সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - অক্টোবর প্রথম সপ্তাহ - [Weekly Plagiarism Report -October 1st week]

in আমার বাংলা ব্লগ2 years ago

Tue_23_11_2021_13_43_02.png

01-10-2022

চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@avijais78অনলাইনে
100%
উৎস

যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

চৌর্যবৃত্তি আসলেই একটি পরিবেশকে দূষিত করে আমরাই পারি আমাদের কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে। গত সাত দিনের রিপোর্টে একজনকে বের করতে পেরেছেন, আশা করছি সামনের দিনগুলোতে আর কেউ থাকবে না এটা হলে দেখতেও ভালো লাগবে আমাদের কমিউনিটির জন্যও অনেক ভালো হবে।

 2 years ago 

এই সপ্তাহের চৌর্যবৃত্তির প্রতিবেদনটি দেখে খুবই ভালো লাগছে। গত সপ্তাহে অপরাধী ছিল তিনজন কিন্তু এবারে মাত্র একজন। আশা করছি এ সংখ্যা আগামী সপ্তাহে জিরোতে নেমে আসবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 
আসলে চৌর্যবৃত্তি খুবই খারাপ একটি বিষয় যা স্টিমিট এর এত সুন্দর একটি প্লাটফর্মকে কলুষিত করছে।এ সপ্তাহে এক জনকে দেখতে পেলাম।আর ভাইয়া আপনি যেভাবে এর জন্য পরিশ্রম করে যাচ্ছেন আশাকরি সামনের সপ্তাহে শূন্যতে চলে আসবে।
 2 years ago 

মাত্র একজনকে অপরাধীকে শনাক্ত হয়েছে। আপনাকে অপরাধীকে শনাক্ত করে অনেক পরিশ্রম করতে হয়। সব পোস্ট চেক করতে হয়। যাইহোক ভেরিফাই মেম্বার না দেখে ভালোই লাগছে।

 2 years ago 

সবাই দূরে থাকুক এই চৌর্যবৃত্তি করা থেকে ৷ সত্যি এটি একটি লজ্জাজনক কাজ ৷ এই সপ্তাহের চৌর্যবৃত্তির রিপোর্ট দেখে বেশ ভালো লাগলো ৷ আশা করি পরের সপ্তাহে এমন ইউজার খুজেই পাওযা যাবে না ৷ ধন্যবাদ আপনাকে ভাইয়া অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রিয় কমিউনিটি পরিষ্কার রাখার জন্য ৷

 2 years ago 

আজকে আবার একজন। একজনের নাম দেখলে আমার খুব ভালো লাগে। সুমন ভাই আপনার তো আরো খুশি হওয়ার কথা। শূন্য সংখ্যা দেখার স্বপ্ন কি পূরণ হবে আমার?

 2 years ago 

আমিও সেই আশাতেই আছি, যে কবে লিস্ট একদম শূন্য থাকবে।

 2 years ago 

নিজের কমিউনিটিতে চৌর্যবৃত্তি এখনো একটা হলেও পাওয়া যাচ্ছে এটা বিরক্তির বিষয় হলেও আপনার জন্যে আর খুব একটা বেশি পাওয়া যাচ্ছেনা এটা খুবই আনন্দের বিষয় আসলে।

 2 years ago 

অক্টোবরের প্রথম সপ্তাহ 1 জন চৌর্যবৃত্তির সংখ্যায় নাম লেখালেন।আমার মনে হয় ইনি নতুন, যদি এই সংখ্যা শুন্যে পরিণত হতো তাহলে দাদা আপনাকে কষ্ট করে চৌর্যবৃত্তির প্রতিবেদন তৈরি করতে হতো না।সেই দিনের অপেক্ষায় আমরা সবাই, ধন্যবাদ আপনাকে দাদা।

 2 years ago 

কোথা থেকে যে চৌর্যবৃত্তির লিষ্ট রাখার জনয় ইউজার আসে🤔।যাই হোক বেশ কমে এসেছে।এরপর থেকে আর থাকবে না।আশা করি।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65