শীতকালীন প্রাকৃতিক দৃশ্য - প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

1643797116247-01.jpeg



ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ


  • The 2th February , 2022
  • Wednesday

হ্যালো প্রিয় বন্ধুরা...

কেমন আছেন সবাই ? কিছুদিন পূর্বে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতাটির টপিকস ছিল শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। ইতিমধ্যেই অনেকেই তাদের এন্ট্রি পাবলিস্ট করেছে। আমি একটু দেরীতেই করলাম। কারন আমার ফটোগ্রাফি গুলো করতে দুইদিন সময় লেগেছে। যাইহোক, অবশেষে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ।

আমি আমার ফটোগ্রাফি গুলো একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে যাচ্ছি। দুইটি ক্যাটাগরিতে আমি আমার ফটোগ্রাফি গুলো ভাগ করেছি। ক্যাটাগরি দুইটি হলোঃ-

  • উইন্টার নেচার।
  • উইন্টার নেচার উইথ ফার্মার।

উইন্টার নেচার:

প্রথমেই আমরা শীতকালীন প্রাকৃতিক দৃশ্য গুলো দেখে নিবো। এ ক্যাটাগরির ফটোগ্রাফি গুলো দ্বারা গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। শীতের এই সময়ে গ্রামীণ অঞ্চলে বাহারি প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ করা যায়। সেটা যেকোনো কিছু হতে পারে। শীতকালে প্রকৃতি একটি নতুন রূপে সাজে। এটা শুধুমাত্র প্রকৃতির কাছে গেলেই বোঝা যায়। আর প্রকৃতির কাছে গিয়ে তার সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে নিয়ে আসা ছিল আমার কাজ। তাহলে চলুন আমরা প্রথম ক্যাটাগরির উইন্টার ন্যাচার ফটোগ্রাফি গুলো দেখে নিই।



1643776917819-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 28-01-22 || f/5.6-110.00mm
What's 3 Word Location :https://w3w.co/baffle.reactio..

সুন্দর গন্ধ যুক্ত এই বর্ষজীবী গাছটির নাম হল ধনিয়া গাছ। শীতের এই সময়টাতে এটি চাষ করা হয়। যে জমিতে ধনিয়া চাষ করা হয় সেই জমির আশেপাশে দিয়ে গেলে সুন্দর একটি গন্ধ নাকে আসে। যেটা খুবই ভালো লাগে।



1643775826321-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/5.6-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..

কনকনে শীতে পাখিটি জরোকরো হয়ে বসে আছে আখের পাতার উপর। পাখিটি খুবই স্থিরভাবে বসেছিল। যতই স্থিরভাবে এক জায়গায় বসে থাকা যাবে ততই শীত কম লাগবে। আমিও ওকে ডিস্টার্ব করিনি। শুধু ফটো তুলেই স্থান ত্যাগ করেছি। কারণ ওকে দেখেই বোঝা যাচ্ছিল আমার উপস্থিতি ওর পছন্দ হচ্ছেনা। হয়তো ভয় পাচ্ছিল।



1643776318357-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/4.0-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..

খুবই কমন কিন্তু অসাধারণ একটি দৃশ্য। শীতকালীন সকালে এমন দৃশ্য মাঠে-ঘাটে সব জায়গাতেই দেখা যায়। মটরশুঁটির পাতায় পাতায় শিশির জুমে আছে। শিশিরগুলো দেখতে মনে হচ্ছিল এক একটা ডায়মন্ডের টুকরো। হালকা রোদে ঝলমল করছিল।



1643780850337-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/5.6-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/shifts.sends.kit

ভাই একটু দাঁড়ান প্লিজ। এই ফটোটি একটু বেশি সময় নিয়ে দেখবেন আশা করি। এই ফটোটি তুলতে আমার অনেকক্ষণ সময় স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। একটুও নড়াচড়া করতে পারিনি। পাখিটি প্রচন্ড ছুটাছুটি করে বেড়াচ্ছিল। আবার কাছে যেতে গেলে উড়ে যাচ্ছিল। বহুক্ষণ অপেক্ষা করে অনেক ধৈর্য্য ধরে অনেক অনেক চেষ্টার ফলে এই ছবিটি তুলতে পেরেছিলাম।



1643781043315-01.jpeg1643780998284-01.jpeg

1643780935793-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/5.0-140.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..

