কাগজের প্রজাপতির অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ2 years ago



কাগজের প্রজাপতি


  • The 10th June , 2022
  • Friday

1654831201152-01.jpeg

আসলে এরকম কিছু সিম্পল জিনিস যেগুলো বানিয়ে ঘরে সাজিয়ে রাখলে সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। আর এইগুলো বানানো খুব বেশী কঠিন নয়। ইউটিউবে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাজারো টিউটোরিয়াল পাওয়া যায় কিভাবে এগুলো বানাতে হবে এ সম্পর্কে। আমি অনেক বেশি কঠিন কিছু আপনাদের সাথে শেয়ার করব না। খুবই সিম্পল, কিন্তু দেখতে সুন্দর। এরকম কাগজের কিছু প্রজাপতি বানিয়ে দেখাবো আজ। তাহলে চলুন কার্যক্রম শুরু করা যাক।

প্রথমেই যে জিনিস গুলো প্রয়োজন কাগজের তৈরি প্রজাপতি বানাতে সেগুলো রেডি রাখতে হবে। নিম্নে দেওয়া উপকরণসমূহ অবশ্যই হাতের নাগালে রাখতে হবে, যেন কাজের মাঝে বারবার অন্যত্রে গিয়ে খোঁজাখুঁজি না করতে হয়।

1654831112194-01.jpeg

উপকরণ সমূহ :

১.বিভিন্ন রঙের পেপার

২.আঠা

৩.কেচি

পর্যায়ক্রমিক ধাপগুলি :

প্রথম স্টেপে কাগজ বা পেপার এমন ভাবে কাটতে হবে যাতে পেপারের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়।

1654831234139-01.jpeg

তারপর পেপারটা কোনাকোনি এবং আড়াআড়িভাবে ভাঁজ করে নিতে হবে।ভাজ এমন ভাবে করতে হবে যাতে বর্ডার গুলা বোঝা যায়।তারপর ভাঁজগুলো খুলে ফেলতে হবে।

1654831138677-01.jpeg

এরপর পেপারটি নিম্নোক্ত ভাবে ভাঁজ দিতে হবে।

1654831273429-01.jpeg

উপোরোক্ত ভাঁজের পর কোণাটা গোল রাউন্ড করে কেটে নিতে হবে।

1654831285986-01.jpeg

1654831183690-01.jpeg

1654831163862-01.jpeg

এরপর উপরোক্ত ছবিগুলো অনুযায়ী ভাঁজ দিলেই তৈরী হয়ে যাবে এই সুন্দর প্রজাপতিগুলো।

1654831216611-01.jpeg

1654831201152-01.jpeg

ফাইনালি প্রজাপতিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। বানালে বিভিন্ন রং এর পেপার নিয়ে অনেক গুলো একসাথে বানানোই ভালো। একসাথে বিভিন্ন রং এর অনেকগুলো প্রজাপতি সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। এগুলো সাধারণত কোন দেওয়ালে আঠা দিয়ে মেরে রাখতে হয়।

যাই হোক, আজকে অতি সিম্পল একটা পেপার অরিগ্যামি দেখালাম আপনাদের। জানিনা কেমন লেগেছে আপনাদের কাছে। আমি ধীরে ধীরে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর কিছু পেপার ওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করতে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ইউটিউবে এরকম ভিডিও অনেক দেখতে পাওয়া যায়, আর ইউটিউব এর ভিডিও গুলো দেখেই আমিও রঙিন কাগজ এর কাজগুলো করি।
রঙিন কাগজ দিয়ে বানানো অরিগামি প্রজাপতিগুলো আমার খুবই ভালো লাগে। আমার ছোটভাই কয়েকটি বানিয়েছিলো সেগুলো আমি আমার ঘরের দেয়ালে লাগিয়ে রেখেছি।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি দেখতে সিম্পল হলেও অনেক সুন্দর হয়েছে, এবং অনেকগুলা কালার এর সমন্বয়ে প্রজাপতি বানানোর কারণে, এটি যদি কোন দেওয়ালে আঠা বা ঘাম দিয়ে লাগানো হয়, খুব সুন্দর লাগবে। মনে হবে একগুচ্ছ প্রজাপতি বসে আছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া রং বেরঙের প্রজাপতি গুলো দেখে ভীষণ রকম ভালো লাগলো। যদিওবা সিম্পল জিনিস কিন্তু এর সৌন্দর্য অনেক বেশি। আপনি ঠিকই বলেছেন ভাইয়া, রঙিন কাগজের প্রজাপতি বানানো খুব বেশি কঠিন নয়। আর তাইতো এত আকর্ষণীয় প্রজাপতি গুলো খুব সহজেই তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রঙিন কাগজের তৈরি এত সুন্দর প্রজাপতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে কাগজের প্রজাপতি অরিগামি তৈরি করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। খুবই চমৎকার ভাবে দক্ষতার সঙ্গে আপনি এই প্রজাপতি তৈরি করেছেন। এত সুন্দর কয়েকটি প্রজাপতির অরিগামি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে এই প্রজাপতিগুলো অতটাও কঠিন না হলেও কিন্তু অতটা সহজ নয়। কিছুটা সময় দিয়ে তো তৈরি করতে হয়। আপনার প্রজাপতির অরিগামি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এতটা ব্যস্ততার মধ্যেও এইরকম কাজ শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে যাই তৈরি করা হোক না কেন আমি দেখতে ভালো লাগে। কালার কম্বিনেশন টা খুব ভালো লাগলো।

 2 years ago 

ভালো বলেছেন ভাইয়া প্রয়োজনীয় জিনিসপত্র গুলো হাতের কাছে থাকলে বানাতে সুবিধা হয়। তা না হলে বারবার উঠতে গেলে খুবই কষ্ট লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কিছু প্রজাপতি তৈরি করেছেন। বিভিন্ন কালারের হওয়ার কারণে আরও চমৎকার লাগছে। এগুলো দেয়ালে টানিয়ে রাখলে মনে হয় ভালই লাগবে দেখতে। আপনার পরবর্তী পেপার ওয়ার্ক এর অপেক্ষায় রইলাম ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বন্ধু অসাধারণ হয়েছে তোর তৈরি করা রঙ্গিন কাগজের প্রজাপতি গুলো। জীবনে অনেক বড় হতে পারবি এভাবেই এগিয়ে যা।

 2 years ago 

এই প্রজাপতিগুলো দেওয়াতে লাগালে খুব বেশি সুন্দর লাগে।আমিও প্রায় বানাতাম।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অরিগামি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে, রঙ্গিন কাগজ গুলো ভাঁজ করে নেওয়ার বিষয়টি। কারণ ভাঁজ করা সঠিক না হলে এ ধরনের অরিগ্যামি তৈরি করা সম্ভব নয়। অসম্ভব সুন্দর প্রজাপতির অরিগ্যামি তৈরি করে আমাদের উপহার দেয়ার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.032
BTC 60799.23
ETH 2640.18
USDT 1.00
SBD 2.58