নতুন ল্যাপটপ কেনার অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন। গতকাল আমার বেশ দৌড়াদৌড়ির উপর দিয়ে কেটেছে সারাটি দিন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম শহরে। ছোট ভাইকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা। ওকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি এখন। সবেমাত্র দ্বিতীয় সেমিস্টারে আছে। ওর একটা নতুন কম্পিউটার কিনে দিলাম গতকাল।

আমরা তিনজন শহরে যাবো বলে প্ল্যান করেছিলাম। একটা ছোট ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে। ও পাসওয়ার্ড রিসিভ করতে যাবে। ওর সকাল সকাল যাওয়ার কথা ছিল। আমরা প্ল্যান করেছিলাম সকাল আটটার দিকে বেরোবো। কিন্তু আমার ঘুম ভাঙতে ভাঙতে নয়টা বেজে গিয়েছিল। ঘুম থেকে আমি এমনি এমনি তাও উঠতে পারিনি ওরা এসে আমাকে ডেকে উঠিয়েছিল। আমরা সাড়ে নয়টার দিকে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে গিয়ে বিশাল লাইন। যে পাসপোর্ট রিসিভ করতে গেছে ওকে ওখানে রেখে আমি আর আরেকজন বাইক নিয়ে চলে আসলাম ছোট ভাইয়ের জন্য টেবিল কিনে দিতে।

একটা অটবি ফার্নিচারের দোকানে গিয়েছিলাম কিন্তু গ্যালারি সহ কম্পিউটার টেবিল পাচ্ছিলাম না পছন্দমত। অনেক খোঁজাখুঁজির পর যখন মনের মত পেলামেনা তখন অর্ডার দিয়ে আসলাম একটা দোকানে। চার পাঁচ দিন সময় লাগবে বানাতে কিন্তু মন মতন টেবিল পাওয়া যাবে।

1670300807415-01.jpeg

এরপর আবার গিয়েছিলাম শাওমির অথোরাইজড সার্ভিসিং সেন্টারে। আমার ছোট ভাইয়ের ফোনে সমস্যা। ওর ফোনটা ঠিক করতে দিয়ে আমি ওইখান থেকে একটি হেডফোন কিনে এনেছি। যাইহোক ফোনের ঝামেলা শেষ করে এবার গিয়েছিলাম ল্যাপটপের দোকানে। প্রথমে আমার ইচ্ছে ছিল এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ নিব। ওখানে গিয়ে চয়েসও করেছিলাম একটা। চয়েস করার পর ওখানকার একজন লোক বলল সেম কনফিগারেশন এর আসুসের একটা ল্যাপটপ আছে। মূল্য একই কিন্তু আসুসের ল্যাপটপে কিছু ফিচার বেশি আছে। আসুসের ওই ল্যাপটপটা যখন দেখলাম তখন আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল কারণ আউটলুকটা দারুন ছিল।

1670300902007-01.jpeg

1670300872941-01.jpeg

এইচপি ব্র্যান্ডের যে ল্যাপটপটি প্রথমে দেখলাম সেইটা আর আসুসের যেটা পরে পছন্দ করলাম দুইটার কনফিগারেশন একই ছিল। কিন্তু আসুসের ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম ছিল আর ইনসাইড কিপ্যাড লাইট ছিল। আর আউটলুকের দিক থেকে hp থেকে asus ছিল অনেক এগিয়ে। এজন্য সবশেষে asus টাই ফাইনাল করলাম।

1670300998805-01.jpeg

1670300948628-01.jpeg

কম্পিউটার চালাতে আরো যা কিছু আনুষঙ্গিক এক্সেসরিজ প্রয়োজন সেগুলো কিনে নিলাম ওই দোকান থেকেই। ল্যাপটপের সাথে ফ্রি পেয়েছিলাম একটা ব্যাগ। এই ব্যাগটা আমার দারুন পছন্দের। আমি যখন ল্যাপটপ কিনেছিলাম আমারও সেম ব্যাগ একটা দিয়েছিল। আমি এখনো সেই ব্যাগটা ইউজ করতেছি। যাইহোক, এরপর টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে বেরিয়ে আসলাম আমরা। ছোট ভাইকে ওর ম্যাচে পাঠিয়ে দিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। একেবারে বাসায় এসে খাওয়া দাওয়া করতে পারলে ভালো হতো। কিন্তু কিছুক্ষণ পরেই একটা রোগীকে রক্ত দিতে হবে ভেবে কিছু খাওয়া-দাওয়া করে নিলাম।

খাওয়া-দাওয়া সেরে সোজা সদর হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে সাথে সাথেই আমরা বেরিয়ে এসেছিলাম। একটুও ওখানে লেট করিনি রক্ত দেওয়ার পর। সেই সকালে এসেছি প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে আবার। এরপর সোজা বাড়িতে চলে এসেছি আর কোথাও দাঁড়াইনি। এটাই ছিল আমার কালকের ব্যস্তময় দিনের গল্প। বাসায় এসে রাতে কাজ বাজ সেরে অবশ্য আবার বারোটার দিকে বেরিয়েছিলাম খেলা দেখার জন্য।

