চুপ !!

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)



অতঃপর নিরাপদ।


  • The 16th April , 2022
  • Saturday

charlie-chaplin-4356893_1280.webp
image source & credit: copyright & royalty free PIXABAY

হ্যালো প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের আভাস পাচ্ছিলাম। ভেবেছিলাম বৃষ্টি হবে, পরিবেশটা ঠান্ডা হবে৷ কিন্তু কই? আবার যা-তাই। প্রচন্ড গরম পড়তে শুরু করেছে। বৃষ্টির দেখা নেই। বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মোটামুটি দেখা মিললেও আমাদের এদিকে এই সিজনে বৃষ্টির দেখাই পাইনি। এমন পরিস্থিতিতে সবাইকে পরামর্শ দিবো বেশি বেশি পানি পান করুন। ইফতার শেষে প্রচুর পানি খান, ভাজাপোড়া কম খাওয়ার চেষ্টা করুন। আর সারাদিন অযথা বেশি কথা বলা থেকে বিরত থাকুন। আর এই বেশি কথা বলা প্রসঙ্গেই আজ আলোচনা করতে আসলাম।

আমরা বেশিরভাগ মানুষই সারাদিন অযথা প্রচুর কথা বলে থাকি। এই কথাগুলো বলার মূল্য কি? কোন লাভ আছে কি বেশি কথা বলার মধ্যে ? কথায় আছে যত কথা তত ভুল, যত ভুল তত ক্ষতি। কথাটির যথার্থ। সারাদিন অযথা অনেক অনেক কথা বলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে মনে মনে কিছু চিন্তা-ভাবনা এঁটে নিতে হবে। আমাদের প্রত্যেকটা কথার একটি মূল্য আছে সে মূল্যটা আমাদের নিজে নিজেদেরই কল্পনা করে নির্ধারণ করে নিতে হবে। যখন বেশি কথা বলবেন তখন চিন্তা করবেন আমার এই কথাগুলোর মূল্য আছে। কিন্তু আমি যদি অতিরিক্ত কথা বলি তাহলে সেই মূল্যবান কথাগুলো খরচ হয়ে যাচ্ছে। যেটা নিজের জন্য অলাভজনক তো বটেই বরং ক্ষতির কারণ।

খেয়াল করে দেখবেন আমাদের মানুষের মধ্যে ফ্রি ফ্রি উপদেশ দেয়ার একটা প্রবণতা রয়েছে। শুধু শুধু কাউকে জ্ঞান দেয়াটা ভালো দেখায় না। কেউ চাচ্ছে না তবু আমরা অতিরিক্ত বলে ফেলি। এমন বাজে অভ্যাস থাকলে সেখান থেকে খুব দ্রুত নিজেকে সরিয়ে আনতে হবে। অল্প এবং মিষ্টিভাষী হতে হবে নিজেকে।

boat-5905816_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY

একটা জিনিস চিন্তা করুন আপনি যখন অতিরিক্ত কথা বলবেন তখন আপনার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কিন্তু আপনি একই ক্ষেত্রে যদি চুপ থাকেন তাহলে আপনার কোন ভুল হওয়ার সম্ভাবনাই নেই। কারণ আপনি সেখানে চুপ ছিলেন, ভুলটা হবে কোত্থেকে??

খুব স্বল্প কথা বললে আপনি আবার চিন্তা ভাবনা করে আরও কিছু কথা যুক্ত করে যেকোনো পরিস্থিতিতে ম্যানেজ করতে পারবেন। কিন্তু আপনি যখন অতিরিক্ত কথা বলবেন অর্থাৎ সেখানে আপনার ভুল হবার সম্ভাবনা বেশি থাকবে ঐ জায়গাটাতে পরবর্তীতে আপনি কিভাবে ম্যানেজ করবেন?? যেখানে আপনি ইতিমধ্যেই ভুলভাল কিছু বলে ফেলেছেন?? যে কথা একবার মুখ দিয়ে বের হয় সেটা আর ফিরিয়ে আনা যায় না।