ছবিগুলো জুম করলে প্রকৃত সৌন্দর্য দেখতে পারবেন। ছোট বিন্দুবিন্দু শিশির কনা জুমে আছে গমের শীষের ডগায় ডগায়। সৌন্দর্যটা বাস্তবে দেখতে যেন আরও বেশি সুন্দর ছিল।



1643795072277-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 28-01-22 || f/5.6-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/accessories..

শীতকালে যখন একযোগে অনেক অনেক জমি চাষ দেওয়া হয় তখন এরা সেই চাষ দেয়া জমিতে পোকামাকড় খেতে আসে। এই সাদা বক গুলো অনেক দুর থেকেও দেখতে খুবই সুন্দর লাগে। শীতের এই সময়ে প্রচুর প্রচুর বক ঝাঁকে ঝাঁকে ঘুরতে দেখা যায় মাঠগুলোতে।


উইন্টার নেচার উইথ ফার্মার:

শীতের এই সময়গুলোতে মাঠে প্রচুর পরিমাণে কৃষিকাজ হতে দেখা যায়। এই সময়টাতে বিভিন্ন ধরনের ফসল জমি থেকে কেটে আনা আবার বিভিন্ন ধরনের ফসল জমিতে চাষ করা সবকিছুই হয়ে থাকে। আর শীতের এই সময়টাতে কৃষকদের কাজগুলো প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। এটাই বাস্তব। আর সেটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আমরা এবার দেখে নেই শীতের প্রাকৃতিক সৌন্দর্য এবং সে সৌন্দর্যের মাঝে কৃষকদের কর্মকাণ্ড।



1643777102057-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 28-01-22 || f/8.0-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/dignity.boil..

মটরশুঁটির ফুলের চাঁদরে পুরো মাঠ টা যেন ছেয়ে আছে। জমির অপরপ্রান্তে কিছু কৃষক কাজ করছিলেন। কিন্তু কি করছে সেটা বুঝতে পারিনি। বাস্তবে দেখতে সত্যিই অপরূপ লাগছিল।



1643776661978-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/4.0-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/obscuring.li..

এই তো আর মাত্র ছয় সাতটা আঁখের জর বাকি আছে। এগুলো কাঁটা হয়ে গেলেই মোটামুটি পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। শীতকালের এই সময়টাতে প্রায় সব জায়গায় আঁখ কাটা শেষ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় একটু-আধটু বাকি রয়েছে। সেগুলোই কাটার আয়োজন চলছে।



1643776156069-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/4.0-90.00mm
What's 3 Word Location :https://w3w.co/shifts.sends...

খুব ভোরে নিজের জমির অবস্থা এক নজর দেখার জন্য ছুটে চলেছে সাইকেল নিয়ে। প্রথমে বুঝতে পারিনি ইনি কে। পরে খেয়াল করে দেখি উনি আমার প্রাইমারি স্কুলের টিচার। উনি প্রায় ই উনার জমি গুলো দেখার জন্য সকাল-সকাল পদ্মার চরে চলে আসেন।



1643775974836-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/4.0-85.00mm
What's 3 Word Location :https://w3w.co/dignity.boi..

এই ছবিটি তোলার আগে বাইক নিয়ে একটি আছার খেয়েছিলাম। যখনই এই মহিষের গাড়িটা দেখেছিলাম তখন হঠাৎ করে বাইকের ব্রেক চাপতে গিয়ে স্লিপ খেয়ে ঐখানেই পড়ে গিয়েছিলাম। কারন সকালবেলা কুয়াশা পড়ে ঘাসগুলো অনেক পিচ্ছিল হয়েছিল। যাইহোক তারপরেও অনেক সুন্দর একটা সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশের দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে পেরেছি।



1643775560822-01.jpeg

1643775755634-01.jpeg1643782488414-01.jpeg

1643775787787-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/4.0-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/baffle.reactio..