1670301088112-01.jpeg

1670301115183-01.jpeg

যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু সবাই একসাথে খেলা দেখতে খুব ভালো লাগে। কাল ব্রাজিলের খেলা দেখেছি সবাই একসাথে বসে। সবাই একসাথে প্রজেক্টরে এরকম খেলা দেখেছি গত বিশ্বকাপে। গ্রামে উৎসব মুখের একটা পরিবেশ বিরাজ করে। সব বয়সী মানুষ একসাথে বসে খেলা দেখতাম। ভীষণ উত্তেজনা কাজ করতে সবার মাঝে। যাইহোক, আমি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ইনশাল্লাহ্। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ছোট ভাইকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছেটা খুব ভালো লাগলো। বর্তমান বিশ্বে আইটি ছাড়া কোন গতি নাই। এরা কখনো বসে থাকবে না আমার বিশ্বাস। দোয়া করি ভালো কিছু করুক জীবনে। আমিও কয়দিন আগে ল্যাপটপ দেখতে গিয়েছিলাম আইডিবিতে। এত পরিমাণে দাম বেড়ে গেছে রে ভাই। কি আর বলবো। পছন্দ মত কনফিগারেশন নিতে গেলে বেশ মোটা অংকের টাকা খরচ করতে হবে। ভয়েই পিছিয়ে এসছি আপাতত। কয়দিন পর নিতে হবে এখন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেজন্য প্রত্যেকটা মানুষের বিপদে সবারই এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। যেটা আপনি করেছেন ভাই তাছাড়া রাতের বেলায় খেলা দেখার মজাই আলাদা। এভাবে সবাই একসাথে বসে যেটা সত্যি অনেক আনন্দের।

 2 years ago 

সত্যিই সবাই একসাথে বসে খেলা দেখার মজাই আলাদা।

 2 years ago 

অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় গেছে,বুঝতে পারলাম।
ভাইদের নিয়ে বিভিন্ন কাজে সময় পার করেছেন,রাতে আবার খেলাও দেখলেন।যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো আপনি আর্জেন্টিনার সাপোর্টার 💙🤍
ইনশাল্লাহ ভালো কিছু হবে।ভামোস আর্জেন্টিনা 🇦🇷

 2 years ago 

দেখা যাক আমাদের দল কি করে। অপেক্ষায় আছি।

 2 years ago 

ভাইয়া আপনি আর্জেন্টিনার সাপোর্টার, এবং আর্জেন্টিনা কোয়াটার ফাইনালে উঠেছে শুনে আমি বেশ খুশি। ভাইয়া আসলে ব্যক্তিগতভাবে আমি খেলা নিয়ে খুব একটা ইন্টারেস্টিং না। কিন্তু অন্য সবার মাতামাতি এবং দলকে নিয়ে সাপোর্ট ,খুশি দেখলে আমার কাছে বেশ ভালো লাগে। বেশ ব্যস্ত সময় পার করছেন। এবং রক্ত দেওয়ার ব্যাপারটি আমার কাছে খুব ভালো লেগেছে, তবে ভাইয়া রক্ত দিয়ে একটু রেস্ট করার দরকার ছিল।

 2 years ago 

আসলে আপু কালকে রেস্ট করার তেমন সময়ই পাইনি। তবে সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ।

 2 years ago 

এসাস ব্র্যান্ডের ল্যাপটপগুলো আমার কাছেও ভালো লাগে। আমার ল্যাপটপটাও এসাস ব্র্যান্ডের। আপনার ছোট ভাই কম্পিউটার সাবজেক্ট নিয়ে পড়ছে জেনে ভালো লাগলো। বর্তমানে প্রযুক্তির যুগে এ সাবজেক্টের চাহিদাটাও অনেক। যায়হোক,ব্যস্ততম একটা দিন পার করলেন

 2 years ago 

আপনিও শেষে আর্জেন্টিনা। এইভাবে ধোঁকা দেওয়াটা কি ঠিক হলো। আমি এ বেদনা কোথায় রাখি 😭।

 2 years ago 

হেহেহে। আমি তো ছোটকাল থেকেই আর্জেন্টিনা করি। 😆

 2 years ago 

ভাইয়া আপনি তো গতকাল বিশাল ব্যস্তময় সময় পার করেছেন। অনেকগুলো কাজ সেরে ফেলেছেন একদিনে ।ল্যাপটপটি বেশ সুন্দর হয়েছে ।আর আপনি আর্জেন্টিনার সাপোর্টার আজকে জানলাম। আমি কিন্তু ভাইয়া ব্রাজিলের সাপোর্টার। এভাবে প্রজেক্টরে সবাই মিলে একসঙ্গে খেলা দেখার মজাই মনে হয় অন্যরকম। যদিও কখনো দেখার অভিজ্ঞতা নেই। যাইহোক সবকিছু মিলিয়ে বেশ ভালো একটি ব্যস্ততম দিন পার করেছেন।ভালো লাগলো।ধন্যবাদ।

 2 years ago 

আসুসসের লেপটপ সত্যিই খুব দারুন। আমার ছোট ভাইয়ের রয়েছে। সারাটা দিন ভীষণ ব্যাস্ততার মাঝে কেটেছে দেখছি। আপনিও দেখছি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার তবে মেসির খেলা ভীষণ ভালো লাগে। সবাই একসাথে খেলা দেখার অনুভূতি সত্যিই দারুন।

 2 years ago 

আপনি তো গতকাল সারাদিন অনেক ব্যস্ত ছিলেন ৷ তা পড়েই বুঝতে পারছি ৷ যা হোক আগে বলবো ল্যাপটপ কত দাম দিয়ে কিনলেন ৷ আমরাও একটা নেওয়ার ইচ্ছা ৷ আপনি আবার হাসপাতালে গিয়ে রক্ত দিয়েছেন৷ আবার রাতে খেলা দেখ৷ সব মিলে অনেক ব্যস্ত ছিলেন৷
যা হোক ছোট ভাইর জন্য অনেক কিছু করছেন ৷আপনার ছোট ভাইয়ের জন্য শুভকামনা ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63633.54
ETH 3477.74
USDT 1.00
SBD 2.54