলপ্রপাত পেরিয়ে সামনের দিকে গহীন পথ ধরে এগিয়ে চললাম। দু'পাশে পাহাড় মাঝখান দিয়া ঝিরি পথ। জোরে কথা বললে প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে আসে নিজের কথা। অনেক জোরে 'আই লাভ ইউ' বললাম, সাথে সাথে আমার কথার প্রতিধ্বনি বাজতে লাগলো চারিদিকে।

IMG_20240121_065111.jpg

IMG_20240121_065059.jpg

চলতি পথে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। আমরা সাথে করে বিশেষ এক ধরনের জুতা পড়ে এসেছিলাম যার কারণে পাথরের উপর দিয়ে হাঁটতে তেমন একটা অসুবিধা হচ্ছিল না। রেমাক্রি থেকে নাফাখুম যাওয়ার পথে এতো ভালো কিছু অভিজ্ঞতা ছিল যা বলে প্রকাশ করা সম্ভব নয়। এই যাত্রা পথের ঘটনা নিয়ে আরও একটি পর্ব আপনাদের সাথে শেয়ার করব।
https://youtube.com/shorts/3vpvdTRGl90?si=dhEdCeQU0Z8TjEZ9

এই ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য শেয়ার করলাম। নাফাখুম অব্দি যাওয়ার সময়ের ছোট ছোট ভিডিও ক্লিপ দিয়ে ছোট্ট এই ভিডিওটি বানানো। নাফাখুম যাওয়ার প্রত্যেকটি পর্বে এই ভিডিওটি এটাস্ট করে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 4 months ago 

সেদিনের সকালের সৌন্দর্য কখনো ভুলবার নয় ।এমন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছ আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি। সকালে ঘুম থেকে উঠে সাঙ্গু নদীর এমন সৌন্দর্য দেখো আমরা কেউ ভাবতেই পারিনি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সকালের অপুর্ব রেমাক্রির ফটোগ্রাফি ও অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো ভাইয়া।রেমাক্রি থেকে নাফাখুম যাওয়ার পথে আপনাদের অনেক বেশি অভিজ্ঞতা হয়েছিল।সেই সব হয়ত পরের পর্বে জানতে পারবো।আপনি কিছু ভিডিও শেয়ার করবেন।এতে আমরা ও উপভোগ করবো আশাকরি।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সকালে ঘন কুয়াশার মধ্যেও জায়গাটি সুন্দর লাগছে ফটোগ্রাফি তে।রেমাক্রি জলপ্রপাত এতো সুন্দর ছিল যে আপনি ফটোগ্রাফি করতে পারেন নি। নাফাখুম যাওয়ার সময় ছোট ছোট ভিডিও ক্লিপ গুলোর লিংক শেয়ার করেছেন যা খুবই সুন্দর ছিল এবং বাকি অভিজ্ঞতা পরবর্তী পোস্ট থেকে জানতে পারবো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভাই ভিডিওটা দেখে শুধু একটা কথাই বারবার বলতে ইচ্ছে করছে, জাস্ট ওয়াও। এমন মনোমুগ্ধকর পরিবেশ মাত্র একটি সকালে উপভোগ করা যাবে না কোনো ভাবেই। এমন জায়গায় বেশ কয়েকবার না গেলে মন ভরবে না। ভাই অনেক জোরে আই লাভ ইউ বলার পর কি ঐশী ভাবীর নাম নিয়েছিলেন নাকি😂? যাইহোক আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন সেখানে। পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আই লাভ ইউ বলার পর কি ঐশী ভাবীর নাম নিয়েছিলেন নাকি😂?

সেটা ভিডিও করে অবশ্য তাকেই পাঠিয়েছিলাম। 🥰

আসলে জায়গাটা ক্যামেরা থেকে বাস্তবে অনেক অনেক অনেক বেশি সুন্দর ছিল।

 4 months ago 

সাঙ্গু নদীর নামটি ভীষণ সুন্দর।আপনারা নদীর দারুণ দৃশ্য উপভোগ করেছেন জেনে ভালো লাগলো।দূরের ওই সিঁড়িটি দেখে সাপের মতো মনে হচ্ছে কিছুটা।আর যদি সেই প্রতিধ্বনি আমাদের ভাবি শুনতে পেত কতই না খুশি হতেন দাদা😊।ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

যখন দু'পাশে পাহাড়ের মাঝখানে ঝিরি পথে দাড়িয়ে আই লাভ ইউ বলেছেন তখন যদি কোন আদিবাসী পাহাড়ী সুন্দরী মেয়ে শুনতে পেতো তাহলে আজীবনের জন্য রেমাক্রিতেই রেখে দিতো,হা হা হা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57020.43
ETH 3081.72
USDT 1.00
SBD 2.41