এই ছবিটির পিছনে একটি গল্প আছে, গল্পটা আগে বলি। আসলে শীতের সকাল গুলোতে মাঝে মধ্যেই দেখা যায় গ্রামের মানুষেরা যেখানে সেখানে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। চিন্তা করেছিলাম চরে গিয়ে যদি এরকম একটা দৃশ্য ক্যাপচার করতে পারি তাহলে সবার সাথে শেয়ার করতে পারবো। কিন্তু ওখানে তো এরকম কোন দৃশ চোখে পড়েনি। তাই সেটাপ করে নিতে হলো । কুয়াশায় প্রচন্ড ভিজা ছিলো আশেপাশের সবকিছু। একটু ঘোরাফেরা করার পর চোখে পড়লো, এক জায়গায় সরিষা মারাইয়ের পর সরিষার গাছগুলো পুড়িয়ে ফেলেছে। কারণ এগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে অনেক খরচ পড়ে যায়। তো ওই পুড়িয়ে ফেলা জায়গার পাশেই কিছু সরিষার চূর্ণ-বিচূর্ণ গাছ পালা দেওয়া ছিল । ওগুলোর উপরের দিকে একেবারেই ভেজা ছিল আর নিচের দিকে মোটামুটি শুকনো ছিল। কিন্তু আগুন ধরছিল না। এরপর বাইক থেকে পেট্রোল বের করে সেখানে ফেলে তারপর আগুন ধরিয়েছিলাম।

অবশেষে কাঙ্খিত যে দৃশ্যটি চাচ্ছিলাম সেটি পেয়ে গেলাম। এরপর কয়েকটি ছবি নিয়ে নিলাম। আসলে গ্রাম অঞ্চলে শীতের সময় এই দৃশ্যটি খুবই কমন। আর ছবিটি আমি নিয়েছি তিনটে জিনিস এর সৌন্দর্য এক জায়গায় করে। যেমন সূর্য দেখা যাচ্ছে, আগুন থেকে উঠা ধোয়া দেখা যাচ্ছে, আর ঘাসের মাঝে জুমে থাকা শিশির কনা দেখা যাচ্ছে।



1643776419571-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/5.0-180.00mm
What's 3 Word Location :https://w3w.co/obscuring.li..

খুব ভালোভাবে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মাঠের দিকে রওনা দিয়েছেন একজন খাঁটি কৃষক। এদের জীবন সত্যিই অনেক কঠিন। কিন্তু এদের সাথে কথা বলতে গেলে মুখের কোণে সবসময় হাসি দেখা যায়।



1643776234182-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/5.0-190.00mm
What's 3 Word Location :https://w3w.co/sleeping.ski..

কিছুক্ষণের মধ্যেই আঁখ ভাঙ্গানোর কার্যক্রম শুরু হবে। শীতের সময়েই এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমার বেশ ভালই লাগে। যে ব্যক্তিটি কে দেখতে পারছেন উনি সবেমাত্র প্রস্তুতি নিচ্ছে, আঁখ ভাঙ্গাবে বলে।



1643776833039-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-02-22 || f/5.0-180.00mm
What's 3 Word Location :https://w3w.co/dignity.boils...

একজন কৃষক শিশিরভেজা মেঠো রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে মাঠের দিকে যাচ্ছেন সার বপন করতে। সাইকেলের পিছনে সারের বস্তা, আর একটি গামলা নিয়ে রওনা দিয়েছেন সকাল সকাল।



1643776879890-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 28-01-22 || f/6.3-210.00mm
What's 3 Word Location :https://w3w.co/baffle.react..

