পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেম।

in আমার বাংলা ব্লগ3 years ago

Polish_20220111_224212604.png

হ্যালো আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুরা। কেমন আছেন সবাই ? গত কিছুদিন যাবত আমি খুবই দৌড়াদৌড়ির উপরে ছিলাম। আজ ফ্রি হলাম। আজ বলতে কিছুক্ষণ আগে ফ্রি হলাম। গতকালকে গিয়েছিলাম আপুর বাসায়। আপুর বাসা থেকে আবার আজকেই ব্যাক করেছি। আমার বাসা থেকে আপুর বাসায় যেতে ৫-৬ ঘন্টা সময় লাগে। আজকে দুপুর একটার দিকে রওনা দিয়েছিলাম। সন্ধ্যা সাতটায় এসে বাড়িতে পৌঁছেছি। আপুদের বাসায় যাওয়ার আগে দুই তিন দিন ধরে ফ্রেন্ডের বিয়ে খেতে হয়েছে। ওখানে মোটামুটি ব্যস্ত ছিলাম। সবশেষে আজকে ফ্রি হলাম। আমি এখন রেস্ট করতেছি আরে পোস্ট লিখতেছি। একটু পর আবার লেভেল ২ এর ক্লাস আছে। আজ আর কোন কাজ করবো না। বিশাল একটা ঘুম দিব। কাল সকাল থেকে আবার ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করব।

যাই হোক আজকে আপনাদের সাথে আমি একটা সুন্দর ডাই পোস্ট শেয়ার করব। এখানে আমি যেটি তৈরি করেছি সেটি হচ্ছে পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেম । তাহলে চলুন পর্যায়ক্রমিকভাবে স্টেপ গুলো দেখে নেওয়া যাক।

IMG20220108224544.jpg

প্রথমেই একটি কালো পেপার নিলাম। এরপর তার চারপাশে নীল কালারের পেপার মোটা ভাজে আঁটকে দিলাম। এতে ফ্রেম মজবুত হবে।

1641911686878-01.jpeg

1641911739006-01.jpegIMG20220108225146.jpg

ফ্রেম বানানোর পর অনেকগুলো নিল পেপার কেটে নিলাম। যে গুলোর এক প্রান্ত মোটা এবং অন্য প্রান্ত সরু হবে। যেমনটি গাছের গোড়া মোটা থাকে আর উপরের দিকে সরু থাকে। যেহেতু আমরা একটা ফুলের গাছের মডেল তৈরি করছি সেহেতু গাছের আকৃতিতেই পেপার গুলো কেটে নিতে হবে। পেপার গুলো কেটে নেওয়ার পর কালো পেপারটির উপরে গাছের আকৃতিতে সরু পেপারগুলো সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

1641911447564-01.jpeg

1641911465833-01.jpeg1641911410913-01.jpeg

এরপর একটা হলুদ পেপার নিলাম। এটি সুন্দর করে ঢেউ ঢেউ আকৃতিতে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর মাঝামাঝি জায়গা চিহ্নিত করে সেখান থেকে লম্বালম্বি আরও একটি ভাঁজ দিতে হবে। এরপর একটি কেচি দিয়ে পেপারটির দুই প্রান্তে চিকন করে কেটে নিতে হবে। ছবিতে যেমনটি দেখতে পারছেন। এরকম করে কেটে নিলে সুন্দর ফুল আকৃতি ধারণ করবে।

1641911608759-01.jpeg
উপরে যেমনটি বললাম। ঠিক ঐভাবে পেপার গুলো কেটে নিলে এরকম আকৃতি ধারণ করবে।

1641911545125-01.jpeg1641911581297-01.jpeg

এরপর যেটা করতে হবে, ওই পেপার গুলোর মাঝখানে আঠা লাগিয়ে একসাথে জোড়া দিতে হবে৷ তাহলে সুন্দর ফুল আকৃতি ধারণ করবে। যেটি দেখে বোঝাই যাবে না যে মাঝখানে আঠা লাগানো হয়েছে।

1641911512526-01.jpeg
ছবিতে দেখতে পারছেন অনেকগুলো ফুল। সেম সিস্টেমে সবগুলো বানানো হয়েছে। শুধুমাত্র একটি মাত্র ফুল বানিয়ে দেখালাম। আপনারা সবগুলো একই সিস্টেমে বানিয়ে নিতে পারবেন।

1641911632238-01.jpegIMG20220108230619.jpg

এরপর খুব সিম্পল একটা কাজ করতে হবে। ফুলগুলো শুধুমাত্র ওই পূর্বে বানানো গাছের ডগায় লাগিয়ে দিতে হবে। তাহলে আমাদের কাজ শেষ। এই ক্রাফটি বানানো খুবই সহজ। বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। তবে আপনারা যদি অনেক বেশি ফুল লাগাতে চান আরও অনেক বড় বানাতে চান সেক্ষেত্রে সময় বেশি লাগবে। তবে দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের দেওয়ালে এটি টাঙিয়ে রেখেছি।

