রিক্সা বিলাস - ফ্রাইডে

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা।
আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। অনেক ব্যস্ততা এবং এক্সাম শেষ করে আজকে মোটামুটি ফ্রি ছিলাম। বহুদিন হলো ঢাকাতে কোথাও বেরোনো হয় না। ওয়েদার একটু ভালো থাকলে মাঝেমধ্যেই রিক্সা বিলাস করতে খুবই ভালো লাগে। বর্তমানে ওয়েদারে যা অবস্থা তাতে কোথাও শান্তি নেই।

রিকশা বিলাসের জন্য সবচেয়ে বেটার টাইম হলো রাত এগারোটার পরে। যদি হয় বৃষ্টির পরে ঠান্ডা পরিবেশ তাহলে তো কথাই নেই। যাইহোক আজকে বেরিয়েছিলাম রিক্সা বিলাসে। আজ যেহেতু শুক্রবার ছিল তাই রাস্তায় যানজট ছিল কম। রাত আটটার দিকে বেরিয়ে দেখলাম বাহিরে বেশ বাতাস আছে। যদিও গরম তারপরও বাতাস থাকার কারণে রিক্সাতে চড়তে বেশ ভালোই লাগছিল।

Polish_20240420_002852449.jpg

1713551588012-01.jpeg

সোজা গেছিলাম সীমান্ত স্কয়ারের সামনে। সীমান্ত স্কয়ারের সামনে একটি সুন্দর রেস্তোরাঁ আছে৷ এই রেস্তোরাঁটি ইনডোর রেস্তোরাঁ নয়, এটি লেকের পাড়ে উন্মুক্ত একটি রেঁস্তোর। এটার নাম হলো পাতাম রেস্তোরাঁ। যারা এদিকে এসেছেন তারা দেখে থাকবেন। যেহেতু বাইরে অনেক বাতাস ছিল তাই রেস্তোরাঁর ভিতরে বসতে বেশ ভালই কমফোর্ট পাচ্ছিলাম।

শুধু শুধু বসে থাকলে কেমন হয়। তিনজন গেছিলাম, তিনটা কফি নিয়ে বসলাম। কফির চুমুকে আড্ডায় আড্ডায় বেশ খানিকটা সময় কেটে গেল। ওখান থেকে উঠে আসতে ইচ্ছে হচ্ছিল না। তাই ভাবলাম আরো কিছু অর্ডার দিয়ে আরো কিছুটা সময় এখান থেকে কাটিয়ে যাই। অর্ডার করলাম চিকেন বটি কাবাব সাথে অনেকগুলি লুচি। লেকের পাশে বাতাসে বসে লুচি দিয়ে কাবাব খেতে দারুন লাগছিল।

1713551364627-01.jpeg

1713551389881-01.jpeg

1713551421070-01.jpeg

1713551563570-01.jpeg

কাবার আর লুচি ২২০ টাকা প্রাইস ছিল। প্রাইস অনুযায়ী স্বাদটা টা ছিল খুবই ভালো। এককথায় নেক্সট টাইম গেলে আবারও খাওয়ার ইচ্ছা আছে। বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর আমরা উঠলাম। সীমান্ত স্কয়ার থেকে সামান্য একটু সামনে গেলেই কয়েকটা ছোট ছোট জুসের দোকান দেখা যাবে। ওই জায়গাটার লাচ্ছি আমার কাছে খুব ভালো লাগে। গরমের সময় মাঝেমধ্যেই এখান থেকে লাচ্ছি খাওয়া হয়।

1713551642387-01.jpeg

লোকেশনটা হলো ব্যাংক এশিয়ার একদম নিচে। দাম এবং কোয়ালিটির দিকটা ঠিকঠাকই লাগে আমার কাছে। তিনজন তিনটা লাচ্ছি নিয়ে গরম শরীর ঠান্ডা করে আবার পুনরায় রিক্সাতেই ফিরে এলাম।

ঢাকাতে স্টুডেন্টরা এখনো আসতে শুরু করেনি তেমন। এজন্য রাস্তাটা এখনো অনেকটাই ফাঁকা। সামনের রবিবার থেকে চিরচেনা ঢাকার রূপ দেখা যাবে আবার। আগামীকাল সকালে অবশ্য আমার ঢাকা ত্যাগ করার ইচ্ছা আছে। এই অতিষ্ঠ নগরী থেকে বিদায় নিতে পারলেই শান্তি।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 3 months ago 

