মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #০২steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স: ফুলের ফটোগ্রাফি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 last year 
IMG_20230718_220927.jpg

ডিভাইস-OPPO A6
ফোকাল ল্যান্থ-3.46 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
ফুল সম্পর্কে বিবরণ: এই ফুলটি হচ্ছে অরেঞ্জ কালারের জবা ফুল। বৃষ্টি ভেজা এই জবা ফুলটি দেখতে আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল তাই ফটোগ্রাফি করে রেখেছি। আগে একটা সময় জবা ফুলের শুধু দুটি রং দেখা যেত, একটি হচ্ছে লাল আর অন্যটি হচ্ছে সাদা। তবে বর্তমানে জবা ফুলের ভিন্ন ভিন্ন রং দেখে সত্যিই ভালো লাগে। এর মধ্যে অরেঞ্জ কালারের জবা ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে।

 last year 

আসলে এই ধরনের মজার ফটোগ্রাফি সবাই করতে পছন্দ করে। আমিও ফটোগ্রাফি করতে পছন্দ করি। আপনি অনেক ভালো ফটোগ্রাফি করে থাকেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। চেষ্টা করব পার্টিসিপেন্ট করার।

 last year 

IMG_20230718_134835.jpg

ডিভাইস-OPPO A15
ফোকাল ল্যান্থ-3.46 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
ফুল সম্পর্কে বিবরণ: এই ফুলটির নাম ডেইজি ফুল। বিভিন্ন রঙের ডেইজি ফুল দেখতে অনেক ভালো লাগে। আর আমার ফটোগ্রাফি করা এইটা ডেইজি ফুল দেখতে খুবই সুন্দর ছিল। তাই তো ফটোগ্রাফি করেছিলাম।

 last year 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbb8N5p5MJsVgovuuMggPx6qSKj6rENDbTP98sgCEzpAY2j9VyWDXzUWdo4RnTdW6w4NHJP5M4SF4bEoS1yXGAeA.jpeg

ডিভািইস -- Samsung A 20
ফ্ল্যাশ -- ফ্ল্যাশ নেই
নন এডিট

ফুল সম্পর্কে কিছু কথা -- ফুলটির নাম হচ্ছে জবা।জবা কয়েক রঙের হয়ে থাকে।যদিও জবা ফুলের গন্ধ নেই।কিন্তু এর নিজস্ব একটা গন্ধ আছে যা আমার খুব ভালো লাগে।ফুলটি সবুজ পাতার মাঝে খুব সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করেছিলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

IMG_20230710_082856.jpg

ডিভাইস :- Poco m2

ফ্ল্যাশ:- ফ্ল্যাশ নেই।

ইডিটেড ওর নন ইডিটেড :- নন ইডিটেড।

সাধারণত এই ফুলটিকে সবাই চিনে থাকবেন। এটি হলো ঢেঁড়স গাছের ফুল। পুকুরের পাড়ে এই ঢেঁড়স গাছ বুনা হয়েছিল। বর্তমানের গাছে ফুল এসেছে। আর সেখান থেকে এই ফটোগ্রাফি টা আমি তুলেছি।

 last year 

ফটোগ্রাফি করতে ভালোবাসি,ধরতে গেলে ফটোগ্রাফি করা এক ধরনের নেশা।তাই মাঝে মাঝে বাইক নিয়ে বের হই ফটোগ্রাফি করতে।আবার মাঝে মাঝে বিভিন্ন নার্সারিতে গিয়ে ঘুরে ঘুরে ফটোগ্রাফি করি। আর সেখানে ফটোগ্রাফি করতে গিয়েই এ হাইব্রিড জাতের জবা ফুলটি দেখলাম এবং ফটোগ্রাফি করে নিলাম।

20220718_100353.jpg

ক্যামেরা মডেলঃ স্যামসাং গ্যালাক্সি এম-৩২
ফটো ফ্রেমঃ ২৬৪৪x১৪৮৭
ফোকাল ল্যান্থঃ ৪.৬ এমএম
আই এস ওঃ ২৫/১০০।
ফ্লাশঃ নেই।
হোয়াইট ব্যালেন্সঃ অটো।
এডিটিংঃ শুধু সেচুরেশন ৪৯/১০০।

 last year 

ওয়াও অসাধারণ।

 last year 

💐❤💐❤💐

 last year 

ফুলটি দেখতে চমৎকার লাগছে ভাই।

 last year 

❤💐❤💐

Loading...
 last year 

20230306_132831 (1).jpg

ডিভাইস :Samsung A22
ফোকাল ল্যান্থঃ2.77mm
ফ্ল্যাশ:নেই
ইডিটেড অর নন ইডিটেড:নন ইডিটেড

ফটো সম্পর্কে বিবরণ: এই ফুলটির নাম হচ্ছে প্লোক্স ফ্লাওয়ার। ফুল সর্বত্রই তার সৌন্দর্য ছড়ায়। আর আমি সেই সৌন্দর্যকে কুড়িয়ে নিতে পছন্দ করি। তাইতো ফুলের এই সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করেছে। যাতে করে ফুল না থাকলে ও তার সৌন্দর্য সর্বত্র আমার কাছে থাকে। তাইতো ফুলের এই সুন্দর ফটোগ্রাফিটি করলাম।

 last year 

চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই, অবশ্যই এখানে অংশগ্রহন করার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62152.13
ETH 2441.74
USDT 1.00
SBD 2.65