মহান বিজয় দিবস।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ ১৬ই ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম স্মরণীয় দিন। এই দিনটি বাঙালি জাতির জন্য যেমন গর্বের তেমনি সম্মানের। ১৯৭১ সালের এই দিনে, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ মুক্ত হয় এবং আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা।
১৯৪৭ সালের ভারত-পাকিস্তান বিভক্তির পর থেকে পূর্ব পাকিস্তান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে বৈষম্যের শিকার হতে থাকে। পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়ে তাদের শোষণ করতে থাকে।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে এক বর্বরোচিত গণহত্যা চালায়। এর ফলে শুরু হয় মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং মুক্তিবাহিনীর সাহসী ভূমিকার মাধ্যমে বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ আত্মত্যাগের উদাহরণ। নয় মাস ধরে চলা এই যুদ্ধে সাধারণ মানুষ, ছাত্র, কৃষক, শ্রমিক, বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশকে শত্রুমুক্ত করার জন্য প্রাণপণ লড়াই করেন। এই যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হন এবং ২ লক্ষ নারী সম্মান হারান। ১৫০০ এর অধিক ভারতিয় সেনা জীবন বিসর্জন দেন৷ তবে এত ত্যাগের পরেও, বাঙালি জাতি স্বাধীনতার জন্য দৃঢ়সংকল্প ছিল।
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর পূর্ব পাকিস্তান অঞ্চলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এদিনই প্রথম বাঙালিরা নিজেদের স্বাধীন দেশের পতাকা নিয়ে গর্বিতভাবে দাঁড়ায়।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রথমেই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।আজকের পোস্টে আপনি খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরেছেন।আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে শেষ হয় না।শুধু একটা কথায় আজকের এই বিশেষ দিনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাই।
মাসটাই যেন বিজয়ের মাস। শুধু ১৬ই ডিসেম্বর নয় ডিসেম্বর মাসটাই বিজয়ের মাস হিসেবে উদযাপিত হয়। দীর্ঘ যুদ্ধ শেষে ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন পতাকা অর্জন করেছি। বিজয় দিবসের শুভেচ্ছা নিবেন ভাই।
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে,বিভিন্ন ধরনের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। সেই দিনগুলো কতোটা কঠিন ছিলো, সেটা ভাবলেই নিজের ভিতরটা কেমন শিউরে উঠে। তবে স্বাধীনতা অর্জনের পিছনে ভারতের ভূমিকা অপরিসীম। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।