ইনটু দ্যা ডেড।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটু ব্যতিক্রমী একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা গেম ভালবাসেন তারা আমার এই পোস্টটিকে পছন্দ করতে পারেন। তো চলুন শুরু করি আজকে গেম রিভিউ পোস্ট।

আমরা গেম খেলতে কে না পছন্দ করি। গেম আমাদের অবসর সময়ে বন্ধুর মতো কাজ করে। কেউ যখন একটা নির্দিষ্ট গেমে আসক্ত হয়ে যায় তখন তার কাছে একটা আলাদা দুনিয়া তৈরি হয়ে যায়। সে ওই গেম টার মধ্যে যখন থাকে অর্থাৎ তার ওই দুনিয়ার মধ্যে হ্যাপিনেস কাজ করে। যারা ডিপ্রেশনে ভোগেন দেখা গেছে তাদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে ওঠে এই গেম। যার কাছে একটি এন্ড্রয়েড ফোন আছে সে খুব সহজেই প্লে স্টোর থেকে ইচ্ছামতো গেম ডাউনলোড করে খেলতে পারে। এটা খুবই সহজলভ্য আর এজন্যই জনপ্রিয়তা টা অনেক বেশি।
Screenshot_2022-09-28-18-30-05-191_com.sidheinteractive.sif.DR.jpg
Screenshot Taken From Into The Dead Game
যাই হোক, এখন যে গেম সম্পর্কে বলতে যাচ্ছি সে গেমটির নাম হল ইনটু দ্যা ডেড। গেমটি আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। গেমটির সাইজ হলো ১১৬ মেগাবাইট মাত্র। গেমটি ডাউনলোড হয়েছে ৫০ মিলিয়ন বার। আর রিভিউ দিয়েছেন এক মিলিয়ন ইউজার। বুঝতেই পারছেন গেমটি অনেক জনপ্রিয়। আর এই গেমটি পিকপক কোম্পানির একটি গেম। এবার চলুন দেখে নেওয়া যাক এই গেমটির স্টরি লাইনে কি রয়েছে।

এই গেমটির স্টোরিতে তেমন উল্লেখযোগ্য কিছু পাইনি। তবে ইন্টারেস্টিং ছোট্ট একটু কাহিনী আছে। আপনি হেলিকপ্টারে করে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ একটি জঙ্গলের মধ্যে আপনাদের হেলিকপ্টার ক্রাশ করে। হেলিকপ্টারে বাকি যারা ছিল সবাই মারা যায় শুধুমাত্র আপনি বেঁচে থাকেন। আর এরপর আপনি হেলিকপ্টার থেকে বেরিয়ে দেখেন যে ভয়ঙ্কর একটি জঙ্গল। আর এইখানে স্বাভাবিক কোন প্রাণী বাস করে না। এখানে যা আছে সব জম্বি। এই জম্বিদের থেকে নিজেকে বাঁচাতে হবে আর এই ভূতুরে জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। এটাই হল গেমটির টার্গেট।

Screenshot_2022-09-28-18-29-39-027_com.sidheinteractive.sif.DR.jpg
Screenshot Taken From Into The Dead Game

আপনি যখন গেমটি খেলা শুরু করবেন তখন দেখবেন আপনার দিকে অসংখ্য জম্বি হেঁটে আসছে। আপনার কাজ হলো তাদের পাশ কাটিয়ে চলে যাওয়া। যতক্ষণ তাদের পাশ কাটিয়ে চলে যেতে থাকবেন ততক্ষণ আপনি বেঁচে থাকবেন আর বেশি এনার্জি গেইন করতে থাকবেন। চলার পথে আপনি অস্ত্র পাবেন সে অস্ত্রগুলো ব্যবহার করে জম্বিদের মারতে পারবেন। এখানে মেইন বিপদ হচ্ছে কোন জম্বির মুখোমুখি যদি আপনি একবার পড়ে যান তাহলে আপনার খেল খতম। আপনি ওখানেই শেষ। তবে শেষ হওয়ার মুহূর্তটা আসলে দারুন লাগে। এই গেমের মধ্যে আলাদা কোন মিউজিক ব্যবহার করা হয়নি। আপনি যে স্টেপগুলো পার করবেন তার অরজিনাল সাউন্ড ইফেক্ট গুলোই শুনতে পারবেন। হেডফোন কানে দিয়ে যদি আপনি গেমটি খেলেন তাহলে আরো বেশি মজা পাবেন।

Screenshot_2022-09-28-18-30-18-285_com.sidheinteractive.sif.DR.jpg
Screenshot Taken From Into The Dead Game

