রবীন্দ্র কুঠিবাড়ির আঁনাচে-কাঁনাচে। - প্রথম পর্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago

এইতো কিছুদিন আগের কথা। ঘুরতে গিয়েছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। বাড়ির আনাচে-কানাচে সব জায়গায় ঘুরে ফিরেছি। প্রচুর প্রচুর ছবি তুলে নিয়ে এসেছিলাম। রবি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র, হাতে লেখা চিঠি, কবিতা, চিত্রকর্ম সবকিছুর ছবি তুলে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খুব বেশি জিনিসপত্র উনার কুঠিবাড়িতে রাখা নেই। তবে যেগুলো এখন পর্যন্ত অক্ষত আছে সেগুলোই শোঅফ করে রাখা হয়েছে। তবে যা কিছু রাখা আছে সেটাই রবি ঠাকুরের ভক্তদের কাছে বিশাল ব্যাপার। আর যাই হোক কল্পনা তো করা যাবে অন্তত, যে রবি ঠাকুর এগুলো কিভাবে ব্যবহার করতেন। যারা ওখানে সরোজমিনে গিয়েছে তারা তো সবকিছু দেখেছে কিন্তু যারা যায়নি তাদের দেখার সুযোগ করে দিচ্ছে আমি আজকে। ধন্যবাদ দিতে কিন্তু কিপটামি করবেন না। 😅


IMG_20220125_160534.jpg

তথ্যঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় ব্যবহৃত তার পদ্মা বোট এর প্রতিরূপ।

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


IMG_20220125_160158.jpg

তথ্যঃ- কবিগুরুর ব্যবহৃত আলমারি।

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


IMG_20220125_160244.jpg

তথ্যঃ- পানি পরিশোধন করার যন্ত্রটির স্ট্যান্ড।

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


IMG_20220125_160314.jpg

তথ্যঃ- কুঠিবাড়ির আশে পাশের ঘাস কাটার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হতো।

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


IMG_20220125_160258.jpg

তথ্যঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আটকোণা বিশিষ্ট একটি টেবিল

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


IMG_20220125_160403.jpg

তথ্যঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত আট বেহারার পালকি।

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


IMG_20220125_161053.jpg

তথ্যঃ- রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত পল্টুন। দেখে মনে হয় এখনও ব্যবহার করা যাবে।

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


IMG_20220125_161101.jpg

তথ্যঃ- ইঞ্জিন চালিত স্পিড বোর্ড। এটায় চড়ে রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা নদীতে ঘোরাফেরা করতো।

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


IMG_20220125_160514.jpg

তথ্যঃ- জাস্ট ইমাজিন । এই চেয়ার টেবিলে বসে রবীন্দ্রনাথ ঠাকুর খাজনা আদায় করতো।

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


IMG_20220125_160324.jpg

তথ্যঃ- উঁচু-নিচু জমির মাটি মসৃণ করতে এই যন্ত্রটি ব্যবহার করা হতো।

লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

ডিভাইসঃ- শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ।


এইতো ছিল আজকের দশটি ফটো। আশা করি আপনারা খুব ইনজয় করেছেন। আমি আজ বেশি ফটো শেয়ার করলাম না কারণ মজা একদিনে শেষ করে দেওয়া ঠিক নয়। সব সময় একটা আকর্ষণ রেখে দেওয়া উত্তম । আমি আরো দুইটি পর্ব শেয়ার করব আপনাদের সাথে। প্রত্যেকটি পর্ব যদি আপনারা দেখেন তাহলে আশাকরি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির আনাচে-কানাচের সবকিছু দেখা হয়ে যাবে। তাহলে আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

রবীন্দ্র কুঠিবাড়ির
আঁনাচে-কাঁনাচের
দশটি ফটোগ্রাফি
নতুন করে হৃদয় আমার
নিচ্ছে অটো থেরাপি