সরিষা মারাই এর কার্যক্রম চলছে। অনেক দূর থেকে জুম করে ছবিটি তোলা। আশেপাশের প্রাকৃতিক দৃশ্য গুলো লক্ষ্য করুন। খুবই সুন্দর মনোরম দৃশ্য। কৃষকরা কাজ করছে, তার ওইপাশে কলা গাছের বাগান, আর নিচে মাঠে শুধুই মটরশুঁটির ফুলে ভরা।



1643777015437-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 28-01-22 || f/7.1-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/shifts.sen..

শীতের মাঝামাঝি থেকে শেষ সময় অব্দি জমিগুলো নতুন সাজে সাজার জন্য প্রস্তুতি নেয়। এখন পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। জমি প্রস্তুত করার পর ধান লাগিয়ে দেয়া হবে। তখন জমিগুলো সবুজে শ্যামলে ভরে উঠবে।



1643776965217-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 28-01-22 || f/7.1-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/shiftssend.

একজন কৃষক তার জমির আইল কেটে সাইজ করে নিচ্ছে। এই সময়টায় যারা ধান চাষ করে তারা জমিগুলো এভাবেই প্রস্তুত করে নেয়। এইতো কিছুদিন আগে আমাদের জমি ও এভাবে প্রস্তুত করে ধান লাগানোর জন্য রেডি করা হয়েছে। এগুলো ও শীতের সময় এর একটা সৌন্দর্য।

এটাই ছিল আমার শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি কনটেস্টের এন্ট্রি। জানিনা কেমন ফটো আপনাদের উপহার দিতে পেরেছি। তবে দুদিন ধরে ফটোগ্রাফি করে সেগুলোর মধ্যে বাছাই করে আপনাদের সাথে শেয়ার করলাম। যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আপনারা মূল্যায়ন করুন কেমন ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ধন্যবাদ। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যি বলতে ভাইয়া কিছু অপূর্ণতা লাগছিল এই কনটেস্ট। আপনার কথাই বলছিলাম কারণ আপনি এর আগেও দারুন দারুন ফটোগ্রাফি করেছেন। আপনারটা দেখতে পায় নাই বলেই অপূর্ণতা ছিল। এই তো দেখতে পেলাম আমার কাছে সব থেকে ভালো লাগলো। ইউনিক ফটোগ্রাফি শীতকালের।কোনটা রেখে কোনটার প্রশংসা করবো। প্রতিটি ফটোগ্রাফি ছিল মনমুগ্ধকর। সবথেকে ভালো লাগলো লোকটি মনে হয় নামাজ আদায় করছিল সবথেকে বেস্ট।একজন কৃষক জমির আইল কেটে সাইজ করে নিচ্ছে। বাহ মনমুগ্ধকর দৃশ্য।সব মিলিয়ে অনেক দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

আসলে আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। ভালোই পরিশ্রম করতে হয়েছে ফটোগ্রাফি গুলো করতে।

আপনাদের এমন মন্তব্য পেয়ে সত্যিই আমি আরো ভালো কিছু করার শক্তি পাই ।

 2 years ago 

ভাইয়া সত্যিই আপনার ফটোগ্রাফি দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। আপনার প্রতিটি ফটোগ্রাফি কথা বলছে এবং আপনি ফটোগ্রাফি গুলো করার জন্য প্রায় দুই দিন সময় নিয়েছেন। এবং সকাল বেলায় ফটোগ্রাফি শুট করতে গিয়ে মোটর সাইকেল থেকে স্লিপ করে পড়ে গিয়েছেন, জানিনা ব্যথা পেয়েছেন কিনা। তবে এ পর্যন্ত আমি যতগুলো শীতকালীন ফটোগ্রাফি পোস্ট দেখেছি তার মধ্যে আপনারটাই সেরা মনে হয়েছে। আর আমার মনে হয় আপনি ফাস্ট হবেন। সত্যি দারুন ছিল এবং সেইসাথে অসাধারণ উপস্থাপনা। আর আপনার প্রতিটি ফটোগ্রাফি মন মাতানো ছিল। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম।