গেমের গ্রাফিক্স এর ব্যাপারে দুটো কথা বলি। এই গেম এর সাইজ ১১৬ এমবি। সে হিসেবে গেমের গ্রাফিক্স অসাধারণ। ডার্ক একটা পরিবেশ। জম্বিগুলো যখন হেঁটে আসে তখন সেগুলোর মুভমেন্ট, আপনার নড়াচড়া আপনার আগানো সবকিছুই অনেক স্মুথলি ঘটে। এ ব্যাপারটা দারুন। আর সবচেয়ে যে ব্যাপারটি এই গেমের মধ্যে ভালো লেগেছে সেটি হল ফার্স্ট পারসন ভিউ। ফার্স্ট পারসন ভিউ সাধারণত অনেক বড় বড় গেমে দেখা যায়। কিন্তু এই গেমের মধ্যে যে এই সুবিধাটা রাখছে এ জন্য পিকপক কোম্পানিকে ধন্যবাদ। বড় স্ক্রিনে যদি হেডফোন লাগিয়ে গেমটি খেলা যায় তাহলে একদম রিয়াল একটা অনুভূতি পাওয়া যায়। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন।

IMG_20220928_182915.jpg
Download Link

এই গেমটির মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার ব্যাপারটি ছিল হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি, এর গ্রাফিক্স এবং ফার্স্ট পারসন ভিউ। খুব সহজেই এই ব্যপারগুলো আপনার মনোযোগ টেনে নেবে। আপনারা চাইলে এই গেমটি আপনাদের ফেসবুক প্রোফাইলের সাহায্যে লগইন করতে পারবেন। এতে আপনাদের যেই পয়েন্টগুলো জমা হবে সেগুলো পার্মানেন্ট থেকে যাবে। আপনি যখনই আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করবেন তখনই পয়েন্টগুলো পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুর সাথে গেমটি খেলতে পারবেন। মানে কোন প্রকার টার্গেট ফিক্স করে বন্ধুদের সাথে প্রতিযোগিতা করে খেলতে পারবেন, এই সুবিধাটা আছে।

এটাই ছিল ইনটু দ্যা ডেড গেম এর রিভিউ। আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে খেলতে পারেন। আমি আশা করছি গেমটি ভালো লাগবে। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি৷ দেখা হবে পরবর্তী কোন গেম রিভিউ নিয়ে ইনশা আল্লাহ্। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

বাহ্ অসাধারণ ,আমিতো এখনই ডাউনলোড করবো ভেবেছি ,এমন গেইম খেলে আলাদা মজা পাওয়া যাবে তার মধ্যে আপনি পুরা ডিটেইল বলে দিয়েছেন আরো সহজ হল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি আবার ছোট স্কিনে বেশিক্ষন চোখ রাখতে পারি না। কেমন যেন লাগে চোখে। তাই যাবতীয় কাজ ল্যাপটপে করি। আবার আমার গেমেও আসক্তি নেই। কিন্তু আপনের রিভিউ এর সুন্দর উপস্থাপনের জন্য খেলাটা খেলতে ইচ্ছে হচ্ছে। দেখি একদিন চেস্টা করবো। ধন্যবাদ সুন্দর রিভিউর জন্য।

 2 years ago 

বাহ আপনি বেশ চমৎকার কিছু উপস্থাপন করলেন ৷ আসলে সত্যি বলতে গেলে দাদা অনেক দিন হলো গেম খেলি না ৷ যখন প্রথম ফোন নিয়ে ছিলাম সারাক্ষণ গেমের মধ্যে ছিলাম ৷
যা আপনার সমস্ত লেখা গুলোকে মনযোগ দিয়ে পড়লাম ৷ আমিও ডাউনলোড করে খেলবো ৷
ধন্যবাদ

 2 years ago 

ভাই আজকে আপনার রিভিউটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে অনেকদিন হলো গেম খেলা হয়না। আমার বাংলা ব্লগে আসার পর থেকে সারাদিন আমার বাংলা ব্লগকে নিয়ে ব্যস্ত থাকি। যার কারণে আর গেম খেলা হয় না। তবে আজকে আপনার গেম খেলার এই অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। দেখে চেষ্টা করে আবার একটু খেলব।

 2 years ago 

সময় কাটানো বা মন ভালো করার অন্যতম উপায় হলো গেম।গেমের কাহিনীটি বেশ মজার,যদিও আমি গেম খেলি না।তবে গেম না খেললেও ভালো লাগে,কাহিনী পড়ে যতদূর বুঝলাম এটা মজার একটা ভুতুড়ে গেম।ধন্যবাদ দাদা।

 2 years ago 

এসব ভয়ংকর গেমস খেলে যে কি মজা পান!আমার আবার এতো বেশিও গেমস ভালো লাগেনা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74