পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং [সিম্পল DIY]

in আমার বাংলা ব্লগ3 years ago

1640830612220.png

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? গতকাল সারাদিন আমি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি। হাতে অনেকগুলো কাজ ছিল, তারপর আবার বন্ধুর বিয়ের প্রস্তুতি চলছে। সেখানে ছিলাম অর্ধেক বেলা পর্যন্ত। ওখান থেকে এসেই দুপুরবেলা ল্যাপটপ নিয়ে বসেছিলাম। বিকেলের দিকে আবার একটু বাজারে যেতে হয়েছিল। বাজার থেকে ফিরেছিলাম সন্ধ্যা সাতটার দিকে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই কিছু ফেলে রাখা কাজ সেরে নিলাম। গতকাল আবার এ.বি.বি স্কুলের লেভেল ফাইভ এর ভাইভা পরীক্ষা ছিল। সেটা নিয়ে বসেছিলাম সাড়ে নয়টার দিকে। ভাইভা পরীক্ষা শেষ হতে হতে প্রায় বারোটা বেজে গিয়েছিলো। এরপর দ্রুত অল্প কিছু খাবার খেয়ে নিলাম। এরই মধ্যে আমি ভুলেই গিয়েছিলাম গতকাল আমার কোন পোস্ট করা হয় নাই।এটা ভেবে খাওয়া-দাওয়া করে এসে একটা পোস্ট লিখতে বসলাম। কিন্তু তখন রাত বাজে প্রায় এক টা । চোখে প্রচন্ড ঘুম ছিল এজন্য আর পোস্ট লেখা কন্টিনিউ করতে পারিনি। যাইহোক কালকের লিখে রাখা পোস্ট টি আজকে কমপ্লিট করে শেয়ার করতে যাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো "পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং "।

এটি বানানো খুব একটা কঠিন নয়। আপনারা চেষ্টা করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা বাসা বাড়ির দেয়ালে টানিয়ে রাখলে দেওয়ালের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। তাহলে চলুন তৈরীর প্রক্রিয়া টি দেখে নেওয়া যাক।

1640802473553-01.jpeg

প্রথমেই ভিন্ন ভিন্ন কালারের কয়েকটি পেপার নিলাম।

1640804229456-01.jpeg

এরপর পাঁচটা কালারের পেপার দিয়ে কোণ আকৃতিতে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর আঠা দিয়ে ভাল করে লাগিয়ে নিলাম

1640802783647-01.jpeg

সেইম কালারের দুটি কোণ একসাথে এবং সব কোণ গুলো পাশাপাশি রেখে আঠা দিয়ে আটকিয়ে নিলাম। ছবিতে লক্ষ করুন।

1640804244449-01.jpeg

এরপর আবার নতুন কিছু পেপার নিয়ে সেগুলো স্টার আকৃতিতে কেটে নিলাম।

1640802921472-01.jpeg

এরপর কমলা কালারের একটা পেপার নিলাম। কমলা কালারের পেপার টি ভাঁজ করে একটা স্কেল এর মতন বানিয়ে নিলাম। এরপর কাঁচি দিয়ে ছবির ন্যয় কেটে নিলাম।
1640802903207-01.jpeg1640804306955-01.jpeg
কাঁচি দিয়ে কেটে নেওয়া পেপার টি গোল করে ভাঁজ করে নিলাম । এখন এটি একটি ফুলের মতন দেখাচ্ছে।।

1640804276240-01.jpeg

এরপর গোলাকৃতির সেইফে কোণগুলোর মাঝখানে দুইটি স্টার ফুল এবং একটি করে ছোট গোলাকৃতির ফুল বসিয়ে নিলাম। যেটা আমরা একটু আগেই কেঁচি দিয়ে কেটে বানিয়ে নিয়েছিলাম।

1640802957469-01.jpeg

এরপর স্কেলের নেয় সরু তিনটি কালো ফিতা বানিয়ে নিলাম।

1640802941861-01.jpeg

আমরা আবারও কিছু স্টার ফুল বানিয়ে নিব।

1640804348692-01.jpeg

এরপর দুইটি কালারের ৬ টি কোন নিব। যেগুলো কালারে মিল রেখে একসাথে জোড়া দিয়েছি। প্রতি জোড়া কোণের সাথে একটি করে স্টার ফুল লাগিয়ে দিব।

1640802818034-01.jpeg

আমরা কিছুক্ষণ আগে যে কালো পেপার গুলো কেটে নিয়েছিলাম সেগুলো গোলাকৃতির কোণ শেইফের একপ্রান্তে লাগিয়ে দিলাম।