charlie-chaplin-2754312_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY

আমরা খুব সহজেই তর্কে জড়িয়ে পড়ি। কোন একটা বিষয় আলোচনা হলে খুব স্বল্প ধারণা নিয়ে আমরা তর্কে জড়িয়ে পড়ি। কিন্তু একজন জ্ঞানী ব্যাক্তি এই মুহূর্তে কি করবেন?? তার কম জানা থাকলে সে চুপচাপ থেকে বাকিদের কথা মনোযোগ দিয়ে শুনবে। সে চেষ্টা করবে আরো কিছু শিখতে, যেটায় তার জ্ঞানের ঘাটতি রয়েছে। যত চুপ থেকে শেখা যায় ততই মঙ্গল। এই পদ্ধতিটাই অবলম্বন করবে ওই জ্ঞানী ব্যাক্তি। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই মূর্খের মতো তর্কে চলে যাই। এখানে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি তো দূরের কথা আরো আমরা ভুলের উপর বিরাজ করি।

একটা বিষয় বুঝতে হবে যখন আপনি বেশি কথা বলবেন তখন আপনাকে কেউ এক্সট্রা সম্মান দিবে না ওই বেশি কথা বলার জন্য। কিন্তু আপনার পাশেই আপনার বন্ধু আছে যে কোন কথা বলেননি, তাকে কিন্তু কেউ কিছু বলার মত সুযোগ পাবেনা। কারণ সে কোনো কথাই বলে নি। গভীর চিন্তা-ভাবনা করে দেখলে দিন শেষে কোন লাভই খুঁজে পাওয়া যাবে না বেশি কথা বলায়। চতুর্দিক থেকে শুধু লস আর লস। তাইজন্য নিজেকে সংযত করতে হবে এবং নিজের কথাগুলোকে মূল্যবান ভাবতে হবে। আর নিজের মূল্যবান কথাগুলো কে অযথা খরচ থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

কথায় আছে যত কথা তত ভুল, যত ভুল তত ক্ষতি। কথাটির যথার্থ।

ভাইয়া আপনার এই পোষ্টের মাধ্যমে খুবই শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন। আসলে আপনার লেখা কথাগুলো পড়ে আমার এতটাই ভালো লেগেছে যে বলে বুঝানোর মতো নয়। আপনি অনেক সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন। কথা কম বলে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা উচিত সবসময়। বেশি কথা বললেই সব সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেশি কথা বলা লোককে কেউ গুরুত্ব দেয় না। নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য অবশ্যই নিজের কথার মাপকাঠি সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।❤️❤️

 2 years ago 

আর বেশি কথা বলা লোককে কেউ গুরুত্ব দেয় না।

ঠিক বলেছেন ভাই।

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে আপনি আমাদেরকে অল্প কথা বলা এবং মিষ্টিভাষী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। সত্যি বলতে কি আমরা অপ্রসঙ্গিক এবং মূল্যহীন কথাই বেশি বলে থাকি যা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই ক্ষতির থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে চলতে হবে।

 2 years ago 

আমরা অপ্রসঙ্গিক এবং মূল্যহীন কথাই বেশি বলে থাকি যা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

আপনি একদম ঠিক বলেছেন।

 2 years ago 

আজকাল আবহাওয়া মানুষকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মত ছ্যাকা দেয়।আমি ও ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু হলো না।কথা যত কম বলা যায়,ততই সব জায়গায় শান্তি।কিন্তু একটা সম্যসা আমার কম কথা বলতে পারি না।😭।ভালো ছিলো। ধন্যবাদ।

 2 years ago 

আজকাল আবহাওয়া মানুষকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মত ছ্যাকা দেয়।আমি ও ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু হলো না।কথা যত কম বলা যায়,ততই সব জায়গায় শান্তি।কিন্তু একটা সম্যসা আমার কম কথা বলতে পারি না।😭।ভালো ছিলো। ধন্যবাদ।

 2 years ago 

আজকাল আবহাওয়া মানুষকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মত ছ্যাকা দেয়।