তোমার ফটোগ্রাফির
ভাইয়া হয়না তুলনা
আজকে আবার নতুন
করে শুভ সূচনা

রবীন্দ্র কুঠির গিয়েছিলাম
বেশ কিছুদিন আগে
ঘুরতে গেলে ও মনের ভেতর
অনুপ্রেরণা জাগে
♥♥

 2 years ago 

আপুর কবিতা সব সময় রেডি। সুন্দর হয়েছে কিন্তু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া
♥♥

 2 years ago 
  • রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সকল জিনিসগুলো আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। দেখে খুবই ভালো লাগলো। আমিও এখানে ভ্রমণ করতে গিয়েছিলাম। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ব্যবহৃত জিনিস গুলো দেখলে অনেক ভালো লাগে। খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে দেখার সুযোগ করে দিয়েছেন। ভালো লেগেছে আমার বিশেষ করে তার বেহালার পালকিটি।আপনার জন্য শুভেচ্ছা রইলো।
 2 years ago 

আপনাদের ভালো লাগাতে পেরেছি এটাই আমার সার্থকতা।

তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই ।কমেন্ট করার সময় আপনি যেই পয়েন্ট Markdown কোড ব্যবহার করে কমেন্ট করেছেন, এটা ভালো দেখায় না। এটা শুধুমাত্র পয়েন্ট আকারে কোন কিছু লেখার সময় ব্যবহার করতে হয়৷

 2 years ago 

ঠিক আছে ভাই, সুন্দর পরামর্শ দেওয়া জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাই শুরুতেই আপনাকে ধন্যবাদ জানালাম যাতে আপনি আমাকে কিপটা মনে না করেন। কুঠি বাড়িতে আমি একবার গিয়েছিলাম বন্ধুদের সাথে। আবারো ভবিষ্যতে যাবার ইচ্ছা আছে। সত্যি কথা বলতে কি রবি ঠাকুর এমন একজন মানুষ যারা শত বছরে একবার জন্মায়। বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে যিনি প্রতিষ্ঠা করে গেছেন তিনি আমাদের রবি ঠাকুর। আর তার স্মৃতিবিজড়িত স্থান গুলো দেখার সুযোগ করে দেয়ার জন্য সবার পক্ষ থেকে আপনাকে আবারো জানাই ধন্যবাদ

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

কিপটামি না করে ধন্যবাদ দিয়ে দিলাম ভাই। আসলে ধন্যবাদ না দিয়ে থাকাও গেলোনা। কারন এই করোনাতে বাসায় বসে বসেই আপনার মাধ্যমে রবীন্দ্রনাথ এর কুঠিবাড়িটি দেখে ফেললাম। ভালোই লাগলো। একটা প্রশ্ন ভাই। পালকি টা কি লোহার তৈরী?

 2 years ago 

ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই 🤣

 2 years ago 

ধন্যবাদ দেওয়াতে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ।

 2 years ago 

তথ্যঃ- পানি পরিশোধন করার যন্ত্রটির স্ট্যান্ড।

তথ্যঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত আট বেহারার পালকি।

তথ্যঃ- রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত পল্টুন। দেখে মনে হয় এখনও ব্যবহার করা যাবে।
লোকেশনঃ- রবীন্দ্রনাথ কুঠিবাড়ি।

উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে আমার কোন ধারণা ছিল না আগে। যাক আপনার মাধ্যমে কিছুটা হলেও জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

হাহাহহাহাহ আগেই বলে দেই ধন্যবাদ হাহহাহা।
আর আমি বুঝে গেছি ভাই অনেক দিন এর পোস্ট চালিয়ে দিবেন😝😝 এই পর্ব করে। কিন্তু দাদার মিউজিয়াম এর যে আকর্ষ পাই এখানে পাবো নি?? বাংলাদেশ বলে কথা 😛😛

সব টাই হালকা মজা ছিল ভাই।

সত্যি অসাধারণ ছিল। তবে আমি এখানে গিয়েছিলাম😁😁😁

 2 years ago 

কিছু কিছু টেকনিক অবলম্বন না করলে কি হয়?? 😆😆

আমারটা তেমন একটা ইন্টারেস্টিং নাও হতে পারে। তবে চেষ্টা করব ভাল কিছু দেওয়ার।

 2 years ago (edited)

