পাওয়ার আপ প্রতিযোগিতা -১৫ এর ফলাফল ||| প্রতিযোগিতার সপ্তাহ- ১৬ -নতুন সপ্তাহে চলমান থাকবে। [ ABB-POWER UP CONTEST]

in আমার বাংলা ব্লগ3 years ago

Polish_20220428_100307896.png

পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় ১০৫ দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে ২৫ জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।

কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:

ক্রমিকনামপাওয়ার বৃদ্ধিস্টিমের পরিমান
@kibreay0012.6178%10 STEEM
@mahir42213.93701%20 STEEM
@shuvo20212.67023%20 STEEM
@razuan120.298158%28 STEEM
@ashikur501.21457%15 STEEM
@hsiddiqui79312.5%50 STEEM
@mrahul400.548847%10 STEEM
@salmanabir6.66667%20 STEEM
@kazi-raihan1.78147%15 STEEM
১০@sadiahaque6.85714%12 STEEM
১১@sikakon0.766479%15 STEEM
১২@litonali3.12012%40 STEEM
১৩@bdwomen0.159443%11 STEEM
১৪@rokibulsanto2.99501%18 STEEM
১৫@naimuu2.46914%30 STEEM
১৬@mahbubul.lemon5.42453%50 STEEM
১৭@ah-agim8.92388%100 STEEM
১৮@bristy12.55363%100 STEEM
১৯@narocky710.69512%50 STEEM
২০@alamin-islam5.72034%53 STEEM
২১@tangera1.09529%50 STEEM
২২@rex-sumon0.224891%50 STEEM
২৩@moh.arif0.173497%50 STEEM
২৪@morioum38.1679%50 STEEM
২৫@rayhan1112.37089%101 STEEM
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৯৬৮ স্টিম।

যারা কনটেস্টে পার্টিসিপেট করেছে কিন্তু নিয়ম মানেনি তাদেরকে উইনার লিস্টে রাখা হচ্ছে না। নিম্নে তাদের লিস্ট প্রদান করা হলোঃ-

ক্রমিকনামপাওয়ার বৃদ্ধিস্টিমের পরিমান
@kibreay0012.6178%10 STEEM
@mahir42213.93701%20 STEEM
@shuvo20212.67023%20 STEEM
@razuan120.298158%28 STEEM
@ashikur501.21457%15 STEEM
@hsiddiqui79312.5%50 STEEM
@mrahul400.548847%10 STEEM
@salmanabir6.66667%20 STEEM
@kazi-raihan1.78147%15 STEEM
১০@sadiahaque6.85714%12 STEEM
১১@sikakon0.766479%15 STEEM
১২@litonali3.12012%40 STEEM
১৩@bdwomen0.159443%11 STEEM
১৪@rokibulsanto2.99501%18 STEEM
১৫@naimuu2.46914%30 STEEM

পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৭৫ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-

অবস্থাননামপাওয়ার বৃদ্ধিপুরস্কার এর পরিমান
@morioum38.1679%২০ STEEM
@ah-agim8.92388%১৮ STEEM
@alamin-islam5.72034%১৫ STEEM
@mahbubul.lemon5.42453%১০STEEM
@bristy12.55363%৭ STEEM
@rayhan1112.37089%৫ STEEM

যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-

ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।

উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।

এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।

তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
Capture.PNG

এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।

কনটেস্টে পার্টিসিপেট করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হলঃ-

  • সপ্তাহে একবার পাওয়ার আপ করে সেটি দিয়ে পোস্ট করতে পারবেন। একাধিকবার পাওয়ার আপ করার ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট করা যাবে না। (একজন ইউজার যতবার খুশি ততবার পাওয়ার আপ করতে পারবে কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র একবার পাওয়ার আপ করে উক্ত ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট তৈরী করতে পারবে)

  • পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।

1642081215009-01.jpeg

>আপনি এভাবেও উল্লেখ করতে পারেন। [ss From @kawsar ]

  • সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড। (টার্গেট ডিসেম্বরের জন্য যেকোনো এমাউন্ট কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য মিনিমাম ৫০ স্টিম)

  • কনটেস্ট অংশগ্রহণ করতে হলে আপনার ওয়ালেট এ minimum-50 স্টিম পাওয়ার থাকতে হবে।

  • আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups [ বাধ্যতামূলক ট্যাগ -#abb-powerup ]

  • কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।

Capture.PNG

কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর: All Admin and Mods


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

স্টিমেট প্লাটফর্মে ভবিষ্যৎ জার্নি সহজ করতে আমাদের পাওয়ার আপ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কাজটি আপনি খুব সুন্দর ভাবে করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পাওয়ার আপ মানে নিজেকে শক্তিশালী করা, আমার বাংলা ব্লগ কমিউনিটি দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকার জন্য পাওয়ার আপ করার কোনো বিকল্প নেই। আমার বাংলা ব্লগ কে ভালবাসি, ভালবাসি বাংলা ভাষাকে।

 3 years ago 

আপনি এই কঠিক কাজগুলো খুবি দক্ষতার সাথে সুন্দর ভাবে সম্পন্ন করেন।আপনার কর্ম প্রক্রিয়া খুবি ভাল লাগে । ধন্যবাদ ।

প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন !!!

 3 years ago 

আসলে পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত বেশি বেশি পাওয়ার আপ করা এবং সকলে খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। সকল বিজয়ীদের জন্য অভিনন্দন এবং এটি খুব ভাল একটি উদ্যোগ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পথ আমাদের দেখিয়ে দেয়ার জন্য ভাইয়া

 3 years ago 

পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। সকলেই নিজের সক্ষমতা বৃদ্ধি করেছে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেখে ভালো লাগলো। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সকলের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

পাওয়ার আপ টিকে থাকতে হলে অবশ্যই করতে হবে,পাওয়ার আপ মানেই নিজের ক্ষমতা বৃদ্ধি ।এই সপ্তাহে যারা অংশগ্রহন করছে তাদের সবাইকে শুভেচ্ছা,এবং যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন

 3 years ago 

যারা পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সকলকে জানাই শুভেচ্ছা এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিজয় তালিকায় আমার নাম দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।

 3 years ago 

পাওয়ার বৃদ্ধি মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি আর টার্গেট ডিসেম্বর সিজন 2 উপলক্ষে যে প্রতিযোগিতা চলছে তাতে অংশগ্রহণকারী এবং বিজয়ী সকলকে অভিনন্দন।

 3 years ago 

যারা পাওয়ার বৃদ্ধি করেছে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আমাদের সবার উচিত পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। সত্যি ভাইয়া আপনার উদ্যোগ খুবই প্রশংসনীয়। এত কষ্ট করে এত চমৎকার রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভাল থাকবেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79