সস্তা হবেন না।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বাংলা ব্লগ কমিউনিটি বাসি। কি অবস্থা সবার ? আজকে সকাল থেকেই দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি আর কুয়াশার চাদরে ঢাকা চারি দিকে। সকালে ঘুম থেকে উঠে কমিউনিটিতে আমার প্রয়োজনীয় কাজগুলো না সেরে আমি খাবার খাই না । সকালের কাজগুলো সেরে খাবার খেয়ে মাত্রই বিছানায় এসে বসলাম। বাইরের পরিবেশটা তো খুবই সুন্দর। রুমে থাকা ছাড়া উপায় ও নেই। তাই চিন্তা করলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক।
man-539993_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY

আমরা প্রত্যেকটা মানুষই সম্মান পেতে ভালোবাসি। আমরা সবসময় চাই অন্য কেউ আমাকে সম্মান করবে। কিন্তু চাইলেই কি আর সম্মান পাওয়া যায়? সম্মান অথবা পাত্তা আদায় করে নিতে হয়। নিজের অ্যাটিটিউড ধরে রাখতে হয় সর্বদা। কিন্তু আমাদের মাঝে ভুল একটি ধারণা আছে, সেটা হচ্ছে অ্যাটিটিউড মানেই গাম্ভীর্য, অন্যের সাথে সহজে কথা না বলা, নিজেকে সব সময় সবার থেকে দূরে দূরে রাখা, কথা কম বলা ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাটিটিউড এর মানে কি সত্যিই এইগুলোই ? সম্মান পেতে হলে আপনার মধ্যে অ্যাটিটিউড থাকতে হবে। আর এজন্য আপনার যে সকল বিষয়ে বেশি নজর দেয়া প্রয়োজন সেগুলো হচ্ছে, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কারোর বিপদে তার পাশে থাকার চেষ্টা করা, অপ্রয়োজনীয় কথা না বলা, অপ্রোজনীয় কাজ থেকে বিরত থাকা, অহেতুক এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো ইগনোর করা ইত্যাদি।

এখানে কারোর বিপদ আপদে পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সমাজে বাস করি। আর এই সমাজে একজন আরেকজনের বিপদ আপদে পাশে থাকা খুবই মহৎ একটি কাজ। স্বার্থপর মানুষজনকে কেউই পছন্দ করে না। সবসময় অন্যের বিপদে পাশে থাকার চেষ্টা করাটা মহান ব্যক্তিত্বের পরিচয়। কিন্তু এখানে আপনাকে সহজলভ্য হওয়া চলবে না। আপনি যদি সময়ে অসময় অ্যাভেলেবল থাকেন তাহলে আপনার গুরুত্ব কমতে থাকবে। সবাই ভাববে আপনার নিজের কাছেই আপনার নিজের সময়ের কোন মূল্য নেই। সবসময় আপনাকে পাওয়া যায়। আপনি তাদের জন্য সবসময় বসে থাকেন। কিন্তু ভাই এটা কখনোই হতে দিবেন না। আপনার নিজেকে সহজলভ্য বানাবেন না। আপনি আপনার নিজের জন্য বেশি বেশি সময় দিন। নিজের আত্ম-উন্নয়নে সচেষ্ট থাকুন। তবেই আপনি মূল্য পাবেন।

moon-5254351_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY

তবে আপনার নিজের আপন জনদের জন্য সব সময় আপনার মূল্যবান সময়টাকেও সেক্রিফাইস করুন। আপনার নিজের পরিবারকে সব সময় কেয়ার করুন। কারণ তাঁদের ভালো থাকার মধ্যে আপনার ভালো থাকা জড়িত। আপনার পরিবার আপনার সবচেয়ে কাছের। এজন্য নিজের পরিবারকে সময় দিন। বাইরে একটু কম অ্যাভেলেবল থাকুন। শুধুমাত্র যতটুকু প্রয়োজন। সময়ের মূল্য দিতে হবে।

এরপর আরেকটি বিষয় হচ্ছে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই আপনি সম্মান করবেন। কখনো নিজের দাম্ভিকতা দেখাতে যাবেন না সম্মানী ব্যক্তি দের সামনে। সব জায়গায় দাম্ভিকতা চলে না। আপনাকে অবস্থা বুঝতে হবে। যে সম্মান পাওয়ার যোগ্য তাকে অবশ্যই আপনাকে সম্মান করতে হবে। আপনি সম্মানী ব্যক্তিকে সম্মান করলে তবেই নিজেও সম্মান পাবেন। তবে যে যতটুকু ডিজার্ভ করে তার বেশি সম্মান করতে যাবেন না। এতে আপনার মূল্য বহুগুণ কমে যাবে তার নিকটে। সে নিজেকে অনেক বড় কিছু ভাবতে থাকবে আপনাকে ছোট করে। এজন্য ব্যালেন্স করে চলুন। মাথা উঁচু করে বাঁচতে হবে। কিছু জায়গায় মাথা নিচু করে সম্মান পাওয়া যায়। কিছু জায়গায় মাথা নিচু করলে নিজের সম্মান চলে যায়।

umbrella-1588167_1280.webp
image source & credit: copyright & royalty free PIXABAY

এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে ভালোবাসুন। এ জিনিসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার নিজেকে যদি ভালবাসতে পারেন তাহলে অন্যজন আপনার গুরুত্ব টা বুঝতে পারবে। অন্য কেউ এসে আপনাকে আঘাত দিতে পারবে না খুব সহজে। নিজের ভালো-মন্দ নিজেকে বুঝতে হবে। যেটা আপনার জন্য খারাপ সেটা বাদ দিতে হলে আপনাকে যদি নিষ্ঠুর হতে হয়, তবে সেটাই হতে হবে। এ বিষয়গুলো আসলে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু আমরা নিজেদেরকে চেঞ্জ করে চলতে পারি না। এটাই আমাদের ব্যর্থতা।

যাইহোক আমি আমার মতো করে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। একেক জনের মতামত একেক রকম হতে পারে। সবার দৃষ্টিভঙ্গি একরকম নয়। তাই আপনার ভালো আপনাকে বুঝতে হবে। আপনার জীবনের সমস্যাগুলোর সমাধান কোন জায়গায় সেটা আপনাকেই উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এরপর সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। যাই হোক ভাল থাকবেন সবাই। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি বাস্তব সম্মত পোস্ট করেছেন ।আমাদের মাঝে অনেকেই ভাবে অ্যাটিটিউড বা পার্সোনালিটি মানে হচ্ছে আগ বাড়িয়ে কথা না বলা, সবার থেকে দূরত্ব বজায় রাখা, কেউ যখন কথা বলবে আমরা শুধু হা হু করে উত্তর করা ,এগুলোকেই সবাই অ্যাটিটিউড মনে করে কিন্তু আসলেই অ্যাটিটিউড পার্সোনালিটি সম্পর্কে কোন ধারণা নেই তাদের। অ্যাটিটিউড বা ব্যক্তিত্ব যা আপনাকে সব সময় অন্যদের থেকে আলাদা করবে। আপনাকে মর্যাদার আসনে বসাবে। আপনি এমন কোন কাজ করবেন না যাতে অন্য কেউ কষ্ট পায় বা অহেতুক ঝামেলায় নিজেকে না জড়ানো। যুক্তি ছাড়া কথা না বলা । ব্যক্তিত্ব হতে হবে আয়নার মতো স্বচ্ছ । আপনি সব সময় ন্যায়ের সাথে থাকবেন অন্যায়ের কাছে মাথা নত করবেন না। যা আপনার কাছে অন্যায় মনে হয় তার পক্ষে আপনি কখনোই দাঁড়াবেন না এটাই হচ্ছে ব্যক্তিত্ব।

 3 years ago 

আমাদের এই বাস্তব জীবনে ভালোভাবে চলতে গেলে অবশ্যই নিজের মূল্য বজায় রেখে চলতে হবে। কখনোই নিজেকে সস্তা মনে করা যাবে না বা অন্যের কাছেও সস্তা হওয়া যাবে না। নিজেকে সব সময় ভাল ভাবে উপস্থাপন করতে হবে মানুষের মাঝে। তবে মানুষের উপকার অবশ্যই করতে হবে। ভাইয়া আপনার এই লেখার মাঝে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনার লেখা প্রতিটি কথা আমার ভালো লেগেছে। আমি সবসময় চেষ্টা করব আপনার লেখা কথাগুলো মেনে চলার। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

তবে আপনার নিজের আপন জনদের জন্য সব সময় আপনার মূল্যবান সময়টাকেও সেক্রিফাইস করুন। আপনার নিজের পরিবারকে সব সময় কেয়ার করুন। কারণ তাঁদের ভালো থাকার মধ্যে আপনার ভালো থাকা জড়িত।

ভাইয়া আপনার লিখা কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে সব সময়ই নিজের আত্মমর্যাদা বজায় রেখে তারপরই চলতে হবে। নিজের সম্মান আমরা যদি নিজেরা রক্ষা করতে না পারি তাহলে কখনোই আমরা সম্মানী ব্যক্তি হতে পারব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ব্যস্ত সময়ের মাঝেও পরিবারকে সময় দিতে হবে এবং নিজেকে সময় দিতে হবে। তবেই আমরা ভালো থাকতে পারবো। সবশেষে একটি কথাই বলতে চাই আমাদেরকে সস্তা হওয়া যাবে না। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

