মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #০৩steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

Cover_20230704_085111_0000.png

হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: পাখির ফটোগ্রাফি দিয়ে কমেন্টের মাধ্যমে অংশগ্রহণ করা। এ সপ্তাহে অনেক ইউজার পার্টিসিপেট করেছে।

আমি ইচ্ছে করেই কনটেস্ট টি পিন করিনি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।

এ সপ্তাহের মোট ৬ জন পার্টিসিপেট করেছে । ৬ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।

By: @Nevlu123

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovsr2snZSGQmZ2hxEb6AGXi5JHUkw3Wcm9MGjbdnGrfJ4TDNnZSm91VQNF4Ak7C36gH9v8WHUD7fxUkDn4Yp8ZAYE.jpg

আমাদের পুকুর পাড়ে বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য ফুল গাছ রোপন করেছিলাম। তার মধ্যে একটি ফুল গাছে এই পাখিগুলো বাসা বেধে ছিল।বাচ্চাগুলো ফুটানোর আগে ডিম এর ও ফটোগ্রাফি করেছিলাম হঠাৎ করে একদিন এসে দেখি বাচ্চা ফুটে গেছে তখন এই ফটোগ্রাফি গুলো করলাম।

By: @bristy1

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yufkCj5u26FU7AihMEXYj2A8uuPdkfDR5BXSzCHcU6hRnyqX2GVBCu7CSRjfVGF9qnxtFtTSHTrgze66sBL6jFSxAnRkJ.jpg

খরগোশ কিনতে গিয়ে এই লাভ বার্ড গুলো দেখতে পাই।যখন ফটোগ্রাফি করছিলাম লাভ বার্ড গুলো মনে হয় আমার দিকে তাকিয়ে রয়েছে। তখন এই ফটোগ্রাফি গুলো করেছিলাম।আর আজকে একটি ফটো আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

By: @narocky71

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErPZgdvjSkDvBkygqvaSFQnLSCPXe59pGBc9tboYBVzvEej5YXteRzPwrQzsvLRpGqUvwwhdgbgxqJyy6oVJ2rYkd6osmhXKgXvv.jpg

ম্যাকাও পাখিটি আমি একটি চিড়িয়াখানা থেকে ফটোগ্রাফি করেছি। অনেক দামি একটি পাখির ম্যাকাও। এর আগে আমি অনলাইনে অনেকবার এ পাখি দেখেছি। যখন নার্সারিতে গিয়ে পাখিটি দেখি তখনই ফটোগ্রাফি করি। বিশেষ করে পাখির চোখগুলো আমার খুবই সুন্দর লেগেছিল।

By: @joniprins

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv5SfeowJZFuVwf4nJ3bn6LfEFtqcKCbV4dfQ5monsD9kxjsZ9YTTP52BVLXFzvnB2bMUbMkFCK6QJbTakkA9MTDCoLS6wnLtWjVApW.jpg

মতামত- ঢাকা শহরের লোকালয়ে পাখি খুজে পাওয়া অনেক কঠিন। অনেক খোঁজাখুজির পরে বৃষ্টির সময় বাসার ছাদে বিদ্যুতের তারে একটি পাখি দেখে ক্যাপচার করেছি।

By: @tasonya

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ysXedQvUiGWBD4wWL1W2DWywFKREAGzym9yHsVJzwj9gGWob2FtmbQm3q4oN8T5aLcFaR2Hvxx4q9NcSF9NbqDNLBiDt2.jpg

একটি কবুতর ফটোগ্রাফি। আমাদের দেশের এখন বিভিন্ন জায়গায় কবুতর পালন করতে দেখা যায়। আমাদের বাড়ির পাশেই এক প্রতিবেশী অনেকগুলো কবুতর পালন করে। একদিন যখন তাদের বাড়িতে হাঁটতে গিয়েছিলাম, তখন কবুতর দেখে আমার কাছে দারুন লাগলো। তখনই এই কবুতরের ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফি করে আমার কাছে ভীষণ ভালো লাগলো।



By: @monira999

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yUyhqzJNhF9GWTc8MC5ewJTqENU74FgrqYFXwVGKWdK33ajy7NjNSWNkDqjpcXCjQEDNfS9S82mgWArSPesDdRAbB2StE.jpg

পাখির বিবরণ: এই পাখিটির নাম বাজিগার। এই পাখি আমি শখ করে খাঁচায় পোষার চেষ্টা করছি। যখন আমার মন খারাপ থাকে তখন এই পাখির সাথে সময় কাটাতে ভালো লাগে। তাই তো এই ফটোগ্রাফিটি করেছিলাম। আর আপনাদের মাঝে শেয়ার করলাম।



উক্ত ৬ টি এন্ট্রি থেকে ছয়জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ছয়জন পাচ্ছে ১০ স্টিম পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনার প্রতিযোগিতার অংশগ্রহণ করে ভীষণ ভালো লেগেছিল। আসলে আপনার প্রতিযোগিতায় আলাদা একটা আনন্দ পেলাম। বিজয়ীদের মধ্যে একজন হতে পেরে ভাল লাগবে। সবাইকে জানাই অনেক অভিনন্দন।

 last year 

পাখির ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনি সত্যিই দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। আমাকে বিজয়ী করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ♥️♥️

 last year 

ভাই আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন যেটা বলার আর অপেক্ষা রাখে না। তাছাড়া দারুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন যেটা সবার ফটোগ্রাফি করার প্রতি আগ্রহ বাড়বে। যেটা আপনার এই সামান্য পুরস্কার দেয়ার মাধ্যমে অনুপ্রেরণা দিবে ।অনেক ভালো লাগলো যারা পুরস্কার বিজয়ী হয়েছে তাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 last year 

প্রতিযোগিতায় বিজয়ী ভাইবোনদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলেই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে বিজয় ছিনিয়ে আনতে পেরেছে। সকলের জন্য অনেক বেশি শুভকামনা এবং ভালোবাসা রইলো।

 last year 

আমাকে বিজয় করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আমার সাথে যারা বিজয় হয়েছেন সবাইকে অভিনন্দন। আপনি এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বিজয়ীদেরকে। দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন ভাই। সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। পাখি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে নিভলু ভাইয়ের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো মজার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 last year 

খুব খুশি হলাম আমার ফটোগ্রাফিটি আপনার পছন্দ হয়েছে যেনে।আরো বেশি খুশি হয়েছি এ ফটোগ্রাফিটি এক নাম্বারের জন্য মনোনীত হয়েছে দেখে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

দাদা,আপনার ছোট ছোট এই কন্টেস্টগুলি খুবই মজার ও শিক্ষণীয়।বিষয়গুলি খুবই সুন্দর, ইচ্ছে ছিল অংশগ্রহণ করার।কিন্তু পাখির ফটোগ্রাফি বেশ কঠিন তাছাড়া বাড়িতে পোষা পাখিও নেই তাই ফটোগ্রাফি করা হয় নি।পরবর্তীতে অবশ্যই চেষ্টা করবো।পাখির ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর ছিল,বিজয়ীদের অভিনন্দন রইলো,ধন্যবাদ দাদা।

 last year 

পাখি অত্যন্ত চমৎকার একটা জিনিস কেননা পাখি ভালোবাসা না এমন মানুষ কমই পাওয়া যাবে, প্রত্যেকটা ছবি চমৎকার হয়েছে কবুতরের ছবি ম্যাকাও পাখির ছবি নেবুলু ভাইয়ের সেই ছবি সবগুলো কিন্তু খুব চমৎকার।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.24
JST 0.040
BTC 99544.74
ETH 3325.51
SBD 6.20