প্রকৃতির সান্নিধ্যে অফ রোডিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই ? আমি আজকে কিছু প্রাকৃতিক সৌন্দর্যের গল্প আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন হলো কোন খেলাধুলা করা হচ্ছে না একদমই। ব্যাডমিন্টন খেলা ও বাদ দিয়ে আর শুরু করা হয়ে উঠছে না। বাড়িতে বোরিং সময় কাটাতে আর কতক্ষণ ভালো লাগে? যতক্ষণ কোন কাজের মধ্যে ব্যস্ত থাকি ততক্ষণ ঠিক আছে। তার বাইরে যে সময়টুকু থাকে সে সময়টুকু ও যদি বাড়িতে বসে থাকি তাহলে কি আর ভালো লাগে।

গত পরশু দিনের আগের দিনের ঘটনা। নিজের কাজগুলো সব শেষ করে কোথাও যেতে খুব ইচ্ছা করছিলো। তখনই আমি @mrahul40 কে দিলাম ফোন। ফোন দেওয়ার কিছু সময়ের মধ্যে ও আমার বাসার সামনে চলে আসলো। এরপর আমি আমার রুম থেকে ক্যামেরার ব্যাগটি নিয়ে নিলাম সাথে। আমি চিন্তা করেছিলাম আজকে চরের দিকে নামবো। সাথে বাইক ছিল। বাইক নিয়েই নামবো কারন এখন তো চরে কোথাও পানি নেই। চরের জমি গুলোতে এখন চাষাবাদ শুরু হয়ে গিয়েছে। কৃষকরা হরদম যাতায়াত করছে। পথগুলো চলাচলের উপযুক্ত ছিল। যাইহোক ক্যামেরা নিয়ে রাহুলের সাথে করে চলে গেলাম চরের দিকে। চরে গিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করলাম। এটি এমন একটি সময় যখন বিভিন্ন জমিতে বিভিন্ন রকম ফসল চাষ করা হচ্ছে। কোথাও থেকে আবার ফসল কাটা হচ্ছে। মানে হরেক রকমের কাজ বাজ। তো এসব দেখতে দেখতেই অনেক ঘোরাঘুরি করেছি। আর আজকের এই পোস্টে কথা কম হবে, ফটোগ্রাফি বেশি হবে।

তো আমরা যখন চরে নামলাম তখন প্রথমেই যে জিনিসটা চোখে পড়ল তা হচ্ছে একটি জমি সমতল ভাবে কেটে নিয়ে ধান চাষ করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

1643559190640-01.jpeg

1643560729263-01.jpeg

1643560780380-01.jpeg

এই সময়টাতে চারিদিকে ধান লাগানোর ধুম চলছে। সবাই এখন জমি প্রস্তুত করতে ব্যস্ত। এখন তো বৃষ্টি বাদলের সময় নয়। এই জন্য কৃত্রিমভাবে সেঁচ দিয়ে জমিগুলোতে পানি সরবরাহ করা হচ্ছে।

1643560830196-01.jpeg

1643560852894-01.jpeg

আমরা যখন চরে নামলাম তখন বেশিরভাগ জমিগুলোতে দেখলাম ধান চাষ করার প্রস্তুতি চলছে। কিন্তু যখন আরো একটু সামনের দিকে গেলাম তখন অন্যান্য ফসলের চাষবাস বেশি দেখতে পেলাম। বেশি দূরে যাওয়ার পর আর ধান চাষের কোন কারবার দেখতে পাওয়া যায়নি। তবে চরের রাস্তা গুলো ছিল মানুষের পায়ে হাঁটা আর ট্রাক্টর যাওয়া আসায় তৈরি হওয়া।

1643560902806-01.jpeg

1643561232016-01.jpeg

আমরা যখন চরের প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে গেছি তখন সামনেই দেখতে পেলাম পিয়াজের জমি, সজের জমি, সরিষার জমি, গমের জমি, খেসারির জমি ইত্যাদি। ওই জায়গাগুলোতে এমন একটা গন্ধ ভেসে আসছিল যেটা যেকারো নাকে আসলেই সে মুগ্ধ হয়ে যাবে। তবে এখানে যারা নিয়মিত কাজ করে তাদের এ ফিলিংস টা হবেনা। বিশেষ করে যারা বাইরে থেকে ঘুরতে আসে অথবা আমাদের মতন যারা মাঠে যায় মাঝেমধ্যে তাদের কাছে এটা সুন্দর লাগবে। সত্যিই প্রাণভরে নিঃশ্বাস নেয়ার মত একটা পরিবেশ ছিল।

