ফটোগ্রাফি - [আমার বাংলা ব্লগ ] সবুজ হলুদ পর্ব ১
ফটোগ্রাফি
- The 6th December , 2021
- Monday
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। গত সাতদিন আগে আমি একটি ফটোগ্রাফি পোস্ট করেছিলাম। ওটা ছিল দীর্ঘ বিরতির পর একটি ফটোগ্রাফি পোস্ট । আমি খুব বেশি ভালো ফটোগ্রাফি করতে পারি না। তবে যেহেতু এটা আমার শখ এজন্য চেষ্টা করে যাই। আর আমার চেষ্টাকে আপনারা প্রশংসা করেন বলেই আমার আগ্রহটা আরো বেড়ে যায়। আমি এখন থেকে প্রত্যেক সপ্তাহে এক থেকে দুইটি ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করব। সেখানে থাকবে মোবাইল ফটোগ্রাফি বা ডিজিটাল ক্যামেরা ফটোগ্রাফি। তো আজকে আমি যে ফটোগ্রাফি পোস্ট করতে চাচ্ছি এটি ৩ পর্বের একটি সিরিজ পোস্ট হবে। ফটোগ্রাফি গুলো যেহেতু একটি নির্দিষ্ট এরিয়া থেকে তোলা তাই এটি সিরিজ হিসেবে পাবলিস্ট করতে চাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
গতদিন আমি পদ্মার চরে ঘুরতে গিয়েছিলাম, এ বিষয়ে একটা ভ্রমণকাহিনী সাথে ফটোগ্রাফি পোস্ট করেছিলাম। ঐদিন চরে যাওয়ার আমার প্রধান উদ্দেশ্য ছিল ফটোগ্রাফি করা। সেদিন অনেকগুলো ফটোগ্রাফি করেছি। সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং বাকি দুটি
পর্বে ওই একই দিনে তোলা ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের অ্যালবামে কি কি ছবি রেখেছি।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-12-21 || f/5.6-205.00mm
What's 3 Word Location :https://w3w.co/polar.jock..
চরের মধ্যখানে একটি টিউবওয়েল। কৃষকরা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন এই টিউবওয়েল থেকে পানি পান করে। তাছাড়া দুপুরবেলা কৃষকরা এই টিউবয়েলে গোসলের কাজটা সেরে নেয়। ছবিতে যে ছেলেটাকে দেখতে পারছেন সে হচ্ছে আমারই কাছের একটি ছোট ভাই। নামাজের সময় হয়ে গিয়েছে তাই অজু করে নিচ্ছে।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-12-21 || f/5.0-160.00mm
What's 3 Word Location :https://w3w.co/mouths.u..
এটা একটি সরিষা ক্ষেতের ছবি। চারিদিকে হলুদের সমারোহ। এমন পরিবেশে মৌমাছিদের খুব আনাগোনা দেখা যায়। শীতের এই সময়টাতে যেসব জমিতে সরিষা চাষ করা হয় ওই জমিগুলোর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-12-21 || f/7.1-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/cafes.loya..
একজোড়া বক মাছ ধরার আশায় অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে স্থিরভাবে। এদের ধৈর্য দেখলে সত্যিই অবাক হতে হয়। এদের মধ্যে যেমন ধৈর্য আছে তেমন একতা ও আছে । এরা যেখানেই যায় দল বেঁধে যায়।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-12-21 || f/7.1-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/mouths.u..
চরের মধ্যে তুলনামূলক উঁচু জায়গাগুলোতে পেঁপে গাছ লাগিয়ে দেওয়া হয়। অন্যান্য সবজির পাশাপাশি জমিতে পেঁপে চাষ কৃষকদের একটু বাড়তি লাভের মুখ দেখায়। সেদিন চরে ঘুরতে গিয়ে এরকম একটা পেঁপে গাছ দেখতে পেলাম। যে পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরে আছে। আর সুযোগ বুঝে একটি পাখি ওই গাছে বসে মনের সুখে পাকা পেঁপে খাচ্ছে। আর আমি সুযোগ বুঝে কয়েকটা ছবি তুলে নিলাম।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-12-21 || f/7.1-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/playfulne..
একটি বড় সাইজের সাদা বক। একা একাই ঘোরাফেরা করছে মাছ শিকার করার জন্য। এই সময়টাতে খুব ছোট সাইজের মাছ ছাড়া গর্তগুলোতে তেমন বড় সাইজের মাছ পাওয়া যায় না। আরে এসব বকের জন্য ছোট সাইজের মাছ গুলোই পারফেক্ট।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-12-21 || f/7.1-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/cleanest.s..
