পাওয়ার আপ প্রতিযোগিতা -১৯ এর ফলাফল ||| প্রতিযোগিতার সপ্তাহ- ২০ -নতুন সপ্তাহে চলমান থাকবে। [ ABB-POWER UP CONTEST]
পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় ১৩৩ দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে ৩৯ জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।
কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @munna101 | 1.95122% | 20 STEEM |
২ | @bristy1 | 0.241313% | 10 STEEM |
৩ | @rabiul365 | 1.37931% | 14 STEEM |
৪ | @abidatasnimora | 1.18846% | 14 STEEM |
৫ | @emranhasan | 0.562852% | 15 STEEM |
৬ | @md-razu | 0.779423% | 10 STEEM |
৭ | @joynalabedin | 6.53266% | 13 STEEM |
৮ | @sikakon | 0.452899% | 10 STEEM |
৯ | @razuan12 | 0.157341% | 16 STEEM |
১০ | @mahir4221 | 2.02977% | 15 STEEM |
১১ | @mahbubul.lemon | 2.82885% | 20 STEEM |
১২ | @tanjima | 1.89944% | 17 STEEM |
১৩ | @ripon40 | 0.590319% | 10 STEEM |
১৪ | @limon88 | 1.43954% | 30 STEEM |
১৫ | @sadiahaque | 3.31126% | 10 STEEM |
১৬ | @sajjadsohan | 0.98912% | 10 STEEM |
১৭ | @haideremtiaz | 2.52049% | 12 STEEM |
১৮ | @ashikur50 | 0.721501% | 10 STEEM |
১৯ | @razuahmed | 1.34771% | 20 STEEM |
২০ | @biplopali | 1.30548% | 05 STEEM |
২১ | @pro12 | 0.997698% | 13 STEEM |
২২ | @narocky71 | 0.133049% | 10 STEEM |
২৩ | @kazi-raihan | 1.12016% | 11 STEEM |
২৪ | @steem-for-future | 0.355745% | 10 STEEM |
২৫ | @litonali | 0.991408% | 14 STEEM |
২৬ | @rubayat02 | 1.10051% | 15 STEEM |
২৭ | @mostafezur001 | 1.84874% | 11 STEEM |
২৮ | @mayedul | 3.23276% | 15 STEEM |
২৯ | @nevlu123 | 34.3342% | 2020 STEEM |
৩০ | @mohamad786 | 1.56299% | 50 STEEM |
৩১ | @rex-sumon | 0.216675% | 50 STEEM |
৩২ | @rayhan111 | 2.52049% | 123 STEEM |
৩৩ | @aflatunn | 7.42942% | 50 STEEM |
৩৪ | @isratmim | 4.40917% | 100 STEEM |
৩৫ | @alsarzilsiam | 0.881834% | 50 STEEM |
৩৬ | @alauddinpabel | 3.0303% | 50 STEEM |
৩৭ | @hsiddiqui79 | 70.4225% | 50 STEEM |
৩৮ | @tangera | 0.96918% | 50STEEM |
৩৯ | @kibreay001 | 13.20147% | 60 STEEM |
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৩০৩৩ স্টিম।
যারা কনটেস্টে পার্টিসিপেট করেছে কিন্তু নিয়ম মানেনি তাদেরকে উইনার লিস্টে রাখা হচ্ছে না। নিম্নে তাদের লিস্ট প্রদান করা হলোঃ-
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @munna101 | 1.95122% | 20 STEEM |
২ | @bristy1 | 0.241313% | 10 STEEM |
৩ | @rabiul365 | 1.37931% | 14 STEEM |
৪ | @abidatasnimora | 1.18846% | 14 STEEM |
৫ | @emranhasan | 0.562852% | 15 STEEM |
৬ | @md-razu | 0.779423% | 10 STEEM |
৭ | @joynalabedin | 6.53266% | 13 STEEM |
৮ | @sikakon | 0.452899% | 10 STEEM |
৯ | @razuan12 | 0.157341% | 16 STEEM |
১০ | @mahir4221 | 2.02977% | 15 STEEM |
১১ | @mahbubul.lemon | 2.82885% | 20 STEEM |
১২ | @tanjima | 1.89944% | 17 STEEM |
১৩ | @ripon40 | 0.590319% | 10 STEEM |
১৪ | @limon88 | 1.43954% | 30 STEEM |
১৫ | @sadiahaque | 3.31126% | 10 STEEM |
১৬ | @sajjadsohan | 0.98912% | 10 STEEM |
১৭ | @haideremtiaz | 2.52049% | 12 STEEM |
১৮ | @ashikur50 | 0.721501% | 10 STEEM |
১৯ | @razuahmed | 1.34771% | 20 STEEM |
২০ | @biplopali | 1.30548% | 05 STEEM |
২১ | @pro12 | 0.997698% | 13 STEEM |
২২ | @narocky71 | 0.133049% | 10 STEEM |
২৩ | @kazi-raihan | 1.12016% | 11 STEEM |
২৪ | @steem-for-future | 0.355745% | 10 STEEM |
২৫ | @litonali | 0.991408% | 14 STEEM |
২৬ | @rubayat02 | 1.10051% | 15 STEEM |
২৭ | @mostafezur001 | 1.84874% | 11 STEEM |
২৮ | @mayedul | 3.23276% | 15 STEEM |
পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৭৫ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-
অবস্থান | নাম | পাওয়ার বৃদ্ধি | পুরস্কার এর পরিমান |
---|---|---|---|
১ | @hsiddiqui79 | 70.4225% | ২০ STEEM |
২ | @nevlu123 | 34.3342% | ১৮ STEEM |
৩ | @kibreay001 | 13.20147% | ১৫ STEEM |
৪ | @aflatunn | 7.42942% | ১০STEEM |
৫ | @isratmim | 4.40917% | ৭ STEEM |
৬ | @alauddinpabel | 3.0303% | ৫ STEEM |
যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।
উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।
কনটেস্টে পার্টিসিপেট করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হলঃ-
সপ্তাহে একবার পাওয়ার আপ করে সেটি দিয়ে পোস্ট করতে পারবেন। একাধিকবার পাওয়ার আপ করার ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট করা যাবে না। (একজন ইউজার যতবার খুশি ততবার পাওয়ার আপ করতে পারবে কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র একবার পাওয়ার আপ করে উক্ত ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট তৈরী করতে পারবে)
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
>আপনি এভাবেও উল্লেখ করতে পারেন। [ss From @kawsar ]
সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড। (টার্গেট ডিসেম্বরের জন্য যেকোনো এমাউন্ট কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য মিনিমাম ৫০ স্টিম)
কনটেস্ট অংশগ্রহণ করতে হলে আপনার ওয়ালেট এ minimum-50 স্টিম পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups [ বাধ্যতামূলক ট্যাগ -#abb-powerup ]
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর: All Admin and Mods
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই হলো সব থেকে বড় বিষয়, যারা যারা নিয়ম মেনে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে শুভেচ্ছা।এবং যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন।
পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল দেখতে পেয়ে খুবই ভালোলাগলো। যারা পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সকলের জন্য রইল শুভেচ্ছা এবং যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।
পাওয়ার আপ মানে দারুন কিছু।
পাওয়ার আপ মানে একটু একটু করে এগিয়ে যাওয়া।
বিজয়ীদের জন্য অনেক দোয়া এবং শুভ কামনা রইল 🥀
এটা সত্যি দারুন একটি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণেই সবাই পাওয়ার বৃদ্ধি করায় অনেক বেশি আগ্রহী হয়েছে। ধন্যবাদ ভাই আমাদের সবাইকে এত সুন্দর সুযোগ করে দেয়ার জন্য।
পাওয়ারআপ প্রতিযোগিতায় স্থানপ্রাপ্ত করি সবাইকে আমার মনের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই এগিয়ে চলুন দুর্বার গতিতে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
প্রতি সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতার আয়োজন করার ফলে আমরা অনেকেই প্রতিনিয়ত পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের শক্তি বৃদ্ধি করছি।এ সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ী ভাই বোনদের জন্য রইলো অনেক অনেক অভিনন্দন।
পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল দেখে খুবই ভালো লাগলো। যাঁরা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। সকলের জন্য শুভকামনা রইলো।
প্রতিবার প্রতিযোগিতায় জেতার লিস্টটা দেখলেই ভালো লাগে।কারণ প্রাইজ জেতা সবসময় ই খুব আনন্দের আর মজার ও।
টার্গেট ডিসেম্বর সিজন 2 পাওয়ার আপ প্রতিযোগিতায় প্রত্যেকটি বিজয়ীর জন্য থাকলো অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
যারা যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি। আমি মনে করি সবার এই পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত।
পাওয়ার আপ মানেই নিজের শক্তি বৃদ্ধি করা ৷ যারা যারা এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