যাইহোক, খুব অল্প সময়ের মধ্যে বানানো "পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেম " তৈরীর প্রক্রিয়া গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ইতিমধ্যেই আমাদের কমিউনিটি তে আগেও কেউ একজন এটি বানিয়েছিল। আমার কাছে বেশ ভালো লেগেছিল এটি। অনেক সহজ হলেও রুমের সৌন্দর্য বর্ধনে বেশ কাজে দেয়। আমার রুমে তেমন কোনো ছবি ফ্রেম লাগানো নেই ।তবে মাঝেমধ্যে এগুলো বানিয়ে যদি লাগিয়ে রাখি তাহলে মন্দ হয় না। যাইহোক, আজ এ পর্যন্তই আবার নতুন কোন ক্রাফট নিয়ে দেখা হবে পরবর্তী কোন পোস্টে। সে পর্যন্ত ভাল থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালফ্রেম তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে ওয়ালফ্রেম তৈরি করতে আমারও খুবই ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেকটা সময় নিয়ে এবং ধৈর্য সহকারে এই সুন্দর একটি ওয়ালফ্রেম তৈরি করেছেন। আপনি আপনার ওয়ালফ্রেম তৈরির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার ওয়ালফ্রেমটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ওয়ালফ্রেম তৈরি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

এরকম ওয়ালমেটগুলো দেখতে খুবই সুন্দর লাগে। কারণ এটি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আর ভাইয়া,আপনি খুব সুন্দর করে এটি তৈরি করেছেন, দেখতেই সুন্দর দেখাচ্ছে৷ ভাইয়া তাহলে পুরোদমে ক্রাফট এর কাজ করা শুরু করেছেন,আরও অনেক ক্রাফট দেখবো আশায় রইলাম। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি কাগজের খুবসুন্দর ওয়ালম্যাট বানিয়েছেন।দেখতেও খুব ভালো লাগছে।আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কাগজের ওয়ালম্যাট বানানো আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর আপনার ওয়ালমেট টি৷ ওয়ালমেট ঘরের সৌন্দর্যকে আকর্ষণীয় করে তোলে। ভাইয়া আপনার ওয়ালমেট টির তৈরির প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়াল ফ্রেম তৈরি করেছেন ভাইয়া। এত কাজের মধ্যেও এরকম ডাই প্রজেক্ট গুলো কিভাবে বানান বুঝিনা। আপনাদের তো সারাক্ষণ ব্যস্ততার মধ্যে কাটাতে হয়। তার মধ্যে এরকম ডাই প্রজেক্ট করা ভিষনি কষ্টকর। কিন্তু তার মধ্যেও আমাদের মাঝে এত সুন্দর একটি ওয়াল ফ্রেম তৈরি করে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনার অনেকগুলো ডাই প্রজেক্ট দেখেছি, সবগুলোই অনেক ভালো লাগলো। আশা করছি এরকম আরো দেখতে পাবো।

 3 years ago 

এটি কিন্তু দারুন তৈরী করেছেন। দেয়ালে টাঙ্গিয়ে রাখার মত একটি জিনিস। সুন্দর হয়েছে ।ধন্যবাদ।

 3 years ago 

আমারও এ রকম হ্যান্ডি ক্রাফট করতে ভালো লাগে।আমি মাঝে মাঝে করার চেষ্টা করি।কিন্তুু আমার অনেক সময় লাগে।ধন্যবাদ।

 3 years ago 

পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেমটি খুব অল্প সময়ের মধ্যেই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ঢেউ ঢেউ আকৃতিতে ফুল বানানোর সিস্টেমটা খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে চিত্র আকারে আমাদের সাথে উপস্থাপনার কৌশল টি ছিল খুবই চমৎকার।

 3 years ago 

ভাইয়া আপনার পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেমটি
চমৎকার হয়েছে। আমি এরকম ফ্রেম এর আগেও দেখেছি, কিন্তু কিভাবে বানাতে হয় জানতাম না। আমার কাছে খুব ভালো লাগতো এই ফ্রেমগুলো। আজকে আপনার বানানোর পদ্ধতি দেখে আমিও শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেপার ফ্লাওয়ার ফ্রেম তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনি অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে ফ্লাওয়ার ওয়াল ফ্রেম তৈরি করেছেন। যা আমার কাছে খুব ভালো লেগেছে। ফুলগুলো হলুদ কালার হওয়াতে বেশি ফুটে উঠেছে। আশ করি মাঝে মাঝেই আমাদের মাঝে এমন ক্রিয়েটিভ কাজ উপহার দিবেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।।।

❤️❤️❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57868.91
ETH 2362.75
USDT 1.00
SBD 2.36