একটি মরা গাছ। প্রথমে দেখে হয়তো মনে হতে পারে এটি পূর্বে জীবিত ছিল। কিন্তু এটি এভাবেই পুঁতে রাখা হয়েছে সীমানার চিহ্ন হিসেবে। এই মরা গাছটির পিছন দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কৃষকরা জমিতে কাজ করছেন। যদিও আমি এই ছবিটি আর একটু ভিন্নভাবে নিতে চেয়েছিলাম। ছবিটি মনের মতন ফুটিয়ে তুলতে পারিনি । আরো উন্নত মানের লেন্স হলে আমার ভাবনার মতই ছবিটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যেত।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-12-21 || f/5.6-205.00mm
What's 3 Word Location :https://w3w.co/cleanest.s..
চরে প্রচুর পরিমাণে ঘাস পাওয়া যায়। যারা গরু পালে তারা এখান থেকে ঘাস সংগ্রহ করে নিয়ে যায়। যাদের বাড়ি টাটিতে তারা মাঝে মধ্যে চরে আসে শুধুমাত্র ঘাস কাটার উদ্দেশ্য নিয়ে। এখান থেকে খুব অল্প সময়ে প্রচুর ঘাস সংগ্রহ করা যায়। ছবিতে যে ব্যক্তিটি কে দেখতে পাচ্ছেন তিনিও চরে এসেছিলেন ঘাস সংগ্রহ করার জন্য। সংগ্রহ করা শেষে সেগুলো মাথায় করে নিয়ে বাড়িতে যাচ্ছেন।
Device : Canon EOS 600D
Date & EXIF data: 02-12-21 || f/4.5--105.00mm
What's 3 Word Location :https://w3w.co/pugs.fina..
আখ থেকে রস সংগ্রহ করার পর সেই রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। আর যখন গুরু প্রস্তুত হয়ে যায় তখন সে গুড় মাটির কুলায় ভরে সংরক্ষণ করা হয়। ছবিতে যে কুলা গুলো দেখতে পারছেন এগুলোতে প্রায় দুই থেকে আড়াই মন গুড় ধরে। এত ওজনের কুলা চর থেকে বাড়িতে নিয়ে যেতে মহিষের গাড়ি ব্যবহার করা হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









ভালো লাগার মত কিছু ফটোগ্রাফি। দারুন এক একটা ক্লিক। সাদা বকটাকে বেশি ভালো লাগলো। ডাউনলোড করে রেখে দিলাম। নতুন ওয়ালপেপার করবো।ভালো থাকবেন ভাই।
কি বলেন ভাই... আমার তো কপাল যে আমার একটা ফটোগ্রাফি কারোর এতটা ভাল লেগেছে যে ওয়ালপেপার সেট করবে।
🤩🤩🥰🥰🥰🥳🥳
আমি জানিনা এই ফটোগ্রাফির প্রশংসা কিভাবে করবো।দাদা এককথায় অসাধারণ ফটোগ্রাফি। মারাত্মক দক্ষতা আপনার ফটোগ্রাফিতে। সরিষা ক্ষেতের ফটো, বকের মাছ ধরার অপেক্ষা, আখের রস মাটির কুলায় ভরে সংরক্ষণ করা হচ্ছে।অসাধারণ সত্যি কথা বলতে প্রত্যেকটা ছবি দারুন।আপনার এই ছবিগুলো দেখে মনে হচ্ছে যদি কোনোদিন এরকম জায়গায় আমি যেতে পারতাম। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর সুন্দর ছবি তুলে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আমাদের এমন উৎসাহমূলক মন্তব্যের জন্যই আমার বেশি বেশি ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। আজকে সবুজ হলুদ ফটোগ্রাফি সিরিজের দ্বিতীয় পর্ব পোস্ট করব। আশা করি দ্বিতীয় পর্বের ফটোগ্রাফি গুলো ও ভালো লাগবে।
ছবিগুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। প্রথম ছবিটাই খুবভালো লেগেছে আমার কাছে। খুবই পারফেক্ট একটি মোমেন্ট ক্যাপচার করেছেন আপনি। আপনার ছবি তোলার ধরন গুলো খুবই সুন্দর হয়েছে । আগামী পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া।
