ফ্ল্যাট-বি ২

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ আমি আপনাদের সাথে আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরীর ফ্ল্যাট-বি২ নাটকটির পর্যালোচনা শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাটকের গুরুত্বপূর্ণ বিষয়বলি।


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী


Screenshot_2021-09-27-23-56-47-522_com.google.android.youtube.jpg

নাটকের নামফ্ল্যাট বি - ২
পরিচালকমহিদুল মহিম
গল্প লেখকমাসুদুল হাসান
অভিনয়আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী
মুক্তির তারিখ২৬ ডিসেম্বর ২০১৯
দৈর্ঘ্য৪০ মিনিট
ভাষাবাংলা
ধরনরোমান্টিক

নাটকের মূল কাহিনী


নাটকের শুরুতেই আফরান নিশো একটি ভুল ফ্ল্যাট ডুকে পড়ে। সে ভুল করে তার পাশের ফ্ল্যাটের মেহজাবিন এর বাসায় ডুকে পড়ে। এ কারণে মেহজাবিন এর বিয়ে ভেঙ্গে যায়।

Screenshot_2021-09-27-23-49-27-202_com.google.android.youtube.jpg

তারপর থেকে মেহজাবিন আর আফরান নিশো মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। আফরান নিশো যেখানেই যায় মেহজাবিন সেখানেই গিয়ে ঝামেলা সৃষ্টি করে। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়।

Screenshot_2021-09-27-23-58-54-994_com.google.android.youtube.jpg

আফরান নিশো বুঝতে পারেন সেদিন তিনি ভুল করেছিলেন। যার কারণে মেহজাবিন এর বিয়ে ভেঙ্গে গিয়েছিল। এজন্য তিনি মেহজাবিনের বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজে । কিন্তু কোন মানুষই বিয়ে করতে রাজি হয় না। রাজি না হওয়ার কারণও আফরান নিশো। তারপর অনেক দিন পার হওয়ার পর মেহজাবিন ও তার ভুল বুঝতে পারে এবং তারপর থেকে আফরান নিশোকে মেহজাবিন আর বিরক্ত করে না। এদিকে আফরান নিশো মেহজাবিন কে মনে মনে অনেক ভালোবেসে ফেলে। তারপর আফরান নিশো তার মনের কথা মেহজাবিন কে বলে দেয়। এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।

Screenshot_2021-09-28-00-34-51-094_com.google.android.youtube.jpg

Screenshot_2021-09-28-00-37-11-029_com.google.android.youtube.jpg


শিক্ষা


এই নাটকের প্রথমের দিকে তেমন শিক্ষানীয় কোন বিষয় ছিল না। কিন্তু কিছু সময় নাটক পার হওয়ার পর নাটকটিতে অনেক শিক্ষানীয় বিষয় দেখতে পাওয়া যায়। আমাদের দেখার মাঝেও অনেক ভুল থাকে। হয়তো আমরা যা দেখি তার পিছনে অন্য গল্প থাকতে পারে । আমরা কোন কিছু দেখে বিচার বিশ্লেষণ না করেই কাউকে ভুল বুঝে বসি । যা এই নাটকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর আমাদের সমাজে মেয়েদের বিয়ে ভেঙ্গে যাওয়ার পর সেই মেয়ের জীবন আরও কষ্টের হয়ে যায়। তাছাড়া আরও বিষয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই নাটকে।


ব্যক্তিগত মতামত


এই নাটকের নামকরণটি, পাশের ফ্ল্যাট ডুকে পড়ার ব্যাপারটা থাকার কারণেই ফ্ল্যাট-বি২ রাখা হয়েছে। এই নাটকটি খুবই সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরা হয়েছে। এই নাটক থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।


নাটকটির সাথে বাস্তবতার মিল


বাস্তবতার সাথে নাটকটির অনেক মিল রয়েছে। আমরা একটা মানুষের পিছনের কারণ না জেনেই তাকে অনেক সময় ভুল বুঝি। তাছাড়া যে মানুষটা সত্যিকারের ভালোবাসে, সে কখনো ছেড়ে যায় না। আমাদের দেখার মাঝেও অনেক ভুল থাকতে পারে।