1640802681097-01.jpeg

কালো ফিতার অপরপ্রান্তে পূর্বেই বানিয়ে রাখা জোড়া কোণ গুলো লাগিয়ে দিলাম। এরপরেই কাজ শেষ।
IMG20211228160823.jpg1640802681097-01.jpeg1640802739052-01.jpeg

আশা করি সবাই বুঝতে পেরেছেন বানানোর প্রক্রিয়া টি। এটি আমাদের রুমের দেয়ালে এখনো লাগিয়ে রাখা আছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা চাইলে যখন-তখন বানিয়ে নিতে পারেন এমন একটি "পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং "। খুব একটা কঠিন হবে না। শুধুমাত্র হাতে কিছু সময় দরকার। যাইহোক, আমি আজ তাহলে যাচ্ছি। দেখা হবে আবার নতুন কোন পোস্টে। পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা অসাধারণ হয়েছে আপনার তৈরী ওয়াল হ্যাংগিংটা।খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। 👌👌কালার কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে।এগুলো তৈরি করা খুবই সময়ের ব্যাপার।যাইহোক আপনার হাতের কাজ দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

  • ভাইয়া আপনার এতো ব্যস্ততার মাঝেও diy করেছেন, দেখে প্রথমে অবাক হলাম। খুব অসাধারণ হয়েছে। রঙিন কাগজের তৈরি ওয়ালমেট গুলো দেখতে খুব সুন্দর হয়ে থাকে। বিভিন্ন রঙের কাগজ দেওয়ার কারণে এটি দেখতে খুব চমৎকার দেখাচ্ছে।
 3 years ago 

ভাইয়া আপনার পেপার ফ্লাওয়ার এর জুড়ি নেই। আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ পেপার ফ্লাওয়ারের হ্যাংগিং তৈরি করেছেন যা সত্যি অসাধারণ লাগছে। এবং কি চোখ জুড়ানোর মত ছিল। আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে পেপার ফ্লাওয়ার তৈরি করতে পারেন এটা আমার জানা ছিল না। আমার কাছে অসাধারণ লেগেছে ভাইয়া দারুন ছিল আপনার হাতের কারুকাজ। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 3 years ago 

জি ভাই এত ব্যস্ততার মাঝে এত সুন্দর একটি ওয়াল হ্যাংগিং বা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি আপনার অসাধারণ। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ভাইয়া আপনার ব্যস্ততা দ্রুত কমে যাক। তবে এতো ক্লান্ত থেকে কীভাবে এতো সুন্দর করে পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন সেটাই ভাইছি। অনেক ব্যস্ততা এবং ক্লান্তির মাঝেও আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন। তৈরি করার ধাপ গুলোও এতো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যে এখন চাইলে যেকেউ এটা অনেক সহজেই তৈরি করতে পারবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। ফুলগুলো বেশ চমৎকার করে তৈরি করেছেন। বিভিন্ন কালারের হওয়াতে খুব সুন্দর ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়াল হ্যাংগিং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ভাইয়া বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন রঙ্গিন কাগজের সমন্বয়ে পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং তৈরি করেছে। আপনার তৈরি পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং টি দেখতে অসাধারণ সুন্দর লাগছে।পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং তৈরীর প্রতিটি ধাপের বিবরণ গুলো অতি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে এতো সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য ভাইয়া আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে। তবে ভাইয়া আপনার কাছে অনেক সহজ আমার কাছে অনেক কঠিন তারপর ও চেষ্টা করতেছি। বাসা বাড়ির দেয়াল সুন্দর করে ওয়াল হ্যাংগিং। ধন্যবাদ ভাইয়া ধাপ বাই ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 
ভাইয়া খুবই চমৎকার হয়েছে আপনার তৈরি পেপার ওয়ালমেটটি। আসলেই এটা বানাতে খুব বেশি কঠিন হবে না তবে কিছুটা ধৈর্য্য আর সময়ের প্রয়োজন। আর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেটটি তৈরি করার কারণে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 3 years ago 

বাহ ভাইয়া অনেক সুন্দর ভাবে বানিয়েছেন ওয়াল হ্যাংগিং টি। দেখতে দারুণ লাগছে। বিশেষ করে এর রং গুলোর জন্য বেশি ফুটে উঠেছে। আর আপনি অনেক সহজ ভাবে বানানোর ধাপ গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68091.64
ETH 2633.74
USDT 1.00
SBD 2.68