ধন্যবাদ দিতে কিন্তু কিপটামি করবেন না। 😅

আসলেই ভাই আপনি অনেক মজার লোক।

  • আপনি আমাদের মাঝে খুবই চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন রবীন্দ্র কুঠিবাড়ি তে আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি তবে আপনার পোষ্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে অনেকখানি উপলব্ধি করতে পারলাম । ভবিষ্যতে যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আমি এই জায়গাটিতে একবার ঘুরে আসতে চাই খুবই সুন্দর এবং দারুন পরিবেশের একটি জায়গা ।

যাইহোক ভাইয়া সর্বশেষে আপনাকে অনেকগুলো ধন্যবাদ দিলাম

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই ।কমেন্ট করার সময় আপনি যেই পয়েন্ট Markdown কোড ব্যবহার করে কমেন্ট করেছেন, এটা ভালো দেখায় না। এটা শুধুমাত্র পয়েন্ট আকারে কোন কিছু লেখার সময় ব্যবহার করতে হয়৷

 2 years ago 

ধন্যবাদ বড় ভাইয়া আপনার মূল্যবান উপদেশ এর জন্য ❤️। আমি এটি অবশ্যই ভবিষ্যতে মেনে চলার চেষ্টা করব 🤗

 2 years ago 

রবীন্দ্র কুঠিবাড়ির আঁনাচে-কাঁনাচে

  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির আঁনাচে-কাঁনাচে আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক দারুণ ভাবে তুলে ধরেছেন ভাইয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে আমি কখনো যাইনি। আপনার এই ফটোগ্রাফিগুলো দেখে ইচ্ছে করছে সেখানে যাওয়ার। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখে অনেক ভালো লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত টেবিল, আলমারি ও অন্যান্য জিনিসপত্রগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়া যে চেয়ারে বসে রবীন্দ্রনাথ ঠাকুর খাজনা আদায় করতেন সেটা যখন দেখছিলাম তখন মনে হচ্ছিলো যেন তিনি ওখানে বসে আছেন। জিনিসপত্রগুলো পুরনো হলেও এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি মিশে আছে এই জিনিসগুলোতে। প্রতিটি আসবাবপত্রের মধ্যে আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ রয়েছে। ভাইয়া আপনি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। আপনি যেহেতু পর্ব আকারে রবীন্দ্র কুঠিবাড়ির আঁনাচে-কাঁনাচে ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করবেন তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।
 2 years ago 

মূল্যবান মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই ।কমেন্ট করার সময় আপনি যেই পয়েন্ট Markdown কোড ব্যবহার করে কমেন্ট করেছেন, এটা ভালো দেখায় না। এটা শুধুমাত্র পয়েন্ট আকারে কোন কিছু লেখার সময় ব্যবহার করতে হয়৷

 2 years ago 

তথ্যবহুল একটি বিষয় শেয়ার করেছেন ছবি সহ। জানতে পারলাম অনেক কিছুই। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ভাই । ভাল থাকবেন।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি না গিয়েও আপনার মাধ্যমে কুঠিবাড়িতে সংরক্ষিত অসাধারণ কিছু জিনিস দেখার সৌভাগ্য হলো। সবগুলো জিনিসই আমার অনেক ভালো লেগেছে কিন্তু বেশি ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা পদ্মা বোট এর প্রতিরূপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ কুঠিবাড়ির সংরক্ষিত জিনিসগুলো আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দ্বিতীয় পার্টের অপেক্ষায় রইলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

দু-তিন দিনের মধ্যে পরবর্তী পর্ব আপলোড দেবো। আশা করি সেটাও ভালো লাগবে আপনার কাছে।

 2 years ago 

জানি অবশ্যই ভালো লাগবে! ❣️❣️❣️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45