হাহাহাহাহাহা

 2 years ago 

আজকাল আবহাওয়া মানুষকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মত ছ্যাকা দেয়।আমি ও ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু হলো না।কথা যত কম বলা যায়,ততই সব জায়গায় শান্তি।কিন্তু একটা সম্যসা আমার কম কথা বলতে পারি না।😭।ভালো ছিলো। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া।আমাদের মধ্যে এই ফ্রি ফ্রি জ্ঞান দেওয়ার ব্যাপারটি মাত্রাতিরিক্ত হারে বাড়ছে।যতো কম কথা বলা যায় ততোই ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় আসলে।

 2 years ago 

ভাইয়া গত কালকে রাত্রে আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে। আর মনে মনে বৃষ্টি শুরু হওয়ার আগেই শান্তি অনুভব করেছিলাম এই ভেবে যে, একটু পরে তো বৃষ্টি হবে আর গরম কিছুটা কমবে। কিন্তু আমার মনের এই আশাটা মনের ভিতর থেকে গেল। বৃষ্টি আর আসলো না, গরম ও আর কমলনা।

 2 years ago 

আমারও এমনটাই হচ্ছে কিছুদিন ধরে। তবে আজকে সকালে বৃষ্টি হয়েছে পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে।

গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের আভাস পাচ্ছিলাম। ভেবেছিলাম বৃষ্টি হবে, পরিবেশটা ঠান্ডা হবে৷ কিন্তু কই? আবার যা-তাই। প্রচন্ড গরম পড়তে শুরু করেছে। বৃষ্টির দেখা নেই।

আমিও এই ব্যাপারে খুবই হতাশ ভাইয়া। একেবারে আহমক হয়ে গেছি বলতে পারেন হাহাহা।
খুব সুন্দর কিছু কথা বলেছেন আপনি আজকে ভাইয়া। আমার মতেও বেশি কথা বললে ভুল হওার সম্ভাবনা বেশি থাকে। কথা যত কম বলা যায় ততই মঙ্গল। কিন্তু অনেকেই আবার কথা কম বললে বলে মিচকা শয়তান হাহাহা। কই যাবো বলেন?

 2 years ago 

অনেকেই আবার কথা কম বললে বলে মিচকা শয়তান।

তাদের কথায় কান দেওয়া যাবেনা।

 2 years ago 

কোথায় কখন কী বলতে হয় এটা বুঝতে বুঝতে একটা মানুষের সারাজীবন কেটে যায়।আপনি যদি কম কথা বলেন তখন পরিবার বন্ধুবান্ধব সবাই আপনাকে গুরুত্ব দেবে কারণ তখন আপনার কথার মূল্য অনেক হবে। এবং অতিরিক্ত কথা বলার কোনো স্বার্থকথা নেই।

এই কম কথা বলার বিষয়ে একটা হাদিস আছে

যে চুপ থাকে সে নাজাত পায়

দারুণ একটি বিষয়ে লিখেছন ভাই।

 2 years ago 

দারুণ একটি বিষয়ে লিখেছন ভাই।

ধন্যবাদ।

 2 years ago 

তবে চিন্তার কোন কারণ নেই ভাইয়া, যে হারে তাপমাত্রা বাড়ছে এবং জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পাচ্ছে, আমার তো ভয় হচ্ছে কোন দিন যেন ধুমধাম কালবৈশাখীর প্রলয় তাণ্ডব শুরু হয়।

আর আপনার সাথে সুর মিলিয়ে আমি একটা কথাই বলবো বুদ্ধিমানরা বেশি কথা বলে না। এবং যাদের জ্ঞানের অভাব স্বল্প জ্ঞান নিয়ে নিজেকে মহাজ্ঞানী ভাবে তারাই বেশি কথা বলে 😂।

 2 years ago 

যাদের জ্ঞানের অভাব স্বল্প জ্ঞান নিয়ে নিজেকে মহাজ্ঞানী ভাবে তারাই বেশি কথা বলে 😂।

এটা একদম সলিড কথা ভাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66903.90
ETH 3098.58
USDT 1.00
SBD 3.67