এক বছর পর সেই জায়গাটিতে।

in আমার বাংলা ব্লগ2 years ago

সালামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ্ তা'আলার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। গত বছরে তুলনায় এবার ঘোরাঘুরি পোস্ট আপনাদের সাথে খুব কম শেয়ার করেছি সেটা তো দেখেছেন। এবার বিভিন্ন সমস্যার কারণে তেমন সময় পাইনি আগের মত ঘুরাঘুরি করার।

দীর্ঘ প্রায় এক বছর পর একটি জায়গায় গিয়েছিলাম কালকে। পূর্ব পরিকল্পনা ছিলনা হঠাৎ করেই যাওয়া। কাল একটু ফ্রি ছিলাম তাই সবাই ভাবলাম অনেক দিন ওইখানে যাওয়া হয় না, একটু ঘুরে আসা যাক। আপনাদের হয়তো মনে আছে যারা পোস্টগুলো পড়েছিলেন। একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গাটা মরুভূমির মতো। ওই বালির উপর দিয়ে আমরা বাইক চালিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর। কিন্তু এবার আমরা গিয়ে পরিবেশটায় বেশ পরিবর্তন দেখলাম।

1673097578062-01.jpeg

1673097603690-01.jpeg

আগে যেদিকে তাকানো যেত সেদিকেই শুধু বালি আর বালি দেখা যেত। সেখানে মাটির আস্তরণ জমা পড়েছে। এখন চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। এতদিন পর এখানে যেয়ে আমাদের খুবই ভালো লাগছিল। কিন্তু বেশি একটা গভীরে যাওয়া হয়নি। যতটুকু পেরেছিলাম বাইক চালিয়ে ভালোভাবে যেতে অতটুকুই গিয়ে আবার ফিরে এসেছিলাম।

1673097629515-01.jpeg

1673097652888-01.jpeg

1673097680975-01.jpeg

1673097702817-01.jpeg

1673097725357-01.jpeg

গত বছরের আমার পোস্টগুলোতে দেখেছেন এই জায়গাটাতে গুজি চাষ করা হয়েছিল। গুজির হলুদ ফুলে জায়গাটি দেখতে বেশ দারুন লাগছিল। আর বাকি সমস্ত জায়গায় ছিল শুধু বালি আর বালি। এবার অনেক জায়গায় দেখলাম ফসল চাষ করা হয়েছে, ফাঁকা জায়গা কমই আছে। তাও ভালো, ফসলাদি চাষ হোক। দেশের খাদ্যশস্য বাড়বে।

1673097782624-01.jpeg

1673097799168-01.jpeg

1673097821661-01.jpeg

1673097837368-01.jpeg

1673097857770-01.jpeg

1673097869250-01.jpeg

1673097891457-01.jpeg

1673097913853-01.jpeg

যাই হোক আমরা চাইলেও বেশিদূর যেতে পারিনি। কারণ বালি শক্ত ছিল না তেমন সব জায়গায়। যত দূরে যাচ্ছিলাম বালি ততই ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছিল। ওর উপর দিয়ে বাইক চালানো যাচ্ছিল না। এই বালির উপর দিয়েই গত বছরে দেখেছিলাম গরুর গাড়ি যাওয়া আসা করতো। একটা রাস্তা বানিয়ে ফেলেছিল বালের মধ্যে দিয়েই। কিন্তু এবার সে রাস্তা আর দেখলাম না। মনে হয় এখান দিয়ে আর যাওয়া আসা করে না গরুর গাড়ি। আসলে গত বছর আর এই বছরের মধ্যে জিওগ্রাফিক্যাল যে পার্থক্যটা দেখলাম তাতে পার্মানেন্ট কোন রাস্তা এ পাশ দিয়ে হওয়ার কথাও না।

1673097756299-01.jpeg

আমরা একটু দেরি করে গিয়েছিলাম বলে বেশিক্ষণ থাকতে পারিনি। সন্ধ্যা লেগে যাচ্ছিল। আর যা শীত পড়েছে, বাপরে বাপ। বাইক চালানো খুবই কষ্টকর হয়ে যায়। এমনিতেই প্রচন্ড ঠান্ডা তারপর আবার হালকা বাতাস লাগলে সেই জায়গাটা মনে হয় বরফ হয়ে যাচ্ছে। এইজন্য বেশি দেরি না করে আমরা সন্ধ্যা লাগার ভাব দেখেই বেরিয়ে পড়েছিলাম আবার। মুহূর্তটা শেয়ার করে ভালোই লাগলো। আশা করি আপনাদেরও ভাল লাগছে। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার ইনশা আল্লাহ্। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাইয়া জায়গাটি কিন্তু বেশ। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আপনি গত বছর যখন গেলেন তখন শুধু বালি আর বালি ছিল। আর এ বছর সেখানে অনেক জায়গা জুড়ে ফসলের চাষ করা হচ্ছে। যাক তবুও ভাল যে ফসলের চাষ করা হচ্ছে। এতে করে দেশের মানুষের চাহিদা কিছুটা লাগব হবে। কিন্তু গুজি জিনিস টা কি সেটা তো বুঝলাম না।

 2 years ago 

আসলেই তো জায়গাটা অনেক সুন্দর আর সবুজ ফসলের সৌন্দর্যটাও অনেক ভালো ছিল। আসলে ফাঁকা জায়গা যত কম থাকবে ততই ভালো কারণ যত ফসল উৎপাদন হবে ততই আমাদের দেশের উন্নতি ঘটবে। দরিদ্র কৃষকের মুখে হাসি ফুটবে। তবে সন্ধ্যার আগ মুহূর্তের সৌন্দর্যটা দেখার মত ছিল। তবে শীতের প্রকোপ একটু কম থাকলে হয়ত একটু দেরি করে ফিরতেন আর আমরাও আরো কিছু সৌন্দর্য লক্ষ্য করতে পারতাম।

 2 years ago 

ভাই নদীর তীরবর্তী বালুর চরে অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন ৷ আসলে বাইক নিয়ে বালির উপর দিয়ে যাওয়া কম কথা ৷ আবার যদি সিল্প করে ৷ যা হোক এখন সময় যত যাচ্ছে জমি আর পড়ে থেকে না ৷ কারন যে পরিমান দ্রব্য মূল্য দাম ৷ তাই চাষাবাদের পরিমান বাড়ানোই ভালো ৷ তাই তো আর জমি পরে থাকে না ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40