একটি ল্যাম্পের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আরো একটি ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি ল্যাম্প ম্যন্ডেলা তৈরী করবো। ম্যান্ডেলা আর্ট তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। এটা তৈরি করতেও আমার অনেক সময় লেগেছে। তারপর ও আমার ম্যান্ডেলা আর্ট তৈরি করতে অনেক ভালো লাগে।

IMG20221105193219.jpg

উপরের এই ল্যাম্প ম্যান্ডেলা আর্ট তৈরি করতে যেসকল জিনিসের প্রয়োজন তা হলো:
১.কম্পাস
২.পেন্সিল
৩.জেলপেন
৪.স্কেল

IMG20221105183048.jpg

অঙ্কনের পদ্ধতি পর্যায়ক্রমিক ভাবে নিচে দেওয়া হলো :

ধাপ- ১:
প্রথমে দুটো লম্বা দাগ দিয়ে স্টিক এঁকে নিবো।

IMG20221105183310.jpg

ধাপ-২:
স্টিকটির উপরের সাইডে বাম পাশে আরো দুটি দাগ দিয়ে বাতি বা ল্যাম্প ঝুলানো স্টিক এঁকে নিবো।

IMG20221105183513.jpg

ধাপ-৩:
এখন দুই স্টিকের মাঝ বরাবর পছন্দ মতো ডিজাইন করে নিবো।

IMG20221105183651.jpg

IMG20221105183850.jpg

ধাপ-৪:
এখন সুন্দর করে ল্যাম্প আঁকবো।

IMG20221105184133.jpg

IMG20221105184432.jpg

ধাপ-৫:
লাম্পের মাঝখানে কিছু ডিজাইন করবো।

IMG20221105184607.jpg

ধাপ-৬:
এতোক্ষন আমি পেন্সিলের সাহায্যে এগুলা আঁকছি।এখন আমি জেলপেনের সাহায্যে পেন্সিলের দাগের উপর দিয়ে অঙ্কন করে নিবো।

IMG20221105185217.jpg

ধাপ -৭:
এখন আমি ল্যাম্পের বাকি অংশ গুলোতে সুন্দর করে ডিজাইন করবো।

IMG20221105185436.jpg

IMG20221105185735.jpg

ধাপ-৮:
ল্যাম্প ডিজাইন শেষ হলে স্টিক দুইটাতেও আমি সামান্য কিছু ডিজাইন করে নিবো।

IMG20221105190330.jpg

ধাপ-৯:
এখন লম্বা স্টিকের সাইডে আমি আমার পছন্দ অনুযায়ী অনেক গুলা ডিজাইন করে নিলাম সৌন্দর্য বাড়ানোর জন্য। এখানে আমি কম্পাসের সাহায্যে অর্ধবৃত্ত আকারে অনেকগুলা এঁকে নিয়েছি। তারপর এরমধ্যে আমি পছন্দ মতো ডিজাইন করেছি।ছবিতে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন।

IMG20221105190711.jpg

IMG20221105190825.jpg

IMG20221105191041.jpg

IMG20221105191341.jpg

IMG20221105192524.jpg

IMG20221105192741.jpg

IMG20221105193512.jpg

এভাবেই আমার সম্পূর্ণ ল্যাম্প ডিজাইন শেষ করলাম। আশা করি আমার এই লাম্প ম্যান্ডেলা আর্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। কোথাও কোন ত্রুটি থাকলে সেটিও বলবেন যেন ভবিষ্যতে আরো ইমপ্রুভ করতে পারি।

যাহোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাহ্ আল্লাহ্ দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সবাইকে জানাই শুভ রাত্রি। আল্লাহ্ হাফেজ ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভাইয়া তো ইদানিং ভালোই আঁকাআকি করছেন। এত সুন্দর সুন্দর ম্যান্ডেলা গুলো কোথায় থেকে শিখলেন নিশ্চয়ই ভাবি শিখাচ্ছে তাই না😉😉।যাই হোক আপনার ল্যাম্পের ম্যান্ডেলা আর্ট টা বেশ সুন্দর হয়েছে। এই রকম একটা ল্যাপ যদি আমার থাকতো,তাহলে ঘরে সাজিয়ে রাখতাম😉।আঁকার প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অল্প কিছুদিন আগে আমি নিজেও এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম। কিন্তু আমার থেকে আপনার মেন্ডেলা আর্ট দেখতে অনেক নিখুঁত দেখাচ্ছে। এখন দেখি প্রতিনিয়ত আপনি আর্ট করার চেষ্টা করতেছেন। বিষয়টা আমার ভীষণ ভালো লাগতেছে ভাই। আমি আপনার আর্ট এর মধ্যে কোন ভুল পেলাম না ভাই। আপনি একদম নিখুঁতভাবে সবটুকু শেষ করেছেন। শেষের ধাপ দেখে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

আসলে ভাইয়া মেন্ডেলা আর্ট করতে সত্যি ভীষণ সময় লাগে। কিন্তু তারপরেও আপনার মেন্ডেলা আর্ট করতে ভালো লেগেছে এটা শুনে খুবই খুশি হলাম। আমি নিজেও মেন্ডেলা আর্ট করতে পছন্দ করি। বিশেষ করে ল্যাম্পপোস্টের ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন দিয়েছেন, সেগুলোর কারণে দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। তাছাড়া ফুলের ডিজাইনের কারণে একটু বেশি আকর্ষণীয় লাগছে।

 2 years ago 

জাষ্ট অসাধারণ হয়েছে অংকনটি। সত্যি বলতে এধরনের অংকন করতে বেশ সময় লেগে যায় আর বেশ কঠিন মনে হয় আমার কাছে। আপনি যথেষ্ট দক্ষতার সাথে অংকনটি করেছেন। ভীষণ ভালো লেগেছে আমার কাছে। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ভাইয়া এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে সত্যিই অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি সময় নিয়ে খুবই নিখুঁতভাবে চমৎকার একটি ল্যাম্পের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার ল্যাম্পের ম্যান্ডেলা আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনার মত আমিও মেন্ডালা আর্ট করতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে এই ধরনের আর্টগুলো বেশ ভালো লাগে, একেতো আর্ট গুলো কালো সাদা হয় তার ওপর ছোট্ট ছোট্ট ফুল ও নিখুঁত কাজ করা থাকে। আপনি খুব সুন্দর করে একটি ল্যাম্পপোস্টের আর্ট করেছেন। দেখতে বেশ ভালো লাগছে ভাইয়া।

 2 years ago 

চমৎকার!
ল্যাম্পটার ভেতর একটা ব্যাপার আছে।দেখতেই একটু আভিজাত্য ভাব আসতেছে।
খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ভালো লাগলো দেখে। শুভ কামনা রইলো।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। আমার কাছেও আপনার মতো মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে। এই ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনার কাছে এখন মান্ডালা আর্ট করতে ভালো লাগে জেনে খুব ভালো লাগলো। আমার কাছে আপনার এই মান্ডালা আর্ট অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মান্ডালা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া ইদানীং আর্টে মনোযোগ দিয়েছন দেখছি! নিশ্চয় বাহিরে যাওয়া হয়না এখন তেমন। ঘরে বসেই আর্ট করে ফেলেন, সত্যি বলছি তো 😁। যাক, আপনার ম্যান্ডেলা আর্ট সুন্দর হয়েছে। এ কাজগুলো করতেও বেশ সময় লাগে। আপনি ধৈর্য নিয়ে কাজটি করতে পেরেছেন 🌼🦋

 2 years ago 

ল্যাম্পের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনার অংকনের দক্ষতা বেড়েই চলেছে। সত্যি ভাইয়া এর আগেও আপনার আর্ট দেখেছি। যতই দিন যাচ্ছে ততই আপনার অংকনের দক্ষতা বেড়ে যাচ্ছে। এই ডিজাইনগুলো করতে খুবই সময় লাগে। ছোট ছোট ফুলগুলো করতে আরেকটা সময়ের প্রয়োজন হয়। আর সেই সাথে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ভাইয়া ল্যাম্পের ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62345.27
ETH 2427.57
USDT 1.00
SBD 2.49