রেটিং

এই নাটকটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আমি নাটকটি ৮/১০ দিব।


ইউটিউব লিংক


সমস্ত স্ক্রিনশটগুলো এই ভিডিও থেকে কালেক্ট করা হয়েছে


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

এই নাটকটি আমি দেখেছি। আমার ও খুব ভালো লেগেছিল নাটকটি।আমাদের বড়ো একটি সমস্যা হলো ভুল বোঝা। এই ভুল বোঝার জন্য অনেক বড় সমস্যার সমুখীন হতে হয়।নাটকের রিভিউ আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ বৌদি।

আপনি আমার ট্রাভেলিং এর ভিডিওগুলোর কথা বলেছিলেন। সবগুলো ভিডিও আপলোড দেওয়া শেষ। সময় পেলে এগুলো দেখে আসবেন । আশা করি ভালো লাগবে।

 3 years ago 

এই নাটকটি আমি দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছিল নাটকটি।আপনার রিভিউ দেখে আবার পুরো নাটকটি চোখের সামনে ভেসে উঠলো। আপনি পুরো নাটকটির একটা সুন্দর রিভিউ দিয়েছেন যে দেখে সহজেই নাটকের কাহিনী বুঝে ফেলা যাবে।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পছন্দের একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ভাই এই নাটকটি আমি দেখছি।আপনার রিভিউ দেখে আবার নাটকটির কথা মনে পড়ে গেলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর নাটকের রিভিউ দেওয়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার নাটকের রিভিউটি পরে অনেক কিছু জানতে পারলাম। সত্যি কথা বলতে চোখে দেখা অনেক কিছু ভুল হয়ে যায়। দেখার মাঝে হাজারো ভুল লুকিয়ে থাকে। এই ভুলগুলো আমাদের ব্যক্তিজীবনেও বিভিন্ন ভাবে লক্ষ্য করা যায়। এই নাটকের মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে আমরা আমাদের চোখের দেখাকে বিশ্বাস করি কিন্তু তার মধ্যেও লুকিয়ে থাকে অনেক হাজারো ভুল চিন্তা ধারা। অনেক সুন্দর ভাবে রিভিউটি করেছেন আপনি।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপনি। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমাদের চারপাশের বড় একটি সমস্যা হচ্ছে ভুল বোঝা।এই ভুল বোঝার জন্য অনেক বড় বড় সমস্যা হয়।
রিভিউটি পড়ে চোখে ভাসছে যেনো
খুব গুছিয়ে লিখেন ভাইয়া আপনি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর ও সংক্ষিপ্তভাবে আপনি নাটকটি রিভিউ দিয়েছেন সাজিয়ে -গুছিয়ে দাদা।আসলে আমরা অনেক সময় চোখের সামনে যেটি দেখি সেটি ঠিক নাও হতে পারে, আবার যেটি হয় সেটি না দেখতে ও পারি।এর থেকে ভুলবোঝাবুঝির মতো জটিল সমস্যার সৃষ্টি হয়। ধন্যবাদ দাদা।

 3 years ago 

ধন্যবাদ দিদি আপনাকে।

 3 years ago 

না নাটকের মধ্যে সেইরকম বিশেষ কিছু নেই। সেই অভিমান প্রেম।

ভাই পূর্নজন্ম ১,২ দেখেন। তাকদির এবং মহানগরের পর অন‍্যতম একটি সেরা থ্রীলার নাটক।

 3 years ago 

নাটকটির আদ্যপান্ত অনেক সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই নাটকটি আগে দেখেছিলাম তবে এই নাটকটি খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। আমাদের নিজের চোখে দেখার মাঝে মাঝে ভুল হতে পারে এই নাটকটি সেই বিষয়টি সুন্দর ভাবে তুলে ধরেছে।

 3 years ago 

এই নাটকটি আমি দেখেছি। আমার ও খুব ভালো লেগেছিল । এই ভুল বোঝার জন্য অনেক বড় সমস্যার সমুখীন হতে হয় আমাদের ।নাটকের রিভিউ আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51