1643560936922-01.jpeg

1643560964035-01.jpeg

1643560987792-01.jpeg

1643561016653-01.jpeg

যাই হোক আমরা আরো অনেকক্ষণ ঘুরেছি। বাইক চালিয়েছি জমির আইল দিয়ে, আবার কখনো মাঠের মাঝখান দিয়ে। সতেজ নিঃশ্বাস আর ফাঁকা জায়গায় গাড়ি চালাতে আমার খুবই ভালো লাগছিল। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে ভালই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। যদিও আমি সব ফটোগ্রাফি গুলো করেছি আমার ফোনেই। ফটোগুলো অবশ্য অতটাও সুন্দর করে, ধীর-স্থিরভাবে তুলতে পারিনি। কারণ চলতি পথে তুলতে হয়েছে ছবিগুলো।

1643562294960-01.jpeg

1643561056424-01.jpeg

1643561319996-01.jpeg

1643561296893-01.jpeg

1643561275451-01.jpeg

1643561117151-01.jpeg

1643561253362-01.jpeg

1643561209910-01.jpeg

1643561186891-01.jpeg

1643561156371-01.jpeg

1643561130197-01.jpeg

অফ রোড ড্রাইভ কার না ভালো লাগে? আর এরকম পরিবেশে আসলে পুরো পথেই অফ রোডিং করতে হয়। কিভাবে কিভাবে যে বাইক চালিয়ে এসেছি সেটা ভাবতেই হাসি পায়। জমির আইল এর উপর দিয়ে গাড়ি চালাতে চালাতে অনেক সময় আইলের নিচে পড়ে যেতে হয়েছিল।তবুও কোন থামাথামি নেই। পাগলাটে একটা অবস্থা ছিল। যাইহোক সন্ধ্যার আগেই আমরা আবার বাসায় ফিরে এসেছিলাম।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
অসাধারণ হয়েছে ভাইয়া ছবি গুলো। আপনার হাতে তোলা ছবি বলে কথা দারুণ না হয়ে যায় কোথায়। প্রত্যেকটা ছবিই একদম নিখুঁত ভাবে ধারন করেছেন ভাইয়া৷ আমার কাছে খুবই ভালো লেগেছে৷ মন ছুয়ে গিয়েছে আপনার ধারণ করা ছবি গুলো। একটা ছবি তে দেখলাম একটা গাছে জুতো ঝুলে আছে হাহা ওই ছবিটি দেখে একটু খানি মজা পেয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
 2 years ago 

সবার কমেন্ট পড়ে যা বুঝতাছি, প্রায় সবাই স্যান্ডেল ঝুলানো ছবিটা দেখে অনেক মজা পায়ছে।😅😅

 2 years ago 

হাহাহা জি ভাইয়া দারুণ মজা পেয়েছি।

 2 years ago 

প্রকৃতির ছবি আমার বরাবরই ভালো লাগে।তবে দাদা আপনার ছবি হলে তো কথাই নেই, খুবই সুস্পষ্ট।জমির মাঝে বড়ো বড়ো দুই একটি গাছগুলো দেখে ভালো লাগলো।গাছের ডালে জুতা ,হাস্যকর।দারুণ উপভোগ করলাম।ধন্যবাদ দাদা।

 2 years ago 

হাহাহা।।। ওই জুতাটা দেখেই আমি ছবিটি তুলেছি।।

 2 years ago 

অসাধারণ শট দাদা😊।

 2 years ago 
  • ভাই আজকে আপনার গ্রাম বাংলার এই প্রকৃতিময় পরিবেশের ফটোগ্রাফি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আসলে আপনি গ্রামের সকল সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। অসাধারণ লেগেছে। বিশেষ করে ধানের জমিতে সেচের মধ্যে পানি দেওয়ার এই সুন্দর ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। তারপরে আখের রস ভাঙানোর মেশিন খুবই সুন্দর ভাবে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আসলেই এখন ধান লাগানোর সময়, কৃষকরা এখন তারা কাজে ব্যস্ত। আপনি সকল বিষয়ে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 2 years ago 