আজকের পর্বে যে ফটোগ্রাফি গুলো পোস্ট করেছি তার মধ্যে আমারও প্রথম ছবি টাই সবচেয়ে প্রিয় ছিল। আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাইয়া আপনি এই কথাটা একদম ঠিক বলেন নি যে আপনি ভালো ফটোগ্রাফি করতে পারে না। আপনার ফটোগ্রাফিগুলো সব সময় অসাধারণ হয় তাই সকলে আপনার ফটোগ্রাফির প্রশংসা করে। আমি ব্যক্তিগতভাবে আপনার করা ফটোগ্রাফিগুলো খুবই পছন্দ করি। এর আগে আপনি যতগুলো ফটোগ্রাফি পোস্ট করেছেন সবগুলোই আমার খুবই ভাল লেগেছিল। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে কোন সাধারণ জিনিসকে অনেক সুন্দর করে অসাধারণ করে তোলে। এই জিনিসটি আমার খুবই ভালো লাগে। আজকে আপনি যেই ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন সেগুলোর প্রত্যেকটি ফটোগ্রাফি আমার মন ছুঁয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। বিশেষ করে একটি পাখি পাকা পেঁপে খাচ্ছে এই ফটোগ্রাফি আমার বেশি ভাল লেগেছে। আসলে এই মুহূর্তগুলো সব সময় আসে না। দারুণভাবে দারুন কিছু মুহূর্তের ছবি তুলেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি বরাবরই আমাকে উৎসাহিত করেন। এটা আমার কাছে খুব ভালো লাগে । আমার ফটোগ্রাফী গুলো যদি আপনাদের ভালো লাগে তবেই আমি সার্থক । গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
যেটা ভালো লাগে সেটা বলতে কোন কার্পণ্য রাখতে নেই। সত্যি ভাইয়া আপনি দারুন ফটোগ্রাফি করেন।
বলতেই হয় ভাই আপনি বেশ ভালো ফটোগ্রাফি করেন। এককথায় অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো। একেবারে আমার কল্পনার গ্রামের মতো আহ কী সুন্দর।
বিশেষ করে প্রথম ছবিটির টাইমিং টা অসাধারণ ছিল। এবং দ্বিতীয় ছবিটি দেখে আমি এককথায় বাকরুদ্ধ হয়ে গেছি। এ যেন স্বর্গের চেয়েও সুন্দর। পরবর্তীতে পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। আশাকরি এর থেকেও ভালো কিছু ফটোগ্রাফি দেখতে পাব।।
সুন্দর একটি মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ছবিটা আমার কাছেও খুব ভালো লাগে। আর সবুজ হলুদ ফটোগ্রাফি পর্বের দ্বিতীয় পর্ব আজকেই পোস্ট করব।
👌👌👌
ভাই আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আমিও আজ ফটোগ্রাফি করতে বের হয়েছি। ভাই আপনার ফটোগ্রাফি হলো খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে সাদা বকের ফটোগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দিয়েছেন আপনি।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভাই আপনার ফটোগ্রাফি অনেক ভালো লাগলো-- বিশেষ করে আপনার তুলা একটি ফটো দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেলো। আমাদের গাছের পেঁপে প্রায়ই পাখি খেয়ে ফেলতো। পাখির কাছ থেকে পেঁপে রক্ষা করার জন্য জাল দিয়ে পেছিয়ে রাখছিলাম। আজকে আপনার তুলা ছবি দেখে স্মৃতি টা চোখে ভাসলো। সবগুলা ছবি অনেক সুন্দর হইছে। ❣️❣️❣️
আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এটি জেনে আমিও খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আমি একটি ডিএসএলআর ক্যামেরা কিনার খুব চিন্তা করছি। তার আগে আপনার থেকে ফটোগ্রাফির বিষয়ে একবার ক্লাস করতে হবে। আপনার ফটোগ্রাফি পোস্ট গুলো সব সময় অনবদ্য হয় এবং বোঝা যায় আপনার ফটোগ্রাফিতে বেশ ভাল ধারণা রয়েছে।
ফটোগ্রাফি সম্পর্কে তেমন এক্সট্রা কোন ধারণা নেই ভাই আমার। জাস্ট চোখের সামনে ভালো কিছু দেখলেই ক্লিক করে নেই। এই,,,,
এটা তো জানাই ছিলোনা একদম৷ আপনার প্রতিটি ছবি এতো বেশি সুন্দর হয় যে কি আর বলবো! জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে।
ধন্যবাদ আপনাকে।
আপনার প্রত্যেকটা ফটোগ্রাপফ আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। সত্যিই মুগ্ধময়। বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফি আমার সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।