মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৩৩
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: কৃষিকাজের ফটোগ্রাফি
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Device-Redmi Note-8
Camera- 48MP ultra-high resolution
Non Edited
No Flash
Time-4.30 pm
Location-South Keraniganj,
গত বছর একদিন আইল দিয়ে যাওয়ার সময় দেখলাম আমাদের দেশের এক কৃষক ভাই জমিতে কাজ করছে। কৃষক ভাই হাতে একটি ছোট কোদাল নিয়ে তার জমির আগাছা পরিষ্কার করছে। এই কৃষক ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আহার পেয়ে থাকি। আমরা সবসময় তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করি।
ارے واہ زراعت کی اتنی اچھی منظر کشی۔میں بہت متاثر ہوئے ہوں آپ کے کام سے۔
ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: কৃষক তার পুকুর পাড়ে লাউয়ের বীজ বা,চারা লাগানোর জন্য মাটি প্রস্তুত বা, মুয়া তৈরি করছে। লাউয়ের বীজ বপনের জন্য মাটিতে জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করছে। গ্রামাঞ্চলে প্রত্যেক মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কৃষি কাজের সাথে জড়িত। গ্রাম বাংলার কৃষি কাজের ফটোগ্রাফি গুলো করতে বেশ ভালো লাগে।
This contest has been included in the daily Active Contest List
🌟 Contest alerts are now proudly sponsored by the WOX community! 🌟
Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem
সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি টপিকস সিলেক্ট করেছেন। তবে কই জনে শেয়ার করতে পারে জানিনা। কিন্তু সবার মাধ্যমে দেখার জন্য অপেক্ষায় রইলাম। আশা করি আমরা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো এই প্রতিযোগিতার মাধ্যমে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @rex-sumon,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
এই প্রতিযোগিতার টপিকটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। গ্রামীন পরিবেশে এরকম দৃশ্য আমরা সব সময় দেখি। আর ফটোগ্রাফি করলেও অনেক ভালো লাগবে। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখবো।
বাহ্! এবারের প্রতিযোগিতার টপিকটা সত্যিই দারুণ। কৃষিকাজের দৃশ্য দেখতে সত্যিই খুব ভালো লাগে। যদিও অনেক আগে দেখেছিলাম। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে কৃষিকাজের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক দারুন একটা টপিক। ফটোগ্রাফি প্রতিযোগিতা দেখেই তো ভালো লেগেছে। আমি এ সপ্তাহেও চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কৃষিকাজের দৃশ্য আমার অনেক পছন্দের। অবশ্যই অংশগ্রহণ করবো আর অন্যদের ফটোগ্রাফি দেখার জন্য অপেক্ষায় থাকলাম। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা টপিক নিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
মাসে দুটো কনটেস্ট এর আয়োজন করা খুবই চমৎকার একটি বিষয় এবং পদক্ষেপ এই প্রতিযোগিতায় কমেন্ট এর মাধ্যমে গ্রাম বাংলার অনেক ফটোগ্রাফি দেখতে পাব আশা করছি।