গাছে একটা জুতা ঝুলে আছে,এটা দেখে মজা পেলাম।জমির আইল দিয়ে আমার হাঁটার সাহস ও হয়না,আপনি পুরো বাইক চালিয়ে ফেললেন!
প্রশংসা করতে হচ্ছে ভাই।😂🤭🤪

 2 years ago 

বেশ কয়েকবার আইল চ্যুত হয়ে গিয়েছিলাম 😅😅😅

 2 years ago 

এরকম জায়গা গুলোতে ভাই আপনি ঠিক বলেছেন একদম বুক ভরে শ্বাস নেওয়া যায় । আপনার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ আপনি মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যান আর সেটা আমাদের সাথে শেয়ার করেন আমরাও সেটা উপলব্ধি করতে পারি । খোলা মাঠের চারিপাশে ধানের ক্ষেত দেখতে ভালোই লাগছে । খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ❤️🥀

 2 years ago 
  • ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যিই অসাধারণ হয়েছে প্রতিটি ফটোগ্রাফি। আপনি একজন ভালো ফটোগ্রাফার এটা আমরা সবাই জানি। এর আগেও আমরা সকলেই আপনার অনেক ফটোগ্রাফি দেখেছি। কিন্তু আজকের ফটোগ্রাফি গুলোর মধ্যে এক আলাদা সৌন্দর্য ছিল। একদম প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি আপনার এই ফটোগ্রাফিগুলোর মাধ্যমে তুলে ধরেছেন। চারিদিকে বিস্তৃত খোলা মাঠ, ফসলি জমি, কৃষকের ফলানো ফসল সবকিছুই অসাধারণ লাগছে দেখতে। প্রকৃতির অপরূপ সৃষ্টিকে আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন ভাইয়া। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো।
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ওয়াও! ভাই, আপনার তুলা প্রতিটি ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কি অপরূপ দৃশ্য! প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে গ্রামের বিকল্প কিছু নেই। গ্রামেই দেখা মিলে প্রাকৃতিক সব সৌন্দর্য। আমি কিছু দিন হলো গ্রামে আসছি, এখন তো আমার শহরে যেতেই মন চাচ্ছে না। যাইহোক, আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ এই দৃশ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনার গ্রামের সৌন্দর্য গুলো ও শেয়ার করবেন আশা করি।

 2 years ago 

জ্বি, অবশ্যই ভাই। 💞

 2 years ago 

অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। কিছু সময় কিছু মুহূর্ত চরের আশেপাশে জমি এলাকায় থেকে আনন্দ উপভোগ করেছেন । প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে । পানির ফটোগ্রাফি গুলো ,ধান চাষের,আখ ক্ষেতের ফটো গুলো , খুব সুন্দর হয়েছে ।এমন প্রাকৃতিক দৃশ্য দেখে কার না প্রান জুড়ায় । সত্যি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

সুমন ভাই আপনি মনে হয় চড়ে ঘুরতে অনেক পছন্দ করেন। আপনার বেশ কয়েকটি পোস্ট আমি দেখেছি চর কেন্দ্রিক। আপনার মত আমারও প্রকৃতির সান্নিধ্য অনেক ভালো লাগে। নদী চরের মুক্ত বাতাস, ফাঁকা মাঠ আর সবুজের হাতছানি কখনোই এড়িয়ে যাওয়া যায় না। সুন্দর ছিল আপনার আজকের ফটোগ্রাফি গুলো। বিশেষ করে মটরশুটি খেতে সূর্যালোকের ছবিটি বিস্ময়কর রকম সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আসলে চরে মাঝেমধ্যেই যাওয়া হয়। ফ্রি টাইম গুলোতে চিন্তা করি কোথায় ঘুরতে যাব। ঘুরতে-ঘুরতে যেখানে মন চায় সেখানেই চলে যাই।

আসলে প্রকৃতি মানেই এক অন‍্যরকম অনুভূতি। প্রকৃতির মাঝে অবস্থান না করলে প্রাকৃতিক পরিবেশের যে মজাটা উপলব্দি করাই যায় নাহ। আপনি অনেক সুন্দর মূহুর্ত পার করেছেন প্রাকৃতিক পরিবেশে। ফটোগ্রাফি গুলো অনেক ভালো ছিলো। শুভকামনা আপনার জন‍্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফী গুলোর প্রশংসা করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59737.47
ETH 3186.24
USDT 1.00
SBD 2.43