 2 years ago 

আপনার অনুভূতি জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকে সাপোর্ট করলে আরও ভালো ভালো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে পারব।

 2 years ago 

ভাই আপনার সকালটা বেশ স্বার্থক হয়েছে, শীতের ঠান্ডাকে উপেক্ষা করে বেশ ভালো ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফিগুলো দেখে হৃদয় জুড়িয়ে গেলো একদম। অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাদের মন্তব্য দেখার পর সত্যিই ভাই মনে হচ্ছে কষ্টগুলো সার্থক হয়েছে। 🥰

 2 years ago 

শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে পরাণটা ভরে গেল। গ্রামীণ পরিবেশের প্রকৃত রুপ সৌন্দর্য সবই আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। আমার মতে সবাই মুগ্ধ হবে আপনার ফটোগ্রাফি দেখে। ❤️❤️

 2 years ago 

ধন্যবাদ।।। মন্তব্য দেখে আমার মন ভরে গেল 🤭

 2 years ago 

মামু আপনার যতই প্রশংসা করা যায় ততটাই কম হবে। আপনি শীতকালিন গ্রাম বাংলার ছবি আপনি তুলেছেন সত্যিই অসাধারণ।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9bn1QWA2dWwV9i91UQ6x9F6NN6u2TS2hwg54q8aercHqk1uXYd4NpsjkMNn7hj931JmyT7JRpHEXZJ6NjovpESdqmh8.jpeg

বিশেষ করে এই ছবিটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক বেশি।। আমি আগে থেকে দেখে আসছি আপনার প্রত্যেকটা ছবি আপনি খুব নিখুঁতভাবে তোলেন এবং সেই সম্পর্কে অনেক সুন্দর হবে বর্ণনা করেন।।

 2 years ago 

হ ভাগ্নে বুঝছি।। অনেক ভালো ফটোগ্রাফি করেছি, কিন্তু বিয়ে করবা কবে?? 😅😅

ফটোগ্রাফি করতে হবে না আমার??? 😍

ভাই নতুন করে কি আর বলব আপনার ফটোগ্রাফি নিয়ে। অসাধারণ এবং চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যিই ভাই আপনার প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আর উপস্থাপনা অসাধারণ হয়েছে যা আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমি পুরাই মুগ্ধ ভাইয়া। যত প্রসংশা করিনা কেন কম হবে।

 2 years ago 

অও দাদা,বলার ভাষা হারিয়ে ফেলছি।কত সুস্পষ্ট ও যত্নসহকারে আপনি ছবিগুলো তুলেছেন তা প্রত্যেকটি ছবিই প্রমাণ দেয়।তাছাড়া পাখিগুলি পাতার ফাঁকে কি সুন্দর দেখতে লাগছে ,ধোঁয়ার কুন্ডলীও দারুণ লেগেছে আমার কাছে।অসাধারণ ফটোগ্রাফি👌👌 ।ধন্যবাদ দাদা।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 
  • ভাইয়া আপনার ফটোগ্রাফির মাধ্যমে শীতের প্রকৃতির ফুটে উঠেছে। খুবই সুন্দর ভাবে আপনাদের সকল প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে বক উড়ে যাওয়ার দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। গ্রাম বাংলার কৃষকের সৌন্দর্য আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। আসলেই ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। শীতের সুন্দর প্রকৃতির দৃশ্য আপনি তুলে ধরেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ।

 2 years ago 

ভাবছিলাম প্রাইজ পাবো কিন্তু আমার ছবি এই ছবির সামনে কিছুই না। ভাইয়া আপনি অনেক ভালো ফটোগ্রাফি করছেন প্রতিটা ফটো অনেক অনেক ভালো লাগছে। আমি এটাও সিওর আপনি প্রতিযোগীতায় কোন একটা স্থান পেয়ে যাবেন। শুভ কামনা রইল

 2 years ago 

হুম ভাই কোন একটা স্থান পেলেই হবে। 🙂

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64233.18
ETH 3491.62
USDT 1.00
SBD 2.54