মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 last year 

IMG-20230706-WA0002(1).jpg
অবস্থান
ফটো ডিটেইলস:
DEVICE: Samsung A12
ISO:100
Edit: Non edit
Flash:off
Date:03-01-2023
ছবিটি আমি জানুয়ারি মাসে নোয়াখালীতে আমার বাবার বাড়িতে যাওয়ার পরে তুলেছিলাম। জানুয়ারিতেও প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল। রাতে ছোট বাচ্চারা উঠোনে এভাবে তুলা জাতীয় কি একটি জিনিসের মধ্যে আগুন ধরিয়েছিল। আর পাশে সবাই ঘেরাও করে আগুন পোহাচ্ছিল। তখন আমি ছবিটি ক্যামেরাবন্দি করি।

 last year 

ফটো ডিটেইলসঃ
FLASH: Off
DEVICE: Oppo reno5
Edit: non edit
Date:13 july 2022

IMG20220713122138.jpg

ছবিটি গত বছর শশুর বাড়ী রংপুর গিয়ে তুলেছিলাম। সবাই পুকুরে মাছ ধরছিল আর আমি প্রকৃতির প্রেমে হারিয়ে গিয়েছিলাম। সামনে কচি ধান ক্ষেত, পাশে পাট ক্ষেত পিছনে পুকুর, উপরে নীল আকাশে সাদা মেঘের ভেলা। সবমিলিয়ে অসম্ভব সুন্দর ছিল পরিবেশেটা।

 last year 

IMG-20230706-WA0003.jpgলোকেশন

ফটো ডিটেইলসঃ
IOS: 100
F:1:8
FLASH: ON
DEVICE: SAMSUNG SM-A225F
Edit: non edit
Date:16/4/2022

গ্যালারির কোনায় প্রচুর পরিমাণে অবহেলিত ফটোগ্রাফি পড়ে আছে। সবগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই ফটোগ্রাফিটি করেছিলাম আমার তৈরি করা একটি রেসিপির জন্য। রেসিপিটি শেয়ার করা হয়েছে। উপকরণের কয়েকটি ছবি তুলেছিলাম আলদাভাবে ফটোগ্রাফি পোস্ট করার জন্য। দীর্ঘ এক বছর পর আজ সুযোগটা পেলাম 😄।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বাহ্ দারুন, চমৎকার আর অসাধারণ একটি আইডিয়া। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্টিম কোন বিষয় নয়, মূল বিষয় হলো নিজের ফটোগ্রাফির মূলাায়ন হবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

এমনিতেই এই ব্লগের সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে। আপনার এই চমৎকার প্রতিযোগিতার মাধ্যমে আরো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখার সুযোগ হবে। প্রতিযোগিতার নিয়ম কারণ বেশ সহজ মনে হলো। খুবই সুন্দর একটি প্রতিযোগিতা। ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার ফটোগ্রাফি কখন দেখতে পাবো?

 last year 

সবার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাঝে আমার ফটোগ্রাফি দিলে লোকজন হাসবে।

 last year 

কি বলেন। সবার ফটোগ্রাফির মধ্যেই আলাদা আলাদা গল্প থাকে।

 last year (edited)

প্রথমেই বলি আমি টাইটেল পড়ে খুশি হয়ে গেলাম। আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই কিন্তু ফটোগ্রাফি আমার অনেক বড় একটি শখ। আমি দ্রুতই অংশগ্রহণ করার চেষ্টা করব।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ আপু। অপেক্ষায় রইলাম।

 last year 

ভাইয়া ফটোগ্রাফি হলো স্টিমিট প্ল্যাটফর্মের প্রাণ। আমাদের কমিউনিটির অনেক মেম্বার দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করে থাকে। অনেক সময় তাদের ফটোগ্রাফি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আমি ভেবে পায় না, এত সুন্দর ফটোগ্রাফি কিভাবে করে। যাই হোক আপনার মাধ্যমে মজার মজার ফটোগ্রাফির প্রতিযোগিতা পেয়ে অনেক খুশি হয়েছি। প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

বাহ্ কনটেস্ট টি ছোট হলেও ভীষণ ভালো লেগেছে।অংশগ্রহণ করার চেষ্টা করবো ভাইয়া।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ফটো ডিটেইলস:
Device:Redmi Note 11
ISO:63
Edit: None edit
Date:06-07-2023

IMG_20230706_183554-01.jpeg


অবস্থান:হাসিমপুর, কুমারখালী, কুষ্টিয়া।
এই জায়গাটি অনেক সুন্দর। বিকেল মুহুর্তে কাটানোর দারুণ একটা জায়গা। বন্ধুদের সাথে জায়গাটিতে মাঝে মাঝে যাওয়া হয়।আমার কাছে খুবই ভালো লাগে। উচু বাঁধের নিচে বসে ছিলাম সেখান থেকে ছবিটি তুলেছিলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76114.36
ETH 2937.56
USDT 1.00
SBD 2.64