শুক্রবার রাস্তা মোটামুটি ফাঁকা ই থাকে।তবে বিকেলের পর থেকে রাস্তা জ্যাম থাকে সবাই ঘুরতে বের হয় তাই।তবে এখন রাতেও ফাঁকা।কারন বাড়ি থেকে সবাই এখনো আসেনি।আপনি তো ভাইয়া আমার এলাকায় এসেছিলেন।আমার বাসা থেকে বের হলেই এই রেস্তোরাঁ। কিন্তু কখনো যাওয়া হয়নি।শুধু তাকিয়েই থেকেছি।খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। রিকশায় ঘুরে বেড়াতে আমার ও ভীষণ ভালো লাগে।ধন্যবাদ জানাই আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 months ago 

বাহ খুবই ভালো। তাহলে একদিন চলে আসেন।

 3 months ago 

রাতের বেলা রিকশা দিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগে। প্রচন্ড গরমের সময়ও আলাদা একটা প্রশান্তি কাজ করে। যাইহোক পাতাম রেস্তোরাঁ তো দেখছি খুবই সুন্দর। লেকের পাশে হওয়ায় গরমের সময় এই রেস্তোরাঁয় কাস্টমারদের চাপ থাকবে অনেক। আড্ডা দিতে দিতে বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন ভাই। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

সত্যি বলতে ভাইয়া আজ আপনি তো দেখছি আমার কল্পনার কিছু সময় কাটিয়েছেন। আমারও মনে হয় এমন তীব্র গরমে মাঝে মাঝে রিক্সায় কিছু টা সময় কাটিয়ে নিজেকে প্রাণবন্ত করে নিয়ে আসি। কিন্ত ভাগ্য বলে কথা। কিন্তু সীমান্ত স্কয়ারে যে এমন সুন্দর জায়গা আছে সেটা তো জানতাম না। আজ আপনার পোস্টের মাধ্যমে বেশ সুন্দর কিছু রাতের ভিউ দেখে নিলাম। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

সময় পেলে একটু এরকম ঘুরতে বের হবেন ভালো লাগবে।

 3 months ago 

যত যানবাহনই থাকুক না কেন রাতের বেলায় রিকশায় ঘোরার মজাই অন্যরকম। যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো কথাই নেই। তাছাড়া সীমান্ত স্কয়ারে লেকের পাড়ে বসে আড্ডা দিলে সেখান থেকে উঠে আসতে আসলেই মন চায় না। রাতের পরিবেশটা আরো বেশি সুন্দর থাকে। খাবারের দাম অনেক কম মনে হল আমার কাছে। দামে কি যায় আসে মানটাই আসল। একদিন রাতের বেলায় যেতে হবে দেখছি।

 3 months ago 

আরে আপনি সত্যিই চলে আসেন তো একদিন। আমি ট্রিট ওফার করলাম। ✌️

 3 months ago 

ইনশাআল্লাহ যাবো একদিন।

 3 months ago 

হুম, ঐ জায়গার পরিবেশটা সত্যি ভালো, এমনিতে স্বাভাবিক সময়ে প্রচুর ভিড় হয়ে থাকে। চারপাশের পরিবেশটা দারুণ লাগে বিশেষ করে সন্ধ্যার পর, আর পাশে কেউ থাকলে পুরো সময়টা দারুণভাবে রঙিন হয়ে যেতে বাধ্য হি হি হি। ধন্যবাদ

 3 months ago 

ভাই একদিন চলে আসেন এদিকে।

 3 months ago 

রিক্সায় ঘুরতে আমার সবচাইতে ভালো লাগে আকাশ মেঘলা করলে। মেঘলা আকাশ হালকা মৃদু বাতাস। অসাধারণ একটা অনূভুতি সৃষ্টি হয়। লোকেশন টা দেখে রাখলাম ভাই। পরবর্তীতে ঢাকা গেলে এই লুচি কাবাব খেয়ে দেখব। আপনার রিভিউ টা ভালো লেগেছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64741.88
ETH 3457.21
USDT 1.00
SBD 2.55