মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #০৩
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: পাখির ফটোগ্রাফি দিয়ে কমেন্টের মাধ্যমে অংশগ্রহণ করা। এ সপ্তাহে অনেক ইউজার পার্টিসিপেট করেছে।
আমি ইচ্ছে করেই কনটেস্ট টি পিন করিনি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহের মোট ৬ জন পার্টিসিপেট করেছে । ৬ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @Nevlu123
By: @bristy1
By: @narocky71
By: @joniprins
By: @tasonya
একটি কবুতর ফটোগ্রাফি। আমাদের দেশের এখন বিভিন্ন জায়গায় কবুতর পালন করতে দেখা যায়। আমাদের বাড়ির পাশেই এক প্রতিবেশী অনেকগুলো কবুতর পালন করে। একদিন যখন তাদের বাড়িতে হাঁটতে গিয়েছিলাম, তখন কবুতর দেখে আমার কাছে দারুন লাগলো। তখনই এই কবুতরের ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফি করে আমার কাছে ভীষণ ভালো লাগলো।
By: @monira999
পাখির বিবরণ: এই পাখিটির নাম বাজিগার। এই পাখি আমি শখ করে খাঁচায় পোষার চেষ্টা করছি। যখন আমার মন খারাপ থাকে তখন এই পাখির সাথে সময় কাটাতে ভালো লাগে। তাই তো এই ফটোগ্রাফিটি করেছিলাম। আর আপনাদের মাঝে শেয়ার করলাম।
উক্ত ৬ টি এন্ট্রি থেকে ছয়জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ছয়জন পাচ্ছে ১০ স্টিম পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @nevlu123 - 3 STEEM
- 2nd Prize - @narocky71 -2 STEEM
- 3rd Prize - @bristy1 - 2 STEEM
- 4th Prize - @monira999 - 1 STEEM
- 5th Prize - @tasonya - 1 STEEM
- 6th Prize - @joniprins - 1 STEEM
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার প্রতিযোগিতার অংশগ্রহণ করে ভীষণ ভালো লেগেছিল। আসলে আপনার প্রতিযোগিতায় আলাদা একটা আনন্দ পেলাম। বিজয়ীদের মধ্যে একজন হতে পেরে ভাল লাগবে। সবাইকে জানাই অনেক অভিনন্দন।
পাখির ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনি সত্যিই দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। আমাকে বিজয়ী করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ♥️♥️
ভাই আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন যেটা বলার আর অপেক্ষা রাখে না। তাছাড়া দারুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন যেটা সবার ফটোগ্রাফি করার প্রতি আগ্রহ বাড়বে। যেটা আপনার এই সামান্য পুরস্কার দেয়ার মাধ্যমে অনুপ্রেরণা দিবে ।অনেক ভালো লাগলো যারা পুরস্কার বিজয়ী হয়েছে তাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিযোগিতায় বিজয়ী ভাইবোনদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলেই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে বিজয় ছিনিয়ে আনতে পেরেছে। সকলের জন্য অনেক বেশি শুভকামনা এবং ভালোবাসা রইলো।
আমাকে বিজয় করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আমার সাথে যারা বিজয় হয়েছেন সবাইকে অভিনন্দন। আপনি এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বিজয়ীদেরকে। দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন ভাই। সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। পাখি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে নিভলু ভাইয়ের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো মজার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।
খুব খুশি হলাম আমার ফটোগ্রাফিটি আপনার পছন্দ হয়েছে যেনে।আরো বেশি খুশি হয়েছি এ ফটোগ্রাফিটি এক নাম্বারের জন্য মনোনীত হয়েছে দেখে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
দাদা,আপনার ছোট ছোট এই কন্টেস্টগুলি খুবই মজার ও শিক্ষণীয়।বিষয়গুলি খুবই সুন্দর, ইচ্ছে ছিল অংশগ্রহণ করার।কিন্তু পাখির ফটোগ্রাফি বেশ কঠিন তাছাড়া বাড়িতে পোষা পাখিও নেই তাই ফটোগ্রাফি করা হয় নি।পরবর্তীতে অবশ্যই চেষ্টা করবো।পাখির ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর ছিল,বিজয়ীদের অভিনন্দন রইলো,ধন্যবাদ দাদা।
পাখি অত্যন্ত চমৎকার একটা জিনিস কেননা পাখি ভালোবাসা না এমন মানুষ কমই পাওয়া যাবে, প্রত্যেকটা ছবি চমৎকার হয়েছে কবুতরের ছবি ম্যাকাও পাখির ছবি নেবুলু ভাইয়ের সেই ছবি সবগুলো কিন্তু খুব চমৎকার।