পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেম - যেখানে একটি ফুলের টব রয়েছে।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Polish_20220114_101129492.png
I have purchased this background

হ্যালো আমার প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই ? সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শুরু করছি আজকের পোস্ট। গত কিছুদিন যাবত আমি মোটামুটি ভালই ডাই পোস্ট শেয়ার করতেছি। আজকেও আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আজ আমি যেই পোস্ট টি শেয়ার করবো সেটির নাম হচ্ছে পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেম - যেখানে একটি ফুলের টব রয়েছে । তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম এই ফ্লাওয়ার ফ্রেমটি।

এটি বানাতে যা কিছু প্রয়োজনঃ-

  • আপনার পছন্দমত কালারের কিছু পেপার ।
  • একটি কাঁচি।
  • কাগজে লাগানো আঠা।
  • একটি স্কেল।
  • একটি জেল পেন।
  • পরিষ্কার-পরিচ্ছন্ন একটি স্থান।



1642123500899-01.jpeg1642123289815-01.jpeg

প্রথমেই নিয়ে নিলাম একটি কালো এবং একটি সাদা পেপার।

1642123233848-01.jpeg
এরপর কালো পেপার টি স্কেল দাঁড়া মেপে সঠিক মাপের চারটি খন্ডনে কেটে নিলাম ।

1642123253471-01.jpeg
এবার সাদা পেপারটির চারিপাশে বর্ডার আকৃতিতে কালো পেপারগুলো লাগিয়ে দিলাম। যেহেতু পেপারে সাইজ স্কয়ার ছিল, এজন্য সমান মাপের পেপার চারিদিকেই লাগানো সম্ভব হয়েছে।

1642123175751-01.jpeg1642123437041-01.jpeg

এবার আরো একটি কালো পেপার নিলাম। তারপর মাঝখান থেকে ভাঁজ করলাম। এরপর কলম দিয়ে একটি কলসি আকৃতিতে এঁকে নিলাম। এরপর কলমের কালির লাইন ফলো করে কেচি দিয়ে কেটে নিলাম। দ্বিতীয় ছবিতে লক্ষ করুন।

1642123381322-01.jpeg1642123333585-01.jpeg

এরপর ফ্রেমের একদম নিচের দিকে কলসিটি বসিয়ে দিলাম। কলসির নিচের দিকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম যেন খুলে না যায়। কলসি লাগানোর পর একটি কালো কালারের জেল পেন দিয়ে একটি সরু গাছের আঁকাবাঁকা ঢাল এর চিত্র অঙ্কন করে নিলাম।

1642123278173-01.jpeg
এরপর অনেকগুলো কমলা কালারের পেপার নিলাম। সেগুলো স্কয়ার সাইজের আকৃতিতে কেটে নিলাম।

1642123464748-01.jpeg1642123134004-01.jpeg1642123484024-01.jpeg

এরপর ওই পেপার গুলো এমন ভাবে ভাঁজ করে নিলাম যেন কেঁচি দিয়ে এক সাইড থেকে কাঁটার পর ফুল আকৃতি ধারণ করে।

1642123117917-01.jpeg

একই পদ্ধতি অনুসরণ করে অনেকগুলো ফুল বানিয়ে নিলাম। মনে রাখতে হবে আপনার ফ্রেম যত বড় হবে ফুলের পরিমাপ তত বেশি হবে।

1642123516789-01.jpeg
এরপর ফুলগুলো নিয়ে অঙ্কন করা গাছের ডগায় ডগায় বসিয়ে দিলাম। এখানে খুবই অল্প পরিমাণ আঠা ব্যবহার করতে হবে। তাছাড়া পেপারের ফুলগুলো ভিজে যাবে।

1642123423816-01.jpeg

1642123195057-01.jpeg1642123364421-01.jpeg

এরইমধ্যে তৈরি হয়ে গেল অসাধারণ একটি ওয়াল ফ্রেম। এটি দেয়ালে লাগিয়ে রাখলে খুবই সুন্দর লাগে। আমাদের দেয়ালে আমি লাগিয়ে রেখেছি। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনিও চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এ ধরনের ওয়াল ফ্রেম।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

এক কথায় অসাধারণ। একদম মন ছুঁয়ে গেছে ভাই। প্রতিটি ধাপ যেভাবে উপস্থাপন করেছেন সেটা মন ছুয়ে গেছে। আপনার কাজের প্রশংসা না করে পারছি না। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

