শেয়ার করো তোমার ইউনিক মাছের চপ রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

1684947611219.png

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।


কেমন আছেন আপনারা সবাই? আজ আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে একটি নতুন কনটেস্ট এনাউন্স করতে যাচ্ছি। বাঙ্গালীদের সবচেয়ে প্রিয় খাবার কী? বেশিরভাগ বাঙালির উত্তর হবে মাছ। বাঙালি জাতিকে মাছে ভাতে বাঙালি বলে আখ্যায়িত করার যথেষ্ট সার্থকতা রয়েছে। মাছ ভাত ছাড়া যেন খাবারে তৃপ্তি আসে না। সপ্তাহের অন্তত দু-তিন দিন প্রত্যেকটা বাড়িতে মাছ রান্না হয়-ই। যারা মাছ খেতে একটু বেশি পছন্দ করে তারা তো সপ্তাহের ৭ দিনেই পাতে মাছ দেখতে চায়।

যত ভালো খাবারই বাঙালির পাতে দেয়া হোক না কেন, তৃপ্তির জায়গা সেই মাছে ভাতেই। আর মাছ যেহেতু আমাদের এতই প্রিয়, হয়ে যাক না মাছ দিয়ে দারুন কিছু। আর এই ভাবনা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারের প্রতিযোগিতার বিষয় হবে মাছের চপ রেসিপি। ভাত মাছের বাহিরে মুখরোচক খাবার হিসেবে যদি মাছের চপ বানানো যায় তবে কেমন হয়?? বিকেল বেলা দু'চার টুকরো মাছের চপ আর সাথে একটু সালাদ। কেমন হবে খেতে? বলতেই মুখে জল চলে আসলো!!

দারুন স্বাদের সব মাছের চপ বানিয়ে ফেলুন। যে কোন মাছ দিয়ে আপনার পছন্দমত ইউনিক রেসিপি তৈরি করতে পারবেন। পরিবারের সকলকে খেতে দিন আর কনটেস্টে পার্টিসিপেট করুন। আপনার ইউনিক মাছের চপ রেসিপি অন্যের জন্য শেখার সুযোগ হবে। সেই সাথে বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার। তাহলে আর দেরি না করে আজই শুরু করে দিন সমস্ত আয়োজন। আশা করছি কমিউনিটির প্রত্যেকটা মেম্বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নতুন নতুন রেসিপির সাথে সকলকে পরিচয় করিয়ে দেবে। সকলের জন্য শুভকামনা রইল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কিছু নিয়ম-কানুন ফলো করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে নিচের নিয়ম কানুন গুলো ভালোভাবে পড়ে নিন।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার ইউনিক মাছের চপ রেসিপিতে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফ্রি ফটো ব্যবহার করলেও সোর্স উল্লেখ করতে হবে।
  • পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
  • অংশগ্রহনের সময়সীমা ০১-০৬-২০২৩ সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-37, #fish-chop এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে। ( সাথে এই ট্যাগটি যুক্ত করতে পারেন #fish-recipe)
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksCo-FounderAll administrative works
@winklesExecutive Admin India RegionAll administrative works in India region
@hafizullahExecutive Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@swagata21Community Admin India RegionAll administrative works in India region
@nusuranurCommunity Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@rex-sumonRegulatory compliance AdminControl the quality of entire community
@moh.arifWitness & Dev Team AdminAll administrative works in Witness & Dev Team
@shuvo35Social Media & Marketing AdminAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ০১-০৬-২০২৩ ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিনমন্ডলী।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।

IMG_20230527_183517.jpg

পোস্ট লিংক

 last year 

মাছের চপ রেসিপি প্রতিযোগিতায় আমার অংশগ্রহণঃ
https://steemit.com/hive-129948/@selina75/56gxd

 last year 

সত্যি ভাইয়া এবারের প্রতিযোগিতা ভীষণ ভালো লেগেছে। আবারো সবার কাছ থেকে একদম ইউনিক চপের রেসিপি দেখতে পারবো। আর এই প্রতিযোগিতার জন্য এবারে নিজেও সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারব। বিশেষ করে সবার কাছ থেকে ইউনিক রেসিপি গুলো জেনে পরবর্তীতে তৈরি করতে পারব। ভীষণ ভালো লাগলো। আশা করি সবাই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হবে।

 last year 

প্রতিযোগিতার বিষয়বস্তুর রেসিপি হলে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ অংশগ্রহণ করতে সুবিধা হয়। মাছের চপের রেসিপি একেবারে ইউনিক হবে বোঝা যাচ্ছে। সবাই অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবে আশা করি। সুন্দর কোন চপের রেসিপি নিয়ে হাজির হতে পারব আশা করি । ধন্যবাদ ভাইয়া।

 last year 

আচ্ছা অপেক্ষায় আছি।

 last year 

বিকেল বেলা দু'চার টুকরো মাছের চপ আর সাথে একটু সালাদ। কেমন হবে খেতে?

ব্যাপারটা একেবারে জমে যাবে ভাইয়া😋। আসলে আমরা বাঙালিরা মাছ ছাড়া একেবারেই চলতে পারি না। মাংস দুএকদিন খেলেই আর খেতে ইচ্ছে করে না। তবে মাছ প্রতিদিন খেলেও খেতে খুব ভালো লাগে। আর সেজন্যই বলা হয় মাছে ভাতে বাঙালি। যাইহোক এই প্রতিযোগিতার মাধ্যমে খুব লোভনীয় মাছের চপ রেসিপিগুলো দেখতে পাবো। আশা করি সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যাইহোক এই প্রতিযোগিতা আয়োজনের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

একদম ঠিক বলছেন। মাছে অভক্তি আসে না সহজে।

 last year 

বাহহ অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা মানেই ধামাকা কিছু দেখা। আমি অবশ্যই প্রতিযোগিতা অংশগ্রহণ করার চেষ্টা করব।

 last year 

সাদা কালো মাছটা আমার পছন্দ হইছে ভাই, ঐডা পাঠিয়ে দিন মাছের চপ করে শেয়ার করবো হি হি হি। দারুণ একটা বিষয় নির্বাচন করা হয়েছে এবার, আহ! দারুণ কিছু রেসিপি দেখার এবং শিখার সুযোগ পাবো।

 last year 

আচ্ছা ভাই অপেক্ষা করেন। কন্টেস্ট শেষ হোক তারপরে মাছটা ওখান থেকে নিয়ে পাঠিয়ে দিব। 😀

 last year 

অও,মাছের চপ রেসিপি প্রতিযোগিতা।সত্যিই এটা দারুণ প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা।বাঙালি জীবন মাছ ছাড়া অচল।আমার তো মাছ খুবই প্রিয়।নিশ্চয়ই চেষ্টা করবো অংশ নেওয়ার, ধন্যবাদ দাদা।

 last year (edited)

ভাইয়া আপনি ঠিক বলেছেন আমাদের মাছ ভাত ছাড়া যেন খাবারে তৃপ্তি আসে না। তাই তো সাপ্তাহে কমপক্ষে পাচঁ থেকে ছয়দিন মাছ খাওয়া হয়। আর এবার খাবো মাছের চপ। এবারের কনটেস্টা দারুন হবে। আশা করছি ইউনিকি কিছু দেখতে পারবো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন রকমের মাছের চপ এর রেসিপি দেখতে পাবো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62948.49
ETH 2583.15
USDT 1.00
SBD 2.74