এটা সত্যিই অনেক চমৎকার একটা কথা। নিজেকে সম্মানীত এবং মানুষের কাছে মনোনীত ব্যক্তি হিসেবে প্রকাশ করতে হলে অবশ্যই নিজের অ্যাক্টিভিটি প্রকাশ করতে হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে। যাতে আমাদেরকে আবার মানুষগুলো সহজলভ্য মনে না করে।

এটা সত্যিই একটা চমৎকার বিষয় যে, বেশি কদর দেখালে মানুষ দুর্বল ভাবতে শুরু করে। সুতরাং ও প্রয়োজনীয় কাজগুলো ছেটে দিয়ে প্রয়োজনীয় কাজগুলো করা এবং সেখান থেকে সুন্দর অ্যাকটিভিটি দেখে নিজের সম্মান আদায় করতে পারলেই সার্থকতা।

অসাধারণ ছিল

 3 years ago 

আপনি যে বিষয়গুলোর কথা উল্লেখ করেছেন প্রত্যেকটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ হবার জন্য কোন হিসাব কিতাব এর দরকার নেই কিন্তু কেও যদি নিজেকে প্রতিষ্ঠা করতে চায় বা আর সবার চাইতে আলাদা কিছু হতে চান তাহলে তাকে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। আপনার দেয়া প্রত্যেকটি পরামর্শ আমরা জানলেও অনেক সময় তা মানি না আবার অনেকেই আছেন যাদের মাথায় এগুলো আসেনা। যাইহোক এত সুন্দর কিছু বিষয় আমাদের সামনে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট টি পড়ে আমার খুবেই ভালো লাগলো। অনেক সুন্দর কথা বলছেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া এটা আসলে ঠিক সম্মান এমনি এমনি আসে না সম্মান নিতে হলে কিছু অর্জন করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আজকে আপনার পোষ্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনি পোষ্টের মাধ্যমে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। যে কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে আমরা সমাজে একে অপরের বিপদে পাশে দাঁড়াবে এটাই আমাদের জন্য সবচাইতে সুন্দর একটি মাধ্যম। কারণ আমরা একে অপরের যদি বিপদে নিজেকে আসি, তাহলে সমাজে মানুষ হিসেবে আমাদের বেঁচে থাকা শান্তিময় হবে।তাই আমাদের সমাজে একে অপরের বিপদে এগিয়ে আসতে হবে। তবে একে অপরের বিপদে এগিয়ে আসবো ঠিক আছে কিন্তু নিজেকে সস্তা ভাবা যাবে না। যাতে করে অন্যেরা মনে না করে যে একে ডাকরেই পাশে পাওয়া যায়। এভাবে সস্তা নিজেকে কখনো করা যাবে না, তাহলে নিজের সম্মান হারায়। তাই নিজের সম্মান রক্ষার্থে এবং অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। নিজেকে সম্মানের জায়গায় রাখতে হবে। আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

খুব সুন্দর একটি পোস্ট ভাই।আর অ্যাটিটিউড এর খুব ভালো একটি সংগা দিয়েছেন আপনি।আর পুরো বিষয়টি দারুন পরিচ্ছন্ন ভাবে উপস্থাপন করেছেন।আসলেই সম্মান এমনিই এমনিই আসে না আদায় করে নিতে হয়।আপনাকে ধন্যবাদ ভাই বিষয়টি সুন্দর করে গুছিয়ে তুলে ধরার জন্য।

 3 years ago 
ভাইয়া খুব সুন্দর লিখেছেন আপনি। আপনার প্রতিটি কথা এবং আমার চিন্তাধারা একদমই মিলে যায় এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আসলে বাস্তব জীবনে আমরা এই বিষয়গুলো যদি আয়ত্তে আনতে পারি তাহলে কখনোই নিজেকে মূল্যহীন করার উপায় নেই। আর সব সময় একটা বিষয় মাথায় রাখতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা।
 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

অসাধারণ লিখেছেন ভাই আপনার পুরো লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলাম।

নিজেকে ভালোবাসুন। এ জিনিসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার নিজেকে যদি ভালবাসতে পারেন তাহলে অন্যজন আপনার গুরুত্ব টা বুঝতে পারবে।

আপনার কথায় সাথে আমি একমত ভাই। নিজেকে ভালো না বাসলে অন্যজন তাকে হতাশাগ্রস্ত মনে করে। নিজের আত্মবিশ্বাস বিশ্বাস বাড়াতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ বাস্তব ভিত্তিক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62784.93
ETH 2465.43
USDT 1.00
SBD 2.63