বাহ ভাইয়া পুরোই অসাধারণ হয়েছে। মন ছুয়ে গেলো আপনার তৈরি করা ওয়ালফ্রেমটি। লাল এবং কালো রঙের কম্বিনেশনটি আমার কাছে দারুণ লেগেছে। আপনি ওয়ালফ্রেম বানানোর পুরো প্রক্রিয়াটি এতো সহজ ভাবে উপস্থাপন করেছেন যে কেউ আপনার পোস্টটি দেখে এই সুন্দর ওয়ালফ্রেমটি তৈরি করে ফেলতে পারবে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি ওয়ালফ্রেম আদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে করার জন্য। কতটুকু হয়েছে জানিনা। তবে প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

বাহ দারুণ ভাই। আপনি যে পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেমটা তৈরি করেছেন অসাধারণ লাগছে। এবং এটা যদি সত্যি সত্যি কোনো ঘরের ঐ রকম দেয়ালে টানানো যায় তাহলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। বেশ ভালো ছিল আপনার ডাই পোস্ট টা। এবং বাস্তব জীবনে কাজে লাগার মতো একটি ডাই পোস্ট।

 3 years ago 

হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। এটা ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইরে দেখতেছি আপনি ভালই ডায় পোস্ট শেয়ার করছেন। সবগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আজকের টাও অনেক বেশি সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে ওয়াল ফ্রেম তৈরি করেছেন। যার মধ্যে আবার টব দিয়েছেন। এটি দেওয়ালে লাগালে সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। অনেক ভালো লাগলো।

 3 years ago 

আমাদের ঘরের দেয়ালে এখনো এটা লাগানো আছে। বেশ ভালোই লাগছে দেখতে।

 3 years ago 

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

অনেক ভালো লাগছে ভাইয়া। আজকে আপনি পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেম তৈরি করেছেন এবং কালারটা আপনি খুব সুন্দর ভাবে চয়েজ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। যখন দেওয়ালে এটি লাগালেন দারুন ভাবে ফুটে উঠেছে আর ব্যাকগ্রাউন্ড টা অস্থির হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল। আরো সুন্দর সুন্দর ডাই পোস্ট আমরা চাই আপনার কাছ থেকে💘

 3 years ago 

ভাই আপনার কালার কম্বিনেশন দারুন হয়েছে। লাল ফুল গুলো সত্যি অনেক ভালো হয়েছে। যদিও অভিজ্ঞতা থেকে জানি এগুলো তৈরি করা অনেক কষ্টের। অনেকগুলো ফুল তৈরি করেছেন আপনি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যি ভাইয়া আপনার তৈরি ওয়াল ফ্রেমের মধ্যে ফুল ভরা টপটা দেখতে অসাধারণ দেখাচ্ছেন। আপনি তো অনেক সুন্দর করে তৈরি করতে পারেন দেখতেছি। আমার কাছে তো ফুলগুলো খুবই সুন্দর লেগেছে। চারপাশে কালো ফ্রেম আর কাল টপের মধ্যে লাল ফুল গুলো অনেক সুন্দর ফটো উঠেছে। এক কথায় অসাধারণ হয়েছে বলতে গেলে। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ফুলের টপটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুবই সুন্দর করে একটি ফুলের টপ অংকন করেছেন।আপনি ওয়াল ফ্রেম বানানোর প্রক্রিয়াটি গুলো খুব সহজ করে উপস্থাপন করেছেন। ভাই আপনার কাজের দক্ষতা খুবই ভালো। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 
  • পেপার ফ্লাওয়ার ওয়াল ফ্রেম দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ভাইয়া। আপনি এত সুন্দরভাবে তৈরি করেছেন যা বলার মতো না। দেখে সত্যিই মন ভরে গেল। আপনি খুবই সুন্দর ভাবে তৈরি করলেন এবং আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার উপস্থাপন দেখে আমি খুব সহজে শিখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি ড্রাই আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

ওয়াও অসাধারণ একটা ওয়ালমেট তৈরী করছেন, অনেক বেশী ভালো লাগছে। ভাইয়া আপনার কাজের দক্ষতা অনেক বেশী ভালো। আপনি যে কয়টি ওয়ালমেট তৈরী করছেন সব গুলোই